*এবার পুরুলিয়ায় দেখা মিলল বিরলতম শ্বেত পলাশের*

খবর কলকাতা: বসন্তের আগমন ঘটলেই লাল পলাশের টানে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে প্রচুর পর্যটক ভিড় জমান এরাজ্যের পুরুলিয়ায় । এই লাল পলাশের মাঝে অতি বিরলতম এবং মূল্যবান শ্বেত পলাশের দেখা মেলা ভাগ্যের ব্যাপার । এমনই এক শ্বেত পলাশের দেখা মিলল পুরুলিয়ার কেন্দা থানা এলাকার এক জঙ্গলে। হাতে গোনা কয়েকজনের নজরে রয়েছে সেই শ্বেত পলাশের ঠিকানা।

শ্বেতপলাশ যে একেবারেই আজকাল দেখতে পাওয়া যায় না। পুরুলিয়ার কেন্দার এক জঙ্গলে চলতি বসন্তের মরশুমে এই গাছ নিয়ে হইচই পড়ে গিয়েছে । এই শ্বেতপলাশ গাছের সৌন্দর্য দেখতে ওই গ্রামে পর্যটকদের ভিড়ও বাড়ছে। সামাজিক মাধ্যমেও এই গাছের ফুলের ছবি রীতিমতো ভাইরাল। গাছ মালিকের দাবি লক্ষাধিক টাকার বেশি দর উঠেছে ওই শ্বেত পলাশ বৃক্ষের । অথচ এই বিরলতম শ্বেত পলাশ বৃক্ষের ভবিষ্যত এখন অন্ধকারে। রাতের অন্ধকারে চোরা কারবারিদের নজর পড়েছে সেই শ্বেত পলাশ বৃক্ষের উপর । গাছের গোড়া কেটে শ্বেত পলাশ বৃক্ষকে কাটার চেষ্টা চালিয়েছেন চোরা কারবারিরা বলে অভিযোগ।

গ্রামবাসীদের তৎপরতায় সেই গাছ কোনক্রমে রক্ষা পেয়েছে সেই গাছ । তাই গাছ মালিক এবং প্রতিবেশীরা চাইছেন বিরলতম শ্বেত পলাশকে রক্ষা করুক পুলিশ প্রশাসন । অতি বিরলতম এই শ্বেত পলাশ বৃক্ষকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাটাই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীদের।

মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান বললেন-অর্জুন সিং

কেকেএনবি: মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান। মঙ্গলবার জগদ্দলের মাদ্রালে বজরংবলী মন্দিরে শক্তি দেবের কাছে পুজো দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রসঙ্গত, সন্দেশখালিতে লাগাতার আন্দোলনের জেরে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

এপ্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, "মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার সকলের। কিন্তু যদি সন্দেশখালিতে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়। এটা কাম্য নয়।"

*17 अप्रैल को ईडन में नाइट्स का मैच अचानक संदेह में पड़ गया है*
*खेल*
*ख़बर कोलकाता:* आईपीएल में केकेआर का अगला घरेलू मैच 14 अप्रैल को है. फिर 17 अप्रैल को ईडन में नाइट्स का मैच है। उस आईपीएल मैच को लेकर अचानक संशय पैदा हो गया है. सुनने में आ रहा है कि बीसीसीआई को इस मैच की तारीख बदलनी पड़ेगी. दरअसल, 17 अप्रैल को रामनवमी है इसलिए कोलकाता पुलिस सुरक्षा कारणों से मैच के आयोजन का जोखिम लेने से कतरा रही है. कलकत्ता पुलिस ने सीएबी को पत्र लिखकर इसकी जानकारी दी.ईडन में केकेआर का 17वां घरेलू मैच। उस मैच में नाइट्स की प्रतिद्वंद्वी राजस्थान रॉयल्स है.
भाजपा प्रत्याशी अर्जुन सिंह ने खादर श्यामसुंदर मंदिर में पूजा कर बुरी शक्तियों के नाश की प्रार्थना की
*खबर कोलकाता:* बैरकपुर से बीजेपी उम्मीदवार अर्जुन सिंह और दमदम से बीजेपी उम्मीदवार शीलभद्र दत्ता ने सोमवार को खरदार श्यामसुंदर मंदिर में पूजा की. बैरकपुर के निवर्तमान सांसद अर्जुन सिंह ने कहा, मैंने बुरी ताकतों के विनाश के लिए प्रार्थना की. उन्होंने यह भी कहा कि भगवान श्रीकृष्ण ने अधर्म के खिलाफ महाभारत लिखी थी.उन्होंने धर्म की विजय के लिए अवतार लिया था वह जीतें.धर्म की स्थापना हुई. यही तो वह जानता है." इसके अलावा दमदम केंद्र से बीजेपी उम्मीदवार शीलभद्र दत्त ने कहा, ''मोदी जी के नेतृत्व में बीजेपी तीसरी बार सत्ता में आए. देश की जनता का और अधिक विकास हो. "
বাম আমলে বিকাশ বসুর মৃত্যুর তদন্ত হয়নি দাবি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের
খবর কলকাতা: বামফ্রন্টের রাজত্বে ২০০০ সালের ১লা এপ্রিল ইছাপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তৃণমূল নেতা বিকাশ বসু। সোমবার তাঁর প্রয়াণ দিবসে বিকাশ বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
তিনি বলেন, "বামজমানায় বিকাশ বসু হত্যার প্রকৃত তদন্ত হয়নি। রাইটার্স বিল্ডিং থেকে ফাইল লোপাট হয়ে গিয়েছিল। তবে পুনরায় বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায়, তার চেষ্টা তিনি করবেন"।
খড়দার শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে অশুভ শক্তি বিনাশের প্রার্থনা বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের
*খবর কলকাতা:*  সোমবার বেলায় খড়দার শ্যামসুন্দর মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। পুজো দিয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন ,অশুভ শক্তি বিনাশের প্রার্থনা করলাম।

তিনি আরও বলেন, ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিরুদ্ধে মহাভারত করেছিলেন। ধর্মের জিতের জন্য তিনি অবতার হয়েছিলেন। ওনার জিত হয়েছিল। ধর্মের রাজ কায়েম হয়েছিল। এটাই তিনি জানেন। পাশাপাশি ,দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত বলেন, "মোদীজীর নেতৃত্বে তৃতীয়বার বিজেপি ক্ষমতায় আসুক। দেশের মানুষের আরও উন্নয়ন হোক। বাংলায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াক।"

*"কোনো মাইকা লাল নেই সি.এ.এ কে আটকায়" এগরায় বলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা*

এসবি নিউজ ব্যুরো: এগরা শহরে নির্বাচনী প্রচারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে করেন তিনি। রবিবার রাত ৮ টা নাগাদ এগরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে কথা বলেন।

তারপর এগরা শহরের দিঘা মোড়ে কর্মীদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কোন মাইকা লাল নেই যে,সি.এ.এ কে আটকায়"। মতুয়া ভাই বোনের জন্য এই আইন তৈরি করা হয়েছে। এত মিথ্যা কথা কেন বলছেন মুখ্যমন্ত্রী। এত পাপ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, পাপের ঘরা পূর্ণ হয়ে এসেছে আপনার, এভাবেই মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন অগ্নিমিত্রা পল।

পাশাপাশি যে সমস্ত বিডিও এসডিওরা নিরপেক্ষ কাজ করছেন না তাদের উদ্দেশ্যে সাবধানতা অবলম্বন করতে বললেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

*মোহনবাগান পরাজিত ৩-২ ব্যবধানে*

খেলা

আই এস এল

খবর কলকাতা: দীর্ঘদিন পর মাঠে নামে মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল তারা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আই এস এল এ মুখোমুখি হয়েছিল চেন্নায়িনের। খেলার প্রথমার্ধে ১ গোলে মোহনবাগান এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ২-১ এগিয়ে যায় চেন্নায়িনেন।পরে খেলার অতিরিক্ত সময়ে মোহনবাগান সমতা ফেরালেও শেষ মুহূর্তে আরও ১টি গোল করে চেন্নায়িন। খেলার ফলাফল দাঁড়ায় ৩-২।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

রবিবারে জোরদার প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়

উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই জোরকদমে নির্বাচনী প্রচার ও জনসংযোগের ময়দানে নেমে পড়েছেন বর্ষীয়ান নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়।

আসন্ন লোকসভা নির্বাচনে কর্মীদের মধ্যে দলীয় বার্তা পৌঁছে দিতে ও আগামী নির্বাচনী প্রচার সংক্রান্ত কর্মসূচি নিয়ে কর্মীদের ওয়াকিবহুল করতে রবিবার খড়দহের রবীন্দ্রভবনে কর্মী সম্মেলন করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নিলু সরকার, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।

এদিনের কর্মীসভায় উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায় বলেন," তার প্রধান প্রতিপক্ষ মোদিজি। তার কথায় দমদম লোকসভা কেন্দ্রে তার দুই প্রতিপক্ষই হেরে যাওয়া প্রার্থী, তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নই নেই। "পাশাপাশি, এদিনের কর্মী সভাকে সফল করার উদ্দেশ্যে খরদহের তৃণমূল শ্রমিক সংগঠনের শহর সভাপতি গোপাল সাহার উদ্যোগে, প্রায় পাঁচশ কর্মী সমর্থক নিয়ে খরদহের স্টেশন রোড থেকে একটি কালারফুল মিছিলের করে রবীন্দ্রভবনের গিয়ে সম্মেলনে যোগ দেয়।

*কিছুক্ষণের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ গ্রাম*

কেকেএনবি: ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের কদমতলায় কয়েক মিনিটের ঝড়ের ধ্বংসলীলা চলে।ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি। ইতিমধ্যেই উদ্ধারকাজে কুইক রেসপন্স টিম উপস্থিত হয়েছে।

উত্তরবঙ্গে আগামী দু-তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় এদিন বৃষ্টি হয়। বিকেল নাগাদ জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় ঝড় শুরু হয়। কিছুক্ষণের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বেশ কিছু এলাকা।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিনদিন এই পরিস্থিতি হতে পারে।

মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তুলনায় কম বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।