*পরীক্ষা কেন্দ্রে হাজির টেট পরীক্ষার্থীরা*
বাঁকুড়াঃ ২০২২ এর ১১ ডিসেম্বরের পর রবিবার আরো একবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের 'টেট' পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এদিন দুপুর ১২ টা থেকে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার পরীক্ষা কেন্দ্র গুলিতেও পরীক্ষা শুরু হবে। এবার এই জেলায় ৩৭ টি পরীক্ষা কেন্দ্রে ১৫ হাজারেরও বেশী পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছেন।
পরীক্ষা তো হচ্ছে, কিন্তু চাকরির কী হবে? টেটে বসার আগেও এই প্রশ্ন ঘোরাফেরা করছে জেলার পরীক্ষার্থীদের অধিকাংশ জনের মনের মধ্যে। তবুও 'আশায় বুক বেঁধে' সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হয়ে গেছেন পরীক্ষা কেন্দ্র গুলিতে।
বাঁকুড়া শহরের এক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থী বিধান দে, অঙ্কন বাজ, বাপী মাজি, বর্ণালী ভুঁইয়্যারা বলেন, 'আশায় বাঁচে চাষা', এক্ষেত্রেও আমরাও তাই। আগের টেট পাশরাই নিয়োগ পাননি, আবার একটা পরীক্ষার মুখোমুখি আমরা। কি হবে জানিনা। তবে এরাজ্যে নিয়োগ দূর্ণীতির হাজারো অভিযোগের মাঝে এবার অন্তত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক। এমনটাই চাইছেন সকলে।
অভিভাবক অরবিন্দ মণ্ডল বলেন, অতিত থেকে শিক্ষা নিয়ে নিয়োগ কর্তারা এবার অন্তত সুষ্ঠতার সঙ্গে নিয়োগ করুন। নিয়োগক্ষেত্রে অতিতের কালো ছায়া এবার অন্তত যেন না পড়ে সেটাই তিনিও চাইছেন বলে জানান।
Dec 24 2023, 12:34