মধ্যমগ্রামে শুরু হল পরিবেশ সচেতনতা মেলা

উত্তর ২৪ পরগনা: আজ থেকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুরু হল পরিবেশ সচেতনতা মেলা। মানুষ কে পরিবেশ সচেতনতা করা উদ্দেশ্যেই এই মেলা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মধ্যমগ্রামে সুভাষ ময়দানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রাব্বানি। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনলাইনে হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণা

কলকাতা: অনলাইনে হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণা।কেদারনাথ হেলিকপ্টারে ঘুরবে বলে ওয়েবসাইটে পাওয়ার নাম্বারে যোগাযোগ করা হলে বুকিং নাম করে প্রায় ১১ হাজার টাকা খোয়ালেন নিউটাউনের এক বাসিন্দা। বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাকে বিধাননগর মহাকুমা আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে খবর, নিউটাউনের বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল বিধাননগর সাইবার ক্রাইম থানায় ২৮/১০/২৩ তারিখে একটি লিখিত অভিযোগ করেন যে তিনি ২২ তারিখ একটি ওয়েবসাইট এ একটি নাম্বার পান।

সেখানে ফোন করে জানান যে তিনি কেদারনাথ এ হেলিকপ্টারে করে ঘুরতে চান। এবং আপ ও ডাউন টিকিট বুক করতে চান। সেই মত অভিযুক্ত ব্যক্তি তাকে ১১ হাজার টাকা দিতে বলেন তার অ্যাকাউন্টে। সেই টাকা দিলে তাকে একটি ফেক রিসিপট দেন। অভিযোগকারি আবার তাকে ফোন করে তখন তারা তাকে আবার বুক করার পারামর্শ দেন। এবং আগের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান। কিন্তু সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।

এর পরেই তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেই অভিযোগ এর ভিত্তিতে নবনীত যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।আজ তাকে বিধান নগর আদালতে তোলা হয়।

রক্তাক্ত স্ত্রী ও মেয়ের পাশে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, নিউটাউনের নারায়ণপুর অঞ্চলের একটি আবাসনে

কলকাতা: শনিবার দুপুরে নারায়ণপুর থানার ১০০ গজের মধ্যে অবস্থিত এক বহুতল আবাসনের নিচতলা থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ ও এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রী রুপা মুখার্জিকে গলা কেটে খুন করার পর কন্যা সন্তান গলা কাটে এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আবাসনের থেকে নিচতলার ঘরের মধ্যে থেকে সাগর মুখার্জি নামে ওই ব্যক্তির ও তার স্ত্রী দেহ উদ্ধার করে।

কন্যা সন্তান জীবিত থাকায় তাকে চিনারপার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি ও বিধাননগরের কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছেন। বিধায়ক জানান, "সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রীকে গলা কেটে খুন করেন এবং সন্তানেরও গলা কাটেন।

এরপরেই ওই ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। সাগর মুখার্জী নামে ঐ ব্যক্তিকে তিনি চেনেন"।স্থানীয় বাসিন্দাদের দাবি, সুখী পরিবার হিসেবেই তারা দেখেছেন মুখার্জি দম্পতিকে। সাগর মুখার্জি পেশায় ওষুধ ব্যবসায়ী বলেই জানা যাচ্ছে।

বিশেষ চাহিদা সম্পন্ন, বৃদ্ধদের পাশে আইনজীবী

কলকাতা : এদের মধ্যে কেউ বিশেষ চাহিদা সম্পন্ন। আবার কেউ বার্ধক্যের শেষ লগ্নে এসে, ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। এমনই ৫০ জনের একদিনের দায়িত্ব নিলেন হাই কোর্টের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। তার জন্মদিনে সকাল থেকে রাত পর্যন্ত তাদের সঙ্গে সময় কাটালেন। সকালে টিফিন, দুপুরে মধ্যাহ্ন বোঝার ব্যবস্থাও করেন তিনি।

মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, মাংস, চাটনি, পাপড়, মিষ্টি। আইনজীবী সুদীপ জানান, "ঈশ্বরকে আমরা দেখতে পাই না। মানুষের মধ্যে ঈশ্বর বাস করে বলে জানি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই প্রত্যেকের উচিৎ এঁদের পাশে দাঁড়ানো।"

"মরণকালে হরিনাম " বলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ হাকিমের

আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -কে নজিরবিহীন ভাষায় কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম। ২টি অমৃত ভারত এবং ৬টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনসহ ৮টি নতুন ট্রেনের উদ্বোধন করেন। অমৃত ভারত এক্সপ্রেস দেশের সুপারফাস্ট প্যাসেঞ্জার ট্রেনগুলির নতুন বিভাগ।

যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা। আজ ফিরহাদ হাকিম বলেন, 'বন্দে ভারত নির্ধারিত গতির চেয়ে কম গতিতে চলে।' প্রধানমন্ত্রীর অযোধ্যা সফর প্রসঙ্গে ফিরহাদ বলেন, 'এগুলো হচ্ছে মরণকালে হরিনাম।‘

*বর্তমান প্রজন্মের কাছে শাস্ত্রীয় নৃত্য উৎসাহী করে তুলতে অনুষ্ঠিত হলো চার দিনের ধ্রুপদী নৃত্য উৎসব ও নৃত্য কর্মশালা।*

তমলুক: ভারতবর্ষে শাস্ত্রীয় নৃত্যের মধ্যে অন্যতম নৃত্য হল কথক ও মনিপুরী নৃত্য। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে কথক ও মনিপুরী নৃত্যের প্রতি ছেলেমেয়েদের মনোযোগ বাড়াতে ধ্রুপদাঙ্গন আয়োজিত করে ধ্রুপদী নৃত্য উৎসব ও নৃত্য কর্মশালা। ২৬ শে ডিসেম্বর থেকে ২৯ শে ডিসেম্বর এই চারদিন ধরে তমলুকের মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত হয় এই কর্মশালা ও সন্ধ্যাকালীন অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১০০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় নৃত্য প্রশিক্ষণ দেন বিম্বাবতি দেবী মণিপুরি নৃত্য, সন্দীপ মল্লিক কথ্ক নৃত্য, এবং মোম গাঙ্গুলী মোহিনীঅট্টম নৃত্য।

বর্তমানে ছাত্রছাত্রীরা মোবাইল ও কম্পিউটারের পাশাপাশি যাতে নৃত্যে আগ্রহী হয় সেই কারণে এই কর্মশালার আয়োজন এমনটাই জানান ধ্রুপদাঙ্গনের কর্ণধার অমৃত খাটুয়া।

বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়া মাধ্যমে দেশের যে সমস্ত শাস্ত্রীয় নিত্য রয়েছে সেগুলোর সম্বন্ধে যতটা না ওয়াকিবহল তার থেকে বেশি বিদেশি প্রাশ্চাত্য বা সিনেমার গানের উপরে যে সমস্ত নাচ রয়েছে তার উপর বেশি আগ্রহী রয়েছে, তাই এই ধরনের কর্মশালাটা খুবই গুরুত্বপূর্ণ এমনটাই জানান নৃত্য গুরু সন্দীপ মল্লিক।

*নতুন বছরের আগে জেলায় ১৯৫০ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ, তুলে দেওয়া হলো নিয়োগপত্র*

তমলুক: বেশকিছু জটিলতার কারনে রাজ্যের পাশাপাশি জেলায় জেলায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ থাকে। জটিলতা কাটিয়ে টেট পরীক্ষা নেওয়া ও নিয়োগের প্রক্রিয়ার মাঝে এবার পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষক শূন্য পদের নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বেশকিছু জটিলতার কারনে জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক নিয়োগ করা যায়নি। শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। তার মাঝে জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককের শূন্যপদ গুলি পূরণ করা সম্ভব হয়েছে। গত সেপ্টেম্বর মাসে প্রথম দফায় এবং ডিসেম্বর মাসে দ্বিতীয় দফার নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে আবেদনকারীদের। জেলায় মোট ১৯৫০ জনের হাতে প্রধান শিক্ষককের নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।তবে মহিষাদল ইস্ট ও এগরা ওয়েস্ট চক্রে নিয়োগ করা সম্ভব হয়নি কার দুটি চক্রেই আইনী জটিলতা রয়েছে। সেই জটিলতা কাটলেই নিয়োগ প্রক্রিয়া করা হবে।

বর্তমান সময়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় আলোচনার শীর্ষে রয়েছে। তার মাঝে এই ধরনের নিয়োগ প্রক্রিয়া কিছুটা হলেও আশার সঞ্চার যোগাচ্ছ বলে মনে করছেন আবেদনকারীরা।এখন দেখার সম্প্রতি হয়ে যাওয়া টেট পরীক্ষা ফলাফল প্রকাশের পর কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।।

খেলার মাঠ দখল করতে এসে শ্যামনগরে ক্ষিপ্ত জনতার হাতে আটক ব্যক্তি

উত্তর ২৪ পরগনা: শ্যামনগর পন্ডিত পুকুরে বুড়ির মাঠ মাপজোক করতে এসে আটক এক ব্যক্তি। স্থানীয়রা জানান, বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ছয়-সাত বিঘে আয়তনের ওই জমি নিরঞ্জন সেন পল্লী নেতাজী সংঘ দেখভাল করছে। অভিযোগ, বেলঘড়িয়ার বাসিন্দা শঙ্কর রায় নামে এক ব্যক্তি দু'জন সাফাই কর্মীকে নিয়ে বুড়ির বাগানে আসন।

মাপজোক করার সময় এলাকার লোকজন এসে শঙ্কর বাবুকে পাড়ার ক্লাবে আটকে রাখেন। ঘটনাকে ঘিরে উত্তেজনার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ এসে শঙ্কর রায় নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ভাটপাড়া পুরসভার সিআইসি তথা ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু সরকার বলেন, পুরসভার ২৮ ও ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বুড়ির মাঠ নামক খেলার মাঠটিকে বহু বছর ধরে আগলে রেখেছেন।

কিন্তু মাঠটি ২৮ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এদিন এক ব্যক্তি এসে দাবি করেন জমির মালিক রতন রায়। তিনি মালিকের কথা মতো জমিটা দেখভাল করতে এসেছিলেন। কিন্তু জমির সঠিক নথিপত্র দেখাতে না পারায় পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে গেছে।

রাম মন্দির নিয়ে বিস্ফোরক মন্তব্য অধীরের

রাম মন্দির নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। রাম জন্মভূমি অভিষেক অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিজেপিকে নিশানা করে জানিয়েছেন, চতুরভাবে ভগবান রামকে ধর্মের সীমানা থেকে রাজনীতিতে আনার চেষ্টা চলছে।

তিনি বলেছেন, "সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়ার পরে, এটি ধীরে ধীরে একটি রাজনৈতিক স্টান্ট এবং একটি নির্বাচনী ইস্যুতে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি যে তারা চতুরভাবে ভগবান রামকে ধর্মের সীমানা থেকে রাজনীতিতে আনার চেষ্টা করছে।"

*ফটো গ্যালারী* *নবনির্মিত অযোধ্যা রেল স্টেশন উদ্ভোধনের পাশাপাশি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী*