*খাঁচায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক লেপার্ড*

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়িতে বনদপ্তরের তরফে বসানো খাঁচায় খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক লেপার্ড। ডুয়ার্সের মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনা।চা বাগানের বাসিন্দারা নাগেশ্বরী চা বাগানের ১২ নং সেকশনে বসানো খাঁচা থেকে লেপার্ডের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচার ভিতর এদিক ওদিক ছোটাছুটি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়।

খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে খাঁচা সহ লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা যায়, নাগেশ্বরী চা বাগানে দিনের পর দিন লেপার্ডের অত্যাচার বেড়েই চলছিল। সন্ধ্যার পরেই চা বাগান থেকে সংলগ্ন জনবসতি এলাকায় ঢুকে যাচ্ছিল লেপার্ডটি। বাড়িতে ঢুকে ছাগল, মুরগি খেয়ে সাবার করছিল।

বাগানের তরফে বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে খাঁচা বসানোর দাবি জানানো হয়। সেই অনুযায়ী গত ১৫ই ডিসেম্বর বনদপ্তরের তরফে বাগানের ১২ নং সেকশনে খাঁচা বসানো হয়। দেওয়া হয় ছাগলের টোপও। অবশেষে এদিন লেপার্ড খাঁচা বন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাগানের জনগণের মধ্যে। বনদপ্তর সূত্রে জানা গেছে, লেপার্ডটি সুস্থ থাকায় সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

করোনা নিয়ে বাংলাকে সর্তক কেন্দ্রের

শীতের মাঝে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড ১৯ সংক্রমণ। যার জেরে নতুন করে রাতের ঘুম উড়ে গিয়েছে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষের। এদিকে বিপদ এড়াতে রাজ্যগুলিকে আগে থেকেই সতর্ক থাকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

সতর্ক করা হয়েছে সমগ্র বাংলাকেও। জানা গিয়েছে, কলকাতা ও জেলার হাসপাতালগুলিতে কোভিড রোগীদের জন্য বেড নির্দিষ্ট করে রাখা, পজিটিভ রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানর মতো বিষয়গুলিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে।

আইসি ডি এস সেন্টারের বেহাল দশা

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের বাদুড়িয়ার যদুরাটির পালপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা । সেন্টারের বেহাল দশা । খোলা আকাশের নিচে হচ্ছে রান্না। উনুনের পাশে নোংরা আবর্জনার স্তূপ । খাবারের মানও খুব নিম্ন এবং দিদিমণিরা ঠিক মতন আসেনা বলে অভিযোগ । চাল ডাল গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ দিদিমনিদের বিরুদ্ধে ।

অভিভাবকরা প্রতিবাদ করলে আইসিডিএস সেন্টারের কর্তব্যরত রাধুনী রীতিমত তর্ক বিতর্ক করেন ।

বহুবার ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং গ্রামবাসীরা প্রধান দিদিমণিকে জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি । আর দিদিমণি না আসায় পড়াশোনা হয় না । যেদিন দিদিমণি আসে সেদিন রাধুনীর বাড়ির বারান্দাতেই হয় পড়াশোনা , কারণ পড়াশোনা হওয়ার ঘর নেই ।

আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে এবং দিদিমনির বিরুদ্ধে একাধিক অভিযোগ অভিভাবক এবং গ্রামবাসীদের ।দিদিমণি ছুটিতে থাকায় তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।কিন্তু রাধুনী রুপা পাল জানান,"মেম্বারকে বহুবার জানানো হয়েছে। স্কুল তৈরীর টাকাও এসেছিল। সেই টাকা ফিরে গেছে স্কুল তৈরি হয়নি।"

*ফটো গ্যালারী* *পড়িযায়ী পাখির ঝাঁক সাঁতরাগাছি ঝিলে* *ছবি:সঞ্জয় হাজরা*
*বেলা ১২ টা বাজলেই শুরু মিটিং, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২১ শে ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে বেলা ১২ টা নাগাদ একটি জমায়েত আছে হাজরা ক্রসিং-এ। এছাড়া বেলা ১২ টা নাগাদ আর এস এন স্কোয়ার থেকে আর আর অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে। 

 এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*ফের ঘূর্ণাবর্ত! বঙ্গে কমবে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়া*


শীতের আমেজে ভরপুর ডিসেম্বর। কোথা ৫ কোথাও ১০। রাজ্য জুড়ে শীতের দাপটে কাবু সকলে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আবার এন্ট্রি নিচ্ছে ঘূর্ণাবর্ত। তাই আপাতত কিছুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যের অধিকাংশ জায়গায়। কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে দুই বঙ্গেই। 

আবহাওয়া দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে৷ ফলে বাড়বে রাতের তাপমাত্রা। মৌসম ভবন জানিয়েছে, গতিপথ পরিবর্তন করে বর্তমানে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে এর জেরে পশ্চিমবঙ্গে কোনও বৃষ্টিপাতে সম্ভাবনা আপাতত নেই। 

আগামী ২২ ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা। আপাতত দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। তবে বড়দিনের সময়ে ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে রাজ্যে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

*Kalinga Super Cup Derby Damama, schedule announced*

Sports News 

 KKNB : Football lovers will get a taste of derby at the beginning of the new year. Although not in Kolkata's Yuva Bharati sports arena. Kalinga Super Cup will be held in Bhubaneswar and Cuttack. Calcutta derby will be held at Kalinga Stadium in Bhubaneswar on January 19.

The All India Football Federation announced the complete schedule of the Super Cup a while ago. On the first day of the tournament, the two leaders of Kolkata are entering the field. The main episode starts on January 9.

East Bengal will play against Hyderabad FC in the first match. Mohun Bagan is coming down in the evening. The opponent is an I-League team.

Mohun Bagan's next match is on January 14. Opponent Hyderabad FC. On the same day, Mohun Bagan is coming down in the evening. The opponent is an I-League team. Big match on January 19. Which team will make it to the semi-finals will depend on this match. The two semi-finals will be held on January 24 and 25. The Super Cup final is on January 28. The matches of the day will be from 2 pm. Evening match at 7.30 pm.

 Pic Courtesy by: AIFA

*গভর্মেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুরের ৭৫ বর্ষপূর্তি উদযাপন*


উত্তর ২৪ পরগনা: এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শেষ হল ৪ দিন ব্যাপী গভর্মেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুরের ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠান । এই উপলক্ষ্যে কলেজে ৪ দিনব্যাপী নানা ধরনের শিক্ষাগত, সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়। আজ তার সমাপ্তি দিন। ট্যাবলো সজ্জিত করে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা,সকল শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহযোগে বিরাট বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরিক্রমা করে সারা এলাকায়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য ভীড় করেন সাধারণ মানুষও।

*নাট্য প্রদর্শন*

মহিষাদল: পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি ও তথ্য ও সংস্কৃতি বিভাগের আর্থিক সহায়তায় মহিষাদল সমকাল নাট্য সংস্থার নতুন নাটক " চেতনা- অচেতনা" গড়ে উঠেছে। বুধবার সন্ধ্যায় মহিষাদলের শিল্পকৃতি স্টুডিও থিয়েটার মঞ্চে উদ্বোধনের মধ্যদিয়ে পথচলা শুরু হয়।এদিন আনুষ্ঠানিক ভাবে নাটকটি প্রদর্শিত হয়। নাট্য প্রেমি মানুষের উপস্থিত নজর কাড়ে।নাটক মঞ্চস্থ হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

মন্ত্রীর স্ত্রীর নামে গ্যাসের ই কেওয়াইসি টাকার বিনিময়ে করানোর অভিযোগ ,মন্ত্রীর বাড়ি ঘিরে বিক্ষোভ উপভোক্তদের

নদীয়া:তৃণমূল মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে টাকার বিনিময়ে গ্যাসের কেওয়াইসি করানোর অভিযোগ। মন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগরের। রাজ্যের তৃণমূল মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের স্ত্রীর নামে গ্যাসের ডিলারশিপ রয়েছে। কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী গোটা দেশ জুড়ে চলছে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিংক করানোর কাজ। সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন গ্যাসের ডিলারশিপ সেন্টার থেকে এই কেওয়াইসি করার নির্দেশ রয়েছে কেন্দ্র সরকারের তরফে। সেই মতো বিভিন্ন জায়গায় গ্রাহকরা গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তাদের আধার লিঙ্ক করিয়ে আনছেন।

অথচ দীর্ঘদিন ধরেই রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাস গ্রাহকদের কাছ থেকে ২০০ টাকা করে নিচ্ছে। টাকা না দিলে বলা হচ্ছে এখানে কেওয়াইসি করা যাবে না। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে গারদের সঙ্গে দূর ব্যবহারের অভিযোগ উডঠেছে সোমা বিশ্বাস এবং তার কর্মীদের বিরুদ্ধে। মূলত এই অভিযোগ তুলেই একাধিক গ্রাহকরা এদের মন্ত্রীর বাড়ির সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি কেন ২০০ টাকার বিনিময়ে আমরা কেওয়াইসি করব যেখানে সরকারি নির্দেশ রয়েছে সম্পন্ন বিনামূল্যে হওয়ার কথা।যদিও গ্রাহকদের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল মন্ত্রীর স্ত্রী সোমা বিশ্বাস। তিনি বলেন কেওআইসির বিনিময়ে কোন টাকা নেওয়া হচ্ছে না। ২০০ টাকা নেওয়া হচ্ছে গ্যাসের যে পাইপ লাইন রয়েছে সেই পাইপ দেওয়ার বিনিময়। এটা শুধু আমার এখানে নয়, জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যাসের ডিলাররা একই নিয়মে কাজ করছেন।

এ বিষয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, গোটা দেশজুড়ে একই নিয়ম চলছে। আর আমরা তো দেশের বাইরে নই। যার সমস্যা হবে সে আসবেনা।এ বিষয়ে কটাক্ষ করে বিজেপি নেতা সন্দীপ মজুমদার বলেন, কোথাও নিয়ম নেই পাইপ না নিলে কেওয়াইসি করা যাবে না। এটা সম্পূর্ণ জোড়পূর্বক কাট মানি খাওয়ার ধান্দা। তৃণমূলের এটাই পরিচয়।