সেল্ফ ডিফেন্স স্পোর্টস ইন্ডিয়ার মেয়েরা খেলো ভারত গেমসে জয়ী
![]()
এসবি নিউজ ব্যুরো: দিল্লিতে গত ২৫ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া গেমসে সেল্ফ ডিফেন্স স্পোর্টস। ইন্ডিয়ার মেয়েরা ক্যারেটে ক্যাটাগুলিতে দুটি স্বর্ণপদক এবং একটি ব্রোঞ্জপদক জিতেছে।
শিলিগুড়ির তৃষা দাস ৫১ কেজি ক্যাটাগুড়িতে স্বর্ণপদক এবং গ্রাফলিংয়ে ব্রোঞ্জপদক জিতেছে ভুটানের জন্য সাউথ এশিয়ান গেমসে। শিলিগুড়ির পায়েল বর্মন ৩৮ কেজি ক্যাটাগুরিতে ব্রোঞ্জপদক জিতেছে।এই সাফল্যে সেল্ফ ডিফেন্স স্পোর্টস ইন্ডিয়ার কোচ রাধারমন রায় এবং সকল সদস্য, শিক্ষার্থী এবং অভিভাবকরা আনন্দিত।
বর্তমান সময়ে নারীদের সুরক্ষার কথা ভেবে রাধারমন রায় বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বিনামূল্যে সেল্ফ ডিফেন্স ট্রেনিং দিচ্ছেন। তিনি তাইকোন্ডো, ক্যারাটে, জুডো, বক্সিং, রেসলিং, মার্শাল আর্ট, মিক্সড মার্শাল আর্ট এবং নানান ধরনের সেল্ফ ডিফেন্স ট্রেনিং দেন।
রাধারমন রায় জানান ,"২০২৩ সালে বেস্ট নারীর সুরক্ষা ওয়ার্ড সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ড পেয়েছেন"।























Dec 31 2023, 18:11
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.1k