*সাঁওতালি ভাষায় "জবা বাহা" গল্পের বই লিখে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হচ্ছে টুরুয়াচাঁদ বাস্কে*

হলদিয়া: সারদাপ্রসাদ কিসকু স্মৃতি পুরস্কার,সাধুরামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার,শিক্ষারত্ন পুরস্কারের পর এবার ভারত সরকারের পক্ষ থেকে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন শিক্ষক টুরিয়াচাঁদ বাস্কে। সেই বার্তা পাওয়ার পর খুশির হাওয়া রাজ্য,জেলার পাশাপাশি কর্মস্থল হলদিয়ার সুতাহাটার বাবুপুরে।

টুরিয়াচাঁদ বাস্কে শিক্ষকতার পাশাপাশি সাঁওতালি ভাষায় লেখালেখি করে থাকেন। সাঁওতালি ভাষায় একাধিক বই প্রকাশ পেয়েছে তাঁর লেখার মধ্যদিয়ে। তাঁর লেখা প্রেমের গল্পগুচ্ছ " জবা বাহা" মধ্যদিয়ে তিনি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৩ সম্মানে সম্মানিত হচ্ছেন। ২০ টি গল্প নিয়ে তারাসিঞ বাস্কে ( ছদ্দনাম) জবা বাহা বইটি সাঁওতালি ভাষায় প্রকাশিত হয়। গত আগষ্ট মাসে ভারত সরকারের সাহিত্য একাডেমির কাছে তাঁর লেখা বই " জবা বাহা" বইটি পৌঁছায়। তার পর বুধবার খুসির খবর পায় টুরিয়াচাঁদবাবু।

ইতিপূর্বে টুরিয়াচাঁদবাবু, ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকারের সাঁওতালি একাডেমির পক্ষ থেকে সারদা প্রসাদ কিসকু স্মৃতি পুরস্কারের পুরস্কৃত হয়েছেন, ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ বিভাগের পক্ষ থেকে সাধুরামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার, ২০২৩ সালে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হন। এবার ভারত সরকারের পক্ষ থেকে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হচ্ছেন।

ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের সম্মানের বার্তা পাওয়ার পর খুবই খুশি টুরিয়াচাঁদবাবু। তিনি বলেন, স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি সাহিত্য নিয়ে চার্চা করে থাকি। সাঁওতালি ভাষায় বেশ কয়েকটি বই প্রকাশ পেয়েছে। এই ধরনের পুরস্কার আমাকে আগামীদিনে আরও বেশি করে লেখার উদ্যমী করে তুলবে।

টুরিয়াচাঁদবাবু হলদিয়ার সুতাহাটা ব্লকের বাবুপুর এগ্রিকালচারাল হাইস্কুলের একজন শিক্ষক। তাঁর এই সফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের শিক্ষক সুদীপ্ত সামন্ত জানান, টুরিয়াচাঁদবাবু একজন ভালো মনের মানুষ। ছাত্রছাত্রীদের যেমন স্নেহের সাথে পড়াশোনা করান তেমনি মনোযোগ দিয়ে সাহিত্য চর্চা করে থাকেন। একের পর এক সফল্যে আমরা ভীষণ খুশি ও আনন্দিত।।

লোকসভার শীতকালীন অধিবেশন থেকে ২ বিরোধী সাংসদ সাসপেন্ড

শীতকালীন অধিবেশনে ফের সাসপেন্ড করা হল দুই জন সাংসদকে। অসদাচরণের অভিযোগে সংসদের শীতকালীন অধিবেশনে আরও দুই বিরোধী সাংসদকে সাসপেন্ড করল লোকসভার স্পিকার । দুই সদস্য থমাস চাঝিকাদান ও এএম আরিফ কেরালার বাসিন্দা। চাঝিকাদান কেরালা কংগ্রেস (মণি) এবং এএম আরিফ সিপিএমের সদস্য। শীতকালীন অধিবেশন শেষ হবে ২২ ডিসেম্বর শুক্রবার। তারআগেই মোট ১৪৩ জন সাংসদ লোকসভা থেকে সাসপেন্ড হলেন। এর মধ্যে লোকসভার সাংসদ ৯৭ জন।

গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে ১৪ ডিসেম্বর ১৪ জন, সোমবার ৭৮ জন, মঙ্গলবার ৪৯ জন এবং আজ আরও দু'জন সংসদ সদস্যকে সাসপেন্ড করা হয়। গত ১৩ ডিসেম্বর লোকসভার নিরাপত্তা এড়িয়ে ২ জন অধিবেশন চলাকালীন সময় ঢুকে পড়ে। তাঁরা ক্যানিস্টার থেকে রঙিন ধোঁয়া বের করে লোকসভার মধ্যে। আর নিয়েই শুরু হয় তরজা । এরপর থেকেই সংসদের দুটি কক্ষে চলে লাগাতার বিরোধীদের বিক্ষোভ।তাদের দাবি, সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে ভাষণ দিতে হবে। সেই দাবির জেরেই একের পর এক সাংসদ লোকসভা এবং রাজ্য সভা থেকে সাসপেন্ড হচ্ছেন।

SSKM এর বিরুদ্ধে জোড়া জনস্বার্থ মামলা

এবার এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে জোড়া জনস্বার্থ মামলা। বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এই এসএসকেএম হাসপাতাল, অভিযোগ মামলায়। এই সমস্ত ব্যক্তিদের জন্য হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে, উঠল অভিযোগ।

সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা কেন এসএসকেএম হাসপাতালে হবে আর কেন জোকা ইএসআই হাসপাতালে হবে না, এই প্রশ্ন তুলে মামলা। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

*স্বাস্থ্য সাথী নয়,ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভালো চিকিৎসা পরিষেবার দাবি গ্রামীণ চিকিৎসকদের*

মহিষাদল: বাংলার সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ ভালো স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ঘোষনা রাজ্য সরকার করলেও ঠিকঠাক সেই পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে না। এমনই ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। রাজ্য সরকার প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করলেও সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না। তাই স্বাস্থ্য সাথীর পরিষেবা নয় ব্লক স্তরে ভালো স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করার আবেদন গ্রামীণ চিকিৎসক সংগঠনের।

বুধবার মহিষাদল রবীন্দ্র পাঠাগারে প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র‍্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে ষষ্ঠী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে রাজ্য, জেলা ও ব্লকের গ্রামীণ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা, প্রাক্তন সাংসদ, হেলথ স্ট্যান্ডিং কমিটির সদস্য চিকিৎসক তরুন মন্ডল, সংগঠনের জেলা সম্পাদক রামচন্দ্র সাঁতরা, মহিষাদল ব্লক ইউনিটের সভাপতি নীলকন্ঠ মাইতি, সম্পাদক শংকর দোলাই সহ অন্যান্যরা।

এদিন সংগঠনের জেলা সম্পাদক রামচন্দ্র সাঁতরা জানান, ১৯৮২ সাল থেকে এই সংগঠনের প্রতিনিধি প্রান্তিক এলাকার মানুষদের রাতে ভিতে চিকিসা পরিষেবা প্রদান করে চলেছে। তাদের সঠিক প্রশিক্ষণ ও সঠিক তালিকা তৈরি জন্য ২০১৫ সালে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। তালিকা তৈরি করা হলেও তা সঠিক ভাবে করা হয়নি পাশাপাশি সঠিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয়নি। আমরা চাই যারা এই ধরনের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে গ্রামীণ এলাকায় তাদের প্রশিক্ষন দিয়ে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত করা হোক। স্বাস্থ্য সাথী প্রকল্পে কোটি কোটি টাকা খরচ না করে ব্লকে ব্লকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের জন্য করা হোক।

বর্তমান সময়ে স্বাস্থ্য ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে করে কেন্দ্র ও রাজ্য সরকারের উচিত গ্রামীণ চিকিৎসার সাথে মানুষজনদের প্রশিক্ষন দিয়ে তাদের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত করা।তবেই বাংলায় স্বাস্থ্য পরিষেবার পরিবর্তন ঘটতে পারে। স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারি সংস্থার হাতে তুলে না দিয়ে সরকারিভাবে স্বাস্থ্য ব্যবস্থার উপর জোর দেওয়া হোক।

আবারও ভেজাল ঘি উদ্ধার শান্তিপুরে, ফুলিয়া বুইচা থেকে 350 কেজি ঘি সহ গ্রেফতার 2 ঘি ব্যবসায়ী

নদীয়া:আবারও ভেজাল ঘি উদ্ধার ফুলিয়ায়। এবার 300 কেজি ভেজাল ঘি সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে শান্তিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ফুলিয়া এলাকায় নকল ঘি তৈরি করে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী।

আর এর পরই শান্তিপুর পুলিশ ফুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ফুলিয়া বুইচা এলাকার একটি ঘি কারখানায় হানা দিয়ে 300 কেজি নকল ঘি বাজেয়াপ্ত করে। ঘটনায় স্বপন ঘোষ ও সুব্রত পাল নামের দুই ঘি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শান্তিপুর থানা। বুধবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর পুলিশ।

*রবিনসন স্ট্রিটের ঘটনার ছায়া এবার তমলুকে, মারা যাওয়ার পরেও ঘর বন্ধ রেখে মৃত বাবার পাশে শুয়ে মানসিক ভারসাম্যহীন মেয়ে।*

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তাম্রলিপ্ত পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে পদুমবসান এলাকায় এক বাড়িতে থাকতেন ভোলানাথ দে নামে ৮০ বছরের বৃদ্ধ(কৃষি দপ্তরের প্রাক্তন কর্মী) ও তার মানসিক ভারসাম্যহীন এক মহিলা মান্তু দে বয়স ৩৫। গত মঙ্গলবার থেকে ওই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়িতে আশা কাজের মহিলা ভেতরে ঢুকতে পারেনি।

প্রতিদিন বারবার দরজা ধাক্কা দিয়ে ও চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেনি ওই মহিলা। এরপর প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে এবং খবর দেওয়া হয় তমলুক থানায়। বুধবার সকালে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তার বাবাকে ধরে শুয়ে থাকে। দীর্ঘদিন না খাওয়ার ফলে ওই বয়স্ক বৃদ্ধ মারা যায় এবং ওই মহিলা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে।

তমলুক থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য এবং তাঁর মেয়ে কে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসার জন্য। ঘটনার খবর দেওয়া হয় মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে। তবে দীর্ঘদিন বাড়ির দরজা বন্ধ থাকার পরেও মৃত বৃদ্ধর স্ত্রী ও ছোট মেয়ে কেন কোন খোঁজখবর নেননি তাঁদের সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

কাজের দাবিতে আন্দোলনে আপদ মিত্ররা

বাঁকুড়াঃ 'কাজ চাই কাজ দাও, নইলে মোদের বিষদাও' স্লোগান তুলে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন 'ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজম্যান্ট এণ্ড আপদ মিত্র একতা মঞ্চের সদস্যরা। বুধবার ওই সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে 'অবিলম্বে সরকারী যেকোন দপ্তরে কাজের সুযোগ দেওয়া' ও 'কীট' দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।

ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজম্যান্ট এণ্ড আপদ মিত্র একতা মঞ্চ, বাঁকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে, গত ২০২২ সালের নভেম্বর মাসে প্রশিক্ষণ শেষ হয়। তারপর এক বছর কেটে গেলেও কেউ কাজের সুযোগ পায়নি। একাধিকবার পূর্বতন জেলাশাসক থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করলেও কাজ হয়নি। এই অবস্থায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

এদিনের বিক্ষোভ কর্মসূচী অংশ নেওয়া ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজম্যান্ট এণ্ড আপদ মিত্র একতা মঞ্চে জেলা সম্পাদক উত্তম গিরি, সদস্যা ডালিয়া ব্যানার্জীরা বলেন, বাঁকুড়া জেলায় ৩০০ জনকে আপদমিত্র প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, কিন্তু প্রশিক্ষণ শেষে এক বছর পরেও কোন কাজের সুযোগ নেই। পার্শ্ববর্ত্তী জেলা গুলিতে প্রশিক্ষণ প্রাপ্তরা কাজ পাচ্ছেন। এই অবস্থায় দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান

বেআইনি ভাবে ভারতে প্রবেশ করার সময় হাসখালির কাঁকড়াঝোড় থেকে BSF এর হাতে গ্রেফতার ১ বাংলাদেশী

নদীয়া:বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করার সময় BSF এর হাতে গ্রেফতার এক বাংলাদেশি ব্যক্তিকে বুধবার আনুমানিক 1 30 নাগাদ রানাঘাট আদালতে তুললো হাসখালি থানার পুলিশ।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে হাসখালি থানার কাঁকড়াঝোড় এলাকায় টহল দেওয়ার সময় BSF জওয়ানরা খেয়াল করেন বাংলাদেশের দিক থেকে এক ব্যক্তি ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। আর এর পরই BSF কর্মীরা ওই ব্যক্তিকে আটক করে।

বাংলাদেশের ট্যাংরাখাল এলাকার বাসিন্দা ওই ব্যক্তি তার ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। আর এর পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে হাসখালি পুলিশ এর হাতে তুলে দেয় BSF। বুধবার ধৃতকে রানাঘাট আদালতে তুলেছে হাসখালি থানার পুলিশ।

কেন্দ্রের টাকা নষ্ট করেছে রাজ্য সরকার: শুভেন্দু

নবান্নে আজ নেই মুখ্যমন্ত্রী কারণ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বঞ্চনা ইস্যুতে কথা বলতে দিল্লি গিয়েছেন। সেই ফাঁকেই নবান্নে কেন্দ্রীয় বরাদ্দের খতিয়ান নিয়ে প্রবেশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে সেই সম্পর্কে কথা বললেন শুভেন্দু নিজেই। বলেন যে জানিয়ে তিনি আসেননি কারণ এর আগে একাধিকবার নবান্নে প্রবেশের চেষ্টা করেছেন তাঁরা কিন্তু কোনোবারই অনুমতি দেওয়া হয়নি।

দাবি করেন, কেন্দ্রের টাকা নষ্ট করেছে রাজ্য সরকার। বাংলার জনগণকে বঞ্চিত করছে রাজ্য সরকার। বিজেপির সমর্থক হলে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করা হয়। প্রশাসনিক সভায় বিজেপি বিধায়কদের নাকি ডাকা হয় না। দিল্লিতে নাটক করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, নিশানা শুভেন্দুর। অর্থাৎ বঞ্চনার পাল্টা বঞ্চনার জবাব দিলেন বিজেপি নেতা।

আচমকাই নবান্নে শুভেন্দু

বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠক শেষ করে সোজা নবান্নের ভেতর পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গাড়ি নিয়ে তিনি এই মুহূর্তে নবান্নের ভেতর রয়েছে এবং তাঁর সঙ্গে রয়েছেন আরো কিছু বিধায়ক।

কার সঙ্গে বৈঠক করছেন অথবা কেন দেখা করছেন কিংবা কী পদক্ষেপ তিনি গ্রহণ করতে চলেছেন সে বিষয়ে এখনই কিছু খোলসা করতে চাননি বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে নবান্ন থেকে বেরিয়ে এসে তিনি নিজেই সব কিছু জানাবেন। এদিকে এখন দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।