শ্যামনগরে এই প্রথম নানচাকু প্রশিক্ষণ কেন্দ্র চালু হল
![]()
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা শ্যামনগরে এই প্রথম নানচাকু প্রশিক্ষণ কেন্দ্র চালু হল। এই কেন্দ্রটি চালু করলেন শ্যামনগরের ক্যারাটে প্রশিক্ষক দীপঙ্কর দে ।তিনি বলেন, "সব জায়গাতেই ক্যারাটের সাথে নানচাকু প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ছিল না ।
এতে শুধুমাত্র শরীরচর্চা ও আত্মরক্ষার জন্য শুধুমাত্র নয় সরকার চাইলে এই নান চাকুর competition করা যেতে পারে। যেমন ক্যারাটে ফুটবল হকি সমস্ত কিছুর আন্তর্জাতিক মাত্রা পেয়েছে, এতেও আন্তর্জাতিক মাত্রা পাবে। তিনি সরকারের কাছে আবেদন করেন যদি আগামী দিনে পশ্চিমবাংলায় শ্রীবৃদ্ধি পায় তাহলে ন্যাশনাল লেভেলে পৌঁছে যাবে এই নানচাকু প্রতিযোগিতা।"
























Dec 31 2023, 18:08
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.7k