*৪৮ মিনিটের মাথায় আবার গোল ওড়িশা এফসির*
Breaking
বিবেকানন্দ যুবভারতীতে ক্রীড়াঙ্গনে আজ প্রথমার্ধের খেলায় ৪৮ মিনিটের মাথায় ওড়িশা এফসির আহমেদ জাহুর পেনাল্টি থেকে ২ গোল করে এগিয়ে দিল দলকে।
*৩০ মিনিটের মাথায় গোল ওড়িশা এফসির*
Breaking
বিবেকানন্দ যুবভারতীতে ক্রীড়াঙ্গনে আজ প্রথমার্ধের খেলায় ৩০ মিনিটের মাথায় ওড়িশা এফসির আহমেদ জাহুর পেনাল্টি থেকে ১ গোল করে এগিয়ে দিল দলকে।
ডঃ বি আর আম্বেদকরের মৃত্যু দিবস পালন
![]()
এসবি নিউজ ব্যুরো: বাঁকুড়ার মাচান তলায় ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু দিবস পালন করলো পশ্চিমবঙ্গ বাউরীর সমাজ উন্নয়ন সমিতি। আম্বেদকরের মৃত্যু দিবস উপলক্ষ্যে ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সবশেষে তার জীবনী তুলে ধরেন পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির সদস্যরা। সাধারণ মানুষের কাছে ড: বি আর আম্বেদকরের কর্মজীবন এবং তার দলিত সমাজের প্রতি অবদান তুলে ধরার অঙ্গীকার করেন তারা।
*ঘূর্ণিঝড় আপডেট*
রাজ্য
![]()
কলকাতা: ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে উত্তর-পূর্ব তেলেঙ্গানা, উড়িষ্যা ও দক্ষিণ ছত্রিশগড়ের উপরে রয়েছে।আগামী ৬ ঘন্টায় এটি আরো শক্তি হারিয়ে একটি নিম্নচাপ রূপে অবস্থান করবে। এই সিস্টেমটি ফলে আমাদের রাজ্যে খুব একটা বেশি প্রভাব পড়েনি। এর ফলে আজও আগামীকাল দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং ছিটে ফোটে বৃষ্টির সম্ভাবনা।
৮ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ১০ তারিখের পরে কলকাতা তাপমাত্রা ২০ নিচে নামার সম্ভাবনা। যতক্ষণ মেঘলা আকাশ থাকবে রাতের তাপমাত্রা কমবে না। ৮ তারিখের পর থেকে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করবে এবং তাপমাত্রা কমতে শুরু করবে। ১০ তারিখের পর থেকে তাপমাত্রা কম থাকবে এবং সেটা বেশ কয়েকদিন বজায় থাকবে এই মুহূর্তে কোন সতর্কবার্তা নেই।
মহিলাকে গণধর্ষণের ঘটনায় মমতাকে আক্রমণ সুকান্তর
![]()
আবারও একবার কলকাতা শহরে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই মহিলার প্রাক্তন প্রেমিক ও গাড়ির চালকের বিরুদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এদিকে এই ঘটনাকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যেই মহিলাদের নিরাপত্তা নেই। আরও একটি দিন, বাংলার নারী সম্মানে আরেকটি জঘন্য হামলা। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলায় মহিলাদের নিরাপত্তা এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।‘
*राज्य* *केंद्रीय मंत्री गिरिराज सिंह के भाषण के मद्देनजर तृणमूल नेता सुष्मिता देव ने कहा*
केंद्रीय मंत्री गिरिराज सिंह के भाषण के मद्देनजर तृणमूल नेता सुष्मिता देव ने कहा
মালদহ মেডিকেলে দেহ দান করা হল বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের
এসবি নিউজ ব্যুরো: মালদহ মেডিকেলে দেহ দান করা হল বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ শ্রদ্ধা জানানোর পর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় তার দেহ।
বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র বলেন, “নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। একাধিকবার রাজ্যের মন্ত্রীত্ব সামলেছেন। প্রাণী সম্পদ বিকাশ দফতরের পূর্ণমন্ত্রী ছিলেন নারায়ণবাবু। মঙ্গলবার সকালে এসএসকেএমে মৃত্যু হয় নারায়ণবাবুর। কলকাতায় তাঁর চক্ষু দান হয়েছে। আমরা নারায়ণবাবুর দেহ মেডিকেল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম।"
১০০ দিনের টাকা নিয়ে মন্তব্য করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
![]()
বুধবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে আলোচনা হয়েছে। তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন, যদি দুর্নীতি হয়ে থাকে, সেক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক জব কার্ডের টাকা বন্ধ করা হোক। কিন্তু গোটা রাজ্যের টাকা বন্ধ করবেন না। তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সরাসরি বৈঠকের পরামর্শ দেন।
গোটা রাজ্যের টাকা বন্ধ করবেন না। গিরিরাজ সিংহকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। বকেয়া জট কাটাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরামর্শ। দুর্নীতি হলে নির্দিষ্ট সংখ্যক জব কার্ডের টাাকা বন্ধ করা হোক।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ৩৪ নম্বর ওয়ার্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে বার্ধক্য ভাতা সহায়তা কেন্দ্র
![]()
এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচন আসন্ন । আগামী বছরের শুরুতেই হবে লোকসভা নির্বাচন।তাই সব দলই লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে এগিয়ে চলেছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সমগ্র ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র জুড়ে শুরু করে দিয়েছেন সাংসদের সহায়তা কেন্দ্র। যে সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে এলাকার মানুষজন বার্ধক্য ভাতার পরিষেবা পাবেন এবং যারা বার্ধক্য ভাতা থেকে বহুদিন বঞ্চিত ছিলেন তাদেরকেও এই সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে সাংসদের প্রতিনিধিগনরা সহযোগিতা করবেন।
এরকমই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ড এ ওয়ার্ড পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে একটি সহায়তা কেন্দ্র শুরু হল। যে সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে বয়ষ্কদের অর্থাৎ যারা এই পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন সেই সব মানুষজন যাতে পুনরায় বার্ধক্য ভাতা পায় ,সেই ব্যবস্থাই করলেন পৌর পিতা গোপাল সাহা। এই সহায়তা কেন্দ্রে এসে ওয়ার্ডের প্রতিটি মানুষ আশাবাদী যে আগামী দিনে তারা আর বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত থাকবেন না। এই সহায়তা কেন্দ্র চলবে চলতি মাসের আজ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত।
Dec 06 2023, 21:21
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.6k