নদিয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার আবার বিজেপির প্রার্থী

এসবি নিউজ ব্যুরো: পাঁচ বছরের কাজের মূল্যায়ন এবং জনসমর্থন দেখে দল আমাকে দ্বিতীয়বারের জন্য টিকিট দিয়েছে। আমার দলের প্রতি আত্মবিশ্বাস এবং কৃতজ্ঞতা আরো বেশি বেড়ে গেল।দ্বিতীয়বারের জন্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া দিলেন নদিয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এদিন নদীয়ার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভার কয়েক ঘন্টা পরেই দিল্লি থেকে বেশ কয়েকটি রাজ্যের একাধিক জায়গায় প্রার্থী ঘোষণা হয়। ঠিক সেইরকম পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে লোকসভার প্রার্থী ঘোষণা করে বিজেপি।

নদীয়ার কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ঘোষণা না করলেও এদিন রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে দ্বিতীয়বারের জন্য বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকেই প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। এদিন প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন জগন্নাথ সরকার। তিনি বলেন ,"দল মূলত পাঁচ বছরের কাজের পরিসংখ্যান এবং জনগণের সমর্থন দেখেই আমাকে দ্বিতীয় বারের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমি এর আগের পাঁচ বছর ও সাধারণ মানুষের হয়ে কাজ করেছি। আগামী দিনেও আমি সাধারণ মানুষের হয়ে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করব।"

বারাসাতে তৃণমূলের প্রস্তুতি সভা

উত্তর ২৪ পরগনা: ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার বারাসাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল।কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা ও রাজ্যের ন্যায্য পাওনার দাবিতে আগামী ১০ মার্চ তৃনমূল কংগ্রেসের ডাকে ব্রিগেডে সভা।তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বারাসাতের জাগৃতি সংঘের মাঠে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার,খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ স্থানীয় কাউন্সিলররা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

প্রার্থীপদ ঠিক করবেন মমতা ব্যানার্জি বললেন সাংসদ অর্জুন সিং

উত্তর ২৪ পরগনা: আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সমাবেশ। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। জনগর্জন সমাবেশ সফল করার লক্ষে শনিবার সন্ধ্যায় ব্যারাকপুরে আয়োজিত সভায় হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, "ইলেকশন একটা যুদ্ধ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।

নেত্রী ৪২টি আসনেই জেতার ডাক দিয়েছেন। ৪২ টি আসনেই জেতার চেষ্টা করবো।" ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী কে হবেন, এর উত্তরে সাংসদ বলেন, প্রার্থীপদ ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রার্থী না করা হলেও তিনি দলের হয়ে কাজ করবেন। এদিনের সভায় হাজির ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস প্রমুখ।

পুণ্যতা পেল ভালোবাসা, হাসপাতালের ওয়ার্ডে সাড়লেন বিয়ে

এসবি নিউজ ব্যুরো: আড়াই বছর ভালবাসার পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। দিল্লির বাসিন্দা অমিত মুখার্জি কর্মসূত্রে দুর্গাপুরে আসেন প্রায়ই। আড়াই বছর আগে, তখনই তার এক বন্ধুর বান্ধবী সুচরিতা পাত্র সাথে দুর্গাপুরে সিটি সেন্টারে আলাপ হয়। আস্তে আস্তে পরিচয় বাড়ে দুইজনের। এরপরই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় একে অপরে।

প্রায় আড়াই বছরের এই ভালোবাসা সম্পর্কে পর আজ ২ রা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার দিন ঠিক হয়। এরপরে হঠাৎই বিয়ের একদিন আগে ছেলের পরিবারকে জানানো হয় মেয়ে হেপাটাইটিসসের আক্রান্ত। গুরুতর অবস্থায় দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু প্রেমের সম্পর্কে এতটাই গভীর যে এই ব্যাধি তাদের বিবাহকে আটকাতে পারেনি।

অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ সাথে কথা বলে ২ রা মার্চ শনিবারই সন্ধ্যায় হিন্দু শাস্ত্রমতে পুরোহিত নিয়ে এসে হাসপাতালে ওয়ার্ডে বিয়ে করলেন এই অমিত সুচরিতা৷ এই বিয়েতে খুশি পাত্র-পাত্রীর পরিবার ও।সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের তরফেও যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।হয়তো এই ভাবেই আজও জিতে যায় অনেক প্রেম, ভালোবাসা।

প্রকাশিত হল ২০২৪ এর বিজেপির প্রার্থী তালিকা। পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা

পুরুলিয়ার রঘুনাথপুরে ডিভিসির আরটিপিএসের(রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন ) দ্বিতীয় পর্যায়ের ভার্চুয়ালি শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

এসবি নিউজ ব্যুরো: আজ রঘুনাথপুরে ডিভিসির আরটিপিএসের(রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন ) দ্বিতীয় পর্যায়ের কাজের ভার্চুয়ালি শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদীয়ার কৃষ্ণনগর থেকে তিনি রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের ১৩২০ মেগাওয়াট (৬৬০×২) প্রকল্পের শিলান্যাস করলেন ।

আরটিপিএসের প্রকল্প অধিকর্তা চৈতন্য প্রকাশ জানান," প্রথম পর্যায় তৈরির সময়েই মোট ২০৭৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। সেখানে ইতিমধ্যেই ১২০০ মেঘাওয়াট (৬০০×২) বিদ্যুৎ তৈরি হচ্ছে।ফলে দ্বিতীয় পর্যায়ের জন্য নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন নেই।ডিভিসির হাতে থাকা ১৫০ একরেই তৈরি হয়ে যাবে দ্বিতীয় পর্যায়। তার ব্যাখ্যা আগেই ছাই পুকুর,ওয়াটার করিডর,রেল করিডর সমস্ত কিছুই তৈরি হয়ে আছে।দ্বিতীয় পর্যায়েই সেই পরিকাঠামোই ব্যবহার করা হবে"।

দ্বিতীয় পর্যায়ে ১১ হাজার ৩৩ কোটি বরাদ্দ হচ্ছে আরটিপিএসে। সবকিছু ঠিক থাকলে সাড়ে চার বছরের মধ্যে এই দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হবে।আরো নতুন ভাবে প্রায় ১০০০ মতো কর্মসংস্থান হবে বলেই জানাচ্ছে ডিভিসি।তবে নির্মান কাজ মসৃণ ভাবে চালানোর জন্য সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে সাহায্যের আবেদন রেখেছে ডিভিসি কর্তৃপক্ষ।

*চাকরি জীবনের খুঁটিনাটির হদিশ নিয়ে সম্মেলন অ্যাডামাসে*

এসবি নিউজ ব্যুরো: পড়াশোনার পর্ব শেষ করে মনমতো চাকরি পকেটস্থ করার মতো সাফল্য লাভ করেন খুব কমজনই। আর সেই পড়ুয়াদেরই এবার দিশা দেখাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছিলেন দেশের নামজাদা একাধিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিত্বরা, যাঁরা বহু বছর ধরে নানা সংগঠনের মানব সম্পদ বিভাগের সঙ্গে যুক্ত ও ইতিমধ্যেই কর্মক্ষেত্রে নজরকাড়া সাফল্য পেয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার ডেভলপমেন্ট সেন্টার (সিডিসি) -এর উদ্যোগে অ্যাডামাসে অনুষ্ঠিত হল মানব সম্পদ নিয়ে এক সম্মেলন 'এনগেজ অ্যান্ড এমপাওয়ার'।

আলোচনা সভায় বিশিষ্টরা তুলে ধরেন বর্তমান ও আগামী দিনের 'ট্রেন্ডিং'-এ থাকা ও থাকার সম্ভাবনা রয়েছে এমন বিষয়গুলি। এছাড়াও তাঁদের আলোচনার বিষয় বস্তু হিসেবে উঠে আসে মানব সম্পদের চলতি প্রথার পরিবর্তন ঘটিয়ে নতুন ধারার হদিস দেওয়া এবং কর্মক্ষেত্রের সাংগঠনিক বিকাশের জন্য যে দক্ষতা প্রয়োজন সেই দিকেও আলোকপাত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চ্যান্সেলর প্রফেসর (ড.) সমিত রায়, সিডিসি-এর ডিরেক্টর অভিজিৎ গিরি এবং অন্যান্য বিশিষ্টরা।

সম্মেলনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন

রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, সেঞ্চুরি প্লাইবোর্ডস লিমিটেড-এর মতো সংগঠনের প্রখ্যাত পেশাদার কর্তারা।

তৃণমূল বাংলার মানুষকে গরিব বানিয়ে রাখতে চায়, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এসবি নিউজ ব্যুরো: তৃণমূল বাংলার মানুষকে গরিব বানিয়ে রাখতে চায়।কেন্দ্র সরকারের প্রকল্প নিজের নামে চালাতে চাইছে তৃণমূল। এখানে পুলিশ নয়, দুষ্কৃতীরা সিদ্ধান্ত নেয় প্রশাসন কিভাবে চলবে। শনিবার নদীয়ার কৃষ্ণনগরে প্রকাশ্য জনসভায় এসে একথা বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের মাঠে প্রথমে অল্প সময়ের জন্য প্রশাসনিক বৈঠক করেন তিনি।

এরপরই সেখান থেকে জনসভায় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ শুরু করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবার লোকসভা নির্বাচনে এনডিএ সরকার ৪০০ সিট অতিক্রম করবে। গোটা দেশজুড়ে ২২ হাজার কোটি টাকার বিভিন্ন প্রজেক্ট তৈরি করা হয়েছে। এ রাজ্যে বিদ্যুৎ থেকে শুরু করে পেট্রোলিয়াম প্রজেক্ট গুলি আরো মজবুত হবে। রাজ্যে চাকরি এবং রোজগার বাড়ার পাশাপাশি কৃষি ক্ষেত্রেও আরব বিকাশ ঘটবে।

এখানকার তৃণমূল মানেই অত্যাচার এবং দুষ্কৃতির দ্বিতীয় নাম। তৃণমূল মানেই বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, নরেন্দ্র মোদি গ্যারান্টি দিয়েছিল কল্যাণীতে এইমস হাসপাতাল তৈরি করা হবে। সেখানে এইমস হাসপাতাল তৈরি হয়েছে। তাতেও এ রাজ্যের তৃণমূল সরকারের পছন্দ হয়নি। বিজেপি সরকার আয়ুষ্মান প্রকল্পে পাঁচ লাখ করে ফ্রি তে টাকা দেওয়ার সুবিধা করেছে। কিন্তু এরা যে টিএমসি সরকার সেটা লাগু হতে দিচ্ছে না। স্বাস্থ্য সুবিধা থেকে শুরু করে মেডিকেল কলেজ আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এর রাজ্যের পাট চাষীদের কথা মাথায় রেখে এবং যে সমস্ত জুট মিল রয়েছে তাদের কথা মাথায় রেখে আরো অনেক টাকা বরাদ্দ করা হবে। পশ্চিমবঙ্গের প্রায় ৩ লক্ষ কৃষক পিএম কৃষাণের লাভ নিয়েছে। টিএমসি মা মাটির মানুষের নাড়া লাগিয়ে মা-বোনদের ভোট নিয়েছে। আজ মা মাটি মানুষ সবাই টিএমসির কু-শাসনে ভুগছে।

অন্যদিকে, সন্দেশখালি ঘটনা নিয়ে করা আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকার চুপ রয়েছে। মা বোনদের আওয়াজ শুনতে পাচ্ছে না। যখন সেখানকার মায়েরা দূর্গা হয়ে প্রতিবাদ শুরু করেছে তখন রাজ্য সরকার মাথা নত করেছে। রাজ্য সরকার চাই না দুষ্কৃতীরা গ্রেফতার হোক। এখানকার দুষ্কৃতীরাই শেষ কথা বলে। কখন তারা সেলেন্ডার করবে আর কখন গ্রেফতার হবে। পাশাপাশি, তিনি বলেন, আগামী পাঁচ বছরে কয়েক হাজার কোটি টাকা এই রাজ্যে বরাদ্দ করা হবে। তিনি দাবি করেন, এবারের লোকসভা নির্বাচনে প্রায় ৪০০টির বেশি সিট পাবে এনডিএ সরকার।

অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিল আশাকর্মীরা

এসবি নিউজ ব্যুরো: অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিল আশাকর্মীরা। অবিলম্বে আশা কর্মী দের মাসিক ভাতা বৃদ্ধি, অ্যান্ড্রয়েড মোবাইল সেট প্রদান, ইনসেনটিভ এর টাকা ভাগে ভাগে না দিয়ে বকেয়া টাকা প্রদান, অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা, পালস পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দেওয়া সহ ১৫দফা দাবি সহযোগে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করা শুরু করল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন।

তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জের ঘড়ি মোড়ে জেলা ব্যাপী আশা কর্মী রা সমবেত হন। বারে বারে উর্ধস্তন কর্তপক্ষ কে জানানো হলেও মিলেছে শুধু প্রতিশ্রুতি, কাজের কাজ কিছুই হয়নি তাই এই পথে আসতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এমনকি আগামী ৩রা মার্চ পালস পোলিও কর্মসূচি তে তারা তখনই অংশ নেবেন যখন তাদের দাবি গুলো সরকার মেনে নেবে বলেও হঁশিয়ারি দিয়েছেন।

আশাকর্মী ইউনিয়নের সদস্য দের দাবি সরকার বিভিন্ন প্রকল্প গুলির পাশাপাশি প্রান্তিক মানুষ দের চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেবেন কি না সেটাই এখন দেখার।

৩ গোল, তালিকায় ২ এ মোহনবাগান সুপার জায়ান্ট

খেলা

আই এস এল

খবর কলকাতা: জয়ের হ্যাটট্রিক করে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট টিমের। আগের ম্যাচে ওডিশার ঘরের মাঠে অনবদ্য ফুটবল খেলেছিল সবুজ মেরুন। যদিও তাঁদের এক পয়েন্ট নিয়েই ফিরতে হয়েছিল। তবে গতকাল মোহনবাগান ঘরের মাঠে জয় পেল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩ গোল, ৩ পয়েন্ট এবং লিগ টেবিলে দুইয়ে মোহনবাগান। এদিন স্কোর লাইনটা মোহনবাগানের পক্ষে আরও বাড়তে পারত।

ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।