WestBengalBangla

Jan 06 2024, 11:25

বনগাঁতে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

রেশন বণ্টন দুর্নীতি মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে ১৭ ঘন্টা পর শুক্রবারই গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যকে। আর সেখানেই সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি হয়।

ফের একবার মারমুখী জনতার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ফের উড়ে আসে ইট, ভাঙে গাড়ির কাঁচ। তবে এই ঘটনায় কোনও অফিসার আহত হননি বলেই জানা গিয়েছে। তবে পরপর দু’টি ঘটনায় একটি প্রশ্ন জোরালো হচ্ছে, এবার ইডির তল্লাশি অভিযানে কি বাড়তি সতর্কতার প্রয়োজন?

WestBengalBangla

Jan 06 2024, 11:24

শ্রীরামপুর গান্ধী ময়দানে শুরু হল ১২ তম শ্রীরামপুর বইমেলা

এসবি নিউজ ব্যুরো: শ্রীরামপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল ১২ তম বইমেলা । গতকাল এই বইমেলার উদ্বোধন করলেন প্রখ্যাত কথা সাহিত্যিক অমর মিত্র। এদিন বইমেলার সমরেশ বসু মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার শ্রীরামপুর, পুরসভার পুর প্রধান গিরিধারী সাহা উপ-প্রধান উত্তম নাগ,পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার সিং এবং সমীর সাহা ,চেয়ারম্যান ইন কাউন্সিল গৌর মোহন দে চেয়ারম্যান ইন কাউন্সিল পিন্টু নাগ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

পশ্চিমবাংলার শিক্ষা সংস্কৃতির প্রাচীনতম শহর হচ্ছে শ্রীরামপুর ।এই শ্রীরামপুর থেকেই একদিন শিক্ষাক্ষেত্রের নবজাগরনের অন্যতম পথিক উইলিয়াম কেরি দিকদর্শন এবং সমাচার দর্পণ নামে দুটি সংবাদপত্র বের করেছিলেন এবং তাকে এই কাজে সাহায্য করেছিলেন প্রথম বাংলা হরফের স্রষ্টা পঞ্চানন কর্মকার। এদিনের বক্তারা প্রত্যেকেই বই কেন এবং বই পড়ার উপর মানুষকে এগিয়ে আসার আহবান জানান ,বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়ে যারা আমাদের ভবিষ্যৎ তাদের বই পড়ার উপর উৎসাহ দেবার আহ্বান জানান।

বর্তমানে ইন্টারনেটে যুগে বই পড়া এবং বই কেনার চল অনেকটাই কমে গিয়েছে। তা সত্ত্বেও শিক্ষার বিকাশের জন্য বই অন্যতম মাধ্যম হচ্ছে বই, তাই বইয়ের কোন জুড়ি নেই। এদিনের গান্ধী ময়দানে অনুষ্ঠিত এই বইমেলায় কলকাতার প্রথম সারির প্রকাশন সংস্থা তাদের নুতন নুতন বইয়ের সম্ভার নিয়ে মেলায় এসেছেন। প্রথম দিনেই বইমেলায় ভিড় উপচে পড়েছিল।

WestBengalBangla

Jan 06 2024, 09:24

হাতির হানায় মৃত্যু হল এক মহিলার

এসবি নিউজ ব্যুরো: জঙ্গলের ভিতরে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম লুৎফা বেগম (৩২)। তিনি জলপাইগুড়ির মাল ব্লকের কুমরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। জানা যায়, শুক্রবার বিকেলে বড়দিঘি বিটের এসএস ৩ কম্পার্টমেন্টের জঙ্গলে ওই মহিলা জ্বালানি সংগ্রহ করতে যান।

সেসময় কোনোভাবে ওই মহিলা হাতির সামনে পড়েন।হাতি তার ওপর চড়াও হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ মহিলার। শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জ অফিসার সহ মেটেলি থানার পুলিশ জঙ্গলের ভিতরে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে নিয়ে আসে। দেহ ময়নাতদন্তের জন্য শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

WestBengalBangla

Jan 06 2024, 09:21

রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের প্লাটিনাম জুবলি উৎসবের আনুষ্ঠানিক সূচনা

এসবি নিউজ ব্যুরো: ১৯৪৯ থেকে দীর্ঘপথ অতিক্রম করে রায়গঞ্জের অন্যতম সেরা স্কুল সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্লাটিনাম জুবলি উৎসবের আনুষ্ঠানিক সূচনা হল শুক্রবার।এদিন স্কুল সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বেলুড় রামকৃষ্ণ মিশনের অছিপরিষদ সদস্য জ্ঞানলোকানন্দ জি মহারাজ, রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক পরেশাত্মনন্দজি মহারাজ, মহকুমা শাসক কিংশুক মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বর্তমান ও প্রাক্তনী ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনের সঙ্গে সঙ্গে দুঃস্থদের শীতবস্তু বিতরণ, বিখ্যাত মনীষীদের মূর্তি উন্মোচন এবং বৃক্ষরোপনের মধ্য দিয়ে এক অন্য মাত্রা পায় অনুষ্ঠানটি । উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত। আগামীতেও এই স্কুলজেলার শিক্ষা জগতে এক বিশেষ স্থান অধিকার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

WestBengalBangla

Jan 06 2024, 09:18

এলাকার মানুষের উদ্যোগে তৈরি হল সুবর্ণরেখা উপর কাঠের সেতু

এসবি নিউজ ব্যুরো : বারবার প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়েই গ্রামের মানুষজন উদ্যোগ নিয়ে বানিয়ে ফেললেন কাঠের সেতু। আর এই সেতু তৈরি হওয়ার ফলে উপকৃত হচ্ছেন এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষজন। পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য কলেজ কিংবা রাত বিরেতে চিকিৎসার প্রয়োজন হলে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল আসতে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রাণ হাতে নিয়ে আসতে হয়।

ঝাড়খন্ড রাজ্যের মানুষজন থেকে শুরু করে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষজনকে এবং গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের জানাঘাটি, মদনশোল সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষকে। নদী পথে নৌকা করে না হলে প্রায় ৩০ - ৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সাধারণ মানুষকে গোপীবল্লভপুর বাজারের পৌঁছাতে হয়।এলাকার এই সমস্যার কথা ভেবে গোপীবল্লভপুর ১ নং ব্লকের আসনবনী গ্ৰামের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগে সুবর্ণরেখা নদীর উপর গড়ে তুললেন একটি ফেয়ারওয়েদার ব্রীজ।

গ্রামবাসীদের যৌথ প্রচেষ্টায় তৈরি কাঠের সেতুর উপর শুরু হয়েছে যাতায়াত। স্বাভাবিক ভাবেই দীর্ঘ ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা মাত্র ৮ - ১০ কিলোমিটার এর মধ্যে এসে যাওয়ায় খুশি এলাকাবাসী। আসনবনী গ্ৰামের বাসিন্দারা জানান, ব্রিজ হতে একদিকে যেমন যোগাযোগের সুবিধা বাড়লো তেমনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সাধারণ মানুষের অনেক সুবিধা হল।

WestBengalBangla

Jan 06 2024, 08:55

*আজকের রাশিফল ৬ ই জানুয়ারি ( শনিবার) *


মেষ রাশিফল (Saturday, January 6, 2024)

মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন। এটি আরেকটি উচ্চ-শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। আজ কাজ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হবে- কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গ আপনাকে এবং হালকা এবং খুশির মেজাজে রাখবে। সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে-আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরী নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন। সময় কি করে পেরিয়ে যাই সেটা আজকে আপনি আপনার পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন।

প্রতিকার :- ঝাড়ুদার কে মুসুর ডাল দান করুন এবং তাকে বিভিন্ন ভাবে সাহায্য করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

বৃষভ রাশিফল (Saturday, January 6, 2024)

সামাজিক জীবনের থেকে স্বাস্হ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন। আজ, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন। তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা আপনাকে আরও বিচলিত করবে। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। যদি আজ আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন, সে/তিনি আঘাত পেতে পারেন। আপনি যদি আগামীকালটির জন্য আপনার আজকের কাজ স্থগিত করে থাকেন তবে আপনার প্রতিকূল ফলাফল থেকে ভুগতে হতে পারে।

প্রতিকার :- তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে।

মিথুন রাশিফল (Saturday, January 6, 2024)

ব্যস্ত কাজের সূচী আপনাকে খিটখিটে করে তুলতে পারে। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন। আপনার প্রেমিকার সাথে প্রতিশোধপরায়ণ হওয়ায় কোন ফল পাবেন না- পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন। আপনার পরিবারের সাথে আজ শপিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পরে আপনি ক্লান্ত বোধ করতে পারেন।

প্রতিকার :- দরিদ্র এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার ভাগ করলে আপনার শরীরে তার ভালো প্রভাব পরবে।

কর্কট রাশিফল (Saturday, January 6, 2024)

আপনি খুব আবেগপ্রবণ হবেন- সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবরও আনতে পারে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না। আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করবেন।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্যের জন্য পায়েশ সেবন করুন।

সিংহ রাশিফল (Saturday, January 6, 2024)

মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন। বিলম্ব হল পতনের মূল; ধ্যান ও যোগ অনুশীলন বিলম্ব থেকে মুক্তি পেতে সহায়ক হতে পারে।

প্রতিকার :- সাদা পোষা কুকুরকে খাবার খাওয়ালে আর্থিক উন্নতিতে সহায়ক হবে।

কন্যা রাশিফল (Saturday, January 6, 2024)

আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মনঃসংযোগ করতে অসুবিধা হচ্ছে- কারণ আজ আপনার স্বাস্থ্য ঠিক নেই। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে। আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে. আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে, আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন।

প্রতিকার :- সাদা গরুকে রুটি খাওয়ালে স্বাস্থ্য খুবই ভালো থাকবে।

তুলা রাশিফল (Saturday, January 6, 2024)

সুখী জীবনের স্বার্থে নিজের একগুঁয়েমি দূর করুন, এরফলে নিছক সময় নষ্ট হয়। বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন। এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে। আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভাল, তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার স্বাস্থ্যের তদারকি করবেন না।

প্রতিকার :- হনুমান চল্লিশা পাঠ করুন এবং এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

বৃশ্চিক রাশিফল (Saturday, January 6, 2024)

আপনার ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে। সাফল্য অর্জনের জন্য- সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে। এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে- আপনার দিগন্ত বিস্তৃত হবে- আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে- কিন্তু একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। পারিবারিক দায়িত্ব ভুলবেন না। যৌন আবেদন আকাঙ্খিত ফল দেবে। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আজকের দিনে ‘পাগল হওয়ার’ দিন! আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন। বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে।

প্রতিকার :- পরিবারে শান্তি বজায় রাখার জন্য একটি সর্পের ন্যায় আকৃতি বিশেষ আংটি পরিধান করুন।

ধনু রাশিফল (Saturday, January 6, 2024)

নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে। তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে। আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে। আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যাক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়। আজ আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে। এর কারণ হল আপনার দুর্বল রুটিন।

প্রতিকার :- রুপোর ওপর শুক্র যন্ত্র খোদাই করলে পরিবারে শান্তির বাতাবরণ বজায় থাকবে।

মকর রাশিফল (Saturday, January 6, 2024)

আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘ যাত্রা এড়ানোর চেষ্টা করুন। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন। ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন- যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান। আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশকিছু খালি সময় পাওয়ার সম্ভবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে। আপনি দীর্ঘসময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারও কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন। এটি হয়ত প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে।

প্রতিকার :- বিভিন্ন আটার সংমিশ্রনে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

কুম্ভ রাশিফল (Saturday, January 6, 2024)

জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন। আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যধিক খরচ করায় লাগাম দিন। আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন। একাকীত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাঁদেরকে উপযুক্ত অনুভব করতে দিন। আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি। আপনার আজকের দিনটি ভালবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন। যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যাস্ত ছিলো আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়াই আপনি আবার ব্যাস্ত হয়ে যেতে পারেন। আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদূতোপম দিকটি দেখাবে। আজ, আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা করে আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন।

প্রতিকার :- মদ্যপান ও ধূম্রপান থেকে বিরত থাকলে তা আপনার আর্থিক পরিস্থিতির জন্য লাভদায়ক হবে।

মীন রাশিফল (Saturday, January 6, 2024)

আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে- সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন। কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন-এমন মানুষদের কথা ভুলে যান যাঁরা শুধু কথা বলেন কোন ফল দেন না। ব্যস্ত রাস্তায়, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান। সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে। প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে মানসিক বন্ড অনুভব করতে পারবেন। আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনও জায়গায় যেতে পারেন। যদিও, আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন, তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন।

প্রতিকার :- পারিবারিক সুখ ও সমৃদ্ধির জন্য বার্লির আটা দিয়ে তৈরি বল মাছকে খাওয়ান।

WestBengalBangla

Jan 06 2024, 07:51

*সপ্তাহান্তে কেমন থাকবে যানজট ! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৬ই জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

WestBengalBangla

Jan 06 2024, 07:50

*শীতের মাঝে ফের বৃষ্টির আশঙ্কা, জেনে নিন আজকের আবহাওয়া*

শীতের মজা মাটি করতে হাজির বৃষ্টি । এমনিতেই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। ওদিকে এরই মধ্যে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর জেরে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।

 এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ ও বাকি জেলাতে আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ৫-৭ তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। যার জেরে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা।

আজ পশ্চিমের জেলা ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে আগামী ৩-৪ দিনে কলকাতা সহ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে ১০ জানুয়ারির পর থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। 

উত্তরবঙ্গজুড়ে চলছে শীতের স্পেল। নতুন বছরের শুরুতেই উত্তরে হুহু করে নেমেছে তাপমাত্রা। পশ্চিমের জেলা গুলির পাশাপাশি দার্জিলিং এও চকটি সপ্তাহে বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা।

WestBengalBangla

Jan 05 2024, 17:37

*সন্দেশখালি ঘটনায় রিপোর্ট তলব করল ইডির সদর দফতর*

তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতি তাণ্ডব। ইডি, সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পেল না কেউই। মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সন্দেশখালিতে দুষ্কৃতি তাণ্ডবে আক্রান্ত ৪ ইডি আধিকারিক সহ একজন চালক। ঘটনায় ইডির সদর দফতর থেকে রিপোর্ট তলব করা হল এবার।

যা জানা যাচ্ছে, ইডির ৪ অফিসার এবং এক গাড়ির চালক এই ঘটনায় আহত হয়েছেন। চারজনের মধ্যে, একজন এনফোর্সমেন্ট অফিসার, একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর র‍্যাঙ্কের অফিসার, আর বাকি দু’জন ইডির অফিসার। এছাড়া একজন গাড়ির চালক। ২ জনকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে ইডির সদর দফতর। সেই রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে দিল্লিতে। আইনি পরামর্শও নিচ্ছে ইডি।

WestBengalBangla

Jan 05 2024, 14:52

সন্দেশখালির ঘটনা নিয়ে সরব শুভেন্দু

সন্দেশখালির দাপুটে নেতা হিসেবে পরিচিত শেখ শাহজাহান। সেখানে তিনিই শেষ কথা। আর তার প্রমাণ হাতেনাতে পেলেন ইডির অফিসারেরা, কেন্দ্রীয় বাহিনীরা এবং সংবাদ মাধ্যমরা। আজ যে ঘটনার সাক্ষী হলেন তারা, তা কল্পনাতীত। ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছেন বিদ্দজনেরা। ধিক্কার জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে সম্পূর্ণ বিষয় জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমন অবস্থায় নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

সন্দেশখালির ভিডিও প্রকাশ্যে এনে শুভেন্দু লিখেছেন, “ভয়ঙ্কর! পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। সন্দেশখালিতে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর নৃশংস হামলা; উত্তর ২৪ পরগনা জেলা, টিএমসি নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময় ঘটনাটি ঘটে। আমি সন্দেহ করি যে জাতীয় বিরোধী হামলাকারীদের মধ্যে রোহিঙ্গারা রয়েছে। আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অনুরোধ করছি, এই গুরুতর পরিস্থিতি বিবেচনা করে এই নৈরাজ্য দমনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন তাঁরা। এনআইএ-র কাঁধে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া উচিত”।