Nov 16 2023, 17:24
*শুক্রবার আমর্হাস্ট স্ট্রিটের ঘটনায় ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট*
কলকাতা : শুক্রবার আমর্হাস্ট স্ট্রিটের ঘটনায় মৃত যুবকের নতুন করে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। পরিবারের আবেদনের ভিত্তিতে এমনটাই নির্দেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবাগননমের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, একজন মৃতের একের বেশি ময়নাতদন্ত তার পরিবারকে আঘাত করে।
এপ্রসঙ্গে খড়গপুর আইআইটির উদাহরণ টেনে আনেন বিচারপতি। বলেন, খুব স্পর্শ কাতর বিষয়। রাজ্য জানায়, ময়নাতদন্ত চলছে এবং তার ভিডিওগ্রাফি করা হচ্ছে। তবে আদালত বলে, ময়নাতদন্তে পরিবারের কাউকে রাখলে ভালো হত।আমর্হাস্ট স্ট্রিট থানায় অশোক কুমার সিং নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তোলা হয়।
ঘটনার সময়ে থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে চাইছে পরিবার। কিন্তু থানার পক্ষ থেকে সেই ফুটেজ এখনও তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ। এই বিষয়টি জানিয়েই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিসন বেঞ্চের দ্বারস্থ হয়েছে পরিবার। পরিবারের দাবি, যুবকের ময়নাতদন্ত এইমসে করার অনুমতি দিক আদালত। সঙ্গে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিও করা হোক।
Nov 16 2023, 17:24