*জীবিত লক্ষ্মীর ভান্ডার প্রাপক খাতায় কলমে মৃত, পরিষেবা থেকে বঞ্চিত হওয়ায় চিন্তায় আয়েশা বিবি, দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের*
মহিষাদল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প "লক্ষ্মীর ভান্ডার। সেই প্রকল্পের পরিষেবা উপভোগ করছেন বাংলার মহিলারা। প্রথম প্রথম পরিষেবা ঠিকঠাক চললেও সময়ের সাথে সাথে বেশকিছু সমস্যার স্বীকার হচ্ছেন প্রাপকরা। জীবিত মহিলা হয়ে যাচ্ছেন মৃত। আর সেই কারনেই অনেকেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই ঘটনা একে একে প্রকাশ্যে আসছে।
দুই পুত্র ও স্বামীকে নিয়ে দিব্যি সংসার করে চলেছেন মহিষাদলের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের বামুনিয়ার বাসিন্দা 'মৃত' আয়েশা বিবি। পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিস ছোটাছুটি করেও জীবিত হয়ে উঠতে পারেননি এখনো। সরকারি খাতায় এখনও তাঁকে মৃত দেখানো হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন আয়েশা বিবি।খাতায় কলমে মৃত থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে 'লক্ষ্মীর ভাণ্ডার'। গত ছ'মাস ধরে সেই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন।
আয়েশা বিবি জানান, গত এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি না। কয়েকমাস ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা না আসায় সন্দেহ হয়। তখন পঞ্চায়েত অফিসে যোগাযোগ করি। প্রধান পরামর্শ দেন বিডিওর কাছে সমস্যার কথা জানিয়ে লিখিত অভিযোগ করতে। বিডিওর কাছে অভিযোগ করেছি। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস বলেন, প্রশাসনিক ভুলভ্রান্তির কারণে একজন গরিব মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের ভুলের খেসারত দিতে হচ্ছে একজন জীবিত মানুষকে। কীভাবে দ্রুত আয়েশা বিবি লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন ব্লক প্রশাসন তার ব্যবস্থা করুক।
মহিষাদল ব্লকের বিডিও বরুনাশিস সরকার জানান, বিষয়টি কয়েকদিন আগে আমার কাছে এসেছে। বিষয়টি নিয়ে জেলাশাসকের সাথে কথা হয়েছে।জন্ম-মৃত্যুর পোর্টালে আধার লিঙ্কেজে ভুলের কারণে এই সমস্যা হচ্ছে। আমরা দ্রুত সমস্যা সমাধানের চেস্টা করছি।
এখন দেখা আয়েশা বিবি তার প্রাপ্য অধিকার তিনি কবে ফিরে পায়। সেদিকে আমাদের নজর থাকবে।
Dec 21 2023, 17:49