WestBengalBangla

Jan 12 2024, 14:53

যুব দিবস উপলক্ষ্যে খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশনে উপস্থিত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী

উত্তর ২৪ পরগনা: যুব দিবস উপলক্ষ্যে শুক্রবার উত্তর ২৪ পরগনা খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশনে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।বিভিন্ন সময়ে রাজনৈতিক মন্তব্য করে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুল। এদিন তিনি স্বীকারও করেছেন। নিজের মুখেই বললেন 'বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তবে আজকের দিনে সেই সব রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই ভালো।' স্বামীজীর চিন্তাভাবনা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে তিনি বলেন 'স্বামীজি যে সময় এসব চিন্তা-ভাবনা করতেন সেটা আজকের নয়, তখন ভারত স্বাধীন হয়নি কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে। ভারতবর্ষ বেশ কিছুটা এগিয়ে গিয়েছে কিন্তু এই সময়ের মধ্যে আরও কিছুটা অগ্রসর হওয়ার উচিত ছিল। সেটা হয়তো আগামী দিনে অ্যাচিভ করবে, এটা আমাদের বিশ্বাস।'

তবে এদিন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায় সহ একাধিক জায়গায় ইডির অভিযান নিয়ে কোন মন্তব্য করতে চাইলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে বিচারপতি বলেন 'আমি জানিনা। আজকে এ সম্পর্কে কোন মন্তব্য করব না। দয়া করে আমাকে এসব প্রশ্ন করবেন না।' যদিও তিনি বলেন বিবেকানন্দের চিন্তা, ভাবনা, দর্শন আজকের দিনে যথেষ্ট প্রাসঙ্গিক।'

যুব সমাজদের প্রতি তার বার্তা আপনারা ভালো থেকে মন্দের পার্থক্য করার কাজটা ভালো করে করুন। অর্থাৎ ভালো টাকে ভালো এবং মন্দ টাকে মন্দ এইটা বাছাই করা শিখুন।'

WestBengalBangla

Jan 12 2024, 14:52

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন অভিষেক

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে টুইট করে শ্রদ্ধা নিবেদন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি টুইটে লেখেন,

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে, আমি মহান আইকনকে শ্রদ্ধা জানাই। তার ভ্রাতৃত্ব ও ঐক্যের নিরন্তর বার্তা কঠিন সময়ে গভীর প্রাসঙ্গিকতার সাথে অনুরণিত হয়।"

তিনি আরও লেখেন,"স্বামীজির দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গি যুবসমাজকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। " আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে নানান অনুষ্ঠান।

WestBengalBangla

Jan 12 2024, 12:06

ইডি অভিযান নিয়ে টুইট করলেন শুভেন্দু

আজ ১২ জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী তথা জাতীয় যুব দিবস। আজ বিভিন্ন জায়গায় স্মরণ করা হচ্ছে বিবেকানন্দকে। আর আজকের দিনেই গুরুত্বপূর্ণ অভিযানে নেমে পড়েছে ইডি। মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর, একযোগে তিন হেভিওয়েটের ঠিকানায় চলছে ইডির তল্লাশি অভিযান।

আর এই ইডির অভিযানের মধ্যেই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি কটাক্ষ করে বললেন, “ব্যাগ গুছিয়ে রাখুন, শীতের পোশাকও নিয়ে রাখবেন”।

শুভেন্দুর কথায়, পুর নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর প্রত্যক্ষ যোগ ছিল। আর এর একাধিক প্রমাণ পেয়েছে ইডির আধিকারিকরা। “বিনা প্রমাণে তো আর ইডি অভিযান করছে না। তথ্য পেয়েছে বলেই, আজকের পুণ্য দিনে ভোর ভোর বেরিয়ে পড়েছে ইডি। শুভ দিনে শুভ কাজ করছে ইডি। সুজিত বসু, দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি বা অন্যরা বলেছেন। এবার নজরে এসেছেন তিনি”।

WestBengalBangla

Jan 12 2024, 12:04

স্বামী বিবেকানন্দর ১৬২ তম জন্ম দিবস পালন ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশনের

এসবি নিউজ ব্যুরো: স্বামী বিবেকানন্দর ১৬২ তম জন্ম দিবস পালন করল মালদহের ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশন। শুক্রবার সকাল ৯টা নাগাদ রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য কাউন্সিলররা। স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরুপানন্দজী মহারাজ সহ অন্যান্য মহারাজ ও জন প্রতিনিধিরা।এরপর মালদহের রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শহরে একটি প্রভাত ফেরীর আয়োজন করা হয়।

প্রভাত ফেরীতে পা মেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। স্বামীজী, রামকৃষ্ণ, সারদা দেবী সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরীতে অংশ নেয় ছাত্রছাত্রীরা। স্বামীজীর ছবি ও বাণী লেখা প্লাকার্ড হাতে প্রভাত ফেরীতে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা। সারা শহর পরিক্রমা করে প্রভাত ফের শেষ হয় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে।

WestBengalBangla

Jan 12 2024, 10:17

*কবিতা*

জীবন যন্ত্রনা

গোপাল মাঝি

যন্ত্রনার যে ধরণ কতো

বলবো কেমন করে,

হতাশায় বেকার যুবক - যুবতী

রাস্তায় রাস্তায় ঘোরে |

যন্ত্রনায় কাতর কৃষক ফসলের

মূল্য না পাওয়ায়,

পিতা -মাতা ভোগে যন্ত্রনায়

খাবার না মেলায় |

কন্যাগ্রস্থ পিতা মেয়ের বিয়ে

দিতে না পারায়,

যন্ত্রনায় তার মাথায় হাত

বসে বাড়ীর বারান্দায় |

হসপিটালের বেডে শুয়ে রোগী

কাতরায় রোগ যন্ত্রনায়,

ওষুধ কেনার পয়সা কোথায়

পৃথিবী গদ্য - ময় |

প্রিয়জনের কষ্ট যন্ত্রনা মনে

বড় দাগা দেয়,

শুয়ে শুয়ে থাকি যতই খাটে

ঘুম টুটে যায় |

WestBengalBangla

Jan 12 2024, 10:15

স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিন উপলক্ষ্যে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের বর্ণাঢ্য শোভযাত্রা

এসবি নিউজ ব্যুরো: নদিয়ার নবদ্বীপ শহরে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গন থেকে কয়েক শতাধিক স্কুল ছাত্র ছাত্রী সহ এনসিসি র ছাত্র ও অভিভাকদের উপস্থিতিতে এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সহ বিভিন্ন মনীষীদের প্রতিকৃতিতে সুসজ্জিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রা নবদ্বীপ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মিশন প্রাঙ্গনে এসে শেষ হয়।

WestBengalBangla

Jan 12 2024, 10:14

যুব সমাজকে মাঠমুখী করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা জগদ্দলে

উত্তর ২৪ পরগনা: জাতীয় যুব দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।এই দৌড় প্রতিযোগিতা জগদ্দলের আতপুর ট্রাফিক গার্ড অফিসের কাছ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে কাঁকিনাড়া জুটমিল ময়দানে গিয়ে শেষ হয়।

ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, "যুব সমাজকে খেলাধূলায় উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ। তাদের লক্ষ্য, যাতে বেশি সংখ্যক যুবক-যুবতী সেনাবাহিনী কিংবা আর্মড ফোর্সে চাকরি পেতে পারে।"

WestBengalBangla

Jan 12 2024, 08:13

পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ই ডি


 কলকাতা : পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ই ডি। সিআরপিএফ জাওয়ানদের সঙ্গে নিয়ে সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতেই পৌঁছেছে ইডি আধিকারিকর। 

পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছায় ই ডি আধিকারিকরা। এই মামলায় ইতিমধ্যেই একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ই ডি।

শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ৬ জনের ই ডি আধিকারিকরা পৌঁছায় সুজিত বসুর লেকটাউন এর বাড়িতে। একসময় সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর ই ডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চায়, তার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে কোন বেনিয়ম হয়েছে কিনা। পাশাপাশি তারা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলেই ই ডি সূত্রে খবর।

WestBengalBangla

Jan 12 2024, 08:13

*যানজটের আশঙ্কা! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ১২ই জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ স্বামী বিবেকানন্দের জন্মশতবর্ষ । সকাল ৯ টা নাগাদ বিবেকানন্দ রোডের বাড়ি থেকে একটি পদযাত্রা আছে। যেখানে ৩-৪ হাজার মানুষ জমায়েত হতে পারে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

WestBengalBangla

Jan 12 2024, 08:12

*রাজ্যে কমবে তাপমাত্রার পারদ, জেনে নিন আজকের আবহাওয়া*


শীতপ্রেমীদের জন্য সুসংবাদ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্য জুড়ে শুরু হবে শীতের আমেজ। এমনটাই জানাল আবহাওয়া দফতর। ১২ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যে কমবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে শুক্রবার শহরের সর্বনিন্ম তাপমাত্রা ১১ ডিগ্রির কাছাকাছি থাকবে। এরফলে শহর জুড়ে শুরু হবে শীতের মরশুম। 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি করে কমবে। শুধু তাই নয় ভোরের দিকে থাকবে ঘন কুয়াশা। এরফলে শুক্রবার থেকে রাজ্যে ফিরে আসবে ঠাণ্ডা।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুরু হয়েছে শীতের আমেজ। বৃহস্পতিবার দার্জিলিঙে পারদ নেমেছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াসে। সিকিমে রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। একথায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হবে শীতের মরশুম।