বসিরহাটের হেরিটেজ গ্রামে ধান্যকুড়িয়া উৎসব শুরু হল,পর্যটকদের কাছে বাড়তি পাওনা
উত্তর ২৪ পরগনা: নতুন বছরের প্রাক্কালে বসিরহাটের ধান্যকুড়িয়া হয়ে উঠেছে পর্যটকদের কাছে পীঠস্থান। প্রতি বছরই এই সময় গ্রামে ভীড় জমান পর্যটকরা।এই গ্রামটি এক সময় ইংরেজদের উপনিবেশ ছিল।তাই এই গ্রামে বহু ঐতিহাসিক নিদর্শন।
এমনকি গ্রামটির কিছু স্থাপত্য হেরিটেজের স্বীকৃতি পেয়েছে।যেমন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সিপাহী বিদ্রোহ আমলে তৈরি হয় ধান্যকুড়িয়া স্কুল।প্রাচীন রাজবাড়ী সংস্কৃতির সম্প্রীতির পীঠস্থান বরাবরই ধান্যকুড়িয়া।উৎসবের মরশুমে ভ্রমণ পিপাসু মানুষের কাছে রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যে এমনকি বিদেশি পর্যটকরা এখানে ভিড় জমান। ধান্যকুড়িয়ার কৃষ্টি সংস্কৃতি দেখতে শুরু হল ধান্যকুড়িয়া উৎসব।উৎসব চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।
একদিকে বড়দিন অন্যদিকে নতুন বছরের প্রাক্কালে পর্যটকদের কাছে উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ধান্যকুড়িয়া উৎসব। এখানে আসলে বাড়তি পাওনা হল হেরিটেজের তকমা পাওয়া গাইন গার্ডেন, ধান্যকুড়িয়া হাইস্কুল ধান্যকুড়িয়া প্রাচীন হাসপাতাল গাইন,বল্লভ সাউ এই প্রাচীন রাজবাড়ীর পোড়ামাটির দেওয়ালে পুরনো ইটালিও ভাস্কর্য ক্যাসেল অর্থাৎ দুর্গ দেখতে পাবেন উৎসবে আসা পর্যটকেরা। উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিশিষ্ট সমাজসেবী সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট দু "নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সৌমেন মন্ডল, বিডিও, প্রধান সহ একাধিক ব্যক্তিত্ব।
আর এই উৎসবকে ঘিরে রয়েছে বহু প্রাচীন সংস্কৃতি মেলবন্ধন।যেখানে ধান্যকুড়িয়ার প্রাচীন সংস্কৃতিকে মিলে ধরবে হেরিটেজ গ্রামের কলা কুশলীরা। তারা খোলা মঞ্চে প্রাচীন ইতিহাস সংস্কৃতি তুলে ধরে পর্যটকদের মনোরঞ্জন দেবেন। তাই নতুন বছরের প্রাক্কালে ধান্যকুড়িয়া উৎসব হয়ে উঠেছে পুরনো সংস্কৃতি কৃষ্টি হেরিটেজ গ্রামের নিদর্শন।
![](https://streetbuzz.co.in/newsapp/storage/attachments/1/658a8149bb1e9.png)
![](https://streetbuzz.co.in/newsapp/storage/attachments/1/658a814d7a96f.png)
![](https://streetbuzz.co.in/newsapp/storage/attachments/1/658a815101465.png)
![](https://streetbuzz.co.in/newsapp/storage/attachments/1/658a8154ed516.png)
Dec 26 2023, 17:45