রাত বাড়লেই গ্রামের ভেতর দিয়ে শুরু হচ্ছে বেআইনি পাথর বোঝাই ট্রাক্টরের চলাচল

এসবি নিউজ ব্যুরো: রাত বাড়লেই গ্রামের ভেতর দিয়ে শুরু হচ্ছে বেআইনিভাবে পাথর বোঝাই ট্রাক্টরের চলাচল। আর তার ফলে ভেঙে যাচ্ছে গ্রামের রাস্তা ,গরিব মানুষের বাড়ির দেওয়াল থেকে শুরু করে স্থানীয় মসজিদের দেওয়াল।

একাধিকবার পুলিশ প্রশাসনকে বেআইনিভাবে গ্রামের ভেতর দিয়ে পাথর বোঝাই ট্রাক্টর চলাচল বন্ধ করার বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ করেও কাজ না হওয়াতে বুধবার রাতে পাথর বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের সাহেবনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,ঝাড়খণ্ডের পাকুড়ের বিভিন্ন পাথর খাদান থেকে ছোট ছোট ট্রাক্টরে করে সাহেবনগর গ্রামের রাস্তা দিয়ে এই পাথর মুর্শিদাবাদ জেলাতে নিয়ে আসা হয়। এরপর এই পাথর ধুলিয়ান ডাকবাংলা মোড় এলাকার বিভিন্ন স্থানে জড়ো করে রাখা হয়। পরে সময় মতো ওই পাথর ডাম্পার করে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ।

বিক্ষোভরত গ্রামবাসীরা জানান, ইসলামপুর হয়ে সাহেবনগর গ্রামের মধ্য দিয়ে চাঁদপুর বাজারের উপর দিয়ে নিয়মিত চলছে পাথর বোঝাই ট্রাক্টর। বেআইনি এই কাজে পুলিশ প্রশাসনের মদত থাকায় একাধিকবার ট্রাক্টর চালকদেরকে বললেও তারা গ্রামের পথ দিয়ে পাথর বোঝায় গাড়ি নিয়ে যাওয়া বন্ধ করেনি। তার ফলের সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য -রাজ্য সড়ক বা জাতীয় সড়কের উপর দিয়ে পাথর বোঝাই লরি বা ট্রাক্টর নিয়ে যাওয়া হলে তা সকলের নজরে পড়ে যাবে। তাই গ্রামীণ রাস্তা ব্যবহার করে এই বেআইনি কাজ করা হচ্ছে।

বুধবার রাত সাড়ে দশটার পর বেশ কয়েকজন ট্রাক্টর চালক গ্রামের রাস্তা দিয়ে পাথর বোঝাই করে ট্রাক্টর নিয়ে যাওয়া শুরু করতেই গ্রামবাসীরা বাধা দেন। আর এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকার। গ্রামবাসীরা একাধিক পাথর বোঝার ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে এলাকাতে ছুটে আসে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বেআইনি পাথর বোঝায় ট্রাক্টর চলাচল বন্ধের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

CAA নিয়ে সরব মমতা

মাত্র ১ মাসের ব্যবধানে বাংলায় ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দুই দফাতেই তিনি বেশ জোরের সঙ্গে জানিয়েছে, ২৪’র ভোটের আগেই CAA লাগু হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে, ২০১৯ সালে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল ২০১৯ যাকে অধিকাংশ মানুষ CAA নামেই চেনেন। এবার তা নিয়েই উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন,' সবাই নাগরিকত্ব নিয়ে ভাবছেন। আপনারা তো নাগরিকই। নাগরিক না হলে কী স্বাস্থ্যসাথী পেতেন? রেশন পেতেন? লক্ষ্মীর ভান্ডার পেতেন? আপনাদের বার বার ভুল বোঝানো হচ্ছে। আপনারা নাগরিকই। আপনাদের থাকার যাতে কোনও সমস্যা না হয় তার জন্য আমরা পাট্টা দিচ্ছি। নাগরিকত্ব নিয়ে ধর্মের ভাগাভাগির রাজনীতি করছে বিজেপি। CAA একটা ছলনা। ওদের এই ছলনায় ভুলবেন না। প্রতিবার ভোটের সময় ওরা এটা করে। এবারেও করবে। কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা এদেশের নাগরিক। ওদের যদি ওতই প্রয়োজন থাকে তাহলে ডিএমদের দায়িত্ব দিক। ওরাই যা করার করে নেবে। যাকে যা দেওয়ার দিয়ে দেবেন। কিন্তু দেশের নাগরিক কে হবে আর কে হবে না সেটা তোমরা ঠিক করার কে?’

তবে শাহ অবশ্য জানিয়ে গিয়েছেন, ‘CAA বিজেপির অঙ্গীকার। CAA হবেই। কেউ আটকাতে পারবে না।’ এর পাল্টা মমতা এদিন জানিয়ে দিলেন, ‘CAA একটা ছলনা।’

মতুয়া মহাসংঘের উদ্যোগে ধর্মতলায় মহাসমাবেশ

কলকাতা: পূর্ববঙ্গ থেকে আগত ছিন্নমূল উদ্বাস্তুদের নিঃশর্ত ভারতীয় নাগরিকত্ব প্রদানের দাবিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে এবং মমতা বালা ঠাকুরের ডাকে ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার ধর্মতলায় মহাসমাবেশের আয়োজন করা হয়। সেই মহাসমাবেশ দল দল লোক যোগদান করেছে।

কংগ্রেসের একা লড়ার ক্ষমতা নেই: সুভাষ

বাঁকুড়াঃ 'ওদের একা লড়ার সামর্থ্য নেই, ওদেরই ঠিক করতে হবে কাদের সঙ্গে জোট করবে। কোন জোটই টিকবেনা'- কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর জোট প্রসঙ্গে সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে এবার এমনই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। বৃহস্পতিবার নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। একই সঙ্গে ডাঃ সুভাষ সরকার প্রত্যয়ের সঙ্গে বলেন, 'বিজেপি এবার ভালো করবে'।

ডাঃ সরকার এদিন কেন্দ্রীয় সংস্থা ই.ডি-র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'ই.ডি খুব ভালো কাজ করছে, প্রচুর টাকা উদ্ধার করেছে, ওঁদের তল্লাশীতে আরো টাকা উদ্ধার হতে পারে'।

রাজীব কুমারের ডিজি পদে নিয়োগ ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'তৃণমূল সরকার যাঁদের প্রতি আস্থা রাখেন তাঁদের প্রতি ওই দলের অনেকের আস্থা নেই। তাহলে মানুষের আস্থা থাকবে কি করে বলেও প্রশ্ন তোলেন।

এদিন স্থানীয় সাংসদ হিসেবে নিজের এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বাঁকুড়া মিউনিপ্যাল হাই স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁকে পাশে পেয়ে খুশী সংশ্লিষ্ট সকলেই।

মিউনিসিপ্যাল হাই স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন থেকেই গ্রন্থাগার কক্ষ ও পাঠকক্ষের কাজ শুরু হলো। এই কাজের জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আগামী চার মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে তাঁরা আশাপ্রকাশ করছেন।

চাকলায় লোকনাথ বাবার মন্দির উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলায় লোকনাথ বাবার মন্দির ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই অনুযায়ী শুরু হয় সংস্কারের কাজ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার চাকলার লোকনাথ মন্দিরের সেই সব নবনির্মিত নির্মাণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপর মূল মন্দিরে গিয়ে পুজো দেনও তিনি।

মন্দির সংস্কার ও উন্নয়নের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। সেই টাকাতেই গোটা মন্দির ঢেলে সাজানো হয়েছে। প্রতিদিন চাকলাধামে হাজার হাজার মানুষের ভিড় হয়। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই মন্দিরটি সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই উদ্বোধন করতে। সেই মোতাবেক কাজও শুরু হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত দু'মাস ধরে পর্যটন দফতর জোরকদমে কাজ শেষ করে।

হাওড়ার ডুমুরজলায় হবে ক্রিসমাস কার্নিভাল, ঘোষণা মমতার

বেআইনিভাবে পার্কিং ফি নেওয়া নিয়ে গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়ার ডুমুরজলায়। কোন্দল শুরু হয় তৃণমূলের মধ্যেই। এদিকে এই ঘটনার পর বন্ধ হয়ে যায় ক্রিসমাস কার্নিভাল ।

যদিও এবার হস্তক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী। হাওড়ায় বন্ধ হয়ে যাওয়া ক্রিসমাস কার্নিভাল ফের একবার চালু করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সাফ জানান, ‘কয়েকজনের জন্য কার্নিভাল বন্ধ হতে পারে না। এটা অন্যায়।‘  

বিপুল পরিমাণে নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ উদ্ধার

এসবি নিউজ ব্যুরো: বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত উমরপুর তালায়ের ৩৪ নং জাতীয় সড়কের একটি কন্টেনার গাড়ি থেকে বিপুল পরিমাণে উদ্ধার হয় নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ । ওই একই দিনে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত্রে ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশতলা এলাকা থেকে ১৪২ বোতল ফেনসিডিল সহ ৩জন যুবককে গ্রেপ্তার করল ফারাক্কা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম ফরিদুল ইসলাম (৩২) বাড়ি সিরকুন্ড কোটাল পুকুর ঝাড়খন্ড , সিরাজুল শেখ (১৯ ) বাড়ি বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশতলা এলাকায়, সরফরাজ শেখ ১৮ বাড়ি বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত চান্দোর গ্রামে। বৃহস্পতিবার সকালে ১৪ দিনের রিমান্ডে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ। এদের সঙ্গে আরও কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি ইডির

কলকাতা : নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতার এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি এবং অফিস তল্লাশি চালানো হচ্ছে মানিকতলায়। এছাড়া বড় বাজারে একটি অফিসে তল্লাশি এবং ডিরেক্টর কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অর্ডার তল্লাশি অভিযান চলছ। কলকাতায় সবমিলিয়ে ৯ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

মানিকতলায় দুজনের ফ্ল্যাটে তল্লাশি চলছে সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা এই দুই ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি। এই দুই ব্যক্তির মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর। সূত্রের খবর সেই কারণে আদৌও তাদের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল কিনা জিজ্ঞাসাবাদ যেমন করা হবে পাশাপাশি খতিয়ে দেখা হবে সমস্ত তথ্য।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করছেন মুখ্যমন্ত্রী: শুভেন্দু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করছেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে বৃহস্পতিবার তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে 'নির্দিষ্ট' পুলিশ অফিসারদের একই জেলায় নিয়োগ দিচ্ছেন, যাঁদের ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে অন্য জেলায় বদলি হওয়ার কথা ছিল।

ইসিআই-এর নির্দেশিকাকে লঙ্ঘন করার সময়, যাতে এই নির্দিষ্ট পুলিশ অফিসাররা লোকসভা নির্বাচনের সময় তৃণমূলকে সাহায্য করতে পারে, সেই কারণে নির্দিষ্ট পুলিশ আধিকারিকদের একই জেলায় নিয়োগ করছেন। নির্দিষ্ট পুলিশ আধিকারিক হাওড়া জেলার বাসিন্দা এবং ভোটার। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটে পদে ছিলেন এবং অন্য জেলায় বদলি হতে চলেছেন, কিন্তু ঘটনার পালাক্রমে তাকে এখন স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, দয়া করে এই ধরনের লঙ্ঘনগুলি যেন খেয়াল করা হয় এবং কঠোর নজরদারি রাখা হয় তৃণমূলকে, যাতে টিএমসি প্রশাসনের অপব্যবহার করে অন্যায্য সুবিধা পেতে না পারে। আমি সজাগ থাকব এবং যখন আমি এই ধরনের কোনও বেনিয়ম দেখব, তা প্রকাশ্য়ে আনতে থাকব।"

আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশন ক্যাপিটাল ট্রেনের স্টপেজ

এসবি নিউজ ব্যুরো: আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশন ক্যাপিটাল ট্রেনের স্টপেজ ভারতীয় রেলের পক্ষ থেকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।

রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী ,এন এফ রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।আজ ফ্লাগ আপ করেন সাংসদ, ডিআরএম ও বিশিষ্ট ব্যক্তিত্ব।সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন," ইসলামপুরের মানুষকে কথা দিয়েছিলাম যতটা দৌড়ানোর সম্ভব দরবার করা সম্ভব তা করেছি আজ ভালো লাগছে।

"তিনি আরো বলেন, পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেক পিছিয়ে ছিল ধীরে ধীরে তা এগিয়ে যাচ্ছে। সাংসদের অভিযোগ করেন, ইসলামপুরের রোড ওভারব্রিজ ও রায়গঞ্জের রোড ওভারব্রিজ দুটোই আটকে আছে এনওসির জন্য।ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, অমৃত ভারত প্রকল্পে ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশন আওতায় এসেছে। কিছু কাজ শুরু হয়েছে আস্তে আস্তে আরো কাজ করা হবে।আরওবি জন্য এনওসি নেওয়ার চেষ্টা করা হবে পৌরসভা থেকে তিনি জানান।