*উত্তরবঙ্গের জন্য স্বায়ত্ব শাসনের দাবি জানিয়ে স্মারকলিপি জমা*
এসবি নিউজ ব্যুরো: এবার উত্তরবঙ্গে স্বায়ত্ব শাসনের দাবি করে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হল বৃহস্পতিবার। উত্তরবঙ্গ তপশিলী জাতি ও আদিবাসী সংগঠণের কেন্দ্রীয় কমিটির তরফে এদিন মোট পাঁচ দফা দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত জাতি ভিত্তিক জনগণনা, সরকারী চাকরীর ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ, ভূমি পুত্রদের জমি হস্তান্তর প্রতিরোধক আইন চালু, উত্তরবঙ্গে স্বায়ত্বশাসন, কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত।
পাশাপাশি কামতাপুরী ভাষাকে আবশ্যিক বিষয় হিসেবে পঠন পাঠনের সঙ্গে যুক্ত করারও দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায় বলেন, "রাজ্য সরকার বিভিন্ন সম্প্রদায়ের জন্য উন্নয়ন বোর্ড গঠন করছে। এখানকারও ডেভলপমেন্টের দায়িত্ব যাতে স্থানীয়রাই নিতে পারেন তার জন্যই আমরা অন্যান্য দাবির সাথে উত্তরবঙ্গের জন্য স্বায়ত্ব শাসনের দাবি জানাচ্ছি।"
Dec 21 2023, 17:21