টেস্ট পেপার বিতরণ ও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রাক প্রস্তুতি আলোচনা সভা

ময়না: দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বছরের শেষ দিনে ভালো কাজের মাধ্যমে আগত নতুন বছরের উদযাপন করা হলো। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বনহুগলী যুবক সংঘের সহায়তায় এলাকার বেশ কিছু বিদ্যালয়ের ৫০ জন দুঃস্থ ও মেধাবী ২০২৪ এর মাধ্যমিক ছাত্র ছাত্রীদের রবিবার সকাল ১০ টায় দোনাচক ডি.বি.এম হাইস্কুল প্রাঙ্গণে বিনামূল্যে এবিটিএ টেস্ট পেপার বিতরণ করা হয় এবং মাধ্যমিকের প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কীভাবে ছাত্র ছাত্রীরা জীবনের প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবে সেই বিষয়ে অভিজ্ঞ শিক্ষক মহাশয়েরা আলোচনা করেন।

প্রত্যেক ছাত্র ছাত্রীকে পরীক্ষার খুঁটিনাটি সম্পর্কে অবগত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগেছিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমরেশ দাস, দোনাচক ডি.বি.এম হাইস্কুলের সহ শিক্ষক অনুপম খালুয়া সহ এলাকার পঞ্চায়েত সদস্যা নীলিমা ভৌমিক, সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক, সদস্য বুদ্ধদেব রয়গুপ্ত, পুষ্পেন্দু ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট গুণীজন। এই অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। ২০২৩ সালকে স্মরণীয় করে রাখতে সংস্থার এই ধরনের উদ্যোগ। সারা বছর এই সংস্থা বিভিন্ন সমাজসেবা মূলক এবং সমাজ সচেতনতা মূলক কাজে নিজেরা নিয়োজিত থাকেন।

সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন " ছাত্র ছাত্রীরা আগামীর ভবিষ্যত, সেই ছাত্র ছাত্রীদের জীবনের বড় পরীক্ষা মাধ্যমিকের ভীতি কাটাতে এবং তাঁদের জীবনের সঠিক পথে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ ও মাধ্যমিক প্রাক প্রস্তুতি সভার আয়োজন করেছি। আমরা দুঃস্থদের এই টেস্ট পেপার তুলে দিতে পেরে অত্যন্ত খুশি। বছরের শেষ দিন আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করছি এইভাবেই দেশের ভবিষ্যত ছাত্র ছাত্রীদের পাশে সর্বদা থাকবো।"

পঞ্চায়েত সদস্যা নীলিমা ভৌমিক বলেন " আমার এলাকায় দুঃস্থ ছাত্র ছাত্রীদের এই টেস্ট পেপার প্রদানে ওদের মনোবল বৃদ্ধি পাবে এবং মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে এবার করতে পারবে, আমরা ৫০ জনের হাতে তুলে দিয়েছি, যাঁদের একদম টেস্ট পেপার কেনার সামর্থ্য নেই শেষ মুহূর্তে আমরা খোঁজ পেয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যে এই টেস্ট পেপার"।

*তমলুকের হাসপাতাল মোড়ে ড্রেন এ পড়ে থাকা মানসিক ভারসামহীন বৃদ্ধার কাছ থেকে উদ্ধার ৬৪ হাজার পনেরো টাকা*

তমলুক : জেলা সদর শহর তমলুকের হাসপাতাল মোড়ের ধারে একটি ড্রেনে পড়েছিলেন এক মানসিক ভারসামহীন বৃদ্ধা, শহরের টোটো চালকদের কয়েকজন হঠাৎই ড্রেনে পড়ে থাকা ওই বৃদ্ধাকে দেখতে পান,তারা দেখেন ওই বৃদ্ধা ড্রেনে গলা অব্দি ডুবে রয়েছেন, তড়িঘড়ি ওই বৃদ্ধাকে তুলে আনার সময় লক্ষ করেন বৃদ্ধর শরীরে কোন কাপড় নেই।

টোটো থেকে কাপড় নিয়ে বৃদ্ধাকে পড়িয়ে তারা বাড়ি যান এবং ফিরে এসে দেখেন দেহের সাথে জড়ানো কাপড়ে প্রচুর টাকা রয়েছে, তারা পুলিশে খবর জানান এবং গুনে দেখেন সেখানে ৬৪ হাজার ১৫ টাকা রয়েছে। তাদের এখন একটাই দাবি এই বৃদ্ধাকে প্রশাসন তুলে নিয়ে গিয়ে কোন বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করুক।

রাজ্যের স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী চক্রবর্তী

রাজভবন ও রাজ্যপালকে বেশ অস্বস্তির মধ্যে ফেলে দিয়ে রাজ্যপালের প্রাক্তন প্রধানসচিব নন্দিনী চক্রবর্তীকেই রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব হিসাবে ঘোষণা করে দিল রাজ্য সরকার।

আগে এই পদের দায়িত্বে ছিলেন বি পি গোপালিকা।কিন্তু সম্প্রতি তাঁর পদোন্নতি হয়েছে। রবিবারই রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্ব নিচ্ছেন তিনি।

আর এদিনেই রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী। সম্ভবত তিনিই বাংলার প্রথম মহিলা স্বরাষ্ট্রসচিব হতে চলেছেন। নন্দিনী ১৯৯৪ সালের ব্যাচের IAS Officer। অতীতে রাজ্যের বহু গুরুত্বপূর্ণ দফতরের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তিনি। বাম আমলে তো বটেই, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে নন্দিনী মমতার বেশ পছন্দের আমলা হয়ে ওঠেন। সেই সময় শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও তথ্য সংস্কৃতি দফতরের সচিবের মতো গুরুদায়িত্বও তিনি একসঙ্গে সামলেছেন। যদিও পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মতানৈক্যের কারণে প্রশাসনিক ক্ষেত্রে তাঁর গুরুত্ব কমতে থাকে।

কিন্তু খেলা ঘোরে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রধানসচিব পদে নন্দিনী আসার পর থেকেই। রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানের পুরো আয়োজনের দায়ত্বেই ছিলেন নন্দিনী। যদিও পরে তাঁকে সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এবার সেই নন্দিনীই বাংলার নয়া স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন।

রাজ্য সঙ্গীত বলে ঘোষণা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে

পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে পালন করার ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সঙ্গীতও পরিবর্তন করা হল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

জাতীয় সঙ্গীতের মতো এই রাজ্য সঙ্গীতও গাইতে হবে দাঁড়িয়ে। নির্দেশিকা জারি করে এমনই জানালো রাজ্য সরকার। সমস্ত অনুষ্ঠানে এই নতুন গান গাইতে হবে সকলকে।

নোয়াপাড়া শহর তৃণমূল সভাপতির খুনের ঘটনার ফাইল পুনরায় কেস চালু করার দাবি তৃণমূল বিধায়কের

উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরের নোয়াপাড়া থানার অন্তর্গত নোয়াপাড়া শহর তৃণমূল সভাপতি গোপাল মজুমদার খুনের ঘটনার ফাইল পুনরায় কেস চালু করে মূল চক্রী কে গ্রেপ্তারের দাবি জানালেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।এছাড়াও একাধিক খুনের হলুদ ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন তিনি। আর এই ফাইল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাতে তুলে দেওয়া হবে বলে ফের হুঁশিয়ারি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের।

সরকারি জায়গা দখলদারের উচ্ছেদ অভিযান বিজেপি পরিচালিত পঞ্চায়েতের

এসবি নিউজ ব্যুরো: সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণের উচ্ছেদ অভিযান শুরু করল বিজেপি পরিচালিত পঞ্চায়েত। রবিবার নদীয়ার ফুলিয়ার টাউনশিপ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে শুরু হয় এই অভিযান। বেশ কয়েকটি সরকারি জায়গায় তৈরি হয়েছিল চার চাকা গাড়ি রাখার টিনের সেড। সেগুলি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন ফুলিয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী। এছাড়াও ছিলেন টাউনশিপ পঞ্চায়েতের প্রধান পরিমল রায়। উচ্ছেদ অভিযানের মধ্যে দিয়ে বিজেপি প্রধান বলেন, "সরকারি জায়গা গুলিকে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। তারা বারংবার নোটিশ করেছিলেন। কিন্তু পঞ্চায়েতের কথা কর্ণপাত করা হয়নি।তাই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন তারা"।

তবে এই কর্মসূচি এখন থেকে লাগাতার চলবে বলে জানিয়েছেন বিজেপি প্রধান পরিমল রায়। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, "গায়ের জোরে সরকারি জায়গা দখল করে রাখা যাবে না। আগে যা হবার হয়েছে এখন থেকে এসব দখল বাজি আমরা মেনে নেব না। আমরা আইনের পথে হেঁটে লাগাতার এই অভিযান চালিয়ে যাব।"

বাংলায় বিকল্প রাজনীতি নিয়ে সারা এলাকায় পোস্টারের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচী

কলকাতা: বাংলায় বিকল্প রাজনীতি নিয়ে সারা রাজ্যজুড়ে বিভিন্ন স্টেশন এবং রাস্তার ধারে পোস্টার পরেছে। সেই পোস্টারে লেখা আছে বাংলায় বিকল্প রাজনীতি চাই। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচী বলেন ,"আমি এই কথা বেশ কয়েক মাস আগেই বলেছিলাম ।মানুষ সেটা নিজের মতন করে নিয়েছে। কারণ এক পাতে সবাই খাবে ,আবার একে অপরের নিন্দা করবে এরকম রাজনৈতিক মানুষ চায় না। এতে যদি দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে দল আমাকে বহিস্কার করুক তাতে কোন ক্ষোভ নেই।

একই দেওয়ালে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস পোস্টার লাগাবে সেটা আমি দেখব এটা মেনে নেওয়া যায় না। এর চেয়ে মৃত্যুবরণ করা ভালো।" তবে তিনি এও জানান, এই মুহূর্তে তিনি দল ছাড়ার কথা ভাবছেন না তিনি দলকে প্রস্তাব দিয়েছেন মাত্র যে বিষয়টা মানুষ ভালোভাবে নিচ্ছেন না ।

দল যদি তার ভাবনাকে গুরুত্ব দেয়, তাহলে তিনি খুশি হবেন আর দল যদি তাকে বের করে দেয় তাতেও কোন আপত্তি নেই।এদিন ব্যারাকপুরে নিজের বাড়িতে বসে এমনটাই জানালেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তব বাগচী।

টাকি পর্যটন কেন্দ্রে মানুষের ঢল

উত্তর ২৪ পরগনা: বছরের শেষ দিন সকাল থেকেই বসিরহাটের টাকি পর্যটন কেন্দ্রে মানুষের ঢল নেমেছে । দূর দুরান্ত থেকে মানুষ এসে উপস্থিত হচ্ছেন টাকি ইছামতী নদীর ঘাটে ।

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে । ইছামতী নদীর একদিকে বাংলাদেশ আরেক দিকে ভারতের টাকি । সারাদিন টাকির বিভিন্ন এলাকায় ঘোড়া । এছাড়াও রাজবাড়ী দর্শন, জমিদার বাড়ি , মিনি সুন্দরবন সহ নৌকায় ভ্রমণ । এবং নৌকায় করে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখা ।এক কথায় বলা যেতে পারে বছরের শেষ দিন আনন্দ লুটে নিচ্ছে পর্যটকরা টাকিতে ।

দুষ্কৃতী দৌড়ত্ব বিলকান্দা পঞ্চায়েতে

উত্তর ২৪ পরগনা: রাতের অন্ধকারে সরস্বতী মূর্তি ভাঙ্গা নিয়ে উত্তেজনা।বিলকান্দা ব্লক ২,লেনিন গড় অঞ্চলের ঘটনা।প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা ক্ষতি কুমোরদের।ভাঙ্গা হয় প্রায় ৩৫ টারও বেশি মূর্তি।ঘটনা তদন্তে ঘোলা থানার আইসি।

স্থানীয় সূত্রে জানা যায় , রাতের অন্ধকারে কে বা কারা এসে ভেঙে দিয়ে চলে যাচ্ছে কুমরদের বানানো সরস্বতী মূর্তি।এমন ভাবে ভাঙা হচ্ছে সেই মূর্তি জেনো ফের তৈরি করতে অনেক সময় লাগে কুমোরদের।যার কারণে যেমন ছড়িয়েছে এলাকায় চাঞ্চল্য ঠিক তেমনি পড়েছে কুমোরদের পেটে টান।

মূর্তি বানিয়ে দিন কাটে এই কুমোর পাড়ার মানুষজন গুলোর।পুজোর আগে আর্থিক অনটনের মুখে কুমোর পরিবারের সদস্যরা। তবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও সদস্যার।

*বাংলায় বিকল্প বিজেপি, ডবল ইঞ্জিন সরকারই আগামীর ভবিষ্যৎ- শুভেন্দু*

নন্দীগ্রামঃ কোলকাতা থেকে কোচবিহার সর্বত্রই কোস্তভ বাগছির সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা লেখা পোস্টার আকারে তুলে ধরা। আর সেই প্রসঙ্গ নিয়ে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিকল্প বিজেপি, কোস্তভ বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছে। চেস্টা করছে কংগ্রেসকে যাতে লাইনে আনা যায়।কিন্তু আনতে পারবেন না।কারণ কংগ্রেসের মালিক যারা সনিয়া ও রাহুল গান্ধীরা চোর মমতা ও চোর ভাইপোর সাথে চারবার বিরিয়ানি খেয়েছে। তাই ভাই কোস্তভের প্রতি আমার শুভেচ্ছা আছে। তারা যদি লড়তে পারে লড়ুক।

কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি।কারন কংগ্রেস টেস্টেড আর রিজেক্টটেড, সিপিএম টেস্টেড আর রিজেক্টেড, তৃণমূলও টেস্টেড ও রিজেক্ট হওয়ার পথে। সভাবিকভাবে কোস্তভের উচ্চ শিক্ষিত ছেলেকে আজ নয় কাল, নয় পরশু যদি সরাতে হয় আর পশ্চিম বাংলার অর্থনৈতিক, শিল্প, বেকারত্ব যেভাবে চরম জায়গায় গিয়েছে এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অর্থাৎ কেন্দ্রে যে সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি করতে না পারা যায় তাহলে পশ্চিমবাংলা বাঁচবে না। সিপিএম অর্থনৈতিক ও বেকারত্ব যা করে গিয়েছে তার থেকে অনেক গুন বেশি করে যাচ্ছে চোর মমতার সরকার। তাই কোস্তভ বাগচিকে বলবো আগামী লোকসভা পর্যন্ত দেখতে থাকুন। আবার মোদিজি ৪০০ বেশি আসন নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে।

এদিন নন্দীগ্রামে প্রধান মন্ত্রী মনকি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের আয়কর নিয়ে মন্তব্য প্রকাশ করেন। অভিষেকের মন্তব্যের উত্তর দিতে চাই না। ও কে? কোথায় ছিলো। কিভাবে উঠে আসা সব সকলের জানা। পাশাপাশি উত্তম বারিকের তদন্তের দায়িত্ব ইডির হাতে তুলে দেওয়া হোক বলেও জানান শুভেন্দু।