তৃণমূলের সভাস্থলে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করল বিজেপি
![]()
এসবি নিউজ ব্যুরো: তৃণমূলের কর্মীসভার সভাস্থলে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করলেন বিজেপি নেতৃত্বরা। প্রসঙ্গত, কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি হাইস্কুলের ময়দানে গতকাল বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন করে তৃণমূল কংগ্রেস।
শুক্রবার বিজেপির পক্ষ থেকে সেই সভাস্থলে ঝাড়ু ও গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়। এ বিষয়ে শালবাড়ি ১ অঞ্চল প্রমুখ তাপস প্রধান বলেন ,"আমাদের সালবাড়ি অঞ্চল খুবই শান্ত প্রিয় জায়গা ।গতকাল গরু চোর কয়লা চোর তৃণমূল কংগ্রেস সালবারি হাই স্কুলের মাঠে সভা করে।
আমরা মনে করি চোর তৃণমূলের সভা করায় জায়গাটি অপবিত্র হয়েছে। তাই আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোবর ছিটিয়ে জায়গাটি শুদ্ধিকরণ করা হল"।














Dec 29 2023, 15:58
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k