WestBengalBangla

Dec 30 2023, 09:31

ইন্ডিয়া জোটের জটে এবার জল ঢাললেন বাম নেত্রী মীনাক্ষী

উত্তর ২৪ পরগনা: সিপিএমের কেন্দ্রীয় কমিটির সঙ্গে রাজ্য সিপিএম কমিটির মতবিরোধ প্রকাশ‍্যে।বসিরহাটের হাড়োয়া, বসিরহাট ও বাদুড়িয়ায় ইনসাফ যাত্রার মধ্য দিয়ে আগামী ৭ই জানুয়ারি ব্রিগেডে ডিওয়াইএফআই জনসভার প্রস্তুতিতে মিছিল করলেন রাজ্যের ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। ব্রিগেডের জনসভার সমাবেশের সমর্থনে এদিন মিছিল করেন।

হাড়োয়ার সার্কাস ময়দানে অন্যদিকে বসিরহাটের প্রান্তিক ক্লাব থেকে টাকি রোড হয়ে বসিরহাট ইছামতি বোটঘাট পর্যন্ত মশাল মিছিল করেন। সেখান থেকে বাদুড়িয়ার কাটিয়াহাটে সমাবেশে অংশগ্রহণ করেন। এদিন মিছিলে সিপিএম নেতা কর্মী ও সমর্থকরা মশাল নিয়ে নেত্রী মীনাক্ষী মুখার্জির সঙ্গে পায়ে হেঁটে মশাল মিছিল করেন। আগামী ২৪ এর লোকসভা ভোটে জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মীনাক্ষী । ২০২৪ এর ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে কংগ্রেসের হাইকমান্ড সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর উদ্বোধনে সাড়া দিয়ে তিনি রাম মন্দির উদ্বোধনে যাবেন।

এই নিয়ে তিনি বলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ আছে। এ ব্যাপারে আমরা কিছু বলবো না। কিন্তু পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তিনি বলেন সেটা ঠিক করবেন সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম। পাশাপাশি চাকরি প্রার্থীদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা নিয়েছিলেন সেই কথা কুনাল ঘোষ বলেছিলেন। কুনাল ঘোষ চোর জেল খাটা আসামি তার কথায় কোন উত্তর দেবো না। তাহলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা নিয়েছিল আদালতে কেস লড়তে সিপিএমের একটা অংশ কি ক্ষুব্ধ? এই নিয়ে ড্যামেজ কন্ট্রোল করলেন মীনাক্ষী মুখার্জি। তাও একবার প্রশ্ন উঠে গেল। ৭ই জানুয়ারি রবিবার ব্রিগেডে জনসভায় মানুষের ঢল নামবে শিক্ষা দুর্নীতি একাধিক দাবিতে মানুষ তার প্রতিবাদ জানাবে এই জনসভায় গিয়ে।

WestBengalBangla

Dec 30 2023, 07:54

*সপ্তাহান্তে কেমন থাকবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৩০শে ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

WestBengalBangla

Dec 30 2023, 07:53

*হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*

ডিসেম্বরের শুরুতে ঠিকঠাক চললেও মাঝ থেকেই ছন্দপতন। হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ক্রমশ্য ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে শীতের আমেজটুকুও নেই। কবে ফের দেখা মিলবে শীতের? কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ? 

বছর শেষে দক্ষিণবঙ্গের আরও কিছুটা চড়েছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে দক্ষিণের বেশিরভাগ জেলা কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই রোদ এসে হাজির। আপাতত কিছুদিন দক্ষিণবঙ্গে এই রকমই রোদ-কুয়াশার খেলা চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ২০২৩ এ আর শীতের মুখ দেখবে না কলকাতা।

মহানগরীতে বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি।৩১ ডিসেম্বর হোক বা ১ জানুয়ারি, উত্তরে মাঝারি ঠান্ডা থাকলেও কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত থাকবে দক্ষিণবঙ্গ। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। আপাতত এই বছরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়।

WestBengalBangla

Dec 29 2023, 21:53

*Manoj is the captain, a host of new faces in the announced Bengal squad for the Ranji Trophy*

Sports News

Khabar kolkata: The Bengal Cricket Association announced the squad for the first two matches of the Ranji Trophy. The All India Red-ball competition is starting at the beginning of the new year. Bengal reached the final last season. However, the 33-year wait for the trophy is not over. The selectors of the Bengal Cricket Association chose Ranji's team after the East Bengal-Mohun Bagan derby in the CAB First Division League at Eden Gardens. A bunch of new faces in the squad.

Among them are Shreyansh Ghosh and keeper batsman Sourav Pal.

Legendary Bengal cricketer Manoj Tiwary hinted at retirement last season. His aim was to give Bengal a second taste of the Ranji Trophy. Bengal has become the champion only once in the history of Ranji. The chance to end a 33-year wait for a second trophy came last season. Manoj Tiwari led Bengal to the final. Stumble on the last step.

Manoj Tiwari will lead Bengal in this season to achieve the target.

Bengal's first double-match of the new Ranji Trophy season is against Andhra and Uttar Pradesh. Both are away matches.

WestBengalBangla

Dec 29 2023, 21:35

*যুদ্ধ নয়, শান্তি চাই এই বার্তা নিয়ে এই বছরের পরিবেশনায় শ্যামনগর বইমেলা*


 উত্তর ২৪ পরগনা: যুদ্ধ নয়, শান্তি চাই এই বার্তা নিয়ে এই বছরের পরিবেশনায় শ্যামনগর বইমেলা। শ্যামনগর বইমেলা এই বছর ২০ তম বর্ষে পদার্পণ করল। উদ্ধোধন করেন ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান রেবা রাহা, কবি ঝিলম ত্রিবেদী সাহিত্যিক সন্দীপ মুখোপাধ্যায়  

অমিতাভ বন্দ্যোপাধ্যায় (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাতি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোরাম এর সম্পাদক)।

বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বলন করে শ্যামনগর বইমেলার শুভ সূচনা করলেন। এই বছর বইমেলায় মোট ৩০ টি বইয়ের স্টল রয়েছে। এছাড়া বসেছে বিভিন্ন ধরনের স্টল। আজ ২৯ সে ডিসেম্বর ২০২৩ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই শ্যামনগর বইমেলা। প্রতিদিন থাকছে নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

WestBengalBangla

Dec 29 2023, 19:20

আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিশ

এসবি নিউজ ব্যুরো: পুলিশ সূত্রের খবর মূল অভিযুক্ত সুরজিৎ পাত্রকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ। উল্লেখ্য ,গত ২৩ শে ডিসেম্বর রাতে দাসপুর থানার রামদাসপুরে এক আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বন্ধুর বাড়িতে মদের আসর বসিয়েছিল সুরজিৎ পাত্র সহ কয়েকজন। মদ্যপ অবস্থাতেই পাশের ঘরে শুয়ে থাকা বন্ধুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে সুরজিৎ পাত্র। এই ঘটনায় মদত দেয় আরেক মদ্যপ মোহন মন্ডল।

গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত ও তার সাঙ্গো পাঙ্গরা। পরেরদিন অভিযোগ জানানো হয় দাসপুর থানায়। কিন্তু আক্রান্ত মহিলার পরিবারের লোকেদের অভিযোগ মূল অভিযুক্তকে পুলিশ আড়াল করতে চাইছে। এর পরই ভাঙচুর চালানোর চেষ্টা করে অভিযুক্তর বাড়িতে আক্রান্ত গৃহবধুর পরিবারের লোকজন। এই কাজে বাধা দিতে গেলে পুলিশের সাথে রীতিমতো খন্ড যুদ্ধ বাধে আদিবাসী পরিবারে সদস্যদের সাথে। অবশেষে শুক্রবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে মেডিকেলের জন্য পাঠায় দাসপুর থানার পুলিশ।

WestBengalBangla

Dec 29 2023, 18:34

খড়গপুরের নারায়ণগড়ে সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষ

এসবি নিউজ ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার অন্তর্গত ২২৮ বিধানসভার ওয়ালীপুর এলাকায় বুথ সভাপতি সম্মেলন অনুষ্ঠানে এসে দিলীপ ঘোষ বলেন, "আমাদের পার্টিতে নামায় না। সবাই এগিয়ে দেয়। সেই জন্য একজন সাধারণ সভাপতি থেকে সর্বভারতীয় সভাপতি হতে পারে এই দলেতে।

স্বাভাবিক অনেক লোক বাইরে থেকে এসেছেন, বিভিন্ন পার্টি থেকে এসেছে। তাদের কালচার আলাদা আছে, তাদেরকে শেখাতে হবে। সেরকম তাদেরকে মাঝেমধ্যে মনে করিয়ে দেন।'

WestBengalBangla

Dec 29 2023, 18:27

इसवार नए साल में 8-17 जनवरी को सागर द्वीप में गंगासागर मेला आयोजित किया जाएगा

अमित दास: 8 जनवरी से 17 जनवरी 2024 तक सागर द्वीप में गंगासागर मेला लगेगा. लाखों लोग पवित्र स्नान करने आएंगे. और इसलिए राज्य सरकार यह सुनिश्चित करने के लिए सभी उपाय कर रही है कि सुरक्षा में कोई कमी न हो।

आज, आगामी गंगासागर मेले को लेकर अलीपुर में दक्षिण 24 परगना के प्रशासनिक मुख्यालय में एक प्रेस कॉन्फ्रेंस बुलाई गई। अध्यक्षता दक्षिण 24 परगना जिला परिषद की अध्यक्ष नीलिमा विश्वास मिस्त्री ने की और जिलाधिकारी सुमित गुप्ता समेत प्रशासनिक अधिकारी मौजूद थे.

जुलूस की ओर से बताया गया कि तीर्थयात्रियों के लिए 2500 सरकारी बसें, 250 निजी बसें, 6 बजरे, 32 जहाज, 100 लॉन्च और 21 घाटों का उपयोग किया जाएगा। तीर्थयात्रियों को लॉट 8 और नामखाना के माध्यम से ले जाया जाएगा। गंगासागर आने वाले तीर्थयात्रियों के लिए 60 पानी के टैंक, लाख पाउच। 300 बेड का अस्पताल है. 100 से ज्यादा एंबुलेंस रखी जा रही हैं.एयर एंबुलेंस रखी जा रही है.

गंगासागर में खाना पकाने की अनुमति नहीं है क्योंकि नावघरों में अक्सर आग लग जाती है। अतिरिक्त कोहरे के कारण इस जहाज की पाल की सुविधा के लिए विदेश से विशेष प्रकाश की व्यवस्था की गई है। सुरक्षा के लिए इसरो तकनीक का इस्तेमाल किया जाएगा। मेला परिसर में 7 सैटेलाइट और 1150 सीसीटीवी कैमरे लगाए जा रहे हैं। मेले में 2400 नागरिक स्वयंसेवकों के साथ 142 एनजीओ तैनात किए जाएंगे। साथ ही इस बार अतिरिक्त वाहन भी होंगे।

रेलवे से अनुरोध किया गया है मेले से पहले और बाद में और अधिक ट्रेनें चलाने के लिए... 13 से 17 जनवरी तक और ट्रेनें चलाई जाएंगी.इसके अलावा मुख्यमंत्री ने रेलवे से मेले के दिनों में और ट्रेनें चलाने का भी अनुरोध किया. इस संबंध में रेलवे के एक अधिकारी ने बताया कि 12 से 17 तारीख तक 66 और ट्रेनें चलाई जाएंगी. इनमें 14, 15 और 16 तारीख को उस रूट पर 15 अतिरिक्त स्पेशल ट्रेनें चलाई जाएंगी.

फोटो: संजय हाजरा (खबर कोलकाता).

WestBengalBangla

Dec 29 2023, 18:18

ডুয়ার্সে শেয়ারিং গাড়ির সূচনা

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ডুয়ার্সে এসে পর্যটকরা এবার শেয়ার করে গাড়িতে ঘুরতে পারবেন। এতে করে পর্যটকদের খরচ অনেকটাই কমবে। আর ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমাতে এই উদ্যোগ নিলো আইএনটিটিইউসি অনুমোদিত রিজার্ভ ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন। শুক্রবার চালসা সংলগ্ন টিয়াবন এলাকা থেকে আনুষ্ঠানিক ভাবে ওই শেয়ারিং গাড়ির সূচনা হয়।

উল্লেখ্য, পর্যটকদের পছন্দের জায়গা হল ডুয়ার্স। প্রতিবছর প্রচুর পর্যটক ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ঘুরতে আসেন। তবে বর্তমানে সবকিছুর দাম বেড়েছে তাই খরচ বেড়েছে পর্যটকদেরও। যেকারণে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হল। আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকরা বলেন,"আমরা চাই ডুয়ার্সে আরো বেশি পর্যটক আসুক। যে কারণে আমরা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছি।

যেমন একটি নির্দিষ্ট রুটে একটি নির্দিষ্ট রেট চার্ট করা হবে। যেসব পর্যটক ছোটো গাড়ি, বড়ো গাড়ি বা জিপসি অন্য পর্যটকদের সাথে শেয়ার করতে চাইবেন, তাদের খরচ কমবে। কেননা এতে করে দুজন পর্যটকের জায়গায় চারজন যেতে পারবেন। ফলে গাড়ি ভাড়া চারজন মিলে দিবেন।টিয়াবন এলাকা থেকেই পর্যটকরা শেয়ারিং গাড়ির মাধ্যমে সেভেন পয়েন্ট, লাভা, ডেলো, গজলডোবা, জলদাপাড়া সহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন"। এদিন ফিতে কেটে ওই শেয়ারিং গাড়ির সূচনা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক কমল মুখী, তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা, আইএনটিটিইউসির মেটেলি ব্লক সভাপতি বিজয় বাগওয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

WestBengalBangla

Dec 29 2023, 16:31

দিনে কুড়ি হাজার স্টেপ করে হাঁটি: মমতা

উত্তরবঙ্গ থেকে ফেরার সময় হেলিকপ্টার বিভ্রাটে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চোটের কারণে আবারও তাঁকে পুজোর সময়ে গৃহবন্দী থাকতে হয়েছিল। এদিন অর্থাৎ শুক্রবার তিনি ফের এসএসকেএম হাসপাতালে যান সেই পায়ের চেকআপ করাতে। সেখানে উডবার্ন ওয়ার্ডে ঢোকার মুখেই সাংবাদিকদের দেখতে পেয়ে বেশ রুষ্টই হন।

আর তার জেরে তিনি সেখানে থাকা সাংবাদিকদের জানান, ‘তোমরা এখানে? কী করছো? কই আমার তো কিছু হয়নি! দিনে কুড়ি হাজার স্টেপ করে হাঁটি। ফিট আছি। ব্যস্ততায় চেকআপ করার সময় পাইনা। তাই পায়ের চেকআপ করতে এসেছি। এক্সরে হবে। উৎসবের সময় এইসব খবর দেখিয়ে আর বিভ্রান্ত করোনা। সবাই ভালো থেকো। নতুন বছরের শুভেচ্ছা।’