সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে পিছন দিকে হেঁটে দার্জিলিং থেকে গঙ্গাসাগর ৯৩০ কিলোমিটার পদযাত্রায় এক যুবক

এসবি নিউজ ব্যুরো: সবুজ পৃথিবী গড়তে চাই, মানুষকে বার্তা দিতে চাই সবুজ-ঐ জীবন, এমনই দাবি ৬৫ বছরের সঞ্জীব দাসের। তার বাড়ি হুগলি জেলার ত্রিবেণী এলাকায়।একসময় আইটিসিতে চাকরি করতেন ৬০ বছরে অবসর নেওয়ার পর মানুষের জন্য কিছু করার চিন্তাভাবনা নিয়ে২০২১ সালে গঙ্গা দূষণ নিয়ে মানুষের বার্তা দিতে উত্তরাখণ্ডের গঙ্গার উৎপত্তিস্থল গোমুখ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর ২০১০ কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা করেন ।তবে সে ছিল সম্মুখ পানে স্বাভাবিক হাঁটা।

আর এবারে পিছন দিকে হেঁটে আসা ৯৩০ কিলোমিটার। অবাস্তব মনে হলেও সত্যি লক্ষ মাত্রায় পৌছাতে আর মাত্র ৩৭ কিলোমিটার বাকি, আজ সকালে নিশ্চিন্তপুরে পৌঁছে যান। এরপরে কাকদ্বীপ ৮ নম্বর ভেসেল ঘাট মাত্র ১২ কিলোমিটার তারপর ভেসেল পারিয়ে কচুবেড়িয়া থেকে কপিলমুনি মন্দির মাত্র ২৫ কিলোমিটার স্বপ্ন পূরণে অঙ্গীকার সফল হবে। এই ব্যক্তি পিছনভাবে হাঁটার সময় যাতে তার পিছন দেখা যায় পিছনে রেখেছে একটি আয়না।

আর আয়নার মাধ্যমে পিছনের রাস্তা দেখে কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে চলেছে এই ব্যক্তি। তার মূল বক্তব্য তিনি সবুজ পৃথিবী দেখতে চান।সেই উদ্দেশ্যে সকল দেশবাসীকে প্লাস্টিক মুক্ত সবুজ পরিবেশ দেখার জন্য সেই বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য পিছনভাবে হেঁটে জনগণকে সেই বার্তা দিতে চাইছেন।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিষ খেয়ে আত্মঘাতী আলু চাষী

এসবি নিউজ ব্যুরো: ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কিন্তু শীতের শুরুতে অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে আত্মহত্যা করলেন ওই আলু চাষীর দাবি মৃতের স্ত্রীয়ের। রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় মৃতের ময়নাতদন্ত। ঋণ নিয়ে প্রায় চার বিঘা পোখরাজ ও অন্যান্য আলু চাষ করেছিলেন চন্দ্রকোনা লাহিরগঞ্জ এলাকার বাপি ঘোষ নামে এক কৃষক। তবে অকাল বৃষ্টিতে আলুর জমি পুরো ডুবে যায়। প্রচুর টাকা ঋণ নিয়ে চাষ করার পর ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মানসিক অবসাদে গিয়েছিলেন ওই কৃষক।

এর জেরেই শুক্রবার গভীর রাতে বিষ খান ওই চাষী। এরপর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শনিবার সকালে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। রবিবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয় মৃতের।

বানারহাটে সাধারণ মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী

এসবি নিউজ ব্যুরো: আলিপুরদুয়ার থেকে প্রশাসনিক সভা সেরে মুখ্যমন্ত্রী বানারহাট উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী হেলিপ্যাডে নামেন। হেলিপ্যাড থেকে নামার পরেই মুখ্যমন্ত্রী বানারহাটে ১ নম্বর আদর্শ পল্লী হয়ে হেটে বানারহাটের সেচ দপ্তরের বাংলোতে পৌঁছান।

মুখ্যমন্ত্রী রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকা মহিলাদের হাতে যেমন শাড়ি চাদর তুলে দেন ।পাশাপাশি শিশুদের হাতে চকলেট, বিস্কুট, খেলনা তুলে দেন। সেই সাথে রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে দেন।

*কুলতলিতে লোকালয়ে বাঘের আতঙ্ক*

এসবি নিউজ ব্যুরো: গতকাল সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে লোকালয়ে বাঘের আতঙ্ক।মৈপিঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় গতকাল সকালে বাঘের পায়ের ছাপ দেখে এলাকায় চাঞ্চল্য শুরু হয়।ঘটনাস্থলে পৌছায় মৈপিঠের-কোস্টাল থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা।

গ্রামের আসে পাশের জঙ্গলের মধ্যে বাঘ আছে কী না তা দেখার জন্য আকাশ পথে ড্রোন ক্যামেরা ওড়ানো হয়েছে,যার সাহায্যে জঙ্গলের মধ্যে ভেতরের ছবি তুলে ধরতে পেরেছে বনদপ্তরে কর্মীরা।

গতকাল গ্রামের যে অংশ ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছিল সেখানে আজ সকালে আবার নতুন করে বাঘের পায়ের ছাপ ও নখের আঁচর দেখা যায়। তা দেখে আবারও আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। আজ সকালে গ্রামের বাকি অংশটাও ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয় বনদপ্তর এর পক্ষ থেকে। লোকালয় থেকে বাঘ গভীর জঙ্গলে ফেরাতে ফাটানো হচ্ছে শব্দবাজি। শব্দবাজি ফাটাতে ফাটাতে বন কর্মীরা জঙ্গলে এগিয়ে যাচ্ছে।

নিউ জলপাইগুড়ির স্টেশনের রাজধানী এক্সপ্রেস থেকে প্রায় ১১কোটি টাকার হাতির দাঁত সহ দুজনকে গ্রেফতার কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর

এসবি নিউজ ব্যুরো: ফের একবার সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়িতে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। এরপর দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হাতির দাঁত। এর পরেই দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সোলেমান খা(২৮) ও রতন গোয়ালা(৩৫)। দুজনেই আসামের বাসিন্দা।

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই ধৃতদের কাছ থেকে ৭ কেজি ৩২০ গ্রাম ওজনের হাতির দাঁত উদ্ধার হয়েছে। এবং হাতির দাঁতের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১কোটি টাকা। হাতির দাঁত উত্তরপ্রদেশের বারানসী থেকে নিয়ে আসা হয়েছিল এবং নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।

পথশ্রী নয়, হতো শ্রী বেহাল স্বাস্থ্য ব্যবস্থা অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

নদীয়: পথশ্রী নয় রাজ্যে এখন হতশ্রী এছারাও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আজ নবদ্বীপের রেল রিক্রেয়েশন মাঠে সর্ব ভারতীয় শিল্পী সংসদের একটি সমাবেশে এসে বিজেপির রাজ্য সভাপতি একদিকে যেমন মহুয়া মৈত্র নিয়ে কটাক্ষ করেন অন্য দিকে স্বাস্থ্য ব্যাবস্থা নিয়ে কটাক্ষ করে বলেন হাসপাতাল আর হাসপাতাল নেই শিশুর বেডে শুয়ে আছে কাকু । অন্যদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করে বলেন সরকারি পয়সায় বিয়ে হচ্ছে এবার রাজ্য সরকার প্রজাপতি অফিস খুলবে ।

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথি চ্যাটার্জী সহ অনান্য নেতৃত্বরা । এখানে এসে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন CAA এবং NRC এই রাজ্যে লাগু করা প্রয়োজন , আর এই আইন কেন্দ্র সরকার লাগু করবেই । একমাত্র এই আইনের মধ্যে দিয়ে আমরা নাগরিকত্ব পেতে পারি । এছাড়া যারা বলছেন রেশন কার্ড , আধার কার্ড আছে মানে নাগরিকত্ব আছে তারা শুধুমাত্র রাজনীতি করতেই এই কথা বলে ।

বাংলাদেশ পাচারের আগে হাবড়া পুলিশের উদ্ধার নিষিদ্ধ কাপসিরাপ(ফেনসিডিল),আটক দুই পাচারকারী

উত্তর ২৪ পরগনা: গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ হাবরা গৌড়বঙ্গ রোডের জমিদার বাড়ি গেট এলাকায় হাবড়া থানার পুলিশ হানা দেয়।সেখানেই একটি ছোট হাতি গাড়িতে করে নিষিদ্ধ কাপ সিরাপ বাংলাদেশ পাচার হচ্ছিল।সেই সময় গাড়িটি দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি চালাতেই গাড়ি থেকে মেলে নিষিদ্ধ কাপ সিরাপ।

হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে কাপসিরাপ গুলোকে উদ্ধার করা হয়।গাড়ির চালক এবং খালাসিকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে। উদ্ধার হাওয়া কাপসিরাপ গুলো ৯৬০ পিস এমনটাই জানা গিয়েছে হাবড়া পুলিশ সূত্রে।

ইস্টার্ন জোনাল কাউন্সেলিং এর বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগ দিতে পাটনার গেলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

কলকাতা: ইস্টার্ন জোনাল কাউন্সেলিং এর বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগ দিতে পাটনার উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন "এই বৈঠকে রাজ্যের কোন প্রাপ্তি থাকবে কিনা প্রসঙ্গে বলেন, ইস্টার্ন জোনাল কাউন্সিলিং এর মধ্যে যে রাজ্যগুলো রয়েছে সকলের সঙ্গে একটা কোঅর্ডিনেসন করে যার যেটা সুবিধা অসুবিধা সেগুলো বলা হয় আলোচনা করা হয়।

সুতরাং এখানে আমাদের যা যা করার সেটা সেচ থেকে শুরু করে স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা হবে। সেগুলোতে আলোচ্য বিষয় যেগুলো আছে সেটা সবাই মিলে বসে যে অসুবিধা গুলো আছে সেগুলোর একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার উদ্দেশ্যে এই মিটিং।

বিএসপি সাংসদকে দল থেকে বহিষ্কার করা প্রসঙ্গে বলেন, "এটা আমি জানি না। কারণ ওই দলের নেত্রী যিনি কি কারণে সাসপেন্ড করেছেন জানি না। এটা ওদের দলের ব্যাপার। আমি দেখেছি যে সাংসদ নিজেই তার উত্তর দিয়েছে।"

সাইবেরিয়া থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলো একজোড়া বাঘ, এখন থেকে সড়কপথে নিয়ে হবে দার্জিলিং চিড়িয়াখানাতে

কলকাতা: রবিবার ভোররাতে এমিরেটসের বিমানে কলকাতা এলো একজোড়া সাইবেরিয়ান বাঘ। এর মধ্যে একটি পুরুষ ও একটি মহিলা বাঘ রয়েছে। মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই এই বাঘ দুটিকে নিয়ে আসা হল এখানে। পরিবর্তে ভারত থেকে দুটি রেড পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াত।

কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই দুটি বাঘকে। কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিল বন্যপ্রাণী নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স।ওই অ্যাম্বুলেন্স করেই বাঘ দুটি কে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা থেকে দার্জিলিং চিড়িয়াখানায়।

আমরা বিজেপি নই, প্রতিশ্রুতি দিয়ে সব পূরণ করছি: মমতা

আজ রবিবার আলিপুরদুয়ারে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, 'আমরা বিজেপি নই, প্রতিশ্রুতি দিয়ে সব পূরণ করছি। কেন্দ্র বিনামূল্যে রেশন দিচ্ছে না কিন্তু আমরা দিচ্ছি। অবিসিদের জন্য টাকা বন্ধ করে দিয়েছিল মোদী সরকার। আমি যা কথা দিই তা রাখি, কিন্তু বিজেপি কথা দিয়ে কথা রাখে না। আমরা বিনামূল্যে রেশন পরিষেবা চালিয়ে যাবো।'

আদিবাসী পরিবারের শংসাপত্র নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'আদিবাসী পরিবারগুলিকে শংসাপত্র দেওয়া হবে। ভুয়ো শংসাপত্র বাতিল করবে সরকার। অনেকেই আছেন যারা আদিবাসীদের নামে ভুয়ো সার্টিফিকেট করিয়েছেন।'

প্রসঙ্গত লোকসভা ভোটের আগে গেরুয়া ঘাঁটি উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তিনি আলিপুরদুয়ারে গিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ’আলিপুরদুয়ারে ২৬ হাজার মানুষকে সরকারী পরিষেবা দেওয়া হবে। চা বাগানের শ্রমিকদের পাট্টা দেবো। পাট্টার সঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা করে চা বাগানের শ্রমিকদের দেওয়া হবে। পাট্টার জমিতে যাতে শ্রমিকরা বাড়ি করতে পারেন তারই ব্যবস্থা করা হল। ৪৬৪২ শ্রমিকের মধ্যে এই পাট্টা বিলি করা হল।' একথায় পাহাড় দখল করতে কোমর বেঁধে পথে নেমেছে শাসক দল।