ধনধান্য স্টেডিয়ামে যোগ্যশ্রী প্রকল্পের উদ্বোধনে মমতা

আজ সোমবার ধনধান্য স্টেডিয়ামে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বড় ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, '১ থেকে ৭ জানুয়ারি পড়ুয়া সপ্তাহ পালন রাজ্য সরকারের। ১৪ আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয়। কন্যাশ্রী রাষ্ট্রসঙ্ঘে প্রথম পুরষ্কার পেয়েছিল। বাম আমলে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হয়েছিল। তৃণমূল সরকার ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে।

তিনি আরও বলেন ,'মাতৃভাষাতেও পড়াশোনার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সাঁওতালি, রাজবংশী, উর্দু ভাষাতেও পড়াশোনা করার সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্যের ছাত্র ছাত্রীদের ইংরেজি ভাষায় পাকাপোক্ত করতে বিশেষ প্রশিক্ষণ অবধি দেওয়া হচ্ছে।'

বিলকিস বানো মামলায় দোষী সাব্যস্তের মুক্তির সিদ্ধান্ত রদ করল সুপ্রিম কোর্ট

বিলকিস বানো মামলায় বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোর ধর্ষণ ও তার পরিবারকে হত্যাকারী ১১ জন দোষীকে দ্রুত মুক্তি দেওয়ার বিরুদ্ধে করা পিটিশনটি বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ১১ জন দোষী সাব্যস্তের মুক্তির সিদ্ধান্ত রদ করল দেশের শীর্ষ আদালত।

১১ জনকে ফিরতে হবে জেলে। শীর্ষ আদালত জানিয়েছে যে গুজরাট রাজ্য এই মামলায় ক্ষমার আদেশ পাস করতে সক্ষম নয়। ২০২৩ সালের ১২ অক্টোবর বিচারপতি বি ভি নাগরত্না ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ বিলকিস বানো এবং অন্যদের দায়ের করা পিটিশনের ওপর রায় সংরক্ষিত রেখেছিল।

২০২২ সালের নভেম্বরে, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার বিলকিস বানো নিজেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনকে অকাল মুক্তি দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন।

পুলিশের অভিনব উদ্যোগ, চলতে চলতে পথ চলার সচেতনতা শেখাবে শিশুদের

এসবি নিউজ ব্যুরো: এবার অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা পুলিশ। শীততাপ নিয়ন্ত্রিত বাসে করে শিশুদের ভ্রমণের মাধ্যমে এবং সচল চিত্র প্রদর্শনীর মাধ্যমে পথ চলার সচেতনতা শেখাবে। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আক্তার এক সাক্ষাৎকারে বলেন, আজ ছিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।

এই উপলক্ষ্যে রায়গঞ্জের কর্নজোড়া পুলিশ লাইনে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গের এডিজি অজয় কুমার (আইপিএস), রায়গঞ্জ রেঞ্জের ডি আই জি প্রসূন বন্দ্যোপাধ্যায় (আইপিএস),জেলা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন অ্যাওয়ারনেস অন হুইলস্ নামে একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসের উদ্বোধন করেন তিনি।যে বাসে করে গ্রামীণ শিশুদের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের মাধ্যমে এবং পথ চলতি সময়ে সচল চিত্র প্রদর্শনের মাধ্যমে শিশুদের পথ চলার নিয়ম, সতর্কতা প্রভৃতি বিষয়ে যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বয়ংসিদ্ধা প্রভৃতি চলচ্চিত্র গুলি দেখানো হবে।

শাহজাহান নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপের

ঘটনার ৭২ ঘন্টা পার। অথচ এখনও খোঁজ মেলেনি তৃণমূল নেতা শেখ শাহজাহানের। কেউ বলছেন তিনি পারি দিয়েছেন ওপার বাংলায়, তো কেউ বলছেন সন্দেশখালিতেই বুক চিতিয়ে রয়েছেন তিনি। কিন্তু লুক আউট নোটিশ জারির পরও মেলেনি কোনও সন্ধান।

এদিন এই সংক্রান্ত বিষয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “এখানে বড় অপরাধী এবং কেলেঙ্কারি রয়েছে। ঘটনাটি বাংলাদেশ সীমান্তের কাছে ঘটেছে যেটি একটি সংবেদনশীল এলাকা। এমন তথ্যও পাওয়া গেছে যে তিনি সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতেই গা ঢাকা দিয়ে রয়েছেন। কিন্তু সেখানে ব্যবস্থা নিতে পারছে না ইডিও। তাহলে বোঝাই যাচ্ছে, তৃণমূলের ওই নেতা কতোটা প্রভাবশালী”।

ভাটপাড়ায় এক ছাত্রী নিখোঁজ ঘটনায় মিসিং ডায়েরি করল পরিবার

উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া থানা অন্তর্গত অবন্তিপুর মন্ডলপাড়ার ক্লাস সেভেনের ছাত্রী জুয়েল ধর ৬ দিন হল নিখোঁজ।গত ২রা জানুয়ারি সকাল বেলা স্কুল ব্যাগ নিয়ে চলে যায়। এখনো পর্যন্ত জানা যায়নি ওই ছাত্রী কোথায় আছে। তার বাবা-মা ভাটপাড়া থানায় মিসিং ডায়েরি করেছে। তবে তাদের জ্যাঠা ও প্রতিবেশীরা জানিয়েছেন সৎ মায়ের অত্যাচারে মেয়েটি চলে গিয়েছে। তবে কোথায় গিয়েছে তা নিয়ে চিন্তায় এলাকাবাসী।

*সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে যানজট ! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ   ৮ই জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  

*দু-তিন ডিগ্রি কমবে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


ক্ষণে ক্ষণে আবহাওয়ার ভোলবদল। শীত কালে উধাও শীত। ওদিকে বৃষ্টিরও পূর্বাভাসও দিচ্ছে মাঝে মাঝে। এরই মধ্যে অবশ্য ভালো খবর দিল আবহাওয়া অফিস।

চলতি সপ্তাহে দু-তিন ডিগ্রি মত কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ,মালদা ও বীরভূম, পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতেও। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

জানুয়ারির ১০ তারিখের পর থেকে উত্তরের ঠান্ডার ফিল কিছুটা হলেও পেতে পারে দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির সম্ভাবনা কেটে গিয়ে শীঘ্রই দক্ষিণবঙ্গে ফের শীতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ধীরে ধীরে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে।

*আজকের রাশিফল ৮ ই জানুয়ারি ( সোমবার) *


মেষ রাশিফল (Monday, January 8, 2024)

বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত। কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে, তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান- আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। যদি আপনি কিছু ভালবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন। বিবাহ একটি আশীর্বাদ, এবং আজ আপনি তা অনুভব করবেন।

প্রতিকার :- ব্যবসা বাণিজ্য ও ক্যারিয়ার এর উন্নতির জন্য কোনো ধর্মীয় স্থলে নিজের সেবা নিবেদন করুন।

বৃষভ রাশিফল (Monday, January 8, 2024)

কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে- যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং লেনদেন করার সময় বা কোনও দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান। আপনাদের ভাগ করে নেওয়া ভালো মূহুর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময়। ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগতাড়িত হবেন না- কথা বলায় রাশ না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন। ঘরে ধর্মানুষ্ঠান/হোম/শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে। আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে।

প্রতিকার :- কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি করতে প্রাতঃকালে তাড়াতাড়ি উঠে সূর্যোদয়ের সময় ১১বার গায়ত্রী মন্ত্র জপ করুন।

মিথুন রাশিফল (Monday, January 8, 2024)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আপনার বাবার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না। আজ, পরিবারের মধ্যে কোনও বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে। অতএব, এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন। আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এতো ব্যাস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন। আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশী আগ্রহ দেখাতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি উপলদ্ধি করবেন কোনকিছু গোলমাল চলছে না।

প্রতিকার :- ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্ন করলে পরিবারে খুশি বাড়বে।

কর্কট রাশিফল (Monday, January 8, 2024)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন। সহকর্মী ও অধস্তন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে। নিজের সময়ের গুরুত্ব বুঝুন,সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল। এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন।

প্রতিকার :- কর্ম জীবনে সাফল্য আনতে রাতে জলে বাদাম ভিজিয়ে রেখে সকালে তা অন্যকে বিতরণ করুন ও নিজেও খান।

সিংহ রাশিফল (Monday, January 8, 2024)

কোন সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। বন্ধুবান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে- কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না- অন্যথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছতে হবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন। আপনার মেধাশক্তিকে আপনার উপকারে লাগান। এটি আপনাকে পেশাদার প্রকল্প সম্পূর্ণ করতে এবং নতুন ধারণা প্রদান করতে সাহায্য করবে। আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না। আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন।

প্রতিকার :- সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর তা দান করে দিন, এর ফলে ভালো স্বাস্থ্য বজায় থাকবে।

কন্যা রাশিফল (Monday, January 8, 2024)

আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মত কাজ করবে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে- আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন।

প্রতিকার :- ভালো ব্যবসায়িক এবং কর্মজীবনের জন্য প্রাতঃকালে ঘরের জানালা খোলা রাখুন এবং সূর্যের আলো প্রবেশ করতে দিন।

তুলা রাশিফল (Monday, January 8, 2024)

আপনার ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে। সাফল্য অর্জনের জন্য- সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে। এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে- আপনার দিগন্ত বিস্তৃত হবে- আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে। আজ, আপনি কোনও সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কোন দূরসম্পর্কে আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত খবর আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনার স্ত্রী আজ চুম্বন করলে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আপনার যন্ত্রণা দূরে চলে যাবে।

প্রতিকার :- আপনি নিজের বোন কে সন্মান করলে ও ভালোবাসলে আপনার প্রেম জীবনের ওপর তার ভালো প্রভাব পরবে।

বৃশ্চিক রাশিফল (Monday, January 8, 2024)

প্রত্যেক মানুষের কথায় কান দিন, আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না- বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না। সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময় টা আপনজনেদের সাথে কাটান। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- ক্যারিয়ার এ দ্রুত উন্নতির জন্য আপনার মিথ্যা ঠগামি ও জোচ্চুরী থেকে নিজেকে বিরত রাখুন।

ধনু রাশিফল (Monday, January 8, 2024)

যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে- কিছু অসুখীতা কেবলমাত্র আপনার সুখের মর্মোপলব্ধি করার জন্যই জরুরী। আজ, এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না। যদি আপনি আপনার কমনীয়তা এবং বুদ্ধি ব্যবহার করেন তাহলে আপনি মানুষদের আপনার নিজের পথে নিয়ে আসতে পারবেন। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না– অধস্তনদের বক্তব্যও শুনুন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে। আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন।

প্রতিকার :- বহমান জলে ৮ টুকরো কয়লা নিক্ষেপ করলে আপনি পেশাগত বা কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

মকর রাশিফল (Monday, January 8, 2024)

শরীর নিয়ে উৎকন্ঠা দেখাবেন না, এতে অসুস্থতা আরো বাড়ে। সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে- আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে। এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। আজ, আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক হবে।

কুম্ভ রাশিফল (Monday, January 8, 2024)

একটি খুশির সংবাদ পাওয়া সম্ভবপর। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না- বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। গার্হস্থ্য জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। প্রেম অপরিমিত, সীমাহীন; আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন। কিন্তু আজ আপনি তা অনুভব করবেন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। আজ, গোলাপ আরো লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে।

প্রতিকার :- কোনো শুভ কাজ শুরুর পূর্বে কপালে কেশর বা হলুদের প্রলেপ লাগান, এর ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন।

মীন রাশিফল (Monday, January 8, 2024)

নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। আজকে সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে। নতুন জিনিসের উপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন- আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। দিবাস্বপ্নে আপনার পতন অনিবার্য- নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যর দিকে আজ অসংবেদী হতে পারেন।

প্রতিকার :- ওম ভ্রম বৃহস্পত্যয় নমঃ (Om Bhram Bruhaspatayai Namaha) এই মন্ত্র টি ১১ বার জপ করুন।

*St Johns Public School crowned Mayor’s Cup champions*

Sports News 

 

 Khabar kolkata News bureau: Anas Alam smashed a fighting unbeaten 93 while Piyush Karan bagged 5 for 38 as St Johns Public School outclassed Ratnakar North Point School by 123 runs in the final to emerge champions of the Mayor’s Cup Inter School tournament at the Eden Gardens on Sunday.

Congratulating the winning team and the runners up, CAB President Snehasish Ganguly said, "It was a wonderful final. Both teams put up a good show. I congratulate St Johns Public School for emerging champions. They played high intensity game and it nice to watch these young talents. I also congratulate Ratnakar North Point School who reached back-to-back finals."

This is the first time that a full length Mayor's Cup featuring 64 sides was completed in the first week of January. 

He also lauded the Junior Tournament Committee for flawlessly executing this tournament with these budding cricketers and completing the meet well before time keeping the Board Exams in mind. 

MMIC KMC Debasish Kumar, who was also present said, "I congratulate both the teams for displaying a good match. St Johns Public School played very well to come out winners while Ratnakar North Point School also performed well in the final. I would like to congratulate CAB President for completing Mayor's Cup within the first week of January. This is a record."

KKR CMO Binda Dey said, "It was a wonderful final. I congratulate both the teams for such a competitive final. Happy to be associated with such a fine tournament. I wish all the young players the best for the future."

10 cricketers scouted during the tournament will be groomed in the KKR academy. 

Earlier, batting first, St Johns Public School, recovered from 78/7 to post a competitive 230 in 76.5 overs on Day 1.

In reply, Ratnakar North Point School were bundled out for just 107 in 61 overs on Day 2. 

Besides, Piyush, Akhilesh Shukla bagged 4 for 45. 

Earlier, put into bat, St Johns Public School batters were put to a stern test as they were 7 down for just 78.

However, a valiant effort by Anas, which saw him smash 10 boundaries and one six, put his team in a fighting position.

For Ratnakar North Point School, Raunav Hazra and Hriddhi Nag Chowdhury bagged three wickets each. 

Chasing a tricky target, Ratnakar North Point School found themselves in deep trouble at 69 for 8.

Bijay Mondal, who top-scored with 38 runs, held fort at one end but wickets at regular intervals at the other end made it tough to chase the total down.

For his valiant match-winning knock, the man of the match was awarded to Anas.

The player of the tournament was awarded to Piyush for bagging 24 wickets in 7 matches. 

After an outstanding bowling performance throughout the tournament, St Johns Public School's Piyush bagged the best bowler of the tournament award while Aman Kharwar won the Best batsman of the tournament award.

 Pic Courtesy by: CAB

*Bengal got three wickets on the third day, first innings lead in danger*

Sports News 

 

 Khabar Kolkata : Bengal begin their Ranji Trophy campaign against Andhra Pradesh. Bengal was put ahead in the first two days of the match. Such was the situation.

The situation changed on the third day. In the current situation, the chances of getting a lead in the first innings are getting less and less. First match of Ranji season. A bunch of new players in the team. Seniors like Manoj Tiwari, Anushtup Majumdar, Akash Deep are also there.However, Bengali bowling disappointed on the third day.

Bengal won the toss and took the batting. Bengal posted a big score of 409 courtesy debutant opener Sourav Pal's 96, veteran Anushtup Majumdar's century and young keeper-batsman Abhishek Podel's first innings. Andhra Pradesh ended the second day with a score of 119-3 in reply. Andhra Pradesh captain Hanuma Bihari was the main concern in the Bengali camp at the end of the second day. Has Test cricket experience. Consistent performer in first class cricket as well.Akash Deep returned Hanuma after the half-century. It seemed that the control of the match was in the hands of Bengal this time.

Pic Courtesy by: Facebook