WestBengalBangla

Feb 27 2024, 16:14

ইংরেজবাজার থানা এলাকায় আবারও এক দশম শ্রেনীর ছাত্রী অপহৃত

এসবি নিউজ ব্যুরো: আরো এক দশম শ্রেনীর ছাত্রী অপহৃত।অপহরণের ছবি  সিসিটিভিতে স্পষ্ট।তবুও অপহরণের ১০দিন পরও অপহৃত ছাত্রীর উদ্ধার করতে পারে নি পুলিশ।সিসিটিভিতে পাওয়া হাড়হিম করা ছাত্রী অপহরণের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। সেই ভাইরাল ছবিতে দশম ছাত্রীকে দুই দুষ্কৃতি  নম্বরহীন মোটরবাইকে তুলে নিয়ে  যাচ্ছে। সিসিটিভির সেই ছবি সহ লিখিত অভিযোগ করে ছাত্রীর পরিবার।

এরপরও হেলদোল নেই পুলিশ প্রশাসনের। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার।  তাই অপহৃত দশম শ্রেনীর ছাত্রী উদ্ধারে জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন ছাত্রীর বাবা। মালদহ জেলা জুড়ে শিশু থেকে মহিলা খুনের ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি মাসে। যা ঘিরে তোলপাড় হয়েছে মালদহ জেলা।  ৩১জানুয়ারী ইংরেজবাজার থানা এলাকাতে এক পঞ্চম শ্রেনীর ছাত্রীর গলা কাঁটা দেহ উদ্ধার হয়।

এরপর ১৫ফেব্রুয়ারী ভুট্টার খেতে এক যুবতীর ক্ষতবিক্ষত  দেহ উদ্ধার হয় মোথাবাড়ি থানা এলাকায়। ২৩ফেব্রুয়ারী মালদা থানা এলাকায় এক পরিত্যক্ত ইট ভাটাতে দশম শ্রেনীর আদিবাসী ছাত্রীর ইট দিয়ে মাথা থেতলে খুনের ঘটনা করে। ২৩ ফেব্রুয়ারি বৈষ্ণবনগর থানাতেও এক মহিলার ক্ষতবিক্ষত  দেহ উদ্ধার হয় ভুট্টার খেতে। এমন পরিস্থিতিতে আবার এক দশম শ্রেনীর ছাত্রী অপহরণ। স্বাভাবিকভাবেই পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

WestBengalBangla

Feb 27 2024, 16:10

৫১ টি সতীপীঠের অন্যতম পীঠ

এসবি নিউজ ব্যুরো: নদীয়া জেলার কালীগঞ্জ ব্লকের একটি গ্রামীণ জনপদ জুড়ানপুর। মহাপীঠ নিরূপণ তন্ত্র অনুসারে এই জুড়ানপুরের কালীপীঠ হচ্ছে ভারতীয় উপমহাদেশের ৫১ টি সতীপীঠের অন্যতম। কথিত আছে মা সতীর করোটির অংশ এখানে পতিত হয়েছিল। কালীপীঠের অপর নাম কালীঘট্ট বা কালীঘাট।

ভাগীরথী একসময় জুড়ানপুরের পাশ দিয়েই প্রবাহিত হত। সেই নদীঘাটের অবস্থান থেকেই কালীঘাট নামকরণ হয়৷ দেবী এখানে জয়দুর্গা নামে অধিষ্ঠিত। এই শক্তিপীঠের রক্ষাকর্তা ক্রোধীশ ভৈরব। এখানে এক সুপ্রাচীন বটবৃক্ষের তলায় মহাদেবী স্বয়ম্ভু প্রস্তরখণ্ড রূপে পূজিতা হন। এখানে প্রতীক অর্থে একটা ব্রোঞ্জের মূর্তি আছে৷ নানা সময় নানান বিখ্যাত সাধক এখানে এসেছেন পীঠ দর্শন করতে। সেই তালিকাতে আছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস, সাধক বামাক্ষ্যাপা সহ অনেক বিখ্যাত সাধক।

অনেকে তো এখানে সাধনাও করে গেছেন। জুড়ানপুর কালীপীঠে দুর্গাপূজা, রটন্তী কালীপূজা, রথযাত্রা ও জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়৷ শ্রাবণ মাসের শেষ সোমবার হয় জলাভিষেক। প্রতি বছর মাঘী পূর্ণিমায় জুড়ানপুর কালীপীঠ প্রাঙ্গনে বিরাট মেলা বসে। এই মেলায় জাতিধর্মনির্বিশেষে বেশ কয়েক হাজার লোকসমাগম হয়। এবং প্রত্যেক বছরের মত এই বছরেও সমাগম হয়েছে সেই বিশেষ মেলার। আর সেই উপলক্ষ্যে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসছেন এই মন্দিরে পুজো দিতে। তবে বন্ধুর সংলগ্ন আশেপাশে কিভাবে কোন থাকার জায়গা না থাকলেও মন্দির কর্তৃপক্ষকে আগে থেকে জানিয়ে দিলে ব্যবস্থা করা হয় বিশেষ ভোগের।

কিভাবে আসবেন?  শিয়ালদহ থেকে লালগোলাগামী যেকোনো ট্রেনে দেবগ্রাম স্টেশনে নেমে কাটোয়া ঘাটগামী বাসে নিমতলায় নেমে সেখান থেকে টোটো করে জুরানপুরে যাওয়া যায়।অন্যদিকে, কাটোয়া স্টেশনে নেমে ভাগীরথী নদী পার করে জুরানপুরে আসা যায়।

WestBengalBangla

Feb 27 2024, 11:53

জগদ্দলের তিনসুটিয়া মাঠের আবর্জনার স্তুপ থেকে ৭ টি তাজা বোমা উদ্ধার

উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের মুখে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তারবাগান তিনসুটিয়া মাঠের ধারে আবর্জনার স্তুপ থেকে ৭টি বোমা উদ্ধার করলো পুলিশ। মঙ্গলবার সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি-র বম্ব স্কোয়াড।

মাঠের পাশেই রয়েছে এসিপি অফিস ও কমলা বালিকা প্রাথমিক বিদ্যালয়। এতগুলো বোমা উদ্ধারে আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ। দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে প্রশাসনকে কড়া নজরদারি চালানোর দাবি করলেন স্কুলের প্রধান শিক্ষিকা এলা দত্ত কর। অপরদিকে স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডে বলেন, দুষ্কৃতীরা ওখানে বোমা লুকিয়ে রেখেছিল। পুলিশকে বলবো যথাযথ ব্যবস্থা নিতে।

WestBengalBangla

Feb 27 2024, 09:14

আলু চাষীদের মাথায় হাত, গাছে আলুর দানা বাঁধার আগেই আলুর ধোসা রোগে আক্রান্ত

এসবি নিউজ ব্যুরো: আবারও আলু চাষীদের মাথায় হাত।গাছে আলুর দানা বাঁধার আগেই আলুর ধোসা রোগে গাছ পোঁচে নষ্ট কয়েকশো বিঘা আলুর জমি। আলুর গাছের পাতা পঁচা দুর্গন্ধে জমির পাশ দিয়ে যাওয়া দায় ।এমনই ছবি বাঁকুড়ার জয়পুর ব্লকের ঘাসশহর মাঠের। শুধু ঘাসশহর মাঠে আলুর ধোসা রোগ লেগেছে তা নয় আলুর ধোসা রোগে আক্রান্ত জয়পুর ব্লকের বিভিন্ন এলাকা।

অতিবৃষ্টির কারণে দুই বার ধরে আলু ভেঙ্গে আলুর জমিতে রোপণ করেছিল আলু ।অনেক কষ্ট করে গাছ তৈরি করলেও সেই গাছ পচে নষ্ট। লক্ষ লক্ষ টাকা খরচা করে ঋণ নিয়ে লাগিয়েছিলেন চাষিরা,অনেকে লোকের জমিতে ভাগে চাষ করেছেন। এতটাই ধসা রোগের কারণে জর্জরিত চাষিরা যে দামি ওষুধ প্রয়োগ করলেও ধোসা রোগের হাত থেকে বাঁচাতে পারছে না ফসল। কান্নাই বুক ভাসাচ্ছেন কৃষকেরা।

পাঁচ ছবার করে ওষুধ দিলেও কোন ওষুধে কাজ করছে না এমনটাই জানান জয়পুর ব্লকের একাধিক চাষী ।তবে অসময়ে আলু গাছ নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত আলু চাষিদের। কিভাবে চালাবে সংসার কিভাবে শোধ হবে দেনা। এই নিয়ে ঘুম ছুটেছে এলাকার কৃষকদের। জয়পুর ব্লকের একাধিক কৃষকের এই জমির উপরই নির্ভরশীল সারা বছর সংসার চলে এই চাষ করে। যেমন রাউত খন্ড কোলাবনি, শ্যামনগর, ব্রাহ্মণ গ্রাম কুচিয়াকোল ,ময়নাপুর, গেলিয়া, হেতিয়া সহ বিভিন্ন এলাকার কৃষিজিবি কৃষকের অবস্থা একেবারেই শোচনীয়।

WestBengalBangla

Feb 27 2024, 09:13

*ইষ্টবেঙ্গল জয় পেল ১-০ তে*

খেলা

আইএসএল

খবর কলকাতা: গতকাল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১-০ তে জয় পেল ইষ্টবেঙ্গল।আইএসএল এ পয়েন্ট টেবলে প্রথম ছয়ে শেষ করাই লক্ষ্য এবার লাল-হলুদের। তবে এদিনও খেলায় ধারাবাহিকতা বজায় না থাকায় সেই রাস্তা কঠিন মনে হচ্ছিল। হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর গত ম্যাচে জামশেদপুরের মাঠে হার হয় ইষ্টবেঙ্গলের। এ দিন ঘরের মাঠে চেন্নায়িনের বিরুদ্ধেও বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল। যদিও গোলে শট কিছুতেই হচ্ছিল না। অবশেষে ম্যাচের ৬৫ মিনিটে কাঙ্খিত গোলটি পায় ইষ্টবেঙ্গল।

ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।

WestBengalBangla

Feb 26 2024, 18:46

বিবাহের আগে নব দম্পতিদের অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া বাধ্যতামূলক, পরামর্শ চিকিৎসাদের

এসবি নিউজ ব্যুরো: বিবাহের আগে নব দম্পতিদের অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া বাধ্যতামূলক, না হলে নিজেদের ভুলের কারণে নবজাতকদের জন্য ঘটতে পারে প্রাণ হানি, এক থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির থেকে এমনটাই জানালেন চিকিৎসকেরা। সোমবার নদীয়ার হাঁসখালি ব্লকের তাহেরপুর থানার বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যে স্বাস্থ্য ভবনের আধিকারিক সহ জেলা স্তরের বিশিষ্ট চিকিৎসকেরা।

যদিও এই থ্যালাসেমিয়া শিবিরে নবদম্পতি থেকে শুরু করে যুবক-যুবতীরাও পরীক্ষা করাতে আসেন। চিকিৎসকদের দাবি, বিবাহের আগে প্রত্যেকেরই উচিত একবার করে থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া, কারণ দম্পতি দুজনেরই যদি থ্যালাসেমিয়া সংক্রমণ থাকে তাহলে নবজাতক জন্ম নেওয়ার পরে সেও আক্রান্ত হবে থ্যালাসেমিয়ায়, আর ১০ বছর যেতে না যেতেই তার প্রাণহানি হতে পারে।

যদিও রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটি হাসপাতাল এবং সাস্থকেন্দ্রে গুলিতে সচেতনতামূলক প্রচার ও থ্যালাসেমিয়া শিবেরর আয়োজন করা হয়েছে এর আগে থেকেই। মানুষও সচেতন হচ্ছে। আগামী দিনে সংক্রমণের সংখ্যা আরো যতটা কমিয়ে নিয়ে আসা যায় তারই চেষ্টা চালাচ্ছে রাজ্য স্বাস্থ্য বিভাগ। তবে পরীক্ষা করাতে আসা আগত প্রত্যেকেরই সাথে খোলামেলা আলোচনা করেন চিকিৎসকেরা। যদিও এদিনের থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরে সাধারণের উৎসাহ ছিল যথেষ্টই।

WestBengalBangla

Feb 26 2024, 17:53

ধামাখালি ও সন্দেশখালির সংযোগ নদীপথে আরো সুগম করার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার ধামাখালি ও সন্দেশখালির সংযোগ নদীপথে আরো সুগম করার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।এই দুটি স্থানের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে cargo shipment LCT জেটির উদ্যোগ নেওয়া হবে ।আজ রাজ্য স্তরের পরিবহন দপ্তরের এক বিশেষ প্রতিনিধি দল ধামাখালি ও সন্দেশ খালি জেটি ঘুরে দেখেন ।

এই পরিদর্শনের নেতৃত্বে ছিলেন দপ্তরের আধিকারিক শ্রী অরূপ কুমার দত্ত, সি ই( এম) ও ডেপুটি এম ডি , অসিত কুমার দাস , এ ই ( এম) ও ডি এম ( ভার প্রাপ্ত) ও জেলা প্রশাসনের প্রতিনিধি দল।উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য কি কি করনীয় এ বিষয়ে এদিন পর্যবেক্ষণের পর আলোচনা করা হয় ।এই উদ্যোগের বাস্তবায়নের পরে ধামাখালি ও সন্দেশখালি ২ ব্লকের অসংখ্য মানুষ উপকৃত হবেন।

WestBengalBangla

Feb 26 2024, 14:35

অমৃত ভারত স্টেশন প্রকল্পে সেজে উঠবে শিয়ালদহ মেইন শাখার নৈহাটি স্টেশন

উত্তর ২৪ পরগনা: অমৃত ভারত স্টেশন প্রকল্পে গোটা দেশে ১২৭৫ টি স্টেশন আধুনিকীকরনের পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রক। সোমবার ৫৫০টি অমৃত ভারত স্টেশন নির্মাণ ভিস্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব রেলের ২৮ টি স্টেশনের সার্বিক উন্নয়ন হবে অমৃত ভারত স্টেশন প্রকল্পে। তার মধ্যে শিয়ালদহ মেইন শাখার নৈহাটি-সহ ৮টি স্টেশন এই প্রকল্পের আওতায়।

এদিন নৈহাটি স্টেশনে রেলের তরফে প্রধানমন্ত্রীর উদ্বোধন ডিজিটাল মাধ্যমে দেখানো হয়। পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সৌমিত্র মোহন মজুমদার এদিন বলেন, পূর্ব রেলের ২৮ টি স্টেশন অমৃত ভারত প্রকল্পে উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৭০৪ কোটি টাকা। তার মধ্যে নৈহাটি স্টেশনের সার্বিক উন্নয়নে ব্যয় করা হবে ৭.৮৫ কোটি টাকা।

সৌমিত্র বাবু আরও জানান, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ওয়েটিং হল, বিশ্রামাগার, শৌচালয়-সহ নানান আধুনিক ব্যবস্থা থাকছে। এদিন হাজির ছিলেন রেলের জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য রূপক মিত্র-সহ রেলের অধিকারিকগণ।

WestBengalBangla

Feb 25 2024, 17:22

নন্দীগ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ

এসবি নিউজ ব্যুরো: বিজেপির অভিযোগ,নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির একটি দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূলের লোকেরা আগুন লাগিয়ে দিয়েছে এমনই অভিযোগ বিজেপির।

অপরদিকে বিজেপির করা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই অগ্নিসংযোগ এর ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।গতকাল রাতে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ।

WestBengalBangla

Feb 25 2024, 17:21

কামতাপুরী ভাষা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হল ইসলামপুরে

এসবি নিউজ ব্যুরো: কামতাপুরী ভাষা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হল ইসলামপুরের সূর্যসেন মঞ্চে।কামতাপুরী ভাষা একাডেমীর উদ্যোগে ও ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় আজকের এই কর্মসূচি।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, বিশিষ্ট শিক্ষক পাসারুল আলম সহ কামতাপুরী ভাষা একাডেমীর কর্মকর্তারা।

আজকের এই অনুষ্ঠানে ঠাকুর পঞ্চানন বর্মা মোমেন্ট তুলে দেওয়া হয় বিশিষ্ট জনদের হাতে।চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন," মাতৃ ভাষায় কথা বলার যে আনন্দ সেটাই ভাষায় প্রকাশ করা যায় না।"