দাদার মারে ভাইয়ের মৃত্যু ঘিরে উত্তেজনা ভাটপাড়ার শান্তিনগরে

উত্তর ২৪ পরগনা: পানীয় জল তোলা নিয়ে বুধবার সকালে দুই ভাইয়ের বচসা বাধে। আর সেই বচসা চলাকালীন দাদা বিনোদ সাউ লোহার রড দিয়ে তাঁর ছোট ভাই মহেন্দ্র সাউয়ের মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মহেন্দ্রকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ২৯ নম্বর রেলগেট সংলগ্ন শান্তিনগরের ঘটনা।

মহেন্দ্রের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রবিবার সকালে কাঁকিনারা ২৯ নম্বর রেলগেট সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। যদিও ঘটনা পর থেকে বেপাত্তা অভিযুক্ত বিনোদ সাউ। পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।

4 State poll results trends

এসবি নিউজ ব্যুরো: মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে সকাল ৮ থেকে।

প্রাথমিক পর্যায়ে:

রাজস্থান.... বিজেপি 113, কংগ্রেস 70

ছত্তীসগঢ়....বিজেপি 55, কংগ্রেস 32

তেলেঙ্গানায়..... কংগ্রেস 63,বি আর এস 41

মধ্য প্রদেশ.....বিজেপি 161, কংগ্রেস 67

নদীয়ার বাদকুল্লায় মদে বিষক্রিয়ায় মৃত্যু এক বন্ধুর,বাকি তিনজন সংকটজনক অবস্থায় চিকিৎসারত কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে

নদীয়ার বাদকুল্লায় মদে বিষক্রিয়ায় মৃত্যু হয় এক বন্ধুর , একই সাথে আসরে বসা বাকি তিন বন্ধু আশঙ্কা জনক অবস্থায় ভর্তি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে । এলাকা সূত্রে জানা যায বাদকুল্লার সুরভীস্থানের বাসিন্দা পিকলু বিশ্বাস গতকাল রাতে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে না থাকার কারণে বাদকুল্লা রাস মাঠে রাস দেখতে আসা বাদকুল্লার বিভিন্ন এলাকা থেকে তিন বন্ধু মিলে তার নিজের বাড়িতেই বসে মদের আসরে। সকলে মিলে গত দুর্গাপুজো সময়ের কিছুটা শেষ হওয়া ফ্রিজে রাখা অর্ধ সমাপ্ত মদের বোতলে থাকা মদ ভাগ করে খায়।

কিছুক্ষণের মধ্যেই সকলেই অসুস্থ হয়ে পড়ে, তাদের মধ্য থেকে তুলনামূলকভাবে কম অসুস্থ হওয়া একজন অন্য মদ না খাওয়া বন্ধুদের ফোনে জানায় তারা এসে লক্ষ্য করে বাকি সকলেই গুরুতর অসুস্থ। পিকলু সহ প্রত্যেককে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, রাতেই মারা যায় পিকলু। অত্যন্ত সংকট জনক অবস্থায় ভর্তি থাকা অন্যান্য চার বন্ধুর মধ্যে আজ সকালে কিছুক্ষণ আগে মৃত্যু হয় আরো এক বন্ধু কোমল সরদারের যার বাড়ি বাদকুল্লারই বাজার কলোনি । বাকি দুজন অষ্টম বিশ্বাস রেল কলোনির বাসিন্দা অন্যজন পলাশ ঘোষ নাদুড়িয়ায় বাড়ি তারাও গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে চিকিৎসা রত।

গোটা ঘটনায় বাতকুল্লায় নেমে আসে শোকের ছায়া, এরমধ্যে পিকলু বিশ্বাস মা বাবার একমাত্র সন্তান। ২৪ বছর বয়সী এই যুবক রেলে ঠিকাদারের অধীনে কাজ করতেন। কমল সরদারও পরিবারের একমাত্র উপার্জন কারী ছিলেন।

তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে হাসখালি থানার পুলিশ।

* নাগাল্যান্ডের উপনির্বাচনে কংগ্রেসের ভরা ডুবি, জয় NDPP-র*

নাগাল্যান্ডের তাপি বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি। এদিন কংগ্রেসকে হারিয়ে জয়ী হলেন NDPP প্রার্থী ওয়াংপাং কোনিয়াক। নাগাল্যান্ডের মোন জেলায় রবিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। এদিন NDPP প্রার্থী কংগ্রেসের ওয়াংলেম কোনিয়াককে ৫,৩৩৩ ভোটে পরাজিত করে। গত ২৮ আগস্ট এনডিপিপি বিধায়ক নোকে ওয়াংনাও মারা যাওয়ায় পর তাপি বিধানসভাকেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে পড়ে। তাই গত ৭ নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় তাপি বিধানসভা কেন্দ্রে।

এই নির্বাচনে কংগ্রেস প্রার্থী ওয়াংলেম কোনিয়াকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন এনডিপিপি প্রার্থী ওয়াংপাং কোনিয়াক। এই উপনির্বাচনে অংশগ্রহণ করেছিল ৭ হাজার ৭৮৮ জন পুরুষ এবং ৭ হাজার ৪৬৮ জন নারীসহ মোট ১৫ হাজার ২৫৬ জন। নির্বাচন কমিশনের তরফ থেকে, এই উপনির্বাচনের সময় ২৩টি ভোটকেন্দ্রের মধ্যে সাতটিকে ঝুঁকিপূর্ণ এবং ছয়টিকে সংকটজনক বলে চিহ্নিত করা হয়।

সমস্ত ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারির ব্যবস্থা ছিল। শুধু তাই নয় নির্বাচনের জন্য প্রতিটি সেক্টরকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছিল।তাছাড়া গেজেটেড এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়েছিল উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব। একথায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সম্পন্ন হয়েছিল তাপি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচনে ভোট পড়েছিল ৯৬.২৫ শতাংশ।

প্রসঙ্গত, রবিবার একদিকে যখন মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থানের বিধানসভা কংগ্রেসকে হারিয়ে বিজেপির দখলে যাচ্ছে সেই সময় নাগাল্যান্ডের তাপি বিধানসভা উপনির্বাচনেও ভরা ডুবি কংগ্রেসের। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই হারে চাপ বাড়বে নেতা -মন্ত্রীরা।

4 State poll results trends

এসবি নিউজ ব্যুরো: মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে সকাল ৮ থেকে।

প্রাথমিক পর্যায়ে:

রাজস্থান.... বিজেপি 112, কংগ্রেস 71

ছত্তীসগঢ়....বিজেপি 53, কংগ্রেস 34

তেলেঙ্গানায়..... কংগ্রেস 66,বি আর এস 39

মধ্য প্রদেশ.....বিজেপি 16২, কংগ্রেস 63

BSF ও পুলিশ এর যৌথ অভিযান, কৃষ্ণগঞ্জ এর বিজয়পুর থেকে বিপুল পরিমাণ মাদক ও Availability উদ্ধার, গ্রেফতার 4 জন আজ তাদের আদালতে তোলা হয়

নদীয়া:গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে বিজয়পুর সীমান্ত এলাকার 4 টি বাড়ী থেকে 69 বোতল ফেনসিডিল, 2 কেজি গাঁজা, একটি 7mm পিস্তল ও তিনরাউন্ড গুলি বাজেয়াপ্ত করলো BSF ও কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর, কৃষ্ণগঞ্জ থানা এলাকার বিজয় পুর সীমান্তে BSF গোপন সূত্রে খবর পায় বেশ কয়েকটি বাড়িতে মজুত করা হয়েছে নিষিদ্ধ সামগ্রী।

আর এর পরই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কে সাথে নিয়ে যৌথ অভিযান চালায় BSF। ঘটনায় রিতা প্রামানিক, সুভদ্রা বিশ্বাস, জতশ্রী প্রামানিক ও বিমল বিশ্বাস নামের 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

পশ্চিম মেদিনীপুরের মোহবনিতে যথাযথ মর্যাদায় পালন হল শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৫ তম জন্মদিবস

এসবি নিউজ ব্যুরো: কেশপুর ব্লকের মোহবনী গ্রামের জন্মভূমিতে যথচিত মর্যাদায় সহিত পালন হল শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৫ তম জন্মদিবস উদযাপন। রবিবার ক্ষুদিরাম বসুর জন্মভূমি অবিভক্ত মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহমনি গ্রাম। ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও পতাকা উত্তোলন ও ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই।

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাঞ্জা, দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র ব্যানার্জি এবং আনন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আসিফ সানি সহ অন্যান্য সমাজসেবীবৃন্দ ও শিক্ষকবৃন্দ। এছাড়াও এদিন দু'নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েত অফিসে ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তির উন্মোচন হয়। এদিন বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম থেকে ২০ জন সাইকেলে করে এসে ক্ষুদিরাম কে স্মরণ করেন। সঙ্গে এসেছিলেন ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই ও বিশিষ্ট সমাজসেবী সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা।

তিন রাজ্যে জয় পাচ্ছে বিজেপি। তাই কর্মীদের আনন্দে মেতেছেন বিজেপি বিধায়িকা অগ্নীমিত্র পল।
তিন রাজ্যে জয় পাচ্ছে বিজেপি। তাই কর্মীদের আনন্দে মেতেছেন বিজেপি বিধায়িকা অগ্নীমিত্র পল।

তিন রাজ্যে জয় পাচ্ছে বিজেপি। তাই কর্মীদের আনন্দে মেতেছেন বিজেপি বিধায়িকা অগ্নীমিত্র পল।

*নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত গ্রামে তল্লাশিতে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: দুই দিন ধরে যৌথ অভিযান চালিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত গ্রাম বিজয়পুরে তল্লাশি চালিয়ে মোট ২৬টি সোনার বিস্কুট এবং ৮টি সোনার চুড়ি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, বাংলাদেশ থেকে ভারতে পাচারের করার ১টি পিস্তল, ৩টি কার্তুজ, একটি ম্যাগাজিন, ২কেজি গাঁজা, ৬৯ বোতল ফেনসিডিলসহ মোট ৮ চোরাকারবারীকে আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন প্রায় ৩.৫২৫ কেজি। বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য ২১,৮৫,৫০০/- টাকা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূত্র মারফত ৩২ নং বাহিনীর বর্ডার পোস্ট বিজয়পুরের গোয়েন্দারা খবর পায় যে সীমান্ত এলাকার বিজয়পুর গ্রামের একটি সন্দেহজনক বাড়ি থেকে সোনা পাচার হচ্ছে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজয়পুর গ্রাম পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের সাথে নিয়ে বিজয়পুর গ্রামের সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি অভিযান দল ৩ টি বাড়ি থেকে মোট ২৪টি সোনার বিস্কুট এবং ৮টি সোনার চুড়ি উদ্ধার করে এবং একজন পুরুষ ও দুইজন মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অনুসন্ধান অভিযানের সময়, সুমন বিশ্বাস নামের এক ব্যক্তি বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে ২টি সোনার বিস্কুট সহ ধরা পড়ে। এই যৌথ অভিযানে ২৬টি সোনার বিস্কুট ও ৮টি সোনার চুড়ি উদ্ধার করা হয়।

তিন রাজ্যে বিজেপির জয়ের উৎসবে মাখলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার আবির খেলে মিষ্টি মুখ করে শুভেচ্ছা বিনিময় করলেন

নদীয়া:তিন রাজ্যে বিজেপির জয়ের পর নদীয়ার রানাঘাটের সংসদ জগন্নাথ সরকারের বাড়িতে আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা। সকাল থেকেই একের পর এক রাজ্যে বিজেপির জয়ের খবর আসতেই উৎসব শুরু জগন্নাথের বাড়িতে।

আগামী লোকসভা নির্বাচনে মোদিজীর হাত শক্ত করতে এই জয় বলেই জানালেন সাংসদ জগন্নাথ।