মতুয়া মহাসংঘের উদ্যোগে ধর্মতলায় মহাসমাবেশ

কলকাতা: পূর্ববঙ্গ থেকে আগত ছিন্নমূল উদ্বাস্তুদের নিঃশর্ত ভারতীয় নাগরিকত্ব প্রদানের দাবিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে এবং মমতা বালা ঠাকুরের ডাকে ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার ধর্মতলায় মহাসমাবেশের আয়োজন করা হয়। সেই মহাসমাবেশ দল দল লোক যোগদান করেছে।

কংগ্রেসের একা লড়ার ক্ষমতা নেই: সুভাষ

বাঁকুড়াঃ 'ওদের একা লড়ার সামর্থ্য নেই, ওদেরই ঠিক করতে হবে কাদের সঙ্গে জোট করবে। কোন জোটই টিকবেনা'- কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর জোট প্রসঙ্গে সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে এবার এমনই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। বৃহস্পতিবার নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। একই সঙ্গে ডাঃ সুভাষ সরকার প্রত্যয়ের সঙ্গে বলেন, 'বিজেপি এবার ভালো করবে'।

ডাঃ সরকার এদিন কেন্দ্রীয় সংস্থা ই.ডি-র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'ই.ডি খুব ভালো কাজ করছে, প্রচুর টাকা উদ্ধার করেছে, ওঁদের তল্লাশীতে আরো টাকা উদ্ধার হতে পারে'।

রাজীব কুমারের ডিজি পদে নিয়োগ ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'তৃণমূল সরকার যাঁদের প্রতি আস্থা রাখেন তাঁদের প্রতি ওই দলের অনেকের আস্থা নেই। তাহলে মানুষের আস্থা থাকবে কি করে বলেও প্রশ্ন তোলেন।

এদিন স্থানীয় সাংসদ হিসেবে নিজের এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বাঁকুড়া মিউনিপ্যাল হাই স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁকে পাশে পেয়ে খুশী সংশ্লিষ্ট সকলেই।

মিউনিসিপ্যাল হাই স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন থেকেই গ্রন্থাগার কক্ষ ও পাঠকক্ষের কাজ শুরু হলো। এই কাজের জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আগামী চার মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে তাঁরা আশাপ্রকাশ করছেন।

চাকলায় লোকনাথ বাবার মন্দির উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলায় লোকনাথ বাবার মন্দির ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই অনুযায়ী শুরু হয় সংস্কারের কাজ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার চাকলার লোকনাথ মন্দিরের সেই সব নবনির্মিত নির্মাণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপর মূল মন্দিরে গিয়ে পুজো দেনও তিনি।

মন্দির সংস্কার ও উন্নয়নের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। সেই টাকাতেই গোটা মন্দির ঢেলে সাজানো হয়েছে। প্রতিদিন চাকলাধামে হাজার হাজার মানুষের ভিড় হয়। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই মন্দিরটি সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই উদ্বোধন করতে। সেই মোতাবেক কাজও শুরু হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত দু'মাস ধরে পর্যটন দফতর জোরকদমে কাজ শেষ করে।

হাওড়ার ডুমুরজলায় হবে ক্রিসমাস কার্নিভাল, ঘোষণা মমতার

বেআইনিভাবে পার্কিং ফি নেওয়া নিয়ে গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়ার ডুমুরজলায়। কোন্দল শুরু হয় তৃণমূলের মধ্যেই। এদিকে এই ঘটনার পর বন্ধ হয়ে যায় ক্রিসমাস কার্নিভাল ।

যদিও এবার হস্তক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী। হাওড়ায় বন্ধ হয়ে যাওয়া ক্রিসমাস কার্নিভাল ফের একবার চালু করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সাফ জানান, ‘কয়েকজনের জন্য কার্নিভাল বন্ধ হতে পারে না। এটা অন্যায়।‘  

বিপুল পরিমাণে নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ উদ্ধার

এসবি নিউজ ব্যুরো: বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত উমরপুর তালায়ের ৩৪ নং জাতীয় সড়কের একটি কন্টেনার গাড়ি থেকে বিপুল পরিমাণে উদ্ধার হয় নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ । ওই একই দিনে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত্রে ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশতলা এলাকা থেকে ১৪২ বোতল ফেনসিডিল সহ ৩জন যুবককে গ্রেপ্তার করল ফারাক্কা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম ফরিদুল ইসলাম (৩২) বাড়ি সিরকুন্ড কোটাল পুকুর ঝাড়খন্ড , সিরাজুল শেখ (১৯ ) বাড়ি বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশতলা এলাকায়, সরফরাজ শেখ ১৮ বাড়ি বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত চান্দোর গ্রামে। বৃহস্পতিবার সকালে ১৪ দিনের রিমান্ডে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ। এদের সঙ্গে আরও কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি ইডির

কলকাতা : নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতার এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি এবং অফিস তল্লাশি চালানো হচ্ছে মানিকতলায়। এছাড়া বড় বাজারে একটি অফিসে তল্লাশি এবং ডিরেক্টর কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অর্ডার তল্লাশি অভিযান চলছ। কলকাতায় সবমিলিয়ে ৯ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

মানিকতলায় দুজনের ফ্ল্যাটে তল্লাশি চলছে সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা এই দুই ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি। এই দুই ব্যক্তির মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর। সূত্রের খবর সেই কারণে আদৌও তাদের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল কিনা জিজ্ঞাসাবাদ যেমন করা হবে পাশাপাশি খতিয়ে দেখা হবে সমস্ত তথ্য।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করছেন মুখ্যমন্ত্রী: শুভেন্দু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করছেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে বৃহস্পতিবার তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে 'নির্দিষ্ট' পুলিশ অফিসারদের একই জেলায় নিয়োগ দিচ্ছেন, যাঁদের ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে অন্য জেলায় বদলি হওয়ার কথা ছিল।

ইসিআই-এর নির্দেশিকাকে লঙ্ঘন করার সময়, যাতে এই নির্দিষ্ট পুলিশ অফিসাররা লোকসভা নির্বাচনের সময় তৃণমূলকে সাহায্য করতে পারে, সেই কারণে নির্দিষ্ট পুলিশ আধিকারিকদের একই জেলায় নিয়োগ করছেন। নির্দিষ্ট পুলিশ আধিকারিক হাওড়া জেলার বাসিন্দা এবং ভোটার। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটে পদে ছিলেন এবং অন্য জেলায় বদলি হতে চলেছেন, কিন্তু ঘটনার পালাক্রমে তাকে এখন স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, দয়া করে এই ধরনের লঙ্ঘনগুলি যেন খেয়াল করা হয় এবং কঠোর নজরদারি রাখা হয় তৃণমূলকে, যাতে টিএমসি প্রশাসনের অপব্যবহার করে অন্যায্য সুবিধা পেতে না পারে। আমি সজাগ থাকব এবং যখন আমি এই ধরনের কোনও বেনিয়ম দেখব, তা প্রকাশ্য়ে আনতে থাকব।"

আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশন ক্যাপিটাল ট্রেনের স্টপেজ

এসবি নিউজ ব্যুরো: আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশন ক্যাপিটাল ট্রেনের স্টপেজ ভারতীয় রেলের পক্ষ থেকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।

রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী ,এন এফ রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।আজ ফ্লাগ আপ করেন সাংসদ, ডিআরএম ও বিশিষ্ট ব্যক্তিত্ব।সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন," ইসলামপুরের মানুষকে কথা দিয়েছিলাম যতটা দৌড়ানোর সম্ভব দরবার করা সম্ভব তা করেছি আজ ভালো লাগছে।

"তিনি আরো বলেন, পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেক পিছিয়ে ছিল ধীরে ধীরে তা এগিয়ে যাচ্ছে। সাংসদের অভিযোগ করেন, ইসলামপুরের রোড ওভারব্রিজ ও রায়গঞ্জের রোড ওভারব্রিজ দুটোই আটকে আছে এনওসির জন্য।ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, অমৃত ভারত প্রকল্পে ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশন আওতায় এসেছে। কিছু কাজ শুরু হয়েছে আস্তে আস্তে আরো কাজ করা হবে।আরওবি জন্য এনওসি নেওয়ার চেষ্টা করা হবে পৌরসভা থেকে তিনি জানান।

বনগাঁ পেট্রাপোল সীমান্তের আদলে ঘোজাডাঙ্গা আধুনিকরণ হবে, সরজমিনে ঘুরে দেখলেন ভারত ও বাংলাদেশ ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে সরকারি গুদাম অতিথি শালা পার্ক নেই। এরজন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েকশো কোটি টাকা ব্যবসা। এনিয়ে এক রাশ অভিযোগ ব্যবসায়ীদের। বসিরহাট মহকুমার বসিরহাটের থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তর এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর যেখান থেকে প্রতিদিন ৫০০থেকে ৬০০ পন্যবাহীট্রাক বাংলাদেশ মাল নিয়ে আমদানির রপ্তানি হয়। ১৯৯৪ সালে ঘোজাডাঙ্গা সীমান্ত আন্তর্জাতিক বন্দর হিসেবে স্বীকৃতি পায়।

সেখান থেকেই আমদানির রপ্তানি সবই হয়। পাশাপাশি বাংলাদেশ ভোমরা বর্ডার থেকে বহু ট্রাক ভারতের ঢুকে যেখানে কয়েক হাজার কোটি টাকা ব্যবসায় তার রেভিনিউ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার রেভিনিউ পায়। ৩০বছর ধরে এই আন্তর্জাতিক বন্দরে ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে আমদানি রপ্তানি সঙ্গে যুক্ত। কিন্তু দীর্ঘদিনের ব্যবসায়ীদের অভিযোগ সীমান্তে সরকারি কোন গোডাউন, নেই কোন পার্কিং ।এমনকি ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকদের থাকার কোন সরকারি অতিথি শালা নেই। পাশাপাশি হোটেল নেই। যার কারণেসমস্যায় পড়তে হয় রাজ্য ছেড়ে ভিন রাজ্যে বহু কয়েক হাজার শ্রমিক থেকে ব্যবসায়ীদের ।

পাশাপাশি ঘোজাডাঙ্গা সীমান্ত মুখ ফিরিয়ে নিচ্ছে বহু ব্যবসায়ী বনগাঁর পেট্রাপলের দিকে যাচ্ছে। কেন্দ্রীয় ল্যান্ড ডিপার্টমেন্টের চেয়ারম্যান আদিত্য মিশ্র নেতৃত্বে ৭জনের প্রতিনিধি দল, বাংলাদেশের ল্যান্ড ডিপার্টমেন্টের চেয়ারম্যান রুহুল আমিন নেতৃত্বে ৩জন মোট ভারত ও বাংলাদেশের সরকারিভাবে ১০ জন প্রতিনিধি দল পাশাপাশি বসিরহাট ঘোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল সহ বহু ব্যবসায়ীরা সরকারি প্রতিনিধিদের সঙ্গে ছিলেন। ঘোজাডাঙ্গা সীমান্তে সরজমিনে খতিয়ে দেখেন তারা। যত দ্রুত সম্ভব বনগাঁর পেট্রাপলের আদলে ঘোজাডাঙ্গা সীমান্ত আধুনিকরণ করার চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার প্রতিনিধি দল এমনটাই জানালেন।

এদিন ঘোজাডাঙ্গা সীমান্তে যেসব জমি রয়েছে সেগুলোর জট কাটিয়ে খুব শীঘ্রই সীমান্ত কে আধুনিকরণ করার চেষ্টা করবে কেন্দ্র সরকার। পাশাপাশি, একাধিক জায়গা যেসব রায়ত সম্পত্তি রয়েছে তাদের সঙ্গে বসে জমি অধিগ্রহণ করে সরকারি ভাবে তাদেরকে টাকা দিয়ে জমিগুলোকে নেওয়া হবে। গত কয়েক মাস আগে এই নিয়ে ব্যবসায়ী জমিদাতা সরকারি প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক হয়ে গিয়েছে ।সেই সমস্যা দ্রুত কাটবে বলে আশাবাদী দুই দেশের প্রতিনিধিদের। এই সমস্যা মিটে গেলে একদিকে ব্যবসায়ীরা উপকৃত হবেন। অন্যদিকে এর সঙ্গে যুক্ত ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও বহু মানুষ উপকৃত হবেন। এলাকায় আন্তর্জাতিক শিল্পের প্রসার ঘটবে।

নতুন পোস্ট অফিস পেল হিঙ্গলগঞ্জের লেবুখালীর বাসিন্দারা, খুশি সকলেই

উওর ২৪ পরগনা: বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনে সাধারণ মানুষের ডাগ ঘরের দাবি ছিল দীর্ঘদিনের।আগেরকার দিনে ছিলনা মোবাইল ফোন,ছিলনা ইন্টারনেট,এই সময়ে যোগাযোগের একমাত্র মাধ্যম ডাক ব্যবস্থা।যারা বিদেশে কাজ করতো বা যারা চাকরি-বাকরি করে তারা একমাত্র অপেক্ষায় বসে থাকতো কখন তার চিঠিটা আসবে।

সেই যোগাযোগ মাধ্যম এখন ডিজিটাল হয়ে গিয়েছে।আগেরকার দিনের মতো এখন আর কাউকে সেই অপেক্ষায় বসে থাকতে হয় না কারণ সবারই কাছে মোবাইল আছে।তবুও তার মধ্যে কিছু কিছু কাজের জন্য সাধারণ মানুষের কাজে লাগে ডাক বিভাগ।তাই লেবুখালী বাসিন্দাদের এই দাবি পূরণ হওয়াতে খুশি সকলেই।আগে কিন্তু নির্দিষ্ট কোন জায়গায় ছিল না, এই ডাকঘরের ভূমি দাতা স্বর্গীয় স্বর্ণময়ী মন্ডল ।তিন শতক জায়গা এই পোস্ট অফিসের জন্য সাধারণ মানুষের জন্য দান করেন ।আগে কোন স্থায়ী অফিস ছিল না,এখন স্থায়ী পোস্ট অফিস হওয়াতে মানুষ খুব খুশি।

এন্টার শিপ বারাসাত ডিভিশনের ভূপাল মজুমদার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন এই পোস্ট অফিসের। তিনি বলেন,আমরা এই জায়গায় এই পোস্ট অফিস করতে পেরেছি তার জন্য আমরাও আনন্দিত। উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বন ও ভূমি কর্ম্যাধ্যক্ষ সুরজিৎ বর্মন, দুলদুলি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।