দমকলের ডিজিকেও বদলি করল নবান্ন

লোকসভা ভোটের আগেই পুলিশে বড় রদবদল করল নবান্ন। পুলিশের রদবদলের পাশাপাশি দমকলের ডিজিকেও বদলি করা হল। দমকলে ডিজি হিসেবে রণবীর কুমারকে বদলি করা হল। তাঁর জায়গায় সঞ্জয় মুখোপাধ্যায়কে দমকল দফতরের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হল।

গতকালই এই নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি এক ধাক্কায় ৭৯ জন পুলিশ অফিসারকে রদবদল করল নবান্ন। যাঁদের মধ্যে রয়েছেন একাধিক আইপিএস, রয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসাররাও। মূলত, অ্যাডিশনাল এসপি ও এসডিপিও স্তরে একাধিক রদবদল করা হয়েছে।

তবে এর মধ্যেই অন্যতম গুরুত্বপূর্ণ বদলি বসিরহাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি। তাঁকে বদলি করে বারুইপুর পুলিশ জেলায় পাঠানো হয়েছে। অন্যদিকে, বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষকে অ্যাডিশনাল এসপি বসিরহাট পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রনয় ঘঠিত কারণে একই পরিবারে ৩ জনের মৃত্যু, ছেলে ও মেয়ে কে মেরে আত্মঘাতী বাবা

উত্তর ২৪ পরগনা: একই পরিবারে ৩ জনের আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্যে ছড়ালো নৈহাটি শিবদাসপুর এলাকায়। পেশায় শিক্ষক নৈহাটির বুদরিয়ার বাসিন্দা জ্যোতি প্রকাশ মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো। আর সেই ঝামেলার জেরেই জ্যোতি প্রকাশ ৬ বছরের ছেলে এবং ৯ বছরের মেয়ে কে মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।পুলিশ সূত্রে খবর, জ্যোতিপ্রকাশ মন্ডল এর সাথে স্থানীয় এক মহিলার অবৈধ সর্ম্পকের জেড়ে স্ত্রীর সাথে বনিবনা ছিলো না।স্ত্রী ল্যাবনী মন্ডল আলাদা থাকতো । এরপর থেকেই অবসাদে ভুগছিলেন জ্যোতি প্রকাশ।গতকাল রাত্রে ছেলে ও মেয়ে কে বিষ খাইয়ে মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।মৃত মেয়ের নাম লাজবন্তি মন্ডল(৯) এবং বাচ্চা ছেলেটির নাম জয়মাল্য মন্ডল(৫)। শিবদাসপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

পৌষ সংক্রান্তি তিথিতে বৃহত্তম ৫২ হাত কালী মাতার আরাধনা নদীয়ায়

এসবি নিউজ ব্যুরো: রাস উৎসবের শ্রেষ্ঠ পীঠস্থান শ্রীধাম নদীয়ার শান্তিপুর।সেই শান্তিপুরের কাছেই মহাপ্রভু লীলা করতে করতে, যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন সেই শ্রীধাম নৃসিংহপুর কালনাঘাটে ,৪৭ বছর ধরে মহাসমারোহে পূজিতা হয়ে আসছেন দেবী কালিকা । নদীয়ার শান্তিপুর ব্লকের ,হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় এই বিশাল মাতৃমূর্তির পুজো অনুষ্ঠিত হয় । এই পুজো এবং মেলার আয়জন করে আমরা সকলে ক্লাব । এটিই বৃহত্তম ৫২ হাত কালী প্রতিমা, দাবি পুজো উদ্যোক্তাদের ।

দেবীর পুজার সঙ্গে চলে ১০ দিনব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা।১০ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ,যাত্রাপালা এবং সাধুদের শান্তিযোগ্য । পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন ৪৭ বছর ধরে পূজিতা হয়ে আসছেন এই কালীমাতা । পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় দেবীর পুজো অর্চনা।দীর্ঘ দু'বছর করোনা আবহে সেভাবে মহাসমারোহে পুজো তারা করে উঠতে পারেননি।

তবে এবার একেবারে মহাসামারহে পুজোর আয়োজন করা হয়েছে ।মকর সংক্রান্তির পূর্ণ্য লগ্নে শুরু হল মাতৃ আরাধনা । দেবী এখানে ডাকের সাজে সুসজ্জিত , সুবিশাল বাসের কাঠামোর উপর পাটকাঠি খর এবং মাটির প্রলেপের মধ্যে দিয়েই তৈরি করা হয়েছে দেবী মূর্তি । আনুমানিক একমাস সময় লেগেছে এই মূর্তি তৈরিতে। এই মূর্তি তৈরিতে তারা নিযুক্ত ছিলেন ৯ জন মৃৎশল্পী ।

ইতিমধ্যে এই সুবিশাল মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমেছে মন্দির প্রাঙ্গনে। তবে সুবিশাল কালী প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে রয়েছে একটি অন্য নিয়ম, দমকলের সাহায্যে জল দিয়ে ধুইয়ে মাকে নিরঞ্জন করা হয়। আর এই প্রথা চলে আসছে প্রায় ৪৭ বছর ধরে।

ঝাঁটা হাতে সাফাই অভিযানে রাজ্যের হেভিয়েট মন্ত্রীরা, লক্ষ্য 'নিট অ্যান্ড ক্লিন' গঙ্গাসাগর

নিজস্ব প্রতিনিধি: অতীতের সব রেকর্ড ভেঙে এবারের গঙ্গাসাগরে ১ কোটি ১০ লক্ষ পুন্যার্থী পুণ্য এখন পর্যন্ত সম্পন্ন করেছে।আজ সকালে গঙ্গাসাগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঝাঁটা হাতে নামলেন রাজ্যের মন্ত্রীরা।

গঙ্গাসাগর মকর সংক্রান্তির মেলা শেষ আগামীকাল।উপচে পড়া ভিড় এত মানুষের মিলন মেলায় গোটা এলাকা জুড়ে কিছুটা নোংরা আবর্জনা ছড়িয়ে আছে। আর তাই এদিন সকাল থেকেই গঙ্গাসাগর বেলাভূমি তটে ঝাঁটা হাতে সাফাই অভিযানে দেখা গেল রাজ্যের বেশ কিছু মন্ত্রীকে।

গঙ্গাসাগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঝাঁটা হাতে নামলেন একাধিক মন্ত্রী। মঙ্গলবার সকালে গঙ্গাসাগরে এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন আজ গঙ্গাসাগর মেলা শেষ দিনে সমুদ্র সৈকত সাফাই অভিযানে সামিল হয়েছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ,যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা , অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা বিষয়ক দপ্তরের মন্ত্রী সৃজিত বসু , তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা প্রশাসক পুলিশ সুপার সহ একাধিক বিভাগীয় আধিকারিকরা। মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন," শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী এবারে গঙ্গাসাগরের পূন্য স্নানে মোট ১ কোটি ১০ লক্ষ পূন্যাার্থী শামিল হয়েছিলেন। এই অনুষ্ঠানে জিবিডি এর পক্ষ থেকে বিভিন্ন কাজে নিয়োজিত কর্মীদেরও প্রশংসাপত্র প্রদান করা হয়।"

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

হাতির হানায় মৃত এক, বিধায়ককে কাছে পেয়ে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা

এসবি নিউজ ব্যুরো: হাতির হানায় স্থানীয় এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দী এলাকায়। আজ সকালে বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শম্ভূনাথ মন্ডল নামের স্থানীয় এক বাসিন্দার। খবর পেয়ে স্থানীয় বিধায়ক আলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনার জন্য বন দফতরুকেই কাঠগোড়ায় তুলেছেন বিধায়ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দী গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। দলে থাকা হাতির একটা বড় অংশকে বন কর্মীরা নিজেদের নজরদারির ঘেরাটোপে রাখলেও দুটি হাতি বিচ্ছিন্ন ভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। আজ ভোরে গোপবান্দীর বাসিন্দা শম্ভূনাথ মন্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে একেবারে দুটি হাতির সামনে পড়ে যান তিনি। প্রথমে হাতিটি তাঁকে শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে। পরে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিধায়কের দাবী এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানীর ঘটনাও ঘটছে। কিন্তু বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। তাঁর ক্ষোভ চাষীরা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে।

বন্ধ টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ার শুটিং

সামনেই পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। ভোটে দাঁড়াতে নিষেধাজ্ঞা টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশের। যার জেরে তারা আজ কর্মবিরতির ডাক দিয়েছেন।

সূত্র মারফত জানা গিয়েছে যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। একাংশের দাবী ভোটে মনোনয়ন জমা দেওয়ায় গিল্ডের একাংশের হুমকির মুখে পড়তে হচ্ছে কয়েকজন প্রার্থীকে। তাই নিরাপত্তার দাবিতে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ। তার সাথেই তারা এও জানান যে, ভোটে দাঁড়াতে নিষেধ করেছেন কয়েকজন গিল্ড-কর্তা।

এর জেরেই আজ বন্ধ হয়েছে টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ার শুটিং।

*বঙ্গ জুড়ে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়া*


আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিনদিন গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপামাত্রা একই থাকবে। চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে একধাক্কায় ৪-৫ ডিগ্রি মত কমেছে তাপমাত্রা। আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। যা স্বাভাবিকের থেকে থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ১৬ জানুয়ারি দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। ১৭ এবং ১৮ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। জারি হয়েছে সতর্কতা।

*আজকের রাশিফল ১৬ই জানুয়ারি ( মঙ্গলবার) *



মেষ রাশিফল (Tuesday, January 16, 2024)



এমন কোন কাজকর্মে নিযুক্ত হোন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। আপনি যদি বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভাল দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। ভালোবাসার অন্যায় দাবীর কাছে মাথা নোয়াবেন না। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে- তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন জা আপনার দিকে আসছে। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যাই আসে না.এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন। মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন।



প্রতিকার :- সাদৃশ্যপূর্ণ প্রেম জীবনের জন্য অনামিকা আঙুলে সোনার আংটি পরুন।



বৃষভ রাশিফল (Tuesday, January 16, 2024)



উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে। আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন-যেহেতু আপনি কোন মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত। বিবাহ স্বর্গে তৈরি হয়, আপনার স্ত্রী আজ আপনার কাছে এটি প্রমাণ করবে।



প্রতিকার :- কোনো গোশালায় নিজের ওজনের সমান ওজনের বার্লি দান করলে তা আপনার জন্য ভালো স্বাস্থ্যের প্রতীক হবে।




মিথুন রাশিফল (Tuesday, January 16, 2024)



আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন। আজ, আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত, অন্যথায় অর্থের অভাব হতে পারে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালবাসা অনুভব করবেন। এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে। আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই উত্তেজনাপূর্ণ কিছু করবেন।



প্রতিকার :- নিজের ঘরে নিজের ইষ্টদেবের রুপার মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা করলে ধন বৃদ্ধি হবে।



কর্কট রাশিফল (Tuesday, January 16, 2024)



কিছু আমোদপ্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন- কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। আরো কঠোরভাবে চেষ্টা করুন, আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে।আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন। যদি কোন ক্ষেত্রে আপনি কোন বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।



প্রতিকার :- সাদা খরগোশকে খাবার খাওয়ালে আর্থিক স্থিতি মজবুত হবে।



সিংহ রাশিফল (Tuesday, January 16, 2024)



এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতদেরকে পরিচিত বলে মনে হবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃতী এবং নিখুঁত ব্যক্তি হোন। আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটিসহজাত প্রবৃত্তি থাকুক। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে। চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারা দিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন।



প্রতিকার :- বিছানার চার কোনায় তামার পেরেক লাগানো স্বাস্থ্যের জন্য খুবই মঙ্গলজনক।



কন্যা রাশিফল (Tuesday, January 16, 2024)



আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন। আপনি আপাতদৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে।



প্রতিকার :- নিম বা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে তার প্রভাবে আপনার আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে।



তুলা রাশিফল (Tuesday, January 16, 2024)



আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি সব সমস্যার সেরা প্রতিষেধক। আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না, এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে। আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে।



প্রতিকার :- আর্থিক ভাবে দুর্বল শ্রেণীর লোক জনদের কালো কম্বল দান করলে তা পানার জন্য আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে।




বৃশ্চিক রাশিফল (Tuesday, January 16, 2024)



আপনাদের মধ্যে যাঁরা যাঁরা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে- আজকের দিনে আপনার চাওয়া শেষ জিনিসটিই হবে এক চাপ এবং উভয়সঙ্কটের দিন। আজ, আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না। বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন। আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর। আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান। আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে। এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন। আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না। বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট কে ফেলেছেন। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন।



প্রতিকার :- পরিবারের সদস্যদের ভালোবাসা এবং স্নেহের জন্য চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি ধর্মীয় সংস্থা এবং প্রতিষ্ঠানে দান করুন।



ধনু রাশিফল (Tuesday, January 16, 2024)



আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আজ, অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং আজ ধন-সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে। বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন। আজ, আপনি বুঝতে পারবেন যে প্রেমই সবকিছু বিকল্প। ছাত্রছাত্রীদের পক্ষে দিনটি খুব ভালো যাবে। তারা পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করবে। এটিকে আপনার মাথায় ঢুকতে দেবেন না বরং আপনাকে আরো কঠোর পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করুন। ঘরে পরে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না। এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে।



প্রতিকার :- ক্রিম বা সাদা বা প্যাস্টেল রঙের বিছানার চাদর ও আচ্ছাদন ব্যবহার করলে পরিবারের সদস্যদের মধ্যে সুন্দর ভাবে বাদানুবাদ সংঘটিত হবে।



মকর রাশিফল (Tuesday, January 16, 2024)



জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন– এতে আপনার মন ভালো থাকবে। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরষ্কৃত করবে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আপনার বিবাহিত জীবনে সবকিছুই আজ সুখী মনে হচ্ছে।



প্রতিকার :- ভালো স্বাস্থ্য পাবার জন্য ঘরে যথেষ্ট সূর্যালোক আসার ব্যবস্থা করুন।



কুম্ভ রাশিফল (Tuesday, January 16, 2024)



আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে। এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমনে যেতে হতে পারে। এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে। কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।



প্রতিকার :- রুপোর হাতি নির্মাণ করে তা বাড়িতে রাখুন, এর ফলে আর্থিক উন্নতি হবে।



মীন রাশিফল (Tuesday, January 16, 2024)



খুশিতে ভরা ভালো দিন। আজ, কোনও পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণখেলাপীর কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে, যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে। আপনি পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা ঘরে অস্বস্তিকর মূহুর্ত নিয়ে আসবে। প্রেমের জীবন একটু শক্ত হতে পারে। দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালবাসার উচ্ছ্বাস উপভোগ করুন। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যর কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে।



প্রতিকার :- কালো ও সাদা গরুকে খাবার খাওয়ালে আপনার প্রেমের জীবনে তার সুফল পাবন।



পাঁশকুড়ার অভিযুক্ত সাব পোস্টমাস্টারের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করল ইডি


 এসবি নিউজ ব্যুরো: পূর্ব মেদিনীপুর জেলার এক ডাক বিভাগের সাড়ে ৪ কোটি টাকা আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সাব পোস্টমাস্টারের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পূর্ব মেদিনীপুর জেলার এক ডাক বিভাগের কর্মীর বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল।

সেই সময় ময়না থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিলেন ময়নার রামচন্দ্রপুর ডাক বিভাগের কর্মী তথা পাঁশকুড়ার বাসিন্দা লক্ষণ হেমব্রম। শনিবার অভিযুক্তকে ইডি অফিসে তলব করা হয়েছিল। সেখানে তাঁর ৩কোটি ৪৬লক্ষ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করেছে ইডি। ইতিমধ্যে অভিযুক্তের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। শুধু লক্ষ্মণচন্দ্র হেমব্রম নয়, তাঁর স্ত্রী পেশায় ডাককর্মী, ছেলে এবং মেয়ের অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিট এবং বিমার সবকটি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। ওইসব অ্যাকাউন্টে ৭০ থেকে ৮০লক্ষ টাকা রয়েছে। শুধুমাত্র অভিযুক্ত পোস্টমাস্টারের স্ত্রীর স্যালারি অ্যাকাউন্টে হস্তক্ষেপ করেনি ইডি। তার বসতবাড়ি ছাড়া সমস্ত স্থাবর অস্থাবর বাজেয়াপ্ত করার কাজ ইতিমধ্যে শুরু করে ইডি, এমনটাই সূত্র মারফৎ জানা যায়। ইডি সূত্রে আরো খবর তার সমস্ত পাসপোর্ট এবং ভিসা নিয়ে নেওয়া হয়। ভুরি ভুরি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় লক্ষণ হেমব্রমের বিরুদ্ধে। অভিযুক্ত লক্ষণ চন্দ্র হেমব্রম জানান," গত শনিবার আমি ইডি দপ্তরে গিয়েছিলাম তখনই জানতে পারি ইডি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে।

তবে একতরফাভাবে ইডি কাজ করছে।তবে আইনের বিচার ব্যবস্থার ওপর আমার বিশ্বাস ও ভরসা রয়েছে আমি ন্যায় বিচার পাব।" দুর্নীতি হয়েছে নিজের মুখে স্বীকার করেন লক্ষণ হেমব্রম। 

প্রতিবেশীদের দাবি যদি দুর্নীতি করে থাকেন তবে আইনের মাধ্যমে উপযুক্ত আর শাস্তি পাওয়া উচিত। আইন আইনের পথে চলবে।

*রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে স্বচ্ছতা অভিযান*

 এসবি নিউজ ব্যুরো: মাত্র ৭ দিনের অপেক্ষা। তারপরই অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। শতবর্ষের পুরনো স্বপ্ন বাস্তবায়িত হবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক কর্মসূচি বেঁধে দিয়েছেন।

রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে নানান ধরনের ধর্মীয় কার্যকলাপ গ্রহণ করা হচ্ছে। যার মধ্যে একটি হল বিভিন্ন মন্দিরের সামনে স্বচ্ছতা কর্মসূচি। আজ রায়গঞ্জে সেই ছবি লক্ষ্য করা গেল। রায়গঞ্জে রাম সীতা মন্দিরের সামনে বিজেপির পক্ষ থেকে স্বচ্ছতা কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। এদিন রাম সীতা মন্দিরের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

দেবশ্রী চৌধুরী জানান, রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী । আগামী ২২শে জানুয়ারি ভারতবাসীর জন্য গর্বের দিন। এই দিনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেবশ্রী চৌধুরীও। দেবশ্রী চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপির একাধিক নেতাকর্মী।