*রয়েল বেঙ্গল টাইগারের আতঙ্কে পাথরপ্রতিমায় বাসিন্দারা*
এক মাস কেটে গেলেও ধরা পড়ল না রয়্যাল বেঙ্গল টাইগার। উপেন্দ্র নগর গ্রাম লাগোয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বাঘ। মাঝে মাঝেই বাঘের গর্জন শোনা যাচ্ছে। ঠাকুরাইন নদীর ধারে, চাষের খেতে তার পায়ের ছাপ দেখা মিলেছে। গ্রামবাসীরা বাঘের আতঙ্কে একপ্রকার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন।
সোমবার বিকেলে পাথরপ্রতিমায় ঠাকুরাইন নদী লাগোয়া জঙ্গলে দু’-দু’টি খাঁচা পাতে বন দফতর। নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রাম লাগোয়া জঙ্গল। কিন্তু রয়্যাল বেঙ্গল ফাঁদে পা দেয়নি। গত এক মাস ধরে উপেন্দ্র নগর লাগোয়া গ্রামের পাশের জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের আতঙ্কে চাষবাস, নদীতে মাছ, কাঁকড়া ধরাও বন্ধ করে দিয়েছে
Dec 26 2023, 12:56