রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি বান্দহা মনসা মন্দিরে

এসবি নিউজ ব্যুরো: সকাল আনুমানিক ৮টা নাগাদ বিষয়টি এলাকাবাসীর নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন ওই মন্দির প্রাঙ্গনে। প্রসঙ্গত বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত বান্দহা গ্রামেই রয়েছে প্রায় ১০০ বছরের পুরনো মনসা মন্দির। আর সেই মন্দিরে রয়েছে একটি শীতলা মা সহ মোট ৮টি মনসা মা । আর সেই মন্দির থেকেই রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বলে জানা যায়।

মূলত এলাকাবাসীর দাবি মধ্যরাতে মন্দিরে ঢাকা মনসার কাছ থেকে চুরি হয়েছে আনুমানিক ১০ থেকে ১৫ ভরি চাঁদির গহনা, চুরি গিয়েছে কাঁসা-পিতলের বেশ কিছু পুজোর সামগ্রী। পাশাপাশি চুরি হয়েছে মন্দিরে থাকা প্রণামী বাক্সের টাকাগুলিও। তবে মায়ের মন্দিরে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়লেন ওই গ্রামের মানুষজন। সকালে বান্দহা মনসা মন্দির প্রাঙ্গনে চুরির ঘটনা শুনে এলাকার বহু মানুষজন জমায়েত হয়েছেন সেখানে। তবে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত কিভাবেই বা মন্দিরে তালা ভেঙে এই দুঃসাহসিক ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন।

*দেশের সেরা তালিকায় রাজ্যের তিন হাসপাতাল*

নতুন বছরের শুরুতেই বাংলার স্বাস্থ্য দফতরের মুকুটে পড়ল নয়া পালক । রাজ্যের তিনটি হাসপাতালকে সর্বভারতীয় স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। সেই তিনটি হাসপাতাল হল  বি সি রায় শিশু হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। কেন্দ্রের  জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে।  রাজ্যের এই তিনটি হাসপাতালকে আর্থিক অনুদান দেওয়া হবে।

এই অর্থ তারা হাসপাতালের উন্নয়নের খাতে ব্যবহৃত হবে। অন্যদিকে বিসি রায় শিশু হাসপাতালকে একবছরের জন্য ‘মুসকান’শংসাপত্র ও পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এল এস চাংসান। রাজ্যের এই সাফল্যে আনন্দিত স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, রাজ্যের হাসপাতালগুলিতে অক্টোবর এবং  নভেম্বর মাসে দুইদিন করে ছয়বার পরিদর্শনের পর এই স্বীকৃতি দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য দফতর।

*New surprise in East Bengal, women's league stage in the red-yellow jersey is this beautiful?*

Sports News

KKNB : Sanjida has been playing football since he was only 10 years old. She is the daughter of Mymensingh, Bangladesh. From primary school to the stage of football. This time Sanjida is going to be one of the hopes of the red-yellow army. Sanjidai is going to be the first foreign female footballer in Kolkata Maidan.

In Bengal, there is no fuss about girls' football in that sense. This time, East Bengal is eager to bring girls' football to everyone's attention.Mashal Bahini is going to change the team with professionalism with equal importance. East Bengal has signed Bangladeshi footballer Sanjida Akhtar for the current season. This time, this 22-year-old girl will play in the red-yellow jersey.

Photo Courtesy: Social Media

মালদার টাউন স্টেশনের উপর দিয়ে শুরু হল রাজধানী এক্সপ্রেসের পরিষেবা

এসবি নিউজ ব্যুরো: অবশেষে মালদাবাসীর স্বপ্নপূরণ। মালদার টাউন স্টেশনের উপর দিয়ে শুরু হল রাজধানী এক্সপ্রেসের পরিষেবা। আগরতলা দিল্লি আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস মালদার ওপর দিয়ে যাতায়াত করবে। মালদা ডিভিশনের অন্তর্গত মালদা টাউন ভাগলপুর ও জামালপুর এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনের কোটাও থাকবে।

এতদিন গৌহাটি রাজধানী এক্সপ্রেস মালদা জেলার উপর দিয়ে গেলেও তা মূল মালদা টাউন স্টেশনের উপর দিয়ে যেত না তা কাঠিয়ার হয়ে দিল্লি চলে যেত। দীর্ঘদিন ধরে মালদা বাসির দাবি ছিল এই ট্রেনটি চালু করা হয়। অবশেষে সেই স্বপ্ন সফল হলো।

এদিন মালদা টাউন স্টেশনে বেলা তিনটের সময় এই ট্রেনটিকে ফ্ল্যাগ march করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ।ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী , গাজলের বিধায়ক গোপাল সাহা ও পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে। ৩.১০ মিনিটে ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়।

সালানপুর ব্লক সম্প্রতি উৎসবের উদ্বোধন

এসবি নিউজ ব্যুরো: প্রথম বর্ষের সালানপুর ব্লক সম্প্রীতি উৎসবের প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।এই অনুষ্ঠানে যোগ দিতে এসে মেয়র বিধান উপাধ্যায় বলেন," বড় বড় শহরের সঙ্গে পাল্লা দিচ্ছে সালানপুর ব্লক।এই ধরনের অনুষ্ঠান সম্ভবত আসানসোল ও দুর্গাপুর কিংবা কলকাতা শহর অঞ্চলেই হয়ে থাকে।

এই ধরনের অনুষ্ঠান ভাবনা-চিন্তা যে সালানপুরে করা যেতে পারে তা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত।এই উৎসব ১৬ তারিখ থেকে ২০তারিখ পর্যন্ত সালানপুর ব্লকের শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে।যেখানে ব্লকের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে স্টল করে মেলার আয়োজন করা হয়েছে।যেখানে বিভিন্ন রকমের দোকান সাজানো হয়েছে।হস্তশিল্প,জামা কাপড়, খাবার সহ একাধিক দোকান এই মেলায় রয়েছে"।

তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক,আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস, সমাজসেবী ভোলা, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল,সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও সদস্য বেবি মণ্ডল,সহ আরো অনেকে।

ছাড়তে হবে সরকারি বাংলো, মহুয়াকে নোটিশ সংসদের আবাসন কমিটির

ফের চাপে পড়লেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। কেন্দ্রীয় গৃহায়ণ ও নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, লোকসভা থেকে বহিষ্কৃত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তাঁর সরকারি বাংলো থেকে উচ্ছেদ করার নোটিশ জারি করল এস্টেট ডিরেক্টরেট। নোটিশে তৃণমূল কংগ্রেস নেত্রীকে অবিলম্বে বাংলোটি খালি করতে বলা হয়েছে। জানা গিয়েছে, যেহেতু মহুয়াকে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সরকারি বাংলো খালি করার জন্য এস্টেট ডিরেক্টরেটের আধিকারিকদের একটি দল পাঠানো হবে।

ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে গত ৮ ডিসেম্বর এথিক্স কমিটির সুপারিশ মেনে লোকসভা থেকে বহিষ্কার করা হয় তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। যদিও ওই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে। লোকসভা থেকে বহিষ্কার হওয়ার তিন দিন বাদে গত ১১ ডিসেম্বর মহুয়াকে সাংসদ বাবদ প্রাপ্য সরকারি বাংলো ছেড়ে দেওয়ার জন্য চিঠি পাঠায় নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্ত ডিরেক্টরেট অফ এস্টেটস। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যেই বাংলো থেকে পাততাড়ি গোটানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে হাইকোর্টে আবেদন করেছিলেন মহুয়া। এবার এস্টেট ডিরেক্টরেট মহুয়াকে সরাকারি বাংলো ছাড়ার নির্দেশ দিল।

শীতের আমেজে পিঠে-পুলি, কাবাব-তন্দুরি-র স্বাদ দিতে দমদমে হাজির নালে ঝোলে

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় শীতের আমেজ মেখে পিঠে পুলি, কাবাব তন্দুরি সহ হরেক রকম খাওয়ারের স্বাদ দিতে হাজির হল নালে ঝোলে। এদিন থেকে যা প্রজাতন্ত্র দিবসের দিন পর্যন্ত চলবে। এদিন নালে ঝোলের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, দমদমের সাংসদ সৌগত রায়, শান্তনু সেন, নালে ঝোলের আহ্বায়ক কাউন্সিলার দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য্য, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ভোজন রসিকদের জন্য নালে ঝোলে প্রতিদিন দুপুর ৩টে থেকে সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকবে। যেখানে প্রায় তিলোত্তমার একাধিক রেস্তোরাঁর সাথে রয়েছে নামজাদা সব মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর সাথেই রয়েছে লাইভ পিঠে পুলির স্টল। যা স্থানীয় মহিলারাই তৈরি করছেন।

এছাড়াও খাদ্য প্রিয়দের জন্য প্রতিদিন বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত ফুচকা ও মিষ্টি বিনামূল্যে। ভোজন রসিকদের জন্য শুধু খাদ্য বাসনা মেটানো না তার সাথেই থাকছে নানান সুরেলার কন্ঠে অসাধারণ সব সংগীত। মেলার প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরকম এক উদ্যোগে সম্ভবতই তৃপ্ত ভোজন রসিকরা।

দ্বিতীয় বর্ষের বারাবনি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এসবি নিউজ ব্যুরো: বারাবনির দোমহানি ময়দানে মুকুল ইলেভেন বনাম অমিত ইলেভেনের ফ্রেন্ডলী ম্যাচের মধ্য দিয়েই দ্বিতীয় বর্ষের বারাবনি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। এদিন ময়দানে খেলোয়াড়দের সঙ্গে মাঠে নামেন টুর্নামেন্টের মূল উদ্যোক্তা মুকুল উপাধ্যায়।তাছাড়া অমিত ইলেভেনের হয়ে ময়দানে নামেন ভোলা সিং।মাঠে ব্যাট হাতে মুকুল উপাধ্যায় ময়দান কাপালেও অবশেষে ম্যাচে জয়লাভ করে অমিত ইলেভেন।

তাছাড়া এদিন টুর্নামেন্টের ১২টি দলের টিম ওনারদের হাতে জার্সি তুলে দিয়ে টুর্নামেন্টের শুভারম্ভ করেন বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায় ও বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ।এই টুর্নামেন্টের মূল প্রতিযোগিতা শুরু হবে আজ থেকে।৮দিন ব্যাপী বিপিএল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪শে জানুয়ারি দোমহানি ময়দানে।

এদিন বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায় জানান,' আজকেই টুর্নামেন্টের উদ্বোধন করা হল।কাল থেকে ১২টি দলের মূল পর্বের খেলা গুলি অনুষ্ঠিত হবে।তাছাড়া ৮দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ২৪শে জানুয়ারি"।তিনি আরো জানান, মোবাইল ফোন থেকে যুব সমাজকে সরিয়ে নিয়ে এসে একটি বড় মাপের মঞ্চে তৈরি করার জন্য এই টুর্নামেন্ট।

*আজকের রাশিফল ১৭ই জানুয়ারি ( বুধবার) *




মেষ রাশিফল (Wednesday, January 17, 2024)



আপনার স্বাস্হ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে। আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয়। আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না। এর থেকে ভাল আপনার অভ্যাস পরিবর্তন করা। আকাশ আরো উজ্জ্বল হবে, ফুল আরও রঙিন মনে হবে, আপনার চারপাশের সবকিছু চকমক করবে; কারণ আপনি প্রেমে পড়ে গেছেন! আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে। এই রাশির ছাত্র ছাত্রীয়দের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে।আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন। চোখ সব কথা বলে, এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন।



প্রতিকার :- বাড়িতে রুপোর ফুলদানিতে সাদা ফুল রাখলে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে।



বৃষভ রাশিফল (Wednesday, January 17, 2024)



অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। আজ, এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না। আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতাবোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন। এটি আপনার পারিবারিক জীবনকে আরো অর্থবহ করে তুলবে। আজ, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন। তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা আপনাকে আরও বিচলিত করবে। যারা প্রতিযোগীতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না। আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে। আজকে পুরো দিন আপনি খালি থাকতে পারেন আর টিভি তে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন।



প্রতিকার :- ভুল বোঝাবুঝি দূরে রেখে আনন্দদায়ক প্রেম জীবনের জন্য লালচে বাদামী রঙের গরুকে গুড় ও রুটি খাওয়ান।




মিথুন রাশিফল (Wednesday, January 17, 2024)



অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন।



প্রতিকার :- হনুমানজির নিয়মিত পুজা করলে আর্থিক অবস্থা ভালো থাকবে।



কর্কট রাশিফল (Wednesday, January 17, 2024)



হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। কোন দূরসম্পর্কে আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত খবর আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে। উৎসাহময় দিন, য়েহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার/উপহার পাবেন। আপনার লক্ষ্য পূরণ হিসাবে আপনার দৃঢ় অঙ্গীকার সত্যে পরিণত হবে। আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন। একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সততার জন্য কাজ করুন। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন।



প্রতিকার :- পাখিকে সাত রকম শস্য খাওয়ালে আপনি সুস্বাস্থের অধিকারী হবেন।



সিংহ রাশিফল (Wednesday, January 17, 2024)



জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন। যোগব্যায়ামের সাহায্য নিন- যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয়। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন- আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। একতরফা মোহ আজ সর্বনাশা প্রমাণিত হবে। যদি আপনি কোন নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন–তাহলে আপনার কোন দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরী। সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময় টা আপনজনেদের সাথে কাটান। আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে।



প্রতিকার :- আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য কোনো খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো রেখে দিন।



কন্যা রাশিফল (Wednesday, January 17, 2024)



অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না। বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। আত্মীয়/বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হোন এবং তাঁরা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশি ভাগ সময়েই ব্যস্ত রাখবে। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।



প্রতিকার :- সুন্দর স্বাস্থ্যের জন্য সূর্যোদয়ের সময় বা প্রাতঃকালে সূর্য প্রণাম করুন।



তুলা রাশিফল (Wednesday, January 17, 2024)



আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। এক খুশি-প্রাণোচ্ছল-স্নেহশীল মেজাজে-আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। উদ্যম হারাবেন না- ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য্য। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে। সেটা যেকন জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য, পরিস্কার, অনান্য ঘরোয়া কাজ, ইত্যাদি।



প্রতিকার :- প্রেম জীবনের উন্নতির জন্য সাদা চন্দনের মূল নীল কাপড়ে মুড়ে বাড়িতে রাখুন।




বৃশ্চিক রাশিফল (Wednesday, January 17, 2024)



জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন। যোগব্যায়ামের সাহায্য নিন- যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয়। বিপরীত লিঙ্গের কোনও নেটিভের সহায়তায় আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে। আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান, সবকিছুই গোলাপী হয়ে উঠবে। আপনি আজ কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরো বেশি বই পড়া উচিত।এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না।



প্রতিকার :- কর্ম জীবনে সাফল্য আনতে রাতে জলে বাদাম ভিজিয়ে রেখে সকালে তা অন্যকে বিতরণ করুন ও নিজেও খান।



ধনু রাশিফল (Wednesday, January 17, 2024)



আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনও পরামর্শ নিতে পারেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে। অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিরোধ হতে পারে। আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত। প্রেমে অপ্রত্যাশিত মোড়। আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভালো নয়। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। যারা বলে বিবাহ মানেই সেক্স তারা মিথ্যা কথা বলে। কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন।



প্রতিকার :- কর্ম জীবনে সাফল্য লাভের জন্য হলুদ রঙের মিষ্টি যেমন লাড্ডু বা বোঁদে কোনো ধর্মীয় স্থলে দান করুন।



মকর রাশিফল (Wednesday, January 17, 2024)



আপনার স্বাস্হ্যের খাতিরে চিৎকার করবেন না। আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কীভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে। যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন। প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময় টা আপনজনেদের সাথে কাটান। আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন।



প্রতিকার :- সবুজ রজার জুতো পড়া শুরু করলে আপনার প্রেম জীবন সুখের হবে।



কুম্ভ রাশিফল (Wednesday, January 17, 2024)



আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রি়য়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।



প্রতিকার :- নিজের বোনকে, কন্যাকে, পিসি ও মাসিকে সন্মান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।



মীন রাশিফল (Wednesday, January 17, 2024)



সুস্বাস্হ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিক ভাবে লাভবান করবে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। এমন পোষাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয়। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরো বেশি বই পড়া উচিত।এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। আজ আত্মীয়দের কারণে একটি মনমালিন্য হওয়া সম্ভব, কিন্তু দিনের শেষে সবকিছু সুন্দর ভাবে মিটে যাবে।



প্রতিকার :- সাদৃশ্যপূর্ণ প্রেম জীবনের জন্য অনামিকা আঙুলে সোনার আংটি পরুন।



*বেলা বাড়তেই শুরু মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ১৭ ই জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১১ টা ৩০ নাগাদ সিল পার্ক মর্গ থেকে এস এন ব্যানার্জি পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৪০০-৫০০ জন জমায়েত হবে। অন্যদিকে কলেজ স্ট্রিট থেকে শিয়ালদহ পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৭০০-৮০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।