*সাইবার প্রতারকদের হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের " সাইবার বন্ধু" পরিষেবার পথচলা শুরু*
দিঘা: ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষের লাখ লাখ টাকা সাইবার ক্রাইমের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। প্রতিনিয় শয়ে শয়ে অভিযোগ জমা হচ্ছে পুলিশের কাছে। সেই অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে " সাইবার বন্ধু" নামে এক পরিষেবা চালু করা হয়েছে। শনিবার রাতে দিঘায় সেই পরিষেবার শুভ সূচনা করেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য। এদিন দিঘায় এক অনুষ্ঠানের মাধ্যমে পরিষেবার পথচলা শুরু হয়। আগত পর্যটক, স্থানীয় মানুষদের নিয়ে কুইজের মাধ্যমে কিভাবে সাইবার ক্রাইম হাত থেকে নিজেদের রক্ষা করা যায় তা তুলে ধরা হয়।
পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান, সামনেই বড়দিন ও ইংরেজির নতুন বছর। দিঘায় বিভিন্ন প্রান্তের বহু পর্যটক আসবেন। সেই সমস্ত পর্যটক ও স্থানীয় মানুষজ, ব্যবসায়ীদের সচেতন করতে আগামী এক সপ্তাহ ধরে পুলিশের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়ে। শুধু দিঘায় নয় আগামীদিনে জেলার বিভিন্ন প্রান্তে সাইবার বন্ধু, ট্রাফিক সচেতনতা সহ একাধিক পরিষেবা তুলে ধরা হবে সাধারণ মানুষের সামনে।
সম্প্রতি জেলায় প্রতিনিয়ত সাইবার প্রতারণার অভিযোগ জমা হচ্ছে। তদন্তে নেমে পুলিশ তা উদ্ধার করে প্রতারিত ব্যক্তির হাতে তুলে দিচ্ছে। সাধারণ মানুষ যাতে দ্রুত তাদের অভিযোগ জমা করতে পারে এবং পুলিশি সাহায্য পায় তার জন্য " সাইবার বন্ধু" পরিষেবা চালু করা। দিঘায় বিভিন্ন সাধারণ মানুষ প্রতারিত হয়। সাধারণ মানুষকে সচেতন করার মধ্যদিয়ে যাতে প্রতিরোধ করা যায় তার প্রয়াস গ্রহন করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
Dec 24 2023, 09:48