WestBengalBangla

Dec 03 2023, 13:37

তিন রাজ্যে জয় পাচ্ছে বিজেপি। তাই কর্মীদের আনন্দে মেতেছেন বিজেপি বিধায়িকা অগ্নীমিত্র পল।
তিন রাজ্যে জয় পাচ্ছে বিজেপি। তাই কর্মীদের আনন্দে মেতেছেন বিজেপি বিধায়িকা অগ্নীমিত্র পল।

তিন রাজ্যে জয় পাচ্ছে বিজেপি। তাই কর্মীদের আনন্দে মেতেছেন বিজেপি বিধায়িকা অগ্নীমিত্র পল।

WestBengalBangla

Dec 03 2023, 13:35

*নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত গ্রামে তল্লাশিতে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: দুই দিন ধরে যৌথ অভিযান চালিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত গ্রাম বিজয়পুরে তল্লাশি চালিয়ে মোট ২৬টি সোনার বিস্কুট এবং ৮টি সোনার চুড়ি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, বাংলাদেশ থেকে ভারতে পাচারের করার ১টি পিস্তল, ৩টি কার্তুজ, একটি ম্যাগাজিন, ২কেজি গাঁজা, ৬৯ বোতল ফেনসিডিলসহ মোট ৮ চোরাকারবারীকে আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন প্রায় ৩.৫২৫ কেজি। বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য ২১,৮৫,৫০০/- টাকা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূত্র মারফত ৩২ নং বাহিনীর বর্ডার পোস্ট বিজয়পুরের গোয়েন্দারা খবর পায় যে সীমান্ত এলাকার বিজয়পুর গ্রামের একটি সন্দেহজনক বাড়ি থেকে সোনা পাচার হচ্ছে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজয়পুর গ্রাম পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের সাথে নিয়ে বিজয়পুর গ্রামের সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি অভিযান দল ৩ টি বাড়ি থেকে মোট ২৪টি সোনার বিস্কুট এবং ৮টি সোনার চুড়ি উদ্ধার করে এবং একজন পুরুষ ও দুইজন মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অনুসন্ধান অভিযানের সময়, সুমন বিশ্বাস নামের এক ব্যক্তি বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে ২টি সোনার বিস্কুট সহ ধরা পড়ে। এই যৌথ অভিযানে ২৬টি সোনার বিস্কুট ও ৮টি সোনার চুড়ি উদ্ধার করা হয়।

WestBengalBangla

Dec 03 2023, 13:33

তিন রাজ্যে বিজেপির জয়ের উৎসবে মাখলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার আবির খেলে মিষ্টি মুখ করে শুভেচ্ছা বিনিময় করলেন

নদীয়া:তিন রাজ্যে বিজেপির জয়ের পর নদীয়ার রানাঘাটের সংসদ জগন্নাথ সরকারের বাড়িতে আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা। সকাল থেকেই একের পর এক রাজ্যে বিজেপির জয়ের খবর আসতেই উৎসব শুরু জগন্নাথের বাড়িতে।

আগামী লোকসভা নির্বাচনে মোদিজীর হাত শক্ত করতে এই জয় বলেই জানালেন সাংসদ জগন্নাথ।

WestBengalBangla

Dec 03 2023, 13:12

4 State poll results trends

এসবি নিউজ ব্যুরো: মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে সকাল ৮ থেকে।

প্রাথমিক পর্যায়ে:

রাজস্থান.... বিজেপি 113, কংগ্রেস 71

ছত্তীসগঢ়....বিজেপি 53, কংগ্রেস 36

তেলেঙ্গানায়..... কংগ্রেস 64,বি আর এস 41

মধ্য প্রদেশ.....বিজেপি 163, কংগ্রেস 65

WestBengalBangla

Dec 03 2023, 12:17

4 State poll results trends

এসবি নিউজ ব্যুরো: মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে সকাল ৮ থেকে।

প্রাথমিক পর্যায়ে:

রাজস্থান.... বিজেপি 112, কংগ্রেস 71

ছত্তীসগঢ়....বিজেপি 52, কংগ্রেস 36

তেলেঙ্গানায়.....বিজেপি 10, কংগ্রেস 68,বি আর এস 38

মধ্য প্রদেশ.....বিজেপি 157, কংগ্রেস 70

WestBengalBangla

Dec 03 2023, 12:14

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ১০০দিনের টাকার দাবিতে বিক্ষোভ লেবুখালী থেকে হাসনাবাদ পর্যন্ত

উত্তর ২৪ পরগনা: বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া বাজারে প্রায় ১ কিলোমিটার মিছিল করেন এবং তারপরে বাঁকড়া বাজারে পথ অবরোধ করে তৃণমূল কর্মীরা। টায়ার জ্বালিয়ে কেন্দ্রের একাধিক বঞ্চনার বিরুদ্ধে তারা এই প্রতিবাদ মিছিল করেন।

কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা থেকে বঞ্চিত এবং ১০০ দিনের জব কার্ডের টাকা ও একাধিক প্রকল্পের না দেওয়ায় প্রতিবাদ মিছিল করেন তারা।

WestBengalBangla

Dec 03 2023, 12:13

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল

উত্তর ২৪ পরগনা: রাজ্যের সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারে বঞ্চনার মূল কান্ডারী রাজ্য বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা। এমনই গুরুতর অভিযোগ করলেন খরদহের বিধায়ক তথা রাজ্যের কৃষি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আজ খরদহ বিধানসভার অন্তর্গত বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েত অঞ্চলে প্রতিবাদী মিছিল হয়। দলীয় কর্মীদের সাথে এই প্রতিবাদী মিছিলে পা মিলিয়ে সংবাদমাধ্যমে এমনটাই অভিযোগ করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

WestBengalBangla

Dec 03 2023, 12:12

তেলেঙ্গানায় ৮৮টি আসনে এগিয়ে কংগ্রেস, উচ্ছ্বাসে ঢাললেন দুধ

তেলেঙ্গানা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আজ। সূত্র মারফত জানা গিয়েছে, তেলেঙ্গানাতে ৮৮টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

এই আনন্দের আবহে কংগ্রেসের কর্মী সমর্থকদের কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, পার্টির এমপি রাহুল গান্ধী এবং রাজ্য পার্টির প্রধান রেভান্থ রেড্ডি সমন্বিত একটি পোস্টারে দুধ ঢালতে দেখা গিয়েছে। কেননা, তেলেঙ্গানাতে কংগ্রেস তাদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে পেরেছে।

WestBengalBangla

Dec 03 2023, 11:45

*প্যান্ডেল খাটিয়ে চলছে পুরুলিয়ার কাশিপুরের পাথরডিহা স্কুলের খুদেদের পাঠন পাঠন*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের পাথরডিহা গ্রাম। প্রত্যন্ত এই গ্রামের রাস্তা পাকা ও ঢালাই হলেও, গ্রাম মধ্যে অবস্থিত প্রাথমিক স্কুলের জরাজীর্ণ অবস্থা। ২০১৬ সাল থেকে খসে পড়তে থাকে বড় বড় চাঙর। যার কারণে সমস্যায় পড়েন পড়ুয়া থেকে শিক্ষক- শিক্ষিকারা। একাধিকবার বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও স্কুল ভবনটির সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

তাই দুর্ঘটনার আশঙ্কায় এক সময় খুদেদের শিক্ষাঙ্গনে পাঠানো বন্ধ করে দেয় গ্রামবাসীরা। পরে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে বাঁশ ও ত্রিপল কিনে তৈরি করেছে প্যান্ডেল। আর সেই প্যান্ডেলের ভেতরেই চলছে এখন ক্ষুদেদের পঠন-পাঠন। ব্যতিক্রমী শিক্ষাঙ্গন চালু হলেও সমস্যা তো রয়েই গেছে। আর প্যান্ডেলের ভিতরে শিক্ষাঙ্গনের দৃশ্য রাজ্যের শিক্ষা ক্ষেত্রকে বঞ্চনারও যেন এক অনন্য নজির হতে দেখা যাচ্ছে।

WestBengalBangla

Dec 03 2023, 11:36

*4 State poll results trends*


এসবি নিউজ ব্যুরো: মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে সকাল ৮ থেকে। 

প্রাথমিক পর্যায়ে:

রাজস্থান.... বিজেপি 113, কংগ্রেস 70

ছত্তীসগঢ়....বিজেপি 49, কংগ্রেস 39

তেলেঙ্গানায়.....বিজেপি ২, কংগ্রেস 66,বি আর এস 39.

মধ্য প্রদেশ.....বিজেপি 139, কংগ্রেস 90