রবিবারে জোরদার প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়
উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই জোরকদমে নির্বাচনী প্রচার ও জনসংযোগের ময়দানে নেমে পড়েছেন বর্ষীয়ান নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়।
আসন্ন লোকসভা নির্বাচনে কর্মীদের মধ্যে দলীয় বার্তা পৌঁছে দিতে ও আগামী নির্বাচনী প্রচার সংক্রান্ত কর্মসূচি নিয়ে কর্মীদের ওয়াকিবহুল করতে রবিবার খড়দহের রবীন্দ্রভবনে কর্মী সম্মেলন করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নিলু সরকার, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
এদিনের কর্মীসভায় উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায় বলেন," তার প্রধান প্রতিপক্ষ মোদিজি। তার কথায় দমদম লোকসভা কেন্দ্রে তার দুই প্রতিপক্ষই হেরে যাওয়া প্রার্থী, তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নই নেই। "পাশাপাশি, এদিনের কর্মী সভাকে সফল করার উদ্দেশ্যে খরদহের তৃণমূল শ্রমিক সংগঠনের শহর সভাপতি গোপাল সাহার উদ্যোগে, প্রায় পাঁচশ কর্মী সমর্থক নিয়ে খরদহের স্টেশন রোড থেকে একটি কালারফুল মিছিলের করে রবীন্দ্রভবনের গিয়ে সম্মেলনে যোগ দেয়।
Apr 02 2024, 10:22
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
6.3k