*কলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের*
উত্তর ২৪ পরগনা: ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার যশাইকাঠি পঞ্চায়েতের শিমুলিয়ার আদিবাসী পাড়া এলাকায়।গতকাল সন্ধ্যায় PWD এর রাস্তার জায়গায় পানীয় জলের কল ভেঙ্গে কলের ভেতর বিশ তেল , কেরোসিন ও ডিজেল ঢেলে দেওয়ার অভিযোগ ছোট্টু সর্দার বলে এক ব্যক্তির বিরুদ্ধে । এলাকার মানুষ বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে । নতুন কলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী এলাকার কয়েকশো পরিবারের মানুষ ।
কল ভেঙে দেওয়ার ফলে সমস্যায় পড়েছে এলাকার কয়েকশো পরিবার । বহুদূর থেকে জল আনতে হচ্ছে তাদের । তাই এলাকার মানুষ নতুন কলের দাবিতে এবং ছোট সর্দারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ।
এলাকার মানুষের অভিযোগ-ছোট সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরে থানা থেকে পুলিশ আসে এলাকায়, কিন্তু ছোট সর্দারকে গ্রেপ্তারতো দূরে থাক উল্টে গ্রামবাসীদের কেই ঝামেলা করলে পুলিশ তুলি নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে যান ।
অজ্ঞতা এলাকার মানুষ নতুন কলের দাবিতে কেউসা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় । এলাকায় পুলিশ আসার পর কলের হ্যান্ডেল লাগিয়ে দিয়েছে , কিন্তু কলের আশেপাশে এখনো কেরোসিনের গন্ধ এবং কেরোসিন তেল পড়ে আছে ।এলাকার পঞ্চায়েত সদস্য শান্তনা সরকার জানিয়েছেন তিনি বিষয়টি শুনেছেন এবং অবিলম্বে একটা কলের ব্যবস্থা তিনি করবেন।
Dec 24 2023, 12:05