kolkata

Nov 16 2023, 17:24

*শুক্রবার আমর্হাস্ট স্ট্রিটের ঘটনায় ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট*


কলকাতা : শুক্রবার আমর্হাস্ট স্ট্রিটের ঘটনায় মৃত যুবকের নতুন করে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। পরিবারের আবেদনের ভিত্তিতে এমনটাই নির্দেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবাগননমের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, একজন মৃতের একের বেশি ময়নাতদন্ত তার পরিবারকে আঘাত করে।

এপ্রসঙ্গে খড়গপুর আইআইটির উদাহরণ টেনে আনেন বিচারপতি। বলেন, খুব স্পর্শ কাতর বিষয়। রাজ্য জানায়, ময়নাতদন্ত চলছে এবং তার ভিডিওগ্রাফি করা হচ্ছে। তবে আদালত বলে, ময়নাতদন্তে পরিবারের কাউকে রাখলে ভালো হত।আমর্হাস্ট স্ট্রিট থানায় অশোক কুমার সিং নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তোলা হয়।

ঘটনার সময়ে থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে চাইছে পরিবার। কিন্তু থানার পক্ষ থেকে সেই ফুটেজ এখনও তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ। এই বিষয়টি জানিয়েই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিসন বেঞ্চের দ্বারস্থ হয়েছে পরিবার। পরিবারের দাবি, যুবকের ময়নাতদন্ত এইমসে করার অনুমতি দিক আদালত। সঙ্গে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিও করা হোক।

kolkata

Nov 16 2023, 12:27

*এসএসসির মামলায় দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস প্রধান বিচারপতির*


কলকাতা:এসএসসি সংক্রান্ত মামলা শুনানির জন্য বেঞ্চ গঠন করুক আদালত। দৃষ্টি আকর্ষণ আইনজীবীর।এসএসসির সমস্ত মামলা, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসেছে হাইকোর্টে।

শীর্ষ আদালতের নির্দেশ ছিল, প্রধান বিচারপতি এই সংক্রান্ত মামলা শুনানির জন্য বেঞ্চ গঠন করবেন। পাশাপাশি সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে।সেই মর্মেই প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ চাকরি হারানো প্রার্থী দের আইনজীবী দের।

দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস প্রধান বিচারপতির।

kolkata

Nov 16 2023, 12:24

*কলকাতায় এলেন তেজস্বী যাদব ও আর জে ডি সুপ্রিমো লালু প্রসাদ*


 কলকাতা : ব্যক্তিগত সফরে কলকাতায় এলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং আর জে ডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। তবে এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি তারা। 

বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে পৌঁছান বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং আর জে ডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সূত্রের খবর, ব্যক্তিগত কোন আমন্ত্রণে যোগ দিতেই কলকাতায় এসেছেন তারা। ১৮ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকতে পারেন তারা। তবে এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কোন সাক্ষাৎ করবেন কিনা সে বিষয়ে তেজস্বী যাদব জানাবেন বলেই জানিয়েছেন।

kolkata

Nov 14 2023, 21:15

*বাঁকুড়ার প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া মরদেহ এসে পৌঁছালো কলকাতায়*


কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় হায়দ্রাবাদ থেকে বিমানে কলকাতায় এসে পৌঁছালো প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা বাসুদেব আচারিয়ার মৃতদেহ। দলীয় পতাকা,ফুলের মালা নিয়ে দমদম বিমানবন্দরে প্রাক্তন সাংসদ কে শেষ শ্রদ্ধা জানালেন সিপিআইএম কর্মী সমর্থকরা।

সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য জানান," প্রাক্তন সাংসদদের মৃতদেহ সিপিআইএম রাজ্য সদর দপ্তর তথা আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। সেখানেই দলের প্রথম সারি নেতারা শেষ শ্রদ্ধা জানাবেন। রাতে মরদেহ p7 এর রাখা থাকবে। আগামীকাল সকালে পুরুলিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

kolkata

Nov 14 2023, 21:14

*ভ্রাতৃ দ্বিতীয়ার শুভ লগ্ন সাংসদ সৌগত রায়কে ভাইফোঁটা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য*


কলকাতা: ভ্রাতৃ দ্বিতীয়ার শুভ লগ্ন সাংসদ সৌগত রায়কে ভাইফোঁটা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার সন্ধ্যায় নিমতা জোনাকির পুজো মণ্ডপে এই ভাইফোঁটার পর্ব চলে। এদিন সৌগত রায়ের পাশাপাশি দমদম উত্তর বিধানসভার দুই পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস ও প্রবীর সাহাকে মঙ্গলফোঁটা দেন মন্ত্রী।

এর সাথেই উত্তর দমদম ও নিউ ব্যারাকপুরের কাউন্সিলরদের ভাইফোঁটা দেন মন্ত্রী। এদিন ফোঁটা দেওয়ার পাশাপাশি ভাইদের দীর্ঘায়ু কামনা করেন মন্ত্রী। চলে উপহার বিনিময়ের পালা।

kolkata

Nov 14 2023, 18:16

*কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বদলি*


কলকাতা: গত আগস্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী ও শেখর ববি শরাফের বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সুপারিশ অনুযায়ী, বিচারপতি বিবেক চৌধুরীকে পাটনা হাইকোর্ট ও বিচারপতি শেখর ববি শরাফকে এলাহাবাদ হাইকোর্টে বদলির প্রস্তাব দেওয়া হয়। ৪ মাসের মাথায় এবার সেই বদলির সুপারিশেই সিলমোহর দিল কেন্দ্রীয় আইনমন্ত্রক।

সোমবার রাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি শেখর ববি শরাফের বদলি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। চলতি সপ্তাহেই দুই রাজ্যের দুই আদালতে তাঁদের কাজে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আর এক বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বদলির বিষয়টি এখনও ঝুলে রয়েছে।

তাঁকে পঞ্জাব-হরিয়ানা হাই কোর্টে বদলির সুপারিশ করা হয়েছিল কেন্দ্রের কাছে। এদিকে এই বিচারপতি বদলির জেরে কলকাতা হাইকোর্টে আরও দুই কর্মরত বিচারপতির সংখ্যা কমতে চলেছে। এপর্যন্ত কলকাতা হাইকোর্টে স্থায়ী বিচারপতির সংখ্যা দাঁড়াল ৫৪ জন।

kolkata

Nov 14 2023, 16:37

*কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির ৭৬ তম জন্ম দিবস পালন*


কলকাতা: রাজ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির ৭৬ তম জন্ম দিবস।দক্ষিণ কলকাতায় তার বাসভবনের সামনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হল।

বর্তমানে রাজ্যের শাসক দলের যারা নেতা-নেত্রী রয়েছেন তাদের সিংহভাগই প্রিয়রঞ্জন দাশমুন্সির হাত ধরে রাজনীতি তে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। প্রিয়রঞ্জন দাশমুন্সি রাজ্য তথা ভারতীয় রাজনীতিতে প্রাতিষ্ঠানিকতা লাভ করেছিলেন।

 তিনি যেভাবে সাংসদ হয়েছিলেন এবং বিভিন্ন সময় সাংসদ থাকাকালীন তারা দূরদৃষ্টি তা এবং রাজনৈতিক গভীরতার পরিচয় দিয়েছিলেন তা অভাবনীয় বলে মনে করেন দক্ষিণ কলকাতা প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ।

kolkata

Nov 11 2023, 20:18

*টিটাগড়ে দুই গোষ্ঠীর গন্ডগোলে নিহত যুবকের পরিবারকে আর্থিক সাহায্য সাংসদ অর্জুন সিংয়ের*


কলকাতা: খড়দহে থানার টিটাগড় পুরানী বাজারে তৃণমূলের দুই কাউন্সিলর গোষ্ঠীর গন্ডগোলে মৃত্যু হয়েছিল আকাশ কুমার প্রসাদ নামে এক যুবকের। ঘটনাটি ঘটেছিল গত ২৯ অক্টোবর। গত ১লা নভেম্বর মৃত যুবকের বাড়িতে গিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অর্জুন সিং।

সেই প্রতিশ্রুতি মতোই মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। শনিবার টিটাগড়ের প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরীকে সঙ্গে নিয়ে মৃতের বাড়িতে গিয়ে তিনি মৃতের পাঁচ বছরের কন্যা সন্তানের নামে ফিক্সড ডিপোজিটের নথিপত্র তুলে দিলেন।

এদিন সাংসদ অর্জুন সিং বলেন, তার সাধ্যমতো তিনি সাহায্য করলেন। মৃতের ভাইয়ের একটা কাজের বন্দোবস্তও তিনি করে দেবেন। তাছাড়া মৃতের মেয়ের পড়াশুনার জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া আশ্বাসও তিনি দিলেন।

kolkata

Nov 11 2023, 11:35

*চাঁদনি চকে ভয়াবহ অগ্নিকাণ্ড*


আবারও কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। আজ শনিবার সাত সকালে আগুন লাগল চাঁদনি চকের একটি বহুতলে। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ২টি ইঞ্জিন। মাইকিং করে বহুতল খালি করার নির্দেশ দিচ্ছে পুলিশ।

এদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। ঘটনাকে ঘিরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। কী করে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

kolkata

Nov 09 2023, 12:27

"তদন্তে সহযোগিতা করেছি":অভিষেক

১ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, 'তদন্তে সহযোগিতা করেছি। আমাকে সশরীরে আসতে বলেছিল। ফের যেদিন ডাকবে আবার সেদিন আসব। আজ ইডির দফতরে ৬০০০ পাতার নথি জমা দিয়ে এসেছি।'