জগদ্দলের বিধায়কের মায়ের স্কুলে চাকরি হয়েছিল সাংসদের পিতার দৌলতে কবুল অর্জুন সিংয়ের

উত্তর ২৪ পরগনা: কয়েকদিন ধরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে লাগাতার নিশানা করে চলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। কিন্তু দলের তরফে বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। একপ্রকার বাধ্য হয়েই বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছেন ব্যারাকপুরের সাংসদ।

মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে সাংসদ অর্জুন সিং বলেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বিধায়কের বিরুদ্ধে পাল্টা মুখ খুলতে নিষেধ করেছেন। এদিন সাংসদ দাবি করলেন, বিধায়কের মায়ের প্রাইমারি স্কুলে চাকরি হয়েছিল তাঁর পিতার দৌলতে। এমনকি ২০০০ সালে জেলে থেকেই সাত হাজার ভোটে তিনি জয়লাভ করেছিলেন।

অটোশটো নিরাপত্তায় মধ্যে গুরদ্বারে পৌঁছালেন বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব

কলকাতা: মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বারে অটোশটো নিরাপত্তার এসে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বসভাপতি জে পি নড্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য নেতৃত্ব।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বলা কিছুক্ষণ এই গুরুদ্বারে সময় কাটান এবং এখানে প্রার্থনা সভায় যোগ দেন। সেখান থেকে চলে যান কালীঘাটের মন্দিরে । সেখানে পুজো দেবেন। সেখান থেকে একদম নিউটনের হোটেলে পার্টির কোর কমিটির মিটিং ও এছাড়া একাধিক দেবেন মিটিং করবেন। এরপর বিকেলে যাবেন ন্যাশনাল লাইব্রেরীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে থেকে হোটেলে ফিরে সন্ধ্যায় ফিরে যাবেন দিল্লি।

বীর বাল দিবস’ উপলক্ষ্যে বঙ্গের গুরুদ্বারে প্রার্থনা শাহের

গুরুদ্বার থেকে বেরোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। জোড়াসাঁকোর বর শিখ সঙ্গত গুরুদ্বারে এদিন ‘বীর বাল দিবস’ উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ এখান থেকেই তাঁর সফর সূচী শুরু হল। এদিন গুরুদ্বারের বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করে তারপর সেখান থেকে বের হন অমিত শাহ ও জেপি নাড্ডা। তারপর ওখানে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা স্থানীয় মানুষদের সাথে হাত নাড়িয়ে, কথা বলে, গাড়িতে ওঠেন তারা। মনে করা হচ্ছে, এদিন এখান থেকেই জনসংযোগও শুরু করে দিলেন শাহ।

*রয়েল বেঙ্গল টাইগারের আতঙ্কে পাথরপ্রতিমায় বাসিন্দারা*

এক মাস কেটে গেলেও ধরা পড়ল না রয়্যাল বেঙ্গল টাইগার। উপেন্দ্র নগর গ্রাম লাগোয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বাঘ। মাঝে মাঝেই বাঘের গর্জন শোনা যাচ্ছে। ঠাকুরাইন নদীর ধারে, চাষের খেতে তার পায়ের ছাপ দেখা মিলেছে। গ্রামবাসীরা বাঘের আতঙ্কে একপ্রকার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন।

সোমবার বিকেলে পাথরপ্রতিমায় ঠাকুরাইন নদী লাগোয়া জঙ্গলে দু’-দু’টি খাঁচা পাতে বন দফতর। নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রাম লাগোয়া জঙ্গল। কিন্তু রয়্যাল বেঙ্গল ফাঁদে পা দেয়নি। গত এক মাস ধরে উপেন্দ্র নগর লাগোয়া গ্রামের পাশের জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের আতঙ্কে চাষবাস, নদীতে মাছ, কাঁকড়া ধরাও বন্ধ করে দিয়েছে

গুরুদ্বার থেকে বঙ্গে সফর শুরু শাহের

বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতেই এই বঙ্গ সফর। কোন পথে জয় নিশ্চিত করা যায়, সেই নিয়েই দফায় দফায় বৈঠক করবেন শাহ-নাড্ডারা। দেবেন জয় নিশ্চিতের বুস্টার ডোজও।

আজ দিনভর রয়েছে তাঁদের একাধিক কর্মসূচী। আর কিছুক্ষণের মধ্যেই নিউটাউনের বিলাসবহুল হোটেল থেকে বেরবেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। এরপর তাঁদের সারাদিনের কর্মসূচীর শুরুটা হবে এমজি রোডের গুরুদ্বার দিয়েই। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য কামনার জন্যে তাঁর নামে পুজো দেওয়া হবে। তারপর ওখান থেকে কালীঘাটে যাবেন তারা দুজনেই। এরপর একে একে রয়েছে একাধিক বৈঠক।

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টা

উত্তর ২৪ পরগনা: বসিরহাটে রাতের অন্ধকারে বৃদ্ধার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টা । বৃদ্ধার চিৎকারে এলাকার মানুষ ছুটে এলে দুষ্কৃতী পালিয়ে যায় । এরপর এলাকার মানুষ লাঠি সোটা নিয়ে তাকে খোঁজার চেষ্টা করে। কিন্তু সে পালিয়ে যায়।ঘটনাটি ঘটেছে বসিরহাটের গোয়ালপোতা বার্মা কলোনিতে।

গতকাল রাতে বার্মা কলোনির বাসিন্দা বৃদ্ধা সবিতা দে হঠাৎই বাড়ির গেটে আওয়াজ পায়। আওয়াজ পেয়ে গেট খুলতেই বৃদ্ধার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় ছিনতাইকারী। তৎক্ষণাৎ বৃদ্ধা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং আশেপাশের মানুষ ছুটে আসে। এরই মধ্যে অবস্থা বেগতিক দেখে দুষ্কৃতী পালিয়ে যায় । এরপর এলাকার মানুষ লাঠি সোটা নিয়ে তাকে এলাকায় খুঁজতে বেরোয় কিন্তু তাকে পাওয়া যায়নি।

বৃদ্ধা এবং এলাকার মানুষের দাবি বিগত প্রায় ১০ দিন ধরে এলাকায় চুরি ছিনতাই হচ্ছে । থানাতে অভিযোগও করেছে এলাকার মানুষ।কিন্তু তারপরেও একই অবস্থা। যে কারণে এলাকার মানুষ একত্রিত হয়ে গভীর রাত পর্যন্ত লাঠি সোটা নিয়ে এলাকায় রাত পাহারা দেয় । কিন্তু তার মধ্যেও এরকম দুর্ঘটনা ঘটছে । এলাকার মানুষের দাবি অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে এই এলাকায় পুলিশ না হোক অন্তত সিভিক ভলেন্টিয়ার পোস্টিং করা হোক। এবং যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হোক।

কলকাতা বিমানবন্দরে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

কলকাতা: তৃণমূলের মিছিল নিয়ে বলেন, তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আবার খোলা চ্যালেঞ্জ দিচ্ছি আবার আমার ভিডিও নিয়ে বসুন কোথাও যদি দেখা যায় স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি কোন কথা বলেছি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কোন কথা বলেছি। কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। জেল খাটাই আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলল সেটা নিয়ে মোটেও আমি ভাবি না।

চোর চিটিংবাজ নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে এটাই তো অদ্ভুত ব্যাপার। তৃণমূলের হাতে কোন ইস্যু নেই তাই এসব উল্টোপাল্টা কথা বলছে। আমরা তো স্বামী বিবেকানন্দ নিয়ে কোন কথাই বলিনি ।স্বামী বিবেকানন্দের লেখাটা পড়েনি তৃণমূল কংগ্রেস নেতারা। তারা হচ্ছে অল্প বিদ্যা ভয়ংকরী। আজকে আবারো বলছি তৃণমূল কংগ্রেস নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করি। দরকার হলে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান বৈধ কিনা সেই নিয়ে বলেন, উপাচার্যের এনওসি ছাড়া সমাবর্তন হতে পারে না আইন অনুসারে সুতরাং সেটা অবৈধ সমাবর্তন।

প্রথমবার একদিনের সফরে একসাথে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

কলকাতা: সোমবার গভীর রাতে বিশেষ বিমানে শহরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্ব ভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, বিধায়ক মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতৃত্ব।

এদিন ঢাক ঢোল নিয়ে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয় বিজেপি কর্মী সমর্থকরা। ঢাক বাজিয়ে চলে নেতৃত্বকে স্বাগত জানানোর পর্ব। কলকাতা বিমানবন্দর থেকে তারা সোজা চলে যান নিউটাউনের একটি পাঁচতারা হোটেল। তাদের সফরসূচি অনুযায়ী মঙ্গলবার শহরে একটি গুরুদোয়ারতে যাবেন তারা। একই সাথে কালীঘাট মন্দিরেও যাওয়ার কথা তাদের। এর পাশাপাশি নিউটনের পাঁচতারা হোটেলেই একাধিক বৈঠক রয়েছে তাদের। মঙ্গলবারই দিল্লি ফিরে যাওয়ার কথা তাদের দুজনেরই।

দার্জিলিং এ "খেলো ইন্ডিয়া" কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপোর পদক জয়ী দক্ষিণ ২৪ পরগনার চারজন প্রতিযোগী

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে স্নেহা নস্কর দুটি বিভাগে অংশ গ্রহন করে। একটিতে সোনা ও একটি রোপ পদক পেয়েছে।বারুইপুর থেকে পারভিন মন্ডল অংশগ্রহণ করেছিলেন দুটি বিভাগে অংশগ্রহণ করেছিলেন একটিতে সোনা ও একটিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

এন্টালি থেকে অঙ্কিতা তামতা অংশগ্রহণ করেছিলেন তিনিও একটি সোনার পদক পেয়েছেন।আর টালিগঞ্জ থেকে রিতিকা হালদার একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন । মেডেল তালিকাতে রাজ্যের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা অষ্টম স্থানে রয়েছে কিকবক্সিংয়ে।

লোকসভা নির্বাচনে ৪২ টি আসনে জিতবে তৃণমূল দাবি অর্জুন সিংয়ের

উত্তর ২৪ পরগনা: আগামী লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ টি আসনেই তৃণমূল জিতবে। চাকলা চলো অভিযান সফল করার লক্ষ্যে সোমবার সন্ধেয় ভাটপাড়ার ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত সভায় হাজির হয়ে এননটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোট সফল হলে তারা দলীয় নেত্রী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করার দাবি জানাবেন।

পাপ্পুর গ্রেপ্তারি নিয়ে সাংসদ বলেন, ওকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির বিরুদ্ধে তারা আইনী লড়াই জারি রাখবেন। এদিনের সভায় হাজির ছিলেন টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী, ভাটপাড়ার প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার, মামুদপুর পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান হারান ঘোষ, ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, কাউন্সিলর সত্যেন রায়, তৃণমূল নেতা সঞ্জয় সিং, অম্বর চক্রবর্তী, মন্নু সাউ প্রমুখ।