বাম আমলে বিকাশ বসুর মৃত্যুর তদন্ত হয়নি দাবি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের
খবর কলকাতা: বামফ্রন্টের রাজত্বে ২০০০ সালের ১লা এপ্রিল ইছাপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তৃণমূল নেতা বিকাশ বসু। সোমবার তাঁর প্রয়াণ দিবসে বিকাশ বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
তিনি বলেন, "বামজমানায় বিকাশ বসু হত্যার প্রকৃত তদন্ত হয়নি। রাইটার্স বিল্ডিং থেকে ফাইল লোপাট হয়ে গিয়েছিল। তবে পুনরায় বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায়, তার চেষ্টা তিনি করবেন"।
খড়দার শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে অশুভ শক্তি বিনাশের প্রার্থনা বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের
*খবর কলকাতা:*  সোমবার বেলায় খড়দার শ্যামসুন্দর মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। পুজো দিয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন ,অশুভ শক্তি বিনাশের প্রার্থনা করলাম।

তিনি আরও বলেন, ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিরুদ্ধে মহাভারত করেছিলেন। ধর্মের জিতের জন্য তিনি অবতার হয়েছিলেন। ওনার জিত হয়েছিল। ধর্মের রাজ কায়েম হয়েছিল। এটাই তিনি জানেন। পাশাপাশি ,দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত বলেন, "মোদীজীর নেতৃত্বে তৃতীয়বার বিজেপি ক্ষমতায় আসুক। দেশের মানুষের আরও উন্নয়ন হোক। বাংলায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াক।"

*"কোনো মাইকা লাল নেই সি.এ.এ কে আটকায়" এগরায় বলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা*

এসবি নিউজ ব্যুরো: এগরা শহরে নির্বাচনী প্রচারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে করেন তিনি। রবিবার রাত ৮ টা নাগাদ এগরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে কথা বলেন।

তারপর এগরা শহরের দিঘা মোড়ে কর্মীদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কোন মাইকা লাল নেই যে,সি.এ.এ কে আটকায়"। মতুয়া ভাই বোনের জন্য এই আইন তৈরি করা হয়েছে। এত মিথ্যা কথা কেন বলছেন মুখ্যমন্ত্রী। এত পাপ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, পাপের ঘরা পূর্ণ হয়ে এসেছে আপনার, এভাবেই মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন অগ্নিমিত্রা পল।

পাশাপাশি যে সমস্ত বিডিও এসডিওরা নিরপেক্ষ কাজ করছেন না তাদের উদ্দেশ্যে সাবধানতা অবলম্বন করতে বললেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

*মোহনবাগান পরাজিত ৩-২ ব্যবধানে*

খেলা

আই এস এল

খবর কলকাতা: দীর্ঘদিন পর মাঠে নামে মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল তারা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আই এস এল এ মুখোমুখি হয়েছিল চেন্নায়িনের। খেলার প্রথমার্ধে ১ গোলে মোহনবাগান এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ২-১ এগিয়ে যায় চেন্নায়িনেন।পরে খেলার অতিরিক্ত সময়ে মোহনবাগান সমতা ফেরালেও শেষ মুহূর্তে আরও ১টি গোল করে চেন্নায়িন। খেলার ফলাফল দাঁড়ায় ৩-২।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

রবিবারে জোরদার প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়

উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই জোরকদমে নির্বাচনী প্রচার ও জনসংযোগের ময়দানে নেমে পড়েছেন বর্ষীয়ান নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়।

আসন্ন লোকসভা নির্বাচনে কর্মীদের মধ্যে দলীয় বার্তা পৌঁছে দিতে ও আগামী নির্বাচনী প্রচার সংক্রান্ত কর্মসূচি নিয়ে কর্মীদের ওয়াকিবহুল করতে রবিবার খড়দহের রবীন্দ্রভবনে কর্মী সম্মেলন করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নিলু সরকার, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।

এদিনের কর্মীসভায় উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায় বলেন," তার প্রধান প্রতিপক্ষ মোদিজি। তার কথায় দমদম লোকসভা কেন্দ্রে তার দুই প্রতিপক্ষই হেরে যাওয়া প্রার্থী, তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নই নেই। "পাশাপাশি, এদিনের কর্মী সভাকে সফল করার উদ্দেশ্যে খরদহের তৃণমূল শ্রমিক সংগঠনের শহর সভাপতি গোপাল সাহার উদ্যোগে, প্রায় পাঁচশ কর্মী সমর্থক নিয়ে খরদহের স্টেশন রোড থেকে একটি কালারফুল মিছিলের করে রবীন্দ্রভবনের গিয়ে সম্মেলনে যোগ দেয়।

*কিছুক্ষণের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ গ্রাম*

কেকেএনবি: ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের কদমতলায় কয়েক মিনিটের ঝড়ের ধ্বংসলীলা চলে।ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি। ইতিমধ্যেই উদ্ধারকাজে কুইক রেসপন্স টিম উপস্থিত হয়েছে।

উত্তরবঙ্গে আগামী দু-তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় এদিন বৃষ্টি হয়। বিকেল নাগাদ জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় ঝড় শুরু হয়। কিছুক্ষণের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বেশ কিছু এলাকা।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিনদিন এই পরিস্থিতি হতে পারে।

মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তুলনায় কম বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।

অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের মেগা ওরিয়েন্টেশন সেশন প্রোগ্রাম কলকাতায়

খবর কলকাতা : আজ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অ্যালেন কলকাতার মেগা ওরিয়েন্টেশন প্রোগ্রামে ৫০০০ ছাত্র ও তাদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার জন্য অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেডের মেগা ওরিয়েন্টেশন সেশনে উপস্থিত ছিলেন দুই প্রধান একাডেমিক অফিসার সি আর চৌধুরী।প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মধ্যে দিয়ে আজকের অধিবেশন শুরু হয়। এর সাথে অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের ৩৫ বছরের যাত্রার চিত্র কে তুলে ধরতে একটি উপস্থাপনা দেওয়া হয়। এতে অ্যালেনের ফলাফল এবং তার সামাজিক উদ্দেশ্যের কার্যক্রম সম্পর্কে তথ্য দেওয়া হয়ে।

অধিবেশনে, অ্যালেনের সিএও সি আর চৌধুরী বলেন ," অ্যালেন তার ৩৫ বছরের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে। অ্যালেনের জন্য, শিক্ষার্থী হল তার প্রতিটি কাজের কেন্দ্রে, যা কিছু পরিবর্তন করা হয় তা ছাত্রের উন্নতির জন্য করা হয়। অ্যালেন গ্যারান্টি দেয় যে প্রত্যেক শিক্ষার্থী তার যোগ্যতা ও প্রত্যাশা অনুযায়ী ভালো শিক্ষক পাবে। যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তাদের ক্লাস কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে, ক্লাস শুরু হওয়ার পর কী কী সতর্কতা অবলম্বন করা উচিত তা জানা জরুরি। এ লক্ষ্যেই ওরিয়েন্টেশনের আয়োজন করা হচ্ছে। অ্যালেনের লক্ষ্য মূল্যবোধের সাথে শিক্ষা প্রদান করা। অ্যালেনের নামের সাথে কেরিয়ার শব্দটি যুক্ত রয়েছে। আমাদের উদ্দেশ্য হল ছাত্র-ছাত্রীদের কর্মজীবনের উন্নয়নের পাশাপাশি তাদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, যাতে তারা পরিবার, সমাজ ও দেশের সেবা করার জন্য প্রস্তুত হতে পারে।

সংস্থার জোনাল হেড রজনীশ শ্রীবাস্তব বলেন, "অ্যালেন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। কলকাতা, পশ্চিমবঙ্গের এই উদ্যোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের জন্য একটি নতুন মাত্রা হিসাবে প্রমাণিত হচ্ছে ও খুব অল্প সময়ে ভালো অর্জন হচ্ছে। একটি গাছের বেড়ে ওঠার জন্য যেমন সার, আলো এবং জলের প্রয়োজন, তেমনি একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় ইতিবাচক পরিবেশ এবং সেরা শিক্ষা আমরা প্রদান করব"।

এই অনুষ্ঠানে অ্যাডমিন হেড দেবাশীষ সান্যাল বলেন, "শিক্ষা ও সুযোগ-সুবিধার পাশাপাশি অ্যালেন প্রত্যেক শিক্ষার্থীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে এবং যতক্ষণ না সে তার ক্যারিয়ার গড়ে তোলে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীকে নিরাপদ পরিবেশ প্রদানের জন্য কাজ করে। ক্লাসের পর শিক্ষার্থীর কোনো প্রয়োজন থাকলে তাও পূরণ করা হয়। একজন শিক্ষার্থীর প্রতিটি প্রয়োজনই অ্যালেনের প্রয়োজন এবং অ্যালেন তা পূরণ করলেই সন্তুষ্ট হয়।"

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

বীরভূমের বিজেপির প্রার্থী ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু

কেকেএনবি : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গতকাল বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হয়। সেই মতন আজ থেকেই কর্মীরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। তবে কিছুদিন আগে দেখা গিয়েছিল বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল কে নিয়ে বিতর্কিত দেওয়াল লিখন। দুবরাজপুরের বিভিন্ন এলাকায় এবার দেখা গেল বিজেপির কিছু বিতর্কিত দেওয়াল লিখন।দেওয়াল লিখনে দেখা যাচ্ছে বিভিন্ন ছড়া কাটা হয়েছে।

*কেশিয়াড়িতে মন্দিরে পূজো দিয়ে রবিবারের প্রচার সারলেন অগ্নিমিতা পল*

কেকেএনবি : ঠাকুর মন্দিরে পূজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে মেদিনীপুরের কেশিয়াড়ির বিভিন্ন এলাকায় রবিবাসরীয় প্রচার সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পল। তিনি বলেন ,"সাধারণ মানুষের স্নেহ ভালোবাসো আমাকে ভরসা জাগাচ্ছে।

পথে যেতে যেতে ওই সাধারণ মানুষ খুশি হয়ে কেউ এসে ডাব খাওয়াচ্ছে, কেউ পান খাওয়াচ্ছে। মানুষের এই আশা ভরসা বিশ্বাস থেকে মনে হচ্ছে এই জায়গাটা আমার কাছে খুব আনন্দের। সব কিছুই সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য।

তিনি যেভাবে ২০৪৭ সাল পর্যন্ত মানুষের কাজ করার কথা ভেবে রেখেছেন। আমি এসেছি তার প্রতিনিধি হয়ে। মেদিনীপুর তথা কেশিয়াড়ি এলাকার মানুষের সেবা করার জন্য। এলাকার মানুষও খুব আনন্দের সঙ্গে আমার সাথে প্রচারে অংশগ্রহণ করছে"।

*গার্ডেনরিচ কান্ডের ছায়া এবার উত্তর দমদমে*
*খবর কলকাতা:* শনিবার রাতে একেবারে গার্ডেনরিচের ধাঁচে উত্তর দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয় এক মহিলার। ঘটনায় ইতিমধ্যেই বিমানবন্দর থানার পুলিশ ১৮ জনকে আটক করেছে।উত্তর দমদম পৌরসভার ১৭নং ওয়ার্ডের ওয়ার্ড কার্যালয়ের থেকে ঢিল ছোড়া দূরত্বে বেআইনি নির্মাণের একাংশ ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঘটনার পর থেকেই এলাকায় দেখা মেলেনি কাউন্সিলর সিআইসি মহুয়া শীলের। ঘটনাস্থলে এসে উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস জানান ,গোটা বিষয়টি পৌরপ্রধান খতিয়ে দেখছেন।বিরাটির শরৎকালোনির শরৎ বোস রোডে বেআইনি প্রোমোটিং ভেঙ্গে মৃত এক।এই বাড়ির লাগোয়া বাসিন্দা কেযা শর্মা চৌধুরী, বয়স ৪৫।বিল্ডিংর একাংশ ভেঙে তার মৃত্যু হয়।

এলাকায় যথেষ্ট চাঞ্চল্য, স্থানীয় বাসিন্দাদের দাবি অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বহুতলটি। আজ ৩ প্রোমোটার সহ কন্টাক্টার ২ জন লেবার ইনচার্জকে গ্রেফতার করা হয়েছে। মোট ৬জন গ্রেফতার।গ্রেফতার করেছে বিমানবন্দর থানার পুলিশ। সাজিব সেন ওরফে সাজু,গৌতম দে ও সৌভিক মজুমদার ৩ জন হল প্রোমোটার। গ্রেফতার অজয় পাতিল হল লেবার কন্টাকটার।