WestBengalBangla

Jan 09 2024, 15:09

নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট জমা দিল সিবিআই

কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট জমা দিল সিবিআই। এই মামলার জন্য গঠিত বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত শেষ হয়েছে। সোমবারই চূড়ান্ত চার্জশিট এবং রিপোর্ট পেশ করা হয়েছে সিবিআইয়ের বিশেষ আদালতে। সিবিআই জানিয়েছে, গ্রুপ - সি, গ্রুপ - ডি, নবম - দশম এবং একাদশ - দ্বাদশের দুর্নীতির তদন্ত শেষ হয়েছে। রিপোর্টে এই মামলা গুলির ক্ষেত্রে যে চার্জশিট গুলি পেশ করা হয়েছে তার উল্লেখ রয়েছে। যদিও এসএসসির রিপোর্টে অনাস্থা প্রকাশ করেছে বিতর্কিত চাকরিপ্রাপকরা।

তাদের মতে, এসএসসি ঢেউয়ের গতিপ্রকৃতি অনুযায়ী সাঁতার কেটে যাচ্ছে। আইনজীবী কল্যান ব্যানার্জী অভিযোগ করেন, তারা সবার সঙ্গেই খেলছে। এসএসসি আদালতের নির্দেশ অনুযায়ী তাদের অবস্থান স্পষ্ট করছে না। তাদের ভূমিকা সন্দেহজন। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের শুনানি।

WestBengalBangla

Jan 09 2024, 10:21

তৃণমূল বিধায়কের হাত ধরে পঞ্চায়েত মেম্বার সহ শতাধিক বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

এসবি নিউজ ব্যুরো: বিজেপির পঞ্চায়েত সদস্যের সহ ১০০ জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । নদীয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৫৫ নম্বর বুথের ,বিজেপি মেম্বার তারা বাবুরায় শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ।

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । এদিন তৃণমূলে যোগদান করে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন পঞ্চায়েত সদস্য তারা বাবু রায় । তিনি জানান তাকে প্রধান পদের লোভ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান সাংসদ। তারপর ভোট প্রক্রিয়া চলাকালীন প্রায় এক মাস তাকে সাংসদের বাড়িতে পরিবারসহ গৃহবন্দী করে রাখা হয় । কিন্তু কালের নিয়মে বাবলা পঞ্চায়েতের প্রধান হন অন্য আরেকজন বিজেপি মেম্বার ।

তবে পরবর্তীতে জগন্নাথ সরকারকে বারবার জিজ্ঞাসা করলেও কোনরকম কথা বলার প্রয়োজন মনে করেননি সাংসদ। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য তারা বাবুরায় । তিনি জানান, তিনি সাধারণ মানুষের জন্য, কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ । সাধারণ মানুষ তাকে এলাকার উন্নতিকল্পে কাজ করার জন্য ভোট দিয়ে ভোটে জিতিয়েছেন। কিন্তু সাংসদ জগন্নাথ সরকার কোন রকম কাজ তাকে করতে দিচ্ছিলো না।

এমনকি পঞ্চায়েতে গিয়েও তিনি কোন কাজ করতে পারছিলেন না।এলাকার উন্নতিকল্পে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজকর্মকে সঙ্গে নিয়ে ,আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করবেন। এই যোগদান প্রসঙ্গে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, বিগত দিনে তিনি বিজেপি থেকে জয়লাভ করলেও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সেবামূলক কাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর ভরসা করেই ,সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা বাবুরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । শুধু তাই নয় সাংসদ জগন্নাথ সরকার তাদেরকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনরকম কোন কাজ হয়নি তাই এই যোগদান।

ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান হবে ,তার জন্য যা যা প্রশাসনিক কাজকর্ম রয়েছে তা পর্যায়ক্রমে শুরু করা হবে। যেহেতু প্রধান সিটটি তপশিলি উপজাতি সংরক্ষিত আসন ,তাই তৃণমূলের সেই আসনে কোন প্রার্থী দেওয়া হয়েছিল না। বর্তমানে তারাবাবু রায় যোগদান করায় তৃণমূল প্রধান পদপ্রার্থী পেয়ে গিয়েছে।ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলেই আসতে চলেছে সেটা শুধু সময়ের অপেক্ষা।

WestBengalBangla

Jan 09 2024, 09:52

নতুন রূপে সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক

এসবি নিউজ ব্যুরো: নতুন রূপে সেজে উঠেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক।শীতের মরশুম পড়তেই ভিড় করেন বহু মানুষ। এমনকি মালদহের হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারীর এই পার্কে জেলার বাইরে থেকেও বহু পর্যটক ঘুরতে আসেন। মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা বারদুয়ারি। এখানেই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি করা হয়েছে ডিয়ার পার্ক।এখানে রয়েছে প্রায় ৩০ টি হরিণ, বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশের পাখি, খরগোশ ।

এছাড়াও শিশুদের বিনোদনের জন্য নানান ধরনের খেলার সামগ্রী। পার্কের মধ্যে রয়েছে একটি পুকুর সেখানে বোটিং করার সুব্যবস্থা রয়েছে।মূলত শিশুদের খেলা ঘোরার জন্য একেবারে আদর্শ জায়গা।বারদুয়ারী পার্কে প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা। সারা বছর বহু মানুষ এখানে আসেন। তবে শীতের মরশুমে ভিড় উপচে পড়ছে। সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে আরও সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হচ্ছে এই পার্কের।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন করে এখানে একটি সেলফি জোন তৈরি করা হচ্ছে। যেখানে লেখা থাকবে আই লাভ ইউ হরিশ্চন্দ্রপুর ২। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য আরও বেশি করে ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন পশুদের বড় বড় মডেল তৈরি করা হবে পার্কের ভেতরে। পুকুরে আরও বেশি করে নৌকাবিহার করার জন্য বোট কেনা হচ্ছে।

এই পার্কের আশেপাশে জেলা ও জেলার বাইরে থেকে বহু মানুষ পিকনিক করতে আসেন। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মানুষ এখানে বেশি ভিড় করেন। তবে পার্কের মধ্যে কোনরকম পিকনিক করা যায় না। দিনভর এখানে ঘোরা যায় মনোরম পরিবেশে। আশেপাশে সাধারণ মানুষ পিকনিক করে থাকেন আর এই পার্কে ঘুরে যান।

WestBengalBangla

Jan 09 2024, 08:34

*Kalinga Super Cup today, two majors are aiming to start the 'superb'*

Sports News

Khabar kolkata News bureau: Kalinga Super Cup starts today. This tournament is a delight for Indian football lovers for many reasons. Especially the fans of East Bengal and Mohun Bagan. A break in the Indian Super League. After a long break, both the teams will be aiming to improve their performances after the start of the ISL. For this, the Super Cup can be called an opportunity to win a trophy on the one hand, as well as a stage to check one's strengths and weaknesses.On the first day, the two leaders of Kolkata are entering the field. But not face to face. East Bengal's opponent is another ISL club Hyderabad FC. Mohun Bagan will play against I-League club Srinidhi Deccan.

Group A consists of East Bengal, Hyderabad, Mohun Bagan, Srinidhi. Only one team from the group will advance to the semi-finals. Naturally, either East Bengal or Mohun Bagan will have a chance. But these two parties are not only in the race. Hyderabad FC should not be forgotten.I-League's Srinidhi Deccan is also set to challenge ISL clubs.

Pic Courtesy by: East Bengal X

WestBengalBangla

Jan 09 2024, 08:02

*বেলা ১২টা বাজলেই শুরু মিটিং ! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ৯ ই জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২টা নাগাদ ওয়াই চ্যানেলে একটি মিটিং আছে। যেখানে ২০০-৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

WestBengalBangla

Jan 09 2024, 08:01

*জাঁকিয়ে পড়বে ঠান্ডা, জেনে নিন আজকের আবহাওয়া*


আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন করে জাঁকিয়ে পড়বে শীত । আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। জানুয়ারির ১০ তারিখের পর থেকে ভালো ঠান্ডা অনুভব করবেন দক্ষিণবঙ্গবাসী।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিন সকাল থেকেই কুয়াশায় অচ্ছন্ন ছিল দক্ষিণের একাধিক জেলা।বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে। কলকাতাতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.১ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর ধীরে ধীরে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট।মঙ্গলবার ফের আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। উত্তরের জেলাগুলিতে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশার প্রভাব থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা।

WestBengalBangla

Jan 09 2024, 07:59

*আজকের রাশিফল ৯ই জানুয়ারি ( মঙ্গলবার) *


মেষ রাশিফল (Tuesday, January 9, 2024)

ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে। আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল। এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটায়-বাঁচার আনন্দ মুছে দিয়ে আমাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয়- কাজেই এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন। যদিও আপনার আঙ্গুল গলে টাকা বেরিয়ে যাবে-তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন। দিন কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে। আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। যারা বলে বিবাহ মানেই সেক্স তারা মিথ্যা কথা বলে। কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন।

প্রতিকার :- সূর্যোদয়ের সময় প্রাণায়াম অভ্যাস করলে শরীর ও মন সতেজ থাকবে।

বৃষভ রাশিফল (Tuesday, January 9, 2024)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ কোনও পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে। তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন। আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে। প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ, এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোন সময় না দেওয়ার জন্য এখনো আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে বিয়ের পর, পাপও পূণ্য হয়ে যায়, এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন।

প্রতিকার :- কম বয়সী মহিলা ও মহিয়সী নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে। আপনার পরিবার ও বন্ধুদের ছাড়া অন্য মহিলাদের সন্মান ও ভালোবাসা প্রদান করুন, এর ফলে আপনি আর্থিক দিকে লাভবান হবেন।

মিথুন রাশিফল (Tuesday, January 9, 2024)

আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা-যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। দিনের পরের ভাগে আপনি আরাম করা এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো পছন্দ করবেন। যদি আপনি কিছু ভালবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উচুঁ জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না। এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে।

প্রতিকার :- ক্যারিয়ার এ অভাবনীয় অগ্রগতির জন্য দরিদ্র ও অভাবী লোকজনকে বাঁশের ঝুড়িতে খাবার, তোশক, মিষ্টি ও আয়না দান করুন।

কর্কট রাশিফল (Tuesday, January 9, 2024)

আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। ব্যবসা সম্পর্কিত কথা,ব্যাবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু।

প্রতিকার :- জলে কোনো ছিদ্র যুক্ত ব্রোঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে তার ফলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

সিংহ রাশিফল (Tuesday, January 9, 2024)

এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে। প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আপনার সঙ্গিনীর অলসতা আজ আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে।

প্রতিকার :- আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির জন্য খুবই ফলপ্রসূ হবে।

কন্যা রাশিফল (Tuesday, January 9, 2024)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। একতরফা মোহ আজ সর্বনাশা প্রমাণিত হবে। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে। আজকের দিনটি ভালো যাক আপনি যদি চান, যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনও শব্দ উচ্চারন করবেন না ।

প্রতিকার :- নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে।

তুলা রাশিফল (Tuesday, January 9, 2024)

আজ স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না- হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে। কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- সাধু সন্ত, পুরোহিত, নান বা অনন্য কোনো আধ্যাত্বিক ব্যক্তিদের সেবা করলে আপনি আর্থিক ক্ষেত্রে সুফল পাবেন।

বৃশ্চিক রাশিফল (Tuesday, January 9, 2024)

কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে- যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের leণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। বাচ্চারা আপনার মনোযোগ বেশী করে চাইবে- আপনার প্রতি তাদের সাহায্য ও সহানুভূতি দেখাবে। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে।

প্রতিকার :- স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগালে আর্থিক দিক ভালো থাকবে।

ধনু রাশিফল (Tuesday, January 9, 2024)

আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয়, যে কোনও পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। প্রেমের দেবতার বাণের হাত থেকে বাঁচার সুযোগ কম। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরো অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আপনার স্ত্রী আজ চুম্বন করলে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আপনার যন্ত্রণা দূরে চলে যাবে।

প্রতিকার :- কালো ও সাদা কুকুরকে রুটি খাওয়ালে আপনার প্রেমের জীবনের উন্নতি হবে।

মকর রাশিফল (Tuesday, January 9, 2024)

স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না– তাতে স্ত্রী রুষ্ট হবে। এর থেকে বরং নিজের দিকে নজর দিন। কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে নাহলে নির্ভরশীলতা এসে যাবে। যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন। আজ, আপনি বুঝতে পারবেন যে প্রেমই সবকিছু বিকল্প। আপনার বরিষ্ঠদেরও সহজভাবে নেবেন না। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে, কিন্তু এটা সবসময় রোমান্টিক হয় না। তবে আজ সত্যিই সত্যিই রোমান্টিক হবে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য নিজের খাবারের একটি অংশ আলাদা করে রাখুন ও পরে তা কোনো গরুকে দান করুন।

কুম্ভ রাশিফল (Tuesday, January 9, 2024)

আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। এমন একটি দিন যেখানে অন্য ব্যক্তিদের উপদেশগুলি শোনা এবং তার উপর কাজ করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।

প্রতিকার :- পেশাদারী জীবনের সাফল্যের জন্য বাড়ি থেকে বেরনোর আগে গুড় দিয়ে জল খান।

মীন রাশিফল (Tuesday, January 9, 2024)

অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মত্ত করে তুলবে। আপনার শরীরকে তেল দিয়ে মালিশ করা পেশীগুলিকে আরাম দেবে। কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে- সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার। তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। কোন ব্যবসায়িক/আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য অর্জনের জন্য বাড়ির মাঝখানের অংশ টিকে পরিষ্কার ও পরিছন্ন রাখুন।

WestBengalBangla

Jan 08 2024, 20:24

*Midfielder Lone was released by East Bengal before Kalinga Super Cup*

Sports News

Khabar kolkata News bureau: A Spanish striker is on East Bengal's radar. Many domestic footballers are also under the watchful eye of Carles Kuadrat. The main goal is to increase the power in the attack. East Bengal released young midfielder Mobashir Rahman lone to Chennaiyin FC ahead of the Super Cup. Mobashi has got a chance to play only one match in ISL this season.

Even just 7 minutes!

East Bengal have had a good Indian Super League season so far.However, the performance can be said to be good if compared with the last few years. East Bengal also reached the final of the Durand Cup. Having lost to Mohun Bagan in the final, they had to be content with being runners-up. Carles Kuadrat's team is confident of finishing in the top six in the ISL. Super Cup ahead. East Bengal's first opponent in the Kalinga Super Cup is Hyderabad FC in Bhubaneswar. Before that, East Bengal released the young midfielder of the team.

Pic Courtesy by: Instagram

WestBengalBangla

Jan 08 2024, 18:42

*বুড়িশোলের জঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পুড়ে ছাই প্রাইভেট কার,একাধিক মৃত্যুর সম্ভাবনা*


 এসবি নিউজ ব্যুরো: সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলার বুড়িশোলের জঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পুড়ে ছাই প্রাইভেট গাড়ী। প্রাইভেট গাড়ীর মধ্যে থাকা ৪ জনেরই ঘটনাস্থলে মৃত্যু ঘটে। তবে বাস চালকের তৎপরতায় যাত্রীদের ছোটখাটো আঘাত লাগলেও তেমন কোন বড়ো দুর্ঘটনা ঘটেনি।

বাসটি মেদিনীপুর থেকে পিড়াকাটার দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে একটি প্রাইভেট গাড়ী আসছিল। কিছু বোঝার আগেই মুখোমুখি সংঘর্ষ লেগে যায় প্রাইভেট গাড়ী ও বাসের। সংঘর্ষে প্রাইভেট গাড়ীটিতে আগুন জ্বলে যায়।যার ফলে প্রাইভেট গাড়ীতে থাকা কেউই বের হতে পারেন নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাইভেট গাড়ীতে থাকা ৪ ব্যক্তির। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও পুলিশ বাহিনী।

WestBengalBangla

Jan 08 2024, 15:43

গঙ্গাসাগরে আগে কিছুই ছিল না: মমতা

গঙ্গাসাগরে পৌছিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উদ্বোধন করেছেন সাগর ব্লকের জন্য পানীয় জল প্রকল্পেরও। তারপরেই ভারত সেবাশ্রম আশ্রমে স্বনির্ভর প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তীর্থকর মুকুবের কথা ঘোষণা করেন। সেই সঙ্গে জানান, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যে সব পুণ্যার্থী মেলায় আসবেন তাঁদের প্রত্যেকের জন্য থাকছে ৫ লক্ষ টাকার বিমা।

এদিন মমতা সব থেকে বেশি তুলে ধরেন গঙ্গাসাগর মেলার পরিকাঠামোর বিষয়টি। তিনি বলেন, ‘গঙ্গাসাগরে আগে কিছুই ছিল না। আমাদের সরকারের আমলে সব পরিকাঠামো রয়েছে। কেননা আমরা সেটা তৈরি করেছি। গঙ্গাসাগরে ৩টি হেলিপ্যাড স্টেশন করা হয়েছে, যাতে প্রয়োজনে কাউকে দ্রুত কলকাতায় নিয়ে যাওয়া যায়। আবার হেলিকপ্টারে চড়ে যাতে পুণ্যার্থীরা আসতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এবারের মেলায় আড়াই হাজার বাস, ১০০টি লঞ্চ, ২১টি জেটি ও সেতু ব্যবহার করা হবে। কচুবেড়িয়া ও কাকদ্বীপে গেট তৈরি করা হয়েছে। ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যে সব পুণ্যার্থীরা আসবেন তাঁদের সকলের জন্য জন্য ৫ লক্ষ টাকার বিমা থাকছে। আমরা তীর্থকরও মুকুব করে দিয়েছি। মেলা উপলক্ষ্যে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম।"