মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'বিরূপ মন্তব্য' নিয়ে সরব শশী পাঁজা

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'বিরূপ মন্তব্যের' তীব্র প্রতিক্রিয়া দেখালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

তিনি বলেন, রাজ্যের ২১ লক্ষ ১০০ দিনের কর্মীর বকেয়া টাকা আটকে রাখা হয়েছে। সেই নিয়ে কোনও মন্তব্য নেই। কিন্তু দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য কখনই মেনে নেওয়া যায়নি। গিরিরাজ সিং যে মন্তব্য করেছেন, তাতে ক্ষমা চাওয়াও যথেষ্ট নয় বলেও তিনি মন্তব্য করেন।

ফের আত্মহত্যা মেট্রোয়, ব্যাহত পরিষেবা

কাজের দিনে সাতসকালে আবারও আত্মহত্যার চেষ্টা কলকাতার মেট্রোয়। বৃহস্পতিবার সকাল ৮:৫০ নাগাদ মেট্রোর লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। আর তার জেরে পাতালরেল পরিষেবায় বিভ্রাট। আর তার জেরে মাঝখান থেকে ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা।

এই নিয়ে পর পর ৩ দিন এই ধরনেরই ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। মঙ্গলবার এবং বুধবার থার্ড লাইনে প্রযুক্তিগত সমস্যার জন্য থমকেছিল কলকাতা মেট্রো । আজ আত্মহত্যার চেষ্টার ঘটনায় ফের বন্ধ মেট্রো পরিষেবা। এই ঘটনার জেরে এখন কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে রবীন্দ্র সদন স্টেশনে দমদমমুখী একটি মেট্রো ঢোকার সময়ে আপ লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো। আপত্‍কালীন দরজা খুলে যাত্রীদের নামিয়ে দেওয়াও হয়। ঘোষণা হয়ে যাওয়ার বেশ কিছু সময় পর আপত্‍কালীন দরজা খোলে। যাত্রীদের নামিয়ে মেট্রো খালি করে দেওয়া হয়। আপাতত কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে উত্তম কুমার বা টালিগঞ্জ পর্যন্ত এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা সচল রয়েছে। রবীন্দ্র সরোবর থেকে চাঁদনি চক পর্যন্ত মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রয়েছে।

আপ এবং ডাউন লাইনে দাঁড়িয়ে রয়েছে অন্তত ৪টি মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পাওয়ার ব্লক অর্থাত্‍ বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন করে রবীন্দ্র সদন স্টেশনের ওই অংশে কাজ চলছে। তবে ঝাঁপ দেওয়া ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে কি না, উদ্ধার করলেও জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, ঝাঁপ দেওয়া ব্যক্তির বয়স ৩০। মেট্রো কর্তাদের দাবি, ৯ টা ৪৮ মিনিটে নর্থ সাউথ গোটা রুটে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

শীতকালীন অধিবেশনের আগেই মোদী-শাহ বৈঠক

অপেক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণের মধ্যেই সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে। তবে তার আগে বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। ইতিমধ্যে দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

এছাড়া অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ডঃ এস জয়শঙ্কর এবং বীরেন্দ্র কুমার দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকে উপস্থিত হয়েছেন। এই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। এই বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

এবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে ইউনিক নম্বর থাকবে প্রশ্নপত্র ও উত্তরপত্রের প্রতি পাতায়

এসবি নিউজ ব্যুরো: মধ্যশিক্ষা পর্ষদ এবার মাধ্যমিক পরিক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে ইউনিক নম্বর থাকবে প্রশ্নপত্র ও উত্তরপত্রের প্রতি পাতায়। এবং সেই নম্বর থাকবে এম্ববেল্ডন। মোবাইলে কেউ ছবি তুলে সেই প্রশ্ন ফাঁস করলেও তিনি ওই ইউনিক নম্বর দেখতে পাবেন না । শুধু পর্ষদই ওই নম্বর দেখতে পারবে নির্দিষ্ট সফটওয়ারে বলে জানালেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এছাড়াও যেসব স্কুলে মাধ্যমিক পরিক্ষার সিট পরবে সেই স্কুলে অন্তত তিনটি সিসিটিভি ক্যামেরা থাকতেই হবে। পরীক্ষা কেন্দ্রে সীমানা পাঁচিল থাকতে হবে। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, ওই এম্ববেল্ডন নন্বর নির্দিষ্ট সফটওয়ারের মাধ্যমে ধরা পরবে।পর্ষদ সূত্রের খবর প্রায় ১০ লক্ষের পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসছে।

*পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে ১ টাকায় ৩৫০ একর জঙ্গলমহলে জমি দেওয়ার সিদ্ধান্ত*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: রাজ্য সরকারের এখন প্রধান প্রাধান্য শিল্পায়ন। তাই পশ্চিম মেদিনীপুর জেলায় গোয়ালতোড়ে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে ১ টাকায় ৩৫০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় গোয়ালতোড় এ এই জমি ৯৯ বছরের জন্য লিজে দেওয়া হয়েছে। এই জমি কেবলমাত্র শিল্পের জন্যই ব্যবহার করা যাবে। নবান্ন সূত্রের খবর মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে গিয়েছে।সদ্যসমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের যে প্রস্তাব রাজ্য সরকারের কাছে এসেছে, সেই প্রস্তাবগুলি বাস্তবায়িত করতেই এই জমিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

এমনটায জানান পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদেরী। তবে এই এলাকার মানুষের দাবি শিল্প তো হবে শুনছি কিন্তু বাস্তবে আর হচ্ছে কোথায়।শেষে দেখা যাবে চাষও হচ্ছে না আর শিল্পও হচ্ছে না। দীর্ঘদিন ধরে একই কথা শুনে আসছি তেমন কোন আশার আলো দেখতে পাচ্ছি না।

বাড়ির লোকনাথ ব্রহ্মচারীর পুজো হয়ে উঠেছে সার্বজনীন পুজো

এসবি নিউজ ব্যুরো: বাড়ির লোকনাথ ব্রহ্মচারীর পুজো হয়ে উঠেছে সার্বজনীন পুজো। এমনই এক দৃশ্য দেখা গেল শ্রী শ্রী লোকনাথ কৃপাসিন্ধু মন্দিরের তৃতীয় বর্ষ পদার্পণ করল এই মহামিলন উৎসব। বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এফসিআই মোড়, অশোকপল্লীতে অবস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মহামিলন উৎসব পালন করা হয়।

সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এরপর পাদুকাভিষেক, চণ্ডীপাঠ, মহাগুরুর মহাপুজো, সকলের কল্যাণের জন্য শান্তি যজ্ঞ করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি বিকেলে প্রায় কয়েক হাজার মানুষকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

যতক্ষণ পর্যন্ত পিএইচই কাজটি করছে, ততদিন শিলিগুড়ির মেয়রকে মুখ্যমন্ত্রীর নির্দেশগ্রামে জলের ট্যাঙ্ক পাঠাতে হবে

 এসবি নিউজ ব্যুরো: নকশাল নেতা কানু সান‍্যালের গ্রাম সেবদুল্লা জোত গ্রামে পানীয় জলের সংকট নতুন নয়। সরকার পরিবর্তন হয় কিন্তু হাতিঘিসার সেবদুল্লা গ্রাম জল কষ্টে জর্জরিত। সভ‍্যতার পরিবর্তন হলেও নদীর জল ,কখনো ঝোড়ার জল‌ই নির্ভরশীল এখানকার বাসিন্দাদের। বর্তমান সরকারের পিএইচ‌ই থেকে বাড়ি বাড়ি জল পৌঁছনোর ব‍্যবস্থা হলেও কানু সান‍্যালের গ্রাম তা থেকে বঞ্চিত।

অনেকের বাড়িতে জলের কল আছে কিন্তু জল নেই। আবার অনেকের জলের পৌঁছায়নি‌। প্রশাসনের কাছে আবেদন করলেই দুদিন জল আসে তারপর এক‌ই সমস্যা হয় অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মাঞ্জা নদী আবার কখনো দূর থেকে কুয়োর জল‌ই ভরসা করতে হয় জলের জন্য ।কুয়োর জলে আয়রণ থাকায় তা দিয়েই চলে অনেকের চলে তৃষ্ণা মেটানোর পথ। কবে মিটবে সমস্যা জানা নেই আদিবাসীদের মোড়া কানুর এই গ্রামে।

প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া হাতিঘিসাকে আর্দশ গ্রামের কথা বলেও জল সংকট অব‍্যাহত। গ্রামে দু-একটি কুয়ো হলেও আয়রনের প্রভাবের জেরে পেটের সমস্যা প্রধান কারণ হয়ে উঠেছে। ২০০৩ সালে অনগ্রসর দপ্তর থেকে জল প্রকল্পের ঘোষণা হয়। বাম আমলে ২০০৫ সালে সজলধারা প্রকল্পের উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী অশোক ভট্টাচার্য। কিন্তু সেই প্রকল্প আজ বেহাল অবস্থায়।‌ জল সমস্যায় পিএইচ‌ই সহ একাধিক চিঠি করেন কানু সান্যালের ছায়াসঙ্গী তথা গ্রামের বাসিন্দা দীপু হালদার। জল কষ্টের জন্য গ্রামবাসীদের নিয়ে জনস্বার্থ মামলা করার পর জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে। পানীয় জলের সমস্যার জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির কাছে গিয়েও লাভ হয়নি। অন্যদিকে গ্রামবাসীরা জানান জল কষ্ট নতুন নয়।‌‌ জলের জন্য প্রধান পঞ্চায়েতকে জানিয়েও লাভ হয়নি।‌‌ বাধ্য হয়ে বিভিন্ন স্থানে গিয়ে জল আনতে হয়।

স্বাধীনতার ৭৬ বছর কাটলেও জল পায়নি সেবদুল্লা। এদিন উত্তরবঙ্গ সফরে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, "যতক্ষণ পর্যন্ত পিএইচই কাজটি করছে। তবে যতক্ষণ পর্যন্ত কাজ শেষ হচ্ছে ততদিন শিলিগুড়ির মেয়রকে নির্দেশ দিয়েছি জলের টাংকে করে জল পৌঁছে দেবে।" অন্যদিকে, জলপাইগুড়ির হাইকোর্টের সার্কিট বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নির্দেশ দেন ফেব্রুয়ারী মাসের মধ্যে যদিও ওই এলাকায় জল না পৌঁছায় তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

*কেমন থাকবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৭ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে।  আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*ফটো গ্যালারী* আইএস এলে মোহনবাগান ও উড়িষ্যা এফসি ম্যাচের কিছু মুহূর্ত *ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা) ।*
*দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ, জেনে নিন আজকের আবহাওয়া*


ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গে যেন থমকে গিয়েছে শীত। সরাসরি কোনও প্রভাব পড়লেও পরোক্ষ প্রভাব আপাতত ২-৩ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতি ও শুক্রবার আকাশ মেঘে ঢাকা থাকবে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা। ডিসেম্বর চলে এলেও জাঁকিয়ে শীত আসেনি। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের জেরে আবহাওয়ার বদল।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও কলকাতায়। দিনভর মেঘলা আকাশ থাকবে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াস।