*অনলাইনে আসলোনা সাধের ধুতি, আটক ডেলিভারি বয়*


 এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ি ধুপগুড়ির ২নং ওয়ার্ডের ঘটনা।অনলাইন কেনাকাটা করে প্রতারণার স্বীকার তারা।ঘটনায় আটক ডেলিভারি বয় ।ঘটনাস্থলে পৌঁছেছে ধুপগুড়ি থানার পুলিশ।এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির পৌর এলাকার ২ নং ওয়ার্ডের রায় পাড়া এলাকায়।জানা গিয়েছে, এলাকার বেশ কিছু যুবক ঠিক করেছিলেন কালী পূজায় ধূতি পাঞ্জাবী পড়ে পুজোয় ঘুরবেন। সেই মতো অনলাইন অ্যাপের মাধ্যমে ধুতি অর্ডার করেছিলেন ৭ বন্ধু। কিন্তু অনলাইন অ্যাপ থেকে অর্ডার করেছিলেন ৭টি ধুতি । এদিন দুপুরে তাদের হাতে এসে পৌঁছায় খামবন্দী প্যাকেট। আর সেই খামবন্দি প্যাকেট খুলতেই চক্ষু চরক গাছ যুবকদের। ৭টি ধুতির পরিবর্তে আসলো মাত্র একটি ধুতি, তাও আবার অপছন্দের। এ নিয়ে বেজায় ক্ষিপ্ত এলাকার যুবকেরা। এলাকার যুবকেরা ডেলিভারি করতে আসা যুবককে আটকে রাখে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে ধুপগুড়িতে থাকা সাব ডিস্ট্রিবিউটারের মালিকের সঙ্গে কথা বলে।

পরবর্তীতে ডেলিভারি করে দেওয়া টাকা ফেরত দেওয়া হলে এলাকার যুবকেরা টাকা নিতে নারাজ হয়।যদিও তাদের কথায় অর্ডার করা ধুতি তাদের চাই।

ধুপগুড়ি থানার পুলিশ সাব ডিস্ট্রিবিউটরের ম্যানেজার ও এলাকার যুবকদের নিয়ে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করে।তবে এলাকার এক ব্যক্তি জানান,"অনলাইন কেনাকাটা করতে গিয়ে বার বার প্রতারিত হওয়ার পরেও সাধারণ মানুষ সচেতন হচ্ছে না"।

*Eoin Morgan: Afghanistan’s remarkable journey leaves an enduring impact*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 

 

 KKNB : Afghanistan's World Cup journey has been nothing short of remarkable, leaving an enduring impact on the tournament.

Despite ultimately missing out on the semi-finals, their four wins from nine games was a truly commendable performance.

The familiar faces of Rashid Khan, Naveen-ul-Haq, Mohammad Nabi and Mujeeb Ur Rahman shone, but the revelation came in the form of Azmatullah Omarzai, who amassed over 300 runs.

This glimpse into the next generation underscores Afghanistan's potential as they continue their transformation from upset creators to consistent contenders against cricket's elite.

India, the host nation and pre-tournament favourites, have lived up to expectations with an unbeaten run in the group stages.

Rarely do favourites meet the hype, but India, buoyed by overwhelming support, seem indomitable under Rohit Sharma's leadership.

The upcoming challenge against New Zealand, a well-disciplined side and a past nemesis, adds a different dimension to India's journey.

In stark contrast, England's campaign has been a disappointing saga, culminating in an early exit.

From the initial loss to New Zealand to subsequent defeats against South Africa, India, Sri Lanka, and Afghanistan, the defending champions found little to celebrate.

The captain-coach duo of Jos Buttler and Matthew Mott must now grapple with the elusive reasons behind this dramatic slump, emphasising the urgency to identify and rectify the issues before heading to defend their ICC Men’s T20 World Cup crown in the USA and the Caribbean next year.

South Africa, on the other hand, have impressed with their batting prowess, emerging as a side capable of thriving under pressure.

Their semi-final clash with the resurgent Australians promises to be a thrilling encounter. Australia, perennial contenders, overcame initial setbacks to build momentum, setting the stage for a compelling semi-final.

Both teams must adhere to their aggressive styles to succeed, with Australia relying on past experiences while South Africa are exuding confidence under Temba Bavuma's leadership.

As the group stage dust settles, Afghanistan's promise, India's dominance, England's struggles, and the intriguing semi-final clash between South Africa and Australia define the narrative of this World Cup so far.

Plenty more drama awaits in the knockout stages, with each match offering new twists and turns, building anticipation for the crowning moment that awaits cricket fans worldwide.

 Pic Courtesy by: ICC

*৭০তম নিখিল ভারত সমবায় সপ্তাহের শুরু*


 এসবি নিউজ ব্যুরো: আজ থেকে শুরু হল ৭০ তম সমবায় সপ্তাহ পালন। নিখিল ভারত সমবায় সপ্তাহের শুভ উদ্বোধন হল উত্তর দিনাজপুরের ইসলামপুর মুক্তমঞ্চে। এদিন ইসলামপুরের রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সামনে থেকে এক শোভাযাত্রা শহর পরিক্রমা করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় পা মেলান রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি রতন কুমার চৌধুরী,ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল সহ সমবায় ব্যাংকের কর্মীরা ।

সাঁওতালি নৃত্যের মাধ্যমে শোভাযাত্রার শ্রীবৃদ্ধি করে শহর পরিক্রমা করা হয়।সমবায়ের পতাকা উত্তোলন করে প্রদীপ জ্বালিয়ে আজকের এই সমবায় সপ্তাহের শুভ সূচনা করেন রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সভাপতি রতন কুমার চৌধুরী ও ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইয়ালাল আগরওয়ালা।কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি বলেন ৭০ তম সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে বিভিন্ন জায়গায়।

কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বুনিয়াদপুর সহ বিভিন্ন জায়গায় এই সমবায় সপ্তাহ উদযাপিত হবে। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন," আগামী দিনে সমবায় ছাড়া বাঁচার কোন পথ নেই। সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে"। আগামী ৭ দিন ধরে এই সমবায় সপ্তাহ উদযাপিত হবে।

*জম্মু ও কাশ্মীরের কার্গিলে কর্তব‍্যরত অবস্থায় তুষারঝড়ে শহীদ হলেন কালচিনির রানু মঙ্গর*


 এসবি নিউজ ব্যুরো: জম্মু ও কাশ্মীরের কার্গিলে কর্তব‍্যরত অবস্থায় তুষারঝড়ে শহীদ হলেন রানু মঙ্গর।তিনি ধুপগুড়ির কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তির বাসিন্দা ।বয়স ৩৩বছর।।তিনি ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের ৭/৮ ব‍্যাটেলিয়নে নায়েক পদে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে,গত ১১ নভেম্বর বিকেলে কার্গিলে কর্তব্যরত ছিলেন তিনি।সেই সময় ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে পড়েন।তার দেহ বরফে চাপা পড়েছিল।সেদিনই তার দেহ বের করা হয়।ভারতীয় সেনার পক্ষ থেকে এই উদ্ধারকাজ চলে।গত ১২ নভেম্বর বিকেলে তার পরিবারের কাছে মৃত‍্যুর খবর আসে।রানু মঙ্গরের বাড়িতে বাবা,মা,স্ত্রী,দুই সন্তান ও এক ভাই আছে।আগামী ৪ ডিসেম্বর শহীদ রানু মঙ্গরের ভাই ভানু মঙ্গরের বিয়ে।ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে আগামী ১৬ নভেম্বর রানু মঙ্গরের বাড়িতে আসার কথা ছিল।

সেনাবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তিতে বাসভবনে তার কফিনবন্দী দেহ আনা হয়।এদিন পুরো দলসিংপাড়া জুড়ে শোকের পরিবেশ। ব‍্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছে ।

দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তির বাস ভবনে ভারতীয় সেনাবাহিনীর নায়ক রাণু মঙ্গরের কফিন বন্দী দেহ যখন আনা হয় তখন কাতারে কাতারে লোক জমায়েত হয়েছিল দলসিংপাড়াতে । শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ‍্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক,কালচিনি বিধায়ক বিশাল লামা,।জেলাপরিষদের সদস্য গঙ্গাপ্রসাদ শর্মা, কালচিনি বিডিও সহ অনেকে । 

বাসভবন থেকে দেহ তোর্ষা নদীর ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই শেষকৃত্য সম্মন্ন হয় ।

*জয়নগরে ঘটনার পর অসহায় শিশুদের নিয়ে রাস্তায় পরিবার*


 এসবি নিউজ ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বামনগাছি গ্রাম পঞ্চায়েতের এলাকায় খুনের ঘটনায় ২৪ ঘন্টা কেটে গিয়েছে। অসহায় পরিবারগুলি নিরুপায় হয়ে রাস্তায় বসে কাঁদছে তাদের খুদে দুধের শিশুগুলিকে নিয়ে।তৃণমূল নেতা খুন হওয়ার কারণে এখানে বিরোধীদের অনেক বাড়ি অগ্নি সংযোগ করা হয়। সেই অগ্নি সংযোগের ফলে অসহায় অবস্থা হয়ে পড়ে সেই সব পরিবার। প্রশাসনের কাছে তাদের আর্জি কিছু ব্যবস্থা যেন করা যায়। ঘরবাড়ি আগুনে পুড়ে গিয়েছে। নেই কোন পড়ার কাপড়। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ জয়নগর এলাকার বামনগাছি স্থানীয় বাসিন্দারা।

*ডুয়ার্সের কালচিনি বাসরা ছট ঘাট নির্মাণ কাজ শুরু*


 এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ডুয়ার্সের অন্যতম কালচিনি বাসরা ছট ঘাট নির্মাণ কাজ শুরু হল । মঙ্গলবার সকাল থেকে কালচিনি ব্লকের বাসরা নদীতে কালচিনি ছট পূজা বসরাঘাট সেবা সমিতির ছট ঘাট নির্মাণ কাজ শুরু করল। আগামী রবিবার বিকেলে ও সোমবার সকালে ছট পুজো। ডুয়ার্সের মধ‍্য অন‍্যতম বড় ছট ঘাট কালচিনির বাসরার ছট ঘাট । প্রতিবছর ছট পুজোর সময় বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হয় বাসরা ছট ঘাটে। 

এ বিষয়ে কালচিনি ছট পূজা বসরা ঘাট সেবা সমিতির যুগ্ম সম্পাদক যোগেন্দ্র প্রসাদ বলেন, "প্রতি বছরের মতো এ বছরও আমরা আমাদের ছট পূজার প্রস্তুতি শুরু করেছি। আজ আমরা বসরা ঘাটের তীরে ২০২৩ এর ছট পূজার ছট ঘাট নির্মাণের জন্য কাজও শুরু হয়েছে। আনুমানিক দেড় থেকে দুই কিলোমিটার লম্বা ছট ঘাট নির্মাণ করা হচ্ছে। ঘাটে সূর্যদেবের মূর্তি স্থাপিত হবে। তিনি আরও বলেন, জেলার বিভিন্ন চা বাগান এলাকা থেকে হাজার হাজার ভক্ত এখানে পূজা দিতে আসবেন। প্রশাসনের নির্দেশের কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এ বছরও ভক্তদের জন্য কমিটির পক্ষ থেকে বিশেষ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। 

তিনি জানান, প্রতিবছর কালচিনি ছট পূজা বাসর ঘাট সেবা সমিতি কালচিনি বিহারী কল্যাণ মঞ্চের সৌজন্যে পুজোর আয়োজন করে আসছে। পূজার আগে অসহায় ভক্তদের পুজোর সামগ্রী বিতরণের পরিকল্পনা করেছে কমিটি।

*কালী দৌড়, মালদার চাঁচলের ৩৫০ বছরের রীতি আজও জনপ্রিয়*


 এসবি নিউজ ব্যুরো: রাজার প্রচলিত রীতি মেনে আজও মালদার চাঁচলের মালতীপুরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালাতিপুর এলাকার ৮টি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় কালী দৌড় প্রতিযোগিতাকে ঘিরে তৈরি হয় সম্প্রীতির এক মিলন মেলা।

তবে রীতির পিছনে লুকিয়ে আছে এক ইতিহাস।

দৌড় প্রতিযোগিতা। তবে, মাথায় করে মা কালীর প্রতিমা নিয়ে অভিনব এই 'কালী দৌড়'-এর আয়োজনের ইতিহাস ৩৫০ বছরের পুরনো। মালদার চাঁচলে উদ্যোক্তারা নিজেদের পূজিত কালী মায়ের প্রতিমা মাথায় করে নিয়ে দৌড় লাগান ঘাটের দিকে। তারপর হয় বিসর্জন।প্রতিযোগিতা দেখতে ভিড় উপচে পড়ে ভিড়।

জানা যায়,আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে, মালদার চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী চালু করেছিলেন এই কালী দৌড় প্রতিযোগিতা।কিন্তু কেন এই কালী দৌড়? কালী দৌড়কে ঘিরে রয়েছে এক আশ্চর্য কাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়,সেই সময় মালদার মালতীপুর এলাকায় পুকুরের সংখ্যা ছিল মাত্র ১টি। মালতিপুর কালীবাড়ী লাগোয়া পুকুরে বিসর্জন দেওয়া হত একাধিক কালী প্রতিমাকে। সে সময় চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া করার জন্য শুরু করেছিলেন এক প্রতিযোগিতা। দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালীপুজোর পরের দিন সন্ধ্যায় মালতিপুর বাজারে একটি কালী দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। এই প্রতিযোগিতার নিয়ম ছিল এই কালী দৌড়ে যার কালী প্রতিমা অক্ষুন্ন থাকবে, সেই প্রতিমাকেই প্রথম বিসর্জন দেওয়া হবে কালী দিঘিতে। সেই দৌড়ের রীতি আজও চলে আসছে।

বর্তমানে নেই রাজা, নেই তার রাজবৈভব। কিন্তু রাজার প্রচলিত রীতিনীতি আজও অব্যাহত মালতিপুরে। গতকাল সন্ধ্যায় মালতীপুরে আয়োজিত হল এই ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা।মালতিপুর এলাকার মোট ৮টি কালীর দৌড় হয়েছে। এদের মধ্যে ছিলেন বুড়ি কালী, চুনকা কালী, বাজারপাড়া কালী, আম কালী, হ্যান্টা কালী, হাট কালী ও শ্যামা কালী। পুজো কমিটি ও এলাকাবাসী একত্রিত হয়ে কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটলেন ঘাটের দিকে। মালতিপুর বাজার এলাকা পরিক্রমা করে কালীকে নিয়ে আসা হল মালতীপুর কালীবাড়ি লাগোয়া কালী দীঘিতে। প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন দূর দুরান্ত এলাকার মানুষ।

*পূজোর মরসুমের মাঝেই বৃষ্টির আশঙ্কা, জেনে নিন আজকের আবহাওয়া*


 উৎসবের মাঝেই চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ। মৌসম ভবনের পূর্বাভাস, আগামীকাল মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপ মধ্য ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে পরবর্তী দুদিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

এর জেরে চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। 

মঙ্গলবার এবং বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপর ঘণ্টায় ৪০-৪৫ কিমি আবার কখনও ঘণ্টায় ৫৫ কিমি বেগে ঝড় উঠতে পারে।আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৪ই অক্টোবর (মঙ্গলবার)*


 

মেষ রাশিফল (Tuesday, November 14, 2023)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভাল প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন। কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন। যারা এখনও বেকার তাদের ভাল কাজ পাওয়ার জন্য আজ আরও বেশি পরিশ্রম করা দরকার। কেবলমাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর, সন্ধ্যা বেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে।

প্রতিকার :- একুয়ারিয়াম এ একটি কালো ও ১০ টি সোনালী মাছ রাখলে আপনাদের প্রেমের জীবন সুদৃঢ় হবে।

বৃষভ রাশিফল (Tuesday, November 14, 2023)

এমন কোন কাজকর্মে নিযুক্ত হোন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। যদি যোগাযোগ এবং আলোচনা ঠিকমত কাজ না করে- তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন- যার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে- তাই বলবার আগে ভাবুন। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন- যেহেতু আপনার আন্তরিকতা আপনাকে অগ্রগতিতে সাহায্য করবে। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে, কিন্তু এটা সবসময় রোমান্টিক হয় না। তবে আজ সত্যিই সত্যিই রোমান্টিক হবে।

প্রতিকার :- সূর্য দেবতাকে সকালে লাল ফুল নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি ঘটবে।

মিথুন রাশিফল (Tuesday, November 14, 2023)

আপনার ঝগড়ুটে ব্যবহার নিয়ন্ত্রণের অধীনে রাখুন যেহেতু এটি আপনার সম্পর্ককে চিরস্থায়ীভাবে নষ্ট করতে পারে।আপনি মুক্ত মন তুলে ধরে এবং কারোর বিরুদ্ধে সব বিদ্বেষ ঝেড়ে ফেলে এটি অতিক্রম করতে পারেন। ফাটকায় লাভ আনবে। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন। ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন। রোমান্টিক গান, সুগন্ধি মোমবাতি, ভালো খাবার, এবং কিছু পানীয়; দিনটিকে এইসব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান।

প্রতিকার :- মাছেদের আটার বল বানিয়ে খাওয়ান।

কর্কট রাশিফল (Tuesday, November 14, 2023)

আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না- বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয়; সবাই এক দিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন। কোন মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আজ, আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করতে পারে!

প্রতিকার :- ফুল, মানি প্ল্যান্ট এবং একোরিয়াম উত্তর বা উত্তর-পশ্চিম দিশায় রাখলে গৃহে শান্তি ও সমন্বয় বজায় থাকবে।

সিংহ রাশিফল (Tuesday, November 14, 2023)

আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। আপনি যে কারও সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন। আপনার আত্মবিশ্বাস আপনার পেশাদার জীবনের উপর একটি প্রভাব তৈরি করবে। এরফলে আপনি অন্যদের আপনার লক্ষ্য সম্পর্কে আশ্বস্ত করতে পারবেন এবং তাদের সহায়তা পেতে সক্ষম হবেন। যদি কোন ক্ষেত্রে আপনি কোন বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালভাবে ব্যবহার করুন।

প্রতিকার :- পারিবারিক সুখ বাড়াতে মদ খাবেন না। কারন সূর্য সাত্ত্বিক গ্রহ এবং তামসিক বস্তুর প্রতি বিরূপ হন।

কন্যা রাশিফল (Tuesday, November 14, 2023)

অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন। আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। আজ, আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন। সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যর দিকে আজ অসংবেদী হতে পারেন।

প্রতিকার :- প্রেম জীবন সুখের করতে রেবড়ি জলে বিসর্জন করুন।

তুলা রাশিফল (Tuesday, November 14, 2023)

দাঁতে যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে। আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে- কারণ আপনার প্রি়য়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। আজ আপনি আপনার ফাকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন, তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না। এই কারণে আপনার বিরক্ত বোধ হবে। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু।

প্রতিকার :- তামার চুড়ি পরলে স্বাস্থ্য উত্তম হবে।

বৃশ্চিক রাশিফল (Tuesday, November 14, 2023)

স্বাস্হ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। যদি এমন কোন জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি যাননি-তাহলে সুন্দরভাবে সেই নিমন্ত্রণটি গ্রহণ করুন। আপনার প্রিয়তমার আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযত হোন- আপনার দৃঢ়সঙ্কল্পতা এবং দক্ষতা লক্ষ্যণীয় হবে। আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন- যা ক্লান্তিকর হলেও-অত্যন্ত লাভজনক হবে। আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যিই কিছু জায়গা দরকার।

প্রতিকার :- দুস্থ এবং গরিব ছাত্র দেড় পেন, পেন্সিল ও খাতা দান করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

ধনু রাশিফল (Tuesday, November 14, 2023)

আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্যও করবেন না। অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন– এতে অপার সুখ লাভ করবেন। সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। আজ, আপনি বুঝতে পারবেন যে প্রেমই সবকিছু বিকল্প। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়। কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। আজ, আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে।

প্রতিকার :- শোওয়ার জন্য মাদুর ব্যবহার করলে আর্থিক স্থিতি ভালো থাকবে।

মকর রাশিফল (Tuesday, November 14, 2023)

মদ্যপানের অভ্যাস থেকে মুক্তি পাওয়ার পক্ষে এটি একটি অত্যন্ত শুভ দিন। আপনার অবশ্যই বোঝা উচিত যে ওয়াইন পান স্বাস্হ্যের মারাত্মক শত্রু এবং এটি আপনার সক্ষমতাকেও ব্যাহত করে। আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং লেনদেন করার সময় বা কোনও দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না- হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া জরুরী হয়ে দাঁড়াবে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আজ, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন।

প্রতিকার :- সুখী এবং আনন্দময় পারিবারিক জীবন পাবার জন্য শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রসাদ বিতরণ করুন এবং গরিবদের খাদ্য সামগ্রী দান করুন।

কুম্ভ রাশিফল (Tuesday, November 14, 2023)

সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে। এটি সরাতে আপনার আত্ম-সম্মানকে উৎসাহিত করুন। তাড়াহুড়ো করে আরো বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন। আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে আজ একটি গুরুতর পতনের সম্মুখীন হবে। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। আপনার স্ত্রী অসাধারণ নন। আপনি আপনার জীবনের ভালবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন।

প্রতিকার :- শরীর সুস্থ রাখতে রুপোর পাত্রে জল পান করুন।

মীন রাশিফল (Tuesday, November 14, 2023)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। যৌন আবেদন আকাঙ্খিত ফল দেবে। আপনার আত্মবিশ্বাস আপনার পেশাদার জীবনের উপর একটি প্রভাব তৈরি করবে। এরফলে আপনি অন্যদের আপনার লক্ষ্য সম্পর্কে আশ্বস্ত করতে পারবেন এবং তাদের সহায়তা পেতে সক্ষম হবেন। যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যায়ী হওয়া এড়িয়ে যান। আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন।

প্রতিকার :- আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

*জলপাইগুড়িতে বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 'গীতা পাঠশালা'র উদ্বোধন*


 এসবি নিউজ ব্যুরো: সোমবার প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বোধন হল 'গীতা পাঠশালা'। এদিন এক গুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে গীতা পাঠশালার উদ্বোধন হয়। কালীপূজা উপলক্ষ্যে এই এলাকায় মেলা বসে। আর এই মেলাতেই ঈশ্বরীয় বার্তা ছড়িয়ে দেওয়া হবে এই পাঠশালার মধ্যে দিয়ে। অনুষ্ঠান উদ্বোধন করেন রাজযোগিনী বি কে নীতু। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডা. জয়ন্ত কুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানায়, এদিন রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হবে। এখানে ফ্রি মেডিকেল ক্যাম অনুষ্ঠিত হয় এই সেন্টারে। এই এলাকার বহু মানুষ এদিনের হেলথ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ফ্রি ঔষধ নিয়ে যান। কলকাতা থেকে একটি চিকিৎসকের দল এই মেডিকেল ক্যাম্পে স্থানীয মানুষকে চিকিৎসা পরামর্শ দেন।এরই পাশাপাশি এদিন এই সেন্টারে আধ্যাত্মিক জ্ঞান নিয়ে একটি আলোচনা চক্রে আয়োজন করা হয়।