নদীয়ার শ্রীধাম শান্তিপুরের বাবলা গোবিন্দপুর শ্রীশ্রী রাধা মাধব জিউ মন্দিরের ৩০ তম মঙ্গল বিজয় মহোৎসবের সূচনা
নদীয়া:ধর্মপ্রাণ নদীয়ার মন্দির নগরী শান্তিপুরের অন্যতম মন্দির শ্রী শ্রী রাধা মাধব জিউ যা স্থানীয়ভাবে শ্রী গোপাল কুঞ্জ নামে পরিচিত। বিগত বছর গুলির মতন এ বছরও তাদের শীতকালীন বাৎসরিক বিজয় মহোৎসব শুরু হয়েছে গতকাল নগর পরিক্রমার মধ্য দিয়ে। চলবে আগামী ১২ই পৌষ ২৯ শে ডিসেম্বর পর্যন্ত। রামায়ণ গান পরিবেশন, শ্রী ভাগবত পাঠ, গৌর লীলা কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যজ্ঞ, অষ্টপ্রহর সন্ধ্যা আরতি নৃত্যানন্দ ভোগ আরাধনা দধিভান্ড ভঞ্জন কুঞ্জ ভঙ্গ এভাবেই এ কদিন নিয়মিত সর্বক্ষণের জন্য চলবে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান।
উৎসব কমিটির সম্পাদ শ্রী জয়ন্ত চৌধুরী গোবিন্দ দাস জানান, উৎসব কমিটির অন্যতম সদস্য অনন্ত নাথ ও অদ্বৈত বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা করে এ বছর তাদের বাৎসরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এলাকার সকল ধর্মপ্রাণ মানুষজন। এই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত এমনকি রাজ্যের বিভিন্ন এলাকা থেকেও ভক্তবৃন্দদের সমাগম ঘটেছে।
কলকাতার শ্রীকৃষ্ণ পাল, দিগনগরের নদিয়া বিহারী সম্প্রদায়, রাধা মাধব সম্প্রদায়, কালিরহাটের শ্রী গুরু সেবা-দাসী সম্প্রদায়, বেতনার শ্রী অদ্বৈত সম্প্রদায়, পাঁচপোতার ব্রজ বালিকা সম্প্রদায়, শ্রী শ্রী মহানাম সংকীর্তন এর অংশ গ্রহণ করতে চলেছেন। লীলা কীর্তন এ অংশগ্রহণ করতে চলেছেন শ্রী দুর্বল বিশ্বাস শ্রী হরেন্দ্রনাথ বিশ্বাস শ্রীচৈতন্য মহন্ত শ্রী শান্তিময় ঘোষ সহ আরো খ্যাতনামা ভক্ত শিল্পীরা। শুধু ধর্ম নয় পরিবেশ রক্ষার জন্য শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাদের আমন্ত্রণে থাকছে বিশেষ আলোচনা সভা।
Dec 27 2023, 17:22