WestBengalBangla

Jan 19 2024, 19:01

*জাতিবিদ্বেষী মামলায় আদালত থেকে নিস্তার পেলেন না বিদ্যুৎ*

 বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিদ্যুৎ চক্রবর্তীর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে না থাকলেও নিস্তার পেলেন না বিদ্যুৎ। শুক্রবার জাতিবিদ্বেষী সংক্রান্ত মামলায় তাঁকে নিস্তার দিল না আদালত। এই বর্ণবিদ্বেষী মামলা থেকে বিদ্যুৎ যাতে নিস্তার পান সেইজন্যই সিউড়ি আদালতে আর্জি জানিয়েছিলেন তিনি। তবে দুঃখের বিষয় তিনি আদালত থেকে নিস্তার পেলনা। 

বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন সময় বিদ্যুতের নামে জাতি বিদ্বেষী মামলা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মী প্রশান্ত মেশরাম। তবে বিদ্যুতের বিরুদ্ধেই নয় বর্ণবিদ্বেষী মামলা প্রশান্ত করেছিলেন বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্টার তন্ময় নাগ, জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার এই জাতি বিদ্বেষী মামলার শুনানি ছিল সিউড়ি আদালতে। এদিন মামলা চলাকালীন সময় বিদ্যুতের আইনজীবী বলেন, বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন সময়  এই মামলাটি দায়ের হয়। তবে তিনি তো এখন উপাচার্য নেই তাই যেন এই মামলা থেকে নিস্পত্তি করা হয়। কিন্তু আদালত বিদ্যুতের আইনজীবীর আর্জি খারিজ করে দেয়।

WestBengalBangla

Jan 19 2024, 18:28

*বিরোধীদের কাজ শুধু বিরোধিতা করা দাবি সাংসদ অর্জুন সিংয়ের*

উত্তর ২৪ পরগনা: বিরোধীদের কাজ শুধুই বিরোধিতা করা। শুক্রবার বিকেলে দ্বিতীয় বর্ষ ভাটপাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, ২৫ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ উৎসবের মাস। এই উৎসবের মধ্য দিয়ে অনেকের রুটি-রোজগার হয়।

পাশাপাশি উদীয়মান শিল্পীরা কলা-কুশলী মঞ্চস্থ করার সুযোগ পায়। ভাটপাড়া উৎসব উপলক্ষে এদিন মাদক বিরোধী পদযাত্রা করা হয়েছিল। এপ্রসঙ্গে সাংসদ বলেন, যুব সমাজকে সচেতন করতে মাদক বিরোধী পদযাত্রার দরকার আছে।

সাংসদ ছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দমদম-ব্যারাকপুর সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা বরানগরের বিধায়ক তাপস রায়, ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার, পুরসভার সিআইসি তথা উৎসব কমিটির সভাপতি অমিত গুপ্তা, কাউন্সিলর দেব প্রসাদ সরকার ও সীমা মন্ডল, প্রাক্তন কাউন্সিলর সুলক্ষনা ঘোষ, তৃণমূল নেতা সঞ্জয় সিং ও মন্নু সাউ-সহ বিশিষ্ট জনেরা।

WestBengalBangla

Jan 19 2024, 18:27

*কলকাতায় জমে উঠেছে ১২৫ তম বেটন কাপ হকি প্রতিযোগিতা*

খেলা

খবর কলকাতা: বিশ্বের প্রাচীনতম হকি প্রতিযোগিতা ঐতিহ্যবাহী বেটন কাপের ১২৫ তম সংস্করণের প্রথম ম্যাচে আজ বি এন আর রিক্রিয়েশন ক্লাব ক্যালকাটা পোর্ট ট্রাস্ট কে ৬ - ১ গোলে পরাজিত করে। বি এন আরের হয়ে যথাক্রমে নোয়েল টোপনো ২ টি, রিমানশু ১টি, আমানদ্বীপ লাকড়া ১টি, সুনীল যোজো ১টি এবং ডেবিট ধানওয়ার ১টি গোল করে গোল করেন।

অপরদিকে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের হয়ে একমাত্র গোলটি করেন বিদ্যানন্দ সিং।

এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে ইআরএসএ পুলিশ এসিকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে। আর তৃতীয় ম্যাচে নাভাল টাটা হকি একাডেমি অল ইন্ডিয়া এফসিআই এর কাছে ১ গোলে পরাজিত হয়।

ছবি :- হকি বেঙ্গলের সৌজন্যে।

WestBengalBangla

Jan 19 2024, 17:40

*প্রথম সারির ক্রিকেটে বাংলার অনুষ্টুপ মজুমদার ৫০০০ রান স্পর্শ করল*

খেলা

খবর কলকাতা: কলকাতার ইডেন গার্ডেন্সে আজ রঞ্জি ট্রফির প্রথম দিনের খেলায় বাংলা ছত্তিশগড়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে, ৪ উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে। উল্লেখ্য , বাংলার ব্যাটিং লাইন আপ খেলার শুরুতেই শ্রেয়ান্স ঘোষ (২২) এবং সৌরভ পাল (১২) রানে আউট হওয়ার ফলে কার্যত ভেঙে পড়লেও সুদীপ কুমার ঘরামির ৪৯ রান এবং অনুষ্টুপ মজুমদারের করা ৫৫ রান বাংলাকে প্রথম দিনের শেষে ২০০ রানের গন্ডি টপকাতে সাহায্য করে।

অনুষ্টুপের ৯৪ বল খেলে ৫৫ রানের অপরাজিত ইনিংসটি যথাক্রমে ৬টি চার এবং একটি ৬ দিয়ে সাজানো ছিল। এদিন ইডেনের মাটিতে ৩৯ বছর বয়সী অনুষ্টুপ তার প্রথম সারির ক্রিকেটে ৫০০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন। আজ অবশ্য তাকে যোগ্য সঙ্গত করলেন বাংলা দলের উইকেট রক্ষক তথা ব্যাটসম্যান অভিষেক পোড়েল।

বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি ব্যক্তিগত ১৯ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ছত্তিশগড়ের হয়ে জিভেস ভুট্টে, রবি কিরণ , সৌরভ মজুমদার এবং বাসুদেব বারেথ প্রত্যেকেই ১টি করে উইকেট সংগ্রহ করেন। আগামীকাল সকালে দ্বিতীয় দিনের খেলায় অনুষ্টুপ মজুমদার ব্যক্তিগত ৫৫ এবং অভিষেক পোড়েল ব্যক্তিগত ৪৭ রান নিয়ে মাঠে নামবেন।

ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।

WestBengalBangla

Jan 19 2024, 16:46

বনগাঁ আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিচারপতি সহ প্রশাসনিক কর্তারা

উত্তর ২৪ পরগনা: বনগাঁ আদালত চত্বরে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকান পাট থেকে শুরু করে ছড়িয়ে ছিটিয়ে থাকা যানবাহনের কারণে সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তা। যার ফলে সমস্যায় পড়ছেন আদালতে আসা মানুষেরা। এ ছাড়াও আদালতের নিরাপত্তাজনিত বিষয় শুক্রবার সকালে ঘুরে দেখলেন বনগাঁ আদালতের বিচারপতি সহ প্রশাসনিক কর্তারা। মাঝে মধ্যেই শোনা যায় আদালত চত্বর থেকে মোটরসাইকেল ও সাইকেল চুরির ঘটনা।

পাশাপাশি বনগাঁ পৌরসভার পুর প্রধান গোপাল শেঠ কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন আদালত চত্বরে জাল জন্ম শংসাপত্র থেকে বিভিন্ন জাল নথি তৈরি করা হচ্ছে। এই সমস্ত দিক মাথায় রেখে বনগাঁ আদালতের নিরাপত্তা যাতে আরো বেশি কঠোর হয় সেই নিয়েও আলোচনা করা হয় এদিন।

বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাসের কথায় ,বনগাঁ আদালত চত্বরে বিক্ষিপ্ত ভাবে দোকান পাট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পার্কিংয়ের ব্যবস্থা না থানার কারণে যানবাহনগুলো ও ছড়িয়ে ছিটিয়ে থাকে। যার ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এ ছাড়াও আদালতের নিরাপত্তা যাতে আরো কঠোর করে সিসিটিভি ক্যামেরা বসানো ও একজন নিরাপত্তারক্ষী কর্মীকে রাখা যায় তাহলে আদালত চত্বর সুরক্ষিত থাকবে। তিনি এও বলেন, এই সমস্ত দাবি আমরা জানিয়েছিলাম পৌরসভা কে এবং পৌরসভা সেই কথাই সাড়া দিয়ে উদ্যোগী হয়েছে।

এনিয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, "আমরা পৌরসভার পক্ষ থেকে দোকানদারদের এক জায়গায় করে পুনর্বাসন দেব। পাশাপাশি, যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও করবো। আদালতের নিরাপত্তার বিষয়ে তিনি জানান আগামী দিনে পৌরসভার পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে। এতে করে যারা আদালতে আসবেন গেট থেকে প্রবেশ করার আগেই তাদের নাম এবং তাদের যেকোনো পরিচয় পত্র জমা দিয়ে ভেতরে ঢুকবেন। এবং সিসিটিভি লাগানোরও ব্যবস্থা করা হবে।"

WestBengalBangla

Jan 19 2024, 14:44

নদীয়ার কল্যাণী স্টেশন থেকে গয়েশপুর -কল্যাণী এইমস সহ একাধিক রুটে বন্ধ অটো ও টোটো চলাচল

এসবি নিউজ ব্যুরো: নদীয়ার কল্যাণী ৩ নম্বর প্লাটফর্মের নিচে রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড।

তৃণমূলের আইএনটিটিইউসির দাবী, তাদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

তাদের দাবী, অন্য রুটের চালকেরা এখানে স্ট্যান্ড করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে। এখান থেকে গয়েশপুর, এইমস কল্যাণী সহ একাধিক রুটের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কিন্তু দীর্ঘকাল ধরে যে স্ট্যান্ড রয়েছে, তার পাশে অন্য রুটের স্ট্যান্ড তৈরি করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে অন্যরুটে চালকেরা।

এর ফলে দীর্ঘকালের যে স্ট্যান্ড রয়েছে সেই সমস্ত চালকদের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অভিযোগ, প্রশাসনকে জানালেও এর সুরাহা হয়নি। তাই আজ সকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অটো টোটো ম্যাজিক চালানো বন্ধ রেখেছে।

WestBengalBangla

Jan 19 2024, 14:42

কথা দিয়ে কথা রাখলেন অভিষেক

শুক্রবার টুইট করে অভিষেক বন্দোপাধ্যায় লিখেছেন, “কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল।” তাঁর কথায়, “অনেকটা পথ এখনও হাঁটতে হবে। কিন্তু আজ চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি, উদযাপনের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে মুখগুলো।”

উত্তরবঙ্গের এই বিধানসভা আসনের উপ নির্বাচনে প্রচার ও কৌশলের ব্যাটন নিজের হাতে রেখেছিলেন অভিষেক। ভোটের ঠিক আগে অভিষেক ঘোষণা করেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। তবে সেই ডেডলাইন পেরিয়ে গেলেও অবশেষ কথা রাখলেন অভিষেক ।

WestBengalBangla

Jan 19 2024, 13:41

৩০ বছর ধরে আন্দোলন করার পর ফারাক্কা ঠিকা শ্রমিক ঐক্য কমিটি অবশেষে চুক্তির আওতায় আসছে ঠিকা শ্রমিকরা

এসবি নিউজ ব্যুরো: বিগত ৩০ বছর ধরে আন্দোলন করার পর ফারাক্কা ঠিকা শ্রমিক ঐক্য কমিটি অবশেষে চুক্তির আওতায় আসতে পেরে খুশি ঠিকা শ্রমিকরা। শুক্রবার সকালে ফারাক্কা এনটিপিসি ২ নম্বর গেটের সামনে ঠিকা শ্রমিকরা আবির খেলে ও ঠিকা শ্রমিক ঐক্য কমিটির নেতৃত্বদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানায়। পাশাপাশি সমস্ত শ্রমিকের নিয়ে এক সঙ্গে থাকার কথা জানান।মূলত মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ‘‌আনলোডিং ইউনিটে’‌ কর্মরত প্রায় সাড়ে পাঁচশো শ্রমিক।

এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং ঠিকা শ্রমিক ঐক্য কমিটি সংগঠনের দীর্ঘ বৈঠকের পর , ‘‌লেবার কন্ট্রাক্টর’‌ এবং এনটিপিসি কর্তৃপক্ষের মধ্যে চুক্তির শর্তগুলো ঠিক হয়।

আগামী ১৮ জানুয়ারি কলকাতায় লেবার কমিশনারের সামনে এনটিপিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং লেবার কন্ট্রাক্টরের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। ‘‌ওই ইউনিটে কর্মরত শ্রমিকদের ‘‌স্কিলড’‌, ‘‌আনস্কিলড’‌ এবং ‘‌সেমিস্কিলড’‌–তিন ভাগে ভাগ করে চুক্তির বিভিন্ন শর্তগুলো নির্ধারিত করা হয়েছে। নতুন এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে প্রত্যেক শ্রমিকের বেতন মাসে অন্তত তিন হাজার টাকা করে বাড়তে পারে।’‌ সূত্রের খবর, এতদিন শ্রমিকদের সঙ্গে এনটিপিসির তরফে কোনও চুক্তি না থাকায় প্রত্যেক বছর তাদের পুলিশ ভেরিফিকেশন করাতে হত এবং তারপর দিন মজুরি পেতেন। কিন্তু এখন থেকে কেবলমাত্র চাকরির শুরুতে একবারই পুলিশ ভেরিফিকেশন করা হবে। তবে কর্মরত অবস্থায় কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠলে সেক্ষেত্রে তার প্লান্টে ঢোকার ‘‌গেট পাস’‌ বাতিল হতে পারে। ‘‌ইউনিটে কর্মরত অবস্থায় কোনও দুর্ঘটনা ঘটলে বা শারীরিক অসুস্থতার কারণে কোনও শ্রমিক ৬০ বছর বয়সের আগে চাকরি ছাড়লে তার পরিবারের কোনও একজন সদস্য সেই চাকরি পাওয়ার দাবিদার হবে।’‌ প্রসঙ্গত, ২১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফারাক্কা এনটিপিসি প্লান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রত্যেকদিন শতাধিক ওয়াগন থেকে কয়লা ‘‌আনলোড’‌ করতে হয়। যদিও এই প্রক্রিয়াটি এখন অনেকটাই যান্ত্রিকভাবে হয়।

WestBengalBangla

Jan 19 2024, 12:19

৩০ বছর ধরে আন্দোলন করার পর ফারাক্কা ঠিকা শ্রমিক ঐক্য কমিটি অবশেষে চুক্তির আওতায় আসছে ঠিকা শ্রমিকরা

এসবি নিউজ ব্যুরো: বিগত ৩০ বছর ধরে আন্দোলন করার পর ফারাক্কা ঠিকা শ্রমিক ঐক্য কমিটি অবশেষে চুক্তির আওতায় আসতে পেরে খুশি ঠিকা শ্রমিকরা। শুক্রবার সকালে ফারাক্কা এনটিপিসি ২ নম্বর গেটের সামনে ঠিকা শ্রমিকরা আবির খেলে ও ঠিকা শ্রমিক ঐক্য কমিটির নেতৃত্বদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানায়। পাশাপাশি সমস্ত শ্রমিকের নিয়ে এক সঙ্গে থাকার কথা জানান।মূলত মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ‘‌আনলোডিং ইউনিটে’‌ কর্মরত প্রায় সাড়ে পাঁচশো শ্রমিক।

এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং ঠিকা শ্রমিক ঐক্য কমিটি সংগঠনের দীর্ঘ বৈঠকের পর , ‘‌লেবার কন্ট্রাক্টর’‌ এবং এনটিপিসি কর্তৃপক্ষের মধ্যে চুক্তির শর্তগুলো ঠিক হয়।

আগামী ১৮ জানুয়ারি কলকাতায় লেবার কমিশনারের সামনে এনটিপিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং লেবার কন্ট্রাক্টরের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। ‘‌ওই ইউনিটে কর্মরত শ্রমিকদের ‘‌স্কিলড’‌, ‘‌আনস্কিলড’‌ এবং ‘‌সেমিস্কিলড’‌–তিন ভাগে ভাগ করে চুক্তির বিভিন্ন শর্তগুলো নির্ধারিত করা হয়েছে। নতুন এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে প্রত্যেক শ্রমিকের বেতন মাসে অন্তত তিন হাজার টাকা করে বাড়তে পারে।’‌ সূত্রের খবর, এতদিন শ্রমিকদের সঙ্গে এনটিপিসির তরফে কোনও চুক্তি না থাকায় প্রত্যেক বছর তাদের পুলিশ ভেরিফিকেশন করাতে হত এবং তারপর দিন মজুরি পেতেন। কিন্তু এখন থেকে কেবলমাত্র চাকরির শুরুতে একবারই পুলিশ ভেরিফিকেশন করা হবে।

তবে কর্মরত অবস্থায় কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠলে সেক্ষেত্রে তার প্লান্টে ঢোকার ‘‌গেট পাস’‌ বাতিল হতে পারে। ‘‌ইউনিটে কর্মরত অবস্থায় কোনও দুর্ঘটনা ঘটলে বা শারীরিক অসুস্থতার কারণে কোনও শ্রমিক ৬০ বছর বয়সের আগে চাকরি ছাড়লে তার পরিবারের কোনও একজন সদস্য সেই চাকরি পাওয়ার দাবিদার হবে।’‌ প্রসঙ্গত, ২১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফারাক্কা এনটিপিসি প্লান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রত্যেকদিন শতাধিক ওয়াগন থেকে কয়লা ‘‌আনলোড’‌ করতে হয়। যদিও এই প্রক্রিয়াটি এখন অনেকটাই যান্ত্রিকভাবে হয়।

WestBengalBangla

Jan 19 2024, 12:16

*টানা ৩ ঘণ্টা পর উঠল উত্তরবঙ্গে রেল অবরোধ*

পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ১২ ঘণ্টা রেল অবরোধের ডাক দিয়েছে ‘অল কামতাপুর স্টুডেন্টস্‌ ইউনিয়ন (আকসু)’-এর কর্মীরা। এই রেল অবরোধের নাম দেওয়া হয় 'রেল রেকো' অভিযান । শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় এই রেল অবরোধ। বেতগাড়া এবং আলতাগ্রাম স্টেশনের মাঝের লাইনের ওপর চলে এই অবরোধ। এই ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, এই অবরোধে বেতগাড়া ষ্টেশনে আটকে গিয়েছে  নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস-সহ অনেকগুলি ট্রেন। যার জেরে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা ।

এদিন অবরোধের কারণে পরিস্থিতি সামাল দিতে পথে নামেন পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ কামতাপুরকে আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি দিতে হবে। শুধু তাই নয় উত্তরবঙ্গ বঞ্চিত। শুধু তাই নয় কামতাপুর আন্দোলনের নেতা জীবন সিংহ প্রায় এক বছর ধরে কেন্দ্রীয় সরকারের হেফাজতে রয়েছেন। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে টালমাটাল চলছে শান্তি আলোচনা।  তাই এদিন সকালে আপ-ডাউন দুটি লাইনেই বসে পড়েন বিক্ষোভকারীরা।  তারা জানিয়ে দেন যতক্ষণ পর্যন্ত কোন সুদত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে।

তবে শেষ পাওয়া খবর অনুসারে অবশেষে তিন ঘণ্টার পর অবশেষে রেল লাইন থেকে উঠেছে অবরোধ।