কংগ্রেসের একা লড়ার ক্ষমতা নেই: সুভাষ
বাঁকুড়াঃ 'ওদের একা লড়ার সামর্থ্য নেই, ওদেরই ঠিক করতে হবে কাদের সঙ্গে জোট করবে। কোন জোটই টিকবেনা'- কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর জোট প্রসঙ্গে সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে এবার এমনই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। বৃহস্পতিবার নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। একই সঙ্গে ডাঃ সুভাষ সরকার প্রত্যয়ের সঙ্গে বলেন, 'বিজেপি এবার ভালো করবে'।
ডাঃ সরকার এদিন কেন্দ্রীয় সংস্থা ই.ডি-র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'ই.ডি খুব ভালো কাজ করছে, প্রচুর টাকা উদ্ধার করেছে, ওঁদের তল্লাশীতে আরো টাকা উদ্ধার হতে পারে'।
রাজীব কুমারের ডিজি পদে নিয়োগ ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'তৃণমূল সরকার যাঁদের প্রতি আস্থা রাখেন তাঁদের প্রতি ওই দলের অনেকের আস্থা নেই। তাহলে মানুষের আস্থা থাকবে কি করে বলেও প্রশ্ন তোলেন।
এদিন স্থানীয় সাংসদ হিসেবে নিজের এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বাঁকুড়া মিউনিপ্যাল হাই স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁকে পাশে পেয়ে খুশী সংশ্লিষ্ট সকলেই।
মিউনিসিপ্যাল হাই স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন থেকেই গ্রন্থাগার কক্ষ ও পাঠকক্ষের কাজ শুরু হলো। এই কাজের জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আগামী চার মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে তাঁরা আশাপ্রকাশ করছেন।
Dec 28 2023, 14:43