১৯ জানুয়ারি মহা মিছিলের ডাক DA আন্দোলনকারীদের

আরও বাড়ল ডিএ আন্দোলনের ঝাঁঝ। ১৯ জানুয়ারি মহা মিছিলের ঘোষণা করল সংগ্রামী যৌথ মঞ্চ । হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, হাজরা থেকে শুরু হবে মিছিল। দাবি পূরণ না করলেন আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন সংগ্রামী মঞ্চের সদস্যরা।

রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রার ঘোষণা করে দেওয়া হয়েছে। জানুয়ারি শেষ সপ্তাহে তিন দিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।

সরকারি জলাশয় সুন্দর্যায়ন ও উন্নতির লক্ষ্যে ৪৬ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাজ্যের মৎস্যমন্ত্রীর

এসবি নিউজ ব্যুরো: নদীয়ার শান্তিপুরে মৎস্য দপ্তরের অধীনে রয়েছে বেশ কয়েকটি জলাশয়ের জায়গা আছে। আজ তার মধ্যে নদীয়ার শান্তিপুরের অতি পরিচিত ফিশারি নামে একটি জায়গায় পরিদর্শনে এসেছিলেন রাজ্যের মৎস্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব রায়। সাথে ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

শনিবার ফিশারিতে অবস্থিত বেশ কয়েকটি জলাশয় জায়গা ঘুরে দেখলেন মন্ত্রী। যদিও পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, "৪৬ লক্ষ টাকা ব্যয়ে এই ফিসারির সৌন্দর্যায়নের কাজ শুরু হবে । এরপর জলাশয় জায়গা গুলি খনন করে সেখানে মাছ চাষ করা হবে। আর সেখান থেকেই অনেকেই পাবেন কর্মসংস্থান"।

তবে আগামী এক বছরের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন মন্ত্রী। অন্যদিকে, শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, "শান্তিপুরের একমাত্র খোলামেলা জায়গা বলতে নামকরা যায় এই ফিসারিজ। শুধু এখানে মাছ চাষ হবে না, আগামী দিনে তৈরি হবে পিকনিক স্পট, আর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এক অসাধারণ পরিবেশ তৈরি হবে এই ফিসারি।"

আবারো সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ উদ্ধার সরঞ্জাম, পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত,ঘটনায় সাংবাদিক বৈঠক পুলিশের উচ্চ পদস্থদের

নদীয়া: আবারো সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ উদ্ধার সরঞ্জাম, পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত,ঘটনায় সাংবাদিক বৈঠক পুলিশের উচ্চ পদস্থদের

গভীর রাতে অভিযান চালিয়ে একই এলাকা থেকে উদ্ধার প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ সরঞ্জাম। পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত।

ঘটনায় সাংবাদিক বৈঠক রানাঘাট পুলিশ জেলার। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে নদীয়ার ফুলিয়া এলাকার পরিমল ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাই শান্তিপুর থানার পুলিশ, এরপর উদ্ধার করে ৩০৮ টি লেভেল ছাড়া ঘি,ও ঘি তৈরির সরঞ্জাম।

যদিও প্রত্যেকটি টিনে প্রায় ১৫ কেজি করে সরঞ্জাম থাকে। তবে বিপুল পরিমাণে ভেজাল ঘি সহ অভিযুক্ত পরিমল ঘোষ কে গ্রেফতার করে পুলিশ, আজ তাকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মন্ডল।

তিনি জানান, এই অভিযান চলছে বেশ কিছু দিন ধরে আর এখন থেকে বিশেষভাবে চলবে এ অভিযান। যার বাড়ি থেকে এত পরিমান ভেজাল ঘি ও সরঞ্জাম উদ্ধার হয়েছে তা সবই লেবেল ছাড়া, এর আগেও ভেজাল ঘি তৈরীর অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। গতকাল রাতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তবে এখন থেকে লাগাতার এই অভিযান চলবে।

*বড়দিনে মোতায়েন থাকবে ৩ হাজার কর্মী*

আর মাত্র দুদিন পরেই গোটা দেশ বড়দিনের আনন্দে মেতে উঠবে। এদিকে আনন্দে মেতে উঠবে শহর কলকাতা -ও। যদিও বড়দিনের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে কলকাতাকে।

বড়দিনের দিন ৩ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকবেন বলে খবর। বিভিন্ন পয়েন্টের দায়িত্বে থাকবেন ৯ জন ডিসি সহ আরও অনেকে। পার্কস্ট্রিট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে কুইক রেসপনস টিম, অ্যাম্বুলেন্স।

সোদপুর স্টেশনে ভেঙে পড়ল লেভেল ক্রসিং-এর হাইট গজ গেট

বর্ধমান স্টেশনের পর এবার নয়া বিপত্তি সোদপুরে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যস্ত এই স্টেশনে ভেঙে পড়ল লেভেল ক্রসিং-এর হাইট গজ গেট। ওই ক্রসিং দিয়ে প্রতিদিন বহু মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করেন।

শনিবার সকালে একটি লরির ধাক্কায় গেটটি ভেঙে পড়েছে বলে জানা গেচে। এর ফলে বড়সড় বিপদ ঘটতে পারত বলে মনে করছে এলাকাবাসী। তবে বিপদ এড়ানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে, শনিবার সকাল থেকে এই ঘটনার জেরে বড়সড় সমস্যার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা। গেটটি ভেঙে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে লেভেল ক্রসিং। ইতিমধ্যে গেটটি সরানোর কাজ শুরু হয়েছে।

সাক্ষী মালিকের পর এবার পদ্মশ্রী ফেরালেন কুস্তিগীর বীরেন্দ্র সিং

দেশের কিছু মহিলা কুস্তিগীরদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠা বিজেপি সংসদ তথা ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং দেশের কুস্তি ফেডারেশনের প্রধান হওয়ায় এবার পদ্মশ্রী ফেরালেন কুস্তিগীর বীরেন্দ্র সিং।

এরআগে ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং-কে কুস্তি ফেডারেশনের প্রধান করার প্রতিবাদে অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক খেলা ছেড়েছেন। পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া। এবার সেই তালিকায় নাম লেখালেন বীরেন্দ্র সিং।

মুক ও বধির কুস্তিগির বীরেন্দ্র পদ্মশ্রী সম্মানে ভূষিত। বধির কুস্তিতে বিশ্বমঞ্চে বহু খেতাব জিতেছেন বীরেন্দ্র। কিন্তু বজরং পুনিয়ার মত তিনিও পদ্মশ্রী ফেরচ্ছেন। বীরেন্দ্র জানিয়েছেন,’যখন মহিলা কুস্তিগীরদের যথাযথ সম্মান দেওয়া হয় না, তখন আমিও এই সম্মানের যোগ্য নই। আমরা ৪০ দিন ধরে রাস্তায় ছিলাম, কিন্তু সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি।

আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে নয়, একজন ব্যক্তির বিরুদ্ধে। আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, কিন্তু যা ঘটছে তাতে আমি সরকারের ওপর আস্থা রাখতে পাচ্ছি না।‘

জঙ্গিদের খোঁজে পুঞ্চ-রাজৌরি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় বন্ধ হয়ে গেল মোবাইল ইন্টারনেট পরিষেবা। শনিবার থেকে এই পরিষেবা বন্ধ হয়। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা কনভয়ে সন্ত্রাসবাদীরা হামলা চালায়। এই ঘটনার পরেই যুদ্ধকারীণ তৎপরতায় চলছে সন্ত্রাসবাদীদের খোঁজ। এখনও পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি । তাই সন্ত্রাসবাদীদের খুঁজতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা বাহিনী। বর্তমানে পুঞ্চ ও রাজৌরি জেলায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী ।

প্রসঙ্গত গত ২১ শে ডিসেম্বর বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা কনভয়ে সন্ত্রাসবাদীদের হামলায় ৫ জন শহিদ হয়েছেন। গুরুত্বর জখম হয়েছেন তিন জন। আচমকা হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন সেনা জওয়ানরা। শেষ পর্যন্ত সেনাবাহিনী জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়।

নিমতার বড় ফিঙ্গা অঞ্চলে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে নিমতা থানার সামনে এম বি রোড অবরোধ বিজেপির মহিলা মোর্চার

কলকাতা: চলতি মাসের ১৭তারিখ নিমতার বড় ফিঙ্গা অঞ্চলে পুকুর থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা ও নারী নিরাপত্তা নিয়ে বিজেপি মহিলা মোর্চার তরফে নিমতা থানার সামনে এম বি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিক্ষোভে সামিল মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, রয়েছেন জেলা সভাপতি অরিজিৎ বক্সী সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক।

'বিতর্কিত' বাড়ি ভেঙ্গে ফেলার কাজ শুরু করলো পৌরসভা

বাঁকুড়াঃ সপুত্র শিক্ষক খুনের ঘটনার সাক্ষী ও 'বিতর্কিত' সেই বাড়ি এবার ভেঙ্গে ফেলার কাজ শুরু করলো বাঁকুড়া পৌরসভা। শনিবার সকাল থেকেই পৌরসভা নিযুক্ত শ্রমিকরা ওই বাড়ি ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছেন।

প্রসঙ্গত, বাঁকুড়া শহরের নতুনচটি এলাকায় 'হাউস ফর অল প্রকল্পে' তৈরী এই বাড়ির জমিকে ঘিরে বিতর্কের জেরে প্রাক্তন শিক্ষক মথুরামোহন দত্ত ও তাঁর ছেলে শ্রীধর দত্তকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী পিন্টু রুইদাস ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযুক্ত পিন্টু রুইদাস, তার,স্ত্রী ও দুই ছেলেকে গ্রেফতার করে। যদিও এর আগেই ১৬ অক্টোবর 'বিতর্কিত' জমিতে তৈরী ওই বাড়ি ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

এই ঘটনার পিছনে পরোক্ষে পৌরসভা দায়ী, দাবি বিজেপির। দলের বাঁকুড়া জেলা সহ সভাপতি দেবাশীষ দত্ত বলেন, একজন শিক্ষকের জমিতে কেউ বাড়ি তৈরী করছে তা দেখার দায়িত্ব পৌরসভার। অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা আটকানো উচিৎ ছিল। অভিযুক্তরা শাসক দলের কাছ থেকে মদত পেয়েই ওই বাড়ি তৈরী করেছিল। ওই ঘটনার সঙ্গে আরো কে বা কারা যুক্ত খুঁজে বের করার দাবি জানান তিনি।

এদিন বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, হাইকোর্ট এই বাড়ি ভাঙ্গার নির্দেশ দিয়েছিল ১৬ অক্টোবর, সেই নির্দেশ আমাদের হাতে এসে পৌঁছায় ২৯ অক্টোবর। পরে আমরা বাড়ি মালিককে তিন দিনের মধ্যে বাড়ি ভাঙ্গার নির্দেশ দিয়ে ১৭ নভেম্বর নোটিশ দিই। এই ঘটনার পিছনে পৌরসভার কোন দায় নেই দাবি করে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর ওই উপভোক্তাকে দ্বিতীয় দফার টাকা দেওয়া হয়নি। আর মূলতঃ পূজোর কারণেই এই 'বিতর্কিত' বাড়ি ভাঙ্গা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

*বীরভূমের আদলে তৈরি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল এলাকার তারাপীঠ মন্দিরের দ্বার খুলল ভক্তদের জন্য*

পাঁশকুড়া: বীরভূমের তারাপীঠের আদলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল গ্রামে প্রতিষ্ঠিত হয় তারাপীঠ মন্দির। যেখানে সাধক বামাক্ষ্যাপা সহ তারা মা বিরাজমান। তারাপীঠ দর্শন করতে পাড়ি দিতে হয় সুদূর বীরভূম জেলায়। তবে কাছেপিঠে যখন আবির্ভাব হয়েছে তারাপীঠের তারা মা এর তবে দূরে পাড়ি কেন তারাপীঠের আদলে তৈরি এই মন্দিরে ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন মানুষের।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পূজো দিতে আসেন এই মন্দিরে। মাঝে হঠাৎ করে মন্দির বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ হয় সকলের। তবে সেই মন্দির আবার নতুন করে সেজে ওঠে, আবার নতুন করে প্রতিস্থাপিত করা হয় তারা মা এর মূর্তি।

আনুষ্ঠানিক ভাবে অভিষেক করে পালকি চেপে মন্দিরে প্রবেশ করেন তারাপীঠের তারা মা। খুশি পাঁশকুড়া সহ গোটা জেলাবাসী। ঢাকঢোল বাজিয়ে হোমযজ্ঞ পূজোপাঠের মধ্য দিয়ে নতুন করে তারাপীঠ মন্দিরের দ্বার খোলা হয় ভক্তদের জন্য। যা মানুষের কাছে দ্বিতীয় তারাপীঠ নামেই পরিচিত হয়ে উঠেছে। অভিষেকের প্রথম দিনেই মন্দিরে ঢল নামে মানুষের।

বীরভূমের তারাপীঠের তারা মা এর কাছে যে ভোগ নিবেদন করা হয়, ঠিক একই ভাবে বিভিন্ন ব্যঞ্জন সাজিয়ে এখানকার তারাপীঠের মন্দিরে ভোগ নিবেদন করা হয় মা এর কাছে।