আন্তঃ রাজ্যের মোটর সাইকেল পাচার চক্রের কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশ

এসবি নিউজ ব্যুরো: মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে গত ১৮ ডিসেম্বর দুই ব্যক্তিকে গ্রেফতার করে বলরামপুর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই অপরাধীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রথমে দুটি মোটরসাইকেল উদ্ধার করে । পরে মোট ১৮টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুরুলিয়া জেলা পুলিশ । মোটরসাইকেল গুলি উদ্ধার করার পর পুলিশ জানতে পারে এগুলো সবই ঝাড়খন্ড থেকে পাচার করে এখানে আনা হয়েছিল।এবং এই চুরি হওয়া মোটর সাইকেলগুলি বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ব্যবহার করা হতো বলে পুলিশ জানতে পেরেছে ।

পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন," বেশ কিছুদিন আগে পুরুলিয়া সেনকো গোল্ড নামে যে সোনা গয়নার বিপননী ডাকাতের ঘটনা ঘটেছিল তা এই চুরি হওয়া মোটরসাইকেল দিয়েই হয়েছিল। আন্ত:রাজ্য মোট ৩৮২ কিলোমিটার যে সীমানা সেই সীমানায় অপরাধ রুখতে বা পাচার চক্র বন্ধ করতে ক্যামেরা লাগানো হয়েছে। চলছে নাকা তল্লাশি। গত এক মাসে পুরুলিয়া জেলার বিভিন্ন থানায় চুরি যাওয়া মোট ৪৫ টিরও বেশি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে"।

শ্যামনগরে এই প্রথম নানচাকু প্রশিক্ষণ কেন্দ্র চালু হল

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা শ্যামনগরে এই প্রথম নানচাকু প্রশিক্ষণ কেন্দ্র চালু হল। এই কেন্দ্রটি চালু করলেন শ্যামনগরের ক্যারাটে প্রশিক্ষক দীপঙ্কর দে ।তিনি বলেন, "সব জায়গাতেই ক্যারাটের সাথে নানচাকু প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ছিল না ।

এতে শুধুমাত্র শরীরচর্চা ও আত্মরক্ষার জন্য শুধুমাত্র নয় সরকার চাইলে এই নান চাকুর competition করা যেতে পারে। যেমন ক্যারাটে ফুটবল হকি সমস্ত কিছুর আন্তর্জাতিক মাত্রা পেয়েছে, এতেও আন্তর্জাতিক মাত্রা পাবে। তিনি সরকারের কাছে আবেদন করেন যদি আগামী দিনে পশ্চিমবাংলায় শ্রীবৃদ্ধি পায় তাহলে ন্যাশনাল লেভেলে পৌঁছে যাবে এই নানচাকু প্রতিযোগিতা।"

স্টেশনে আসতেই অমৃত ভারত এক্সপ্রেসে সেলফির হিড়িক

দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস খড়গপুর স্টেশনে পৌঁছানোর পরই শুরু হয়ে গেল সেলফি তোলার হুড়োহুড়ি। শনিবার ঘড়ির কাটা যখন ঠিক রাত্রি ৮ টা, ঠিক সেই সময়ই খড়গপুর স্টেশনে রয়েছে পৌঁছোয় অমৃত ভারত এক্সপ্রেস। ট্রেনের সঙ্গে সেলফি তুলতে হুড়হুড়ি পড়ে যায় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের।

অমৃত ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে রেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খড়গপুর ডি.আর.এম. কে আর চৌধুরীসহ অন্যান্য অধিকারীকারা। এই অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ৫ মিনিট খড়গপুর স্টেশনে অপেক্ষা করার পর, ৮ টা ৫ মিনিটে ৪ নম্বর প্লাটফর্ম থেকে ট্রেনটি রওনা দেয়। এদিন পরীক্ষামূলকভাবেই ট্রেনটি চালানো হয়েছিল রেলের পক্ষ থেকে।

বছরের শেষ দিন ২০০ ফুট টাওয়ারের উঁচুতে উঠে মদ্যপ যুবকের তাণ্ডব, পুলিশ প্রশাসনসহ এলাকাবাসীর এক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে নেমে জানালো, বোম্বে মা

নদীয়া:বছরের শেষ দিন চাঞ্চল্যকর ঘটনা নদীয়া শান্তিপুরের। শান্তিপুর বাইগাছি পাড়া বিএসএনএল টাওয়ারে হঠাৎই এক মদ্যপ যুবক উঠে পড়ে প্রায় ১০০ ফুটের কাছাকাছি উপরে। এলাকাবাসী দেখতেই খবর দেয় শান্তিপুর থানা সহ বিভিন্ন প্রশাসনিক মহলে। তাদের শত অনুরোধেও নামতে রাজি হয় না চোখ রাঙ্গানিতেও। প্রায় একঘন্টা বাদে হঠাৎই তার মর্জি মতন নেমে আসে। স্বভাব সিদ্ধভাবেই অসংলগ্ন কথাবার্তা বলে এবং জানায় তার নাম বম্বে মাতারাম।

যদিও স্থানীয় বাসিন্দারা জানান তার নাম মেহেবুল শেখ ডাকনাম ভন্ডে বাবার নাম মোহন শেখ বাইগাছি পাড়ায় বাড়ি। যদিও তার পরিবারের কাউকে এখনো পাওয়া যায়নি তবে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এলাকাবাসীদের দাবি নেশাগ্রস্ত চূড়ান্ত পরিস্থিতি পৌঁছালে তবে শুরু হয় নানান রকম চুরি এবং অন্যান্য অসামাজিক কাজকর্ম। বিএসএনএল ওই টাওয়ার কর্তৃপক্ষর গাফিলতির অভিযোগও তোলেন তারা।

এমনকি পাড়ার পরিবেশ পর্যন্ত নষ্ট হচ্ছে সেখানে দিনের আলোতেও অন্ধকার এবং ভয়ংকর পরিবেশের জন্য। বিএসএনএল ওই টাওয়ারের কেয়ারটেকার প্রশান্ত পাল জানান এর আগেও টাওয়ারের বিভিন্ন রকম যন্ত্রাংশ চুরি গেছে এমনকি লোহার গেট পর্যন্ত।

তবে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানান এইরকমই নেশাগ্রস্থ মানুষজনের সাথেই অপরাধ জগতের অসামাজিক কাজকর্ম করা মানুষজন যোগাযোগ রাখে তাই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। তবে বিএসএনএলের নিরাপত্তা রক্ষী স্বীকার করেন 24 ঘন্টা তাদের ডিউটি করার কথা নয়, তবে নিরাপত্তা আরো জোরদার করতে হবে বর্তমান টেন্ডার পাওয়া মালিকদের সাথে কথা বলে।

২০২৪ কে স্বাগত জানাতে তৃণমূলের পক্ষ থেকে কাঁথি লোকসভা নির্বাচনের দেওয়াল লিখনের শুভ সূচনা হল পটাশপুরে

এসবি নিউজ ব্যুরো: আজ ২০২৩ এর শেষ দিন। যেহেতু ২০২৪ এ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভার পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকাল থেকে, মহিলা কর্মী সমর্থকরা, জোড়া ফুলের প্রতীক আঁকা শাড়ি পরে,শঙ্খ ধ্বনি, ঢাক, ঢোল পিটিয়ে দেওয়াল লিখনের কাজের শুভ সূচনা করলেন।

শুধুমাত্র প্রার্থীর নাম ঘোষণা হলেই নাম বসানো হবে, তৃণমূলের লোকসভা কেন্দ্রের প্রার্থী যেই হোক না কেন পটাশপুরে তৃণমূল যে কোমর বেঁধে নামলো তা এটা বলার অপেক্ষা রাখে না।

মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ কুমার গিরি জানান ," লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাতে আমরা আজ থেকে দেওয়াল লেখার মাধ‍্যমে প্রস্তুতি শুরু করে নিলাম।"

মথুরা অঞ্চল এর প্রায় ২০ টি জায়গায় দেওয়াল লেখা হল।

এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন পটাশপুর ২ নং ব্লকের পূর্ত কর্মাধ‍্যক্ষ মানস রায়,মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি বরুণ গিরি, মহিলা সভা নেত্রী মিতালি দাস কুইলা প্রমুখ নেতৃবৃন্দ।

কৃষ্ণনগরে পিঠেপুলি উৎসব

এসবি নিউজ ব্যুরো:

কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে পিঠেপুলি উৎসবের আয়োজন করা হল। এই উৎসব চলবে ১ জানুয়ারি,২০২৪ পর্যন্ত। ৩০ থেকে ৩২ টি স্টল বসেছে এই পিঠে পুলি উৎসবে। বিভিন্ন রকম নামকরা দোকান তাদের স্টল নিয়ে এসেছে এই পিঠে পুলি উৎসবে। সেই সমস্ত স্টলে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের পিঠে পাওয়া যাচ্ছে। যেমন পাটিসাপটা, চন্দন কাঠ পিঠে, গোকুল পিঠে, রসবড়া পিঠে, দুধপুলি, মুগ ডালের ভাজা পুলি, ভাপা পুলি, মালপোয়া ভাপা পিঠে ইত্যাদি। এই সমস্ত সুস্বাদু পিঠে খেতে ভিড় জমাচ্ছেন কৃষ্ণনগর বাসীরা।

আগেকার দিনে মা ঠাকুমারা মাটির সরাতে কিংবা চাল গুঁড়ো করে কাঠের উনুনে জ্বাল দিয়ে তৈরি করতেন নানা রকম সাধের পিঠে। পাটিসাপটা থেকে শুরু করে দুধপুলি বিভিন্ন স্বাধের রকমারি পিঠে খেতে ভালোবাসে আপামর বাঙালি। তবে বর্তমান কর্মব্যস্ততার যুগে এই সমস্ত পিঠেপুলি বানাতে পারেন না অনেকেই। সেই কথা মাথায় রেখেই এই শীতের মরশুমে নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের মাঠে আয়োজন করা হল পিঠে পুলি উৎসবের।শুধু কৃষ্ণনগর নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা তাঁদের স্টল নিয়ে এসেছেন এই পিঠে পুলি উৎসবে।

কৃষ্ণনগরের পৌরসভার চেয়ারম্যান রিতা দাস জানান, "আগে এই উৎসবটি শুধুমাত্র ৯ নম্বর ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার বেশ কিছু ওয়ার্ডকে নিয়ে বড় করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সমস্ত স্টলের পাশাপাশি বিশেষ করে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর স্টলে ভিড় তুলনামূলকভাবে বেশি রয়েছে"।

আড়াই মাস আগে অযোধ্যা পাহাড়ে একটি খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

এসবি নিউজ ব্যুরো: গত ১০ই অক্টোবর ২০২৩ অযোধ্যা পাহাড়ের উপরে খাদের মধ্য থেকে গাড়ি উদ্ধার করা হয়েছিল। সেই গাড়ীর ভেতরে ছিল দুটি মৃতদেহ। মৃতদেহ দুটি ময়নাতদন্ত করার পর তদন্ত নেমে পুলিশ জানতে পারে এটি একটি খুনের ঘটনা।এই খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বাঘমুন্ডি থানার পুলিশ ।

আজ পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে সাংবাদিক সম্মেলনে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান , '' মোট ১০ থেকে ১১ জন একটি টিম এর সাথে জড়িত আছে'' । পুলিশ সুপার আরও জানান এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আব্দুল্লাহ রাজু আনসারী বাড়ি ঝাড়খন্ডের তিরুলডি থানার চড়া গ্রামে ‌। তিনি আরো বলেন , জমি, ড্রাগ ও লোহালক্করের ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ ।ধৃতকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ।

টেস্ট পেপার বিতরণ ও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রাক প্রস্তুতি আলোচনা সভা

ময়না: দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বছরের শেষ দিনে ভালো কাজের মাধ্যমে আগত নতুন বছরের উদযাপন করা হলো। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বনহুগলী যুবক সংঘের সহায়তায় এলাকার বেশ কিছু বিদ্যালয়ের ৫০ জন দুঃস্থ ও মেধাবী ২০২৪ এর মাধ্যমিক ছাত্র ছাত্রীদের রবিবার সকাল ১০ টায় দোনাচক ডি.বি.এম হাইস্কুল প্রাঙ্গণে বিনামূল্যে এবিটিএ টেস্ট পেপার বিতরণ করা হয় এবং মাধ্যমিকের প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কীভাবে ছাত্র ছাত্রীরা জীবনের প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবে সেই বিষয়ে অভিজ্ঞ শিক্ষক মহাশয়েরা আলোচনা করেন।

প্রত্যেক ছাত্র ছাত্রীকে পরীক্ষার খুঁটিনাটি সম্পর্কে অবগত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগেছিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমরেশ দাস, দোনাচক ডি.বি.এম হাইস্কুলের সহ শিক্ষক অনুপম খালুয়া সহ এলাকার পঞ্চায়েত সদস্যা নীলিমা ভৌমিক, সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক, সদস্য বুদ্ধদেব রয়গুপ্ত, পুষ্পেন্দু ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট গুণীজন। এই অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। ২০২৩ সালকে স্মরণীয় করে রাখতে সংস্থার এই ধরনের উদ্যোগ। সারা বছর এই সংস্থা বিভিন্ন সমাজসেবা মূলক এবং সমাজ সচেতনতা মূলক কাজে নিজেরা নিয়োজিত থাকেন।

সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন " ছাত্র ছাত্রীরা আগামীর ভবিষ্যত, সেই ছাত্র ছাত্রীদের জীবনের বড় পরীক্ষা মাধ্যমিকের ভীতি কাটাতে এবং তাঁদের জীবনের সঠিক পথে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ ও মাধ্যমিক প্রাক প্রস্তুতি সভার আয়োজন করেছি। আমরা দুঃস্থদের এই টেস্ট পেপার তুলে দিতে পেরে অত্যন্ত খুশি। বছরের শেষ দিন আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করছি এইভাবেই দেশের ভবিষ্যত ছাত্র ছাত্রীদের পাশে সর্বদা থাকবো।"

পঞ্চায়েত সদস্যা নীলিমা ভৌমিক বলেন " আমার এলাকায় দুঃস্থ ছাত্র ছাত্রীদের এই টেস্ট পেপার প্রদানে ওদের মনোবল বৃদ্ধি পাবে এবং মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে এবার করতে পারবে, আমরা ৫০ জনের হাতে তুলে দিয়েছি, যাঁদের একদম টেস্ট পেপার কেনার সামর্থ্য নেই শেষ মুহূর্তে আমরা খোঁজ পেয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যে এই টেস্ট পেপার"।

*তমলুকের হাসপাতাল মোড়ে ড্রেন এ পড়ে থাকা মানসিক ভারসামহীন বৃদ্ধার কাছ থেকে উদ্ধার ৬৪ হাজার পনেরো টাকা*

তমলুক : জেলা সদর শহর তমলুকের হাসপাতাল মোড়ের ধারে একটি ড্রেনে পড়েছিলেন এক মানসিক ভারসামহীন বৃদ্ধা, শহরের টোটো চালকদের কয়েকজন হঠাৎই ড্রেনে পড়ে থাকা ওই বৃদ্ধাকে দেখতে পান,তারা দেখেন ওই বৃদ্ধা ড্রেনে গলা অব্দি ডুবে রয়েছেন, তড়িঘড়ি ওই বৃদ্ধাকে তুলে আনার সময় লক্ষ করেন বৃদ্ধর শরীরে কোন কাপড় নেই।

টোটো থেকে কাপড় নিয়ে বৃদ্ধাকে পড়িয়ে তারা বাড়ি যান এবং ফিরে এসে দেখেন দেহের সাথে জড়ানো কাপড়ে প্রচুর টাকা রয়েছে, তারা পুলিশে খবর জানান এবং গুনে দেখেন সেখানে ৬৪ হাজার ১৫ টাকা রয়েছে। তাদের এখন একটাই দাবি এই বৃদ্ধাকে প্রশাসন তুলে নিয়ে গিয়ে কোন বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করুক।

রাজ্যের স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী চক্রবর্তী

রাজভবন ও রাজ্যপালকে বেশ অস্বস্তির মধ্যে ফেলে দিয়ে রাজ্যপালের প্রাক্তন প্রধানসচিব নন্দিনী চক্রবর্তীকেই রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব হিসাবে ঘোষণা করে দিল রাজ্য সরকার।

আগে এই পদের দায়িত্বে ছিলেন বি পি গোপালিকা।কিন্তু সম্প্রতি তাঁর পদোন্নতি হয়েছে। রবিবারই রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্ব নিচ্ছেন তিনি।

আর এদিনেই রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী। সম্ভবত তিনিই বাংলার প্রথম মহিলা স্বরাষ্ট্রসচিব হতে চলেছেন। নন্দিনী ১৯৯৪ সালের ব্যাচের IAS Officer। অতীতে রাজ্যের বহু গুরুত্বপূর্ণ দফতরের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তিনি। বাম আমলে তো বটেই, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে নন্দিনী মমতার বেশ পছন্দের আমলা হয়ে ওঠেন। সেই সময় শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও তথ্য সংস্কৃতি দফতরের সচিবের মতো গুরুদায়িত্বও তিনি একসঙ্গে সামলেছেন। যদিও পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মতানৈক্যের কারণে প্রশাসনিক ক্ষেত্রে তাঁর গুরুত্ব কমতে থাকে।

কিন্তু খেলা ঘোরে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রধানসচিব পদে নন্দিনী আসার পর থেকেই। রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানের পুরো আয়োজনের দায়ত্বেই ছিলেন নন্দিনী। যদিও পরে তাঁকে সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এবার সেই নন্দিনীই বাংলার নয়া স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন।