*অ্যাডভান্স আপেল কুল*


এসবি নিউজ ব্যুরো: আপেলের মতোই সবুজ ও মিষ্টি । দেখতে অনেকটাই মাঝারি সাইজের আপেলের মতো হয় । ইংরেজিতে এই আপেল কুল চাইনিজ ডেট বা জুজুব নামেও বেশ পরিচিত । এই অ্যাডভান্স আপেল কুল চাষ করলে ছ’মাসে ২ হাজার ও এক বছরে ৪ হাজার টাকার লাভ হবে মাত্র ৫০ টাকা বিনিয়োগে।বেশ কিছু বছর ধরে এই আপেল কুল বা চাইনিজ ডেটের চাষ শুরু করেছেন কালিয়াগঞ্জের কৃষকরা। শীতের মাঝামাঝি সময়ে পাওয়া যায় এই আপেল কুল।অন্যান্য কুলের তুলনায় তাড়াতাড়ি পরিপক্ক হয়ে যাওয়ায় এটি অ্যাডভান্স আপেল কুল বলেই পরিচিত উত্তর দিনাজপুর জেলায়। বাড়িতেই বসেই সামান্য কিছু জায়গায় করে নিতে পারেন এই আপেল কুলের চাষ।

*Sir Viv Richards: Virat Kohli is proving his status as one of the all-time greats*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 

 

 

 KKNB : I have been thoroughly enjoying the ICC Men’s Cricket World Cup 2023 and I am highly impressed with some of the performances on show.

As a batter, it has been magnificent to see and I’m not sure fans around the world could have asked for anything better.

Some of the pitches have been really good for run-scoring and we have seen so many high-class performances. There have been the record-breaking centuries from Aiden Markram and Glenn Maxwell, Quinton de Kock has had an amazing tournament and the young man Rachin Ravindra looks an exceptional talent.

There have been a whole host of talented individuals on show but to top them all, you cannot look past Virat Kohli. I am a huge fan of Virat, I have been for a long time, and he continues to show why he has to go down as one of the all-time greats, right up there with the likes of the great Sachin

Virat will have been through some tough times before this World Cup and some folks were even brave enough to call for his head.

Credit must be given to the backroom staff and everyone who backed him. So much was said about his form but he is back on top of his game. It is phenomenal to see an individual who has had his low points bouncing back and playing like this. They say form is temporary – and he has certainly proven that class is permanent. I am so happy for him, he looks so focused and he is a credit to the game of cricket.

Virat is a go-getter and what sets him apart is his mental strength. He will have backed himself throughout, and on the occasions in the past in which I have chatted with him and we have discussed things, his mental strength has always been evident. That has been key to pushing him through to how he is playing now. Very few players, or people, are built like that.

Many people have made comparisons between the two of us over the years, partly because of our shared intensity on the field. I love Virat’s enthusiasm – even if he is fielding at long-on or long-off, when one of his bowlers hits the pad, he is appealing. He is always in the game and I like individuals like that.

Shubman Gill is another who bats with style and he is just one among a whole host of players who have all the big shots. I am just hoping no one forgets there was a guy without a helmet by the name of Vivian Richards who went out and played like that sometimes! Some of the shots played today are those I like to think I had in my armoury, maybe with the exception of the reverse sweep, but that would have been unwise without the lid on. I’d like to think my scoring rate matches up with the guys playing today, though the game has moved on massively – as a fan, I am delighted with where the game is at currently.

In terms of this year’s competition, India have a mindset that they can go all the way playing like this. That absolutely should be their mindset and would be mine if I was in that dressing room – let’s go out with all guns blazing. That approach has worked so far and if that changes, things may go astray.

I believe they can go all the way unbeaten, which is really something to strive for. There may be some fears of ‘we have played so well so far, there may be a bad game around the corner in the semi-final’. They have to try and nullify those and banish any negative thoughts.

Pakistan could yet join them in the knockout stages but I can’t help thinking that with the talent they have, they should have already sealed their spot. I have seen up close in recent years through my coaching work [Pakistan Super League] how much ability exists in that squad but they have made life hard for themselves – I think they are a more talented squad than their place in the table would suggest. They can beat the very best on their day so there may be some punches left in that team.

One of the highlights of this World Cup, for me, has been watching Afghanistan. If they get a score of over 250, the bowling class they have means they are in the game all the time. Although they were denied by an amazing Glenn Maxwell innings against Australia, they have made a real statement in recent weeks and their performances will be inspirational for those who play the game in Afghanistan.

By contrast, it is a shame for the fans in the West Indies that they have not had the opportunity to see their team in action. I am hoping it acts as a wake-up call as it is a competition which means so much to us. The two World Cups we won in 1975 and 1979 remain the highlights of my career.

To make our mark on the global stage and lift the trophy was an incredible feeling. I hope it serves as a reminder to the guys who are playing today and acts as inspiration for them to reach that level.

 Pic Courtesy by : ICC

*সমাধানের পথ এখনও না বের হওয়ায় ফের ইডিকে সমাধান সূত্র বের করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের*


কলকাতা: সমাধানের পথ এখনও না বের হওয়ায় ফের ইডিকে সমাধান সূত্র বের করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই সময়ের মধ্যে নিম্ন আদালতের নির্দেশ মতো ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের দুবার চেক আপ করানোর জন্য সেনার কমান্ডে হাসপাতালকে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি সেখানে কোন সাধারণ নাগরিক যাতে প্রবেশ না করতে পারে সেটা পুলিশ নিশ্চিত করবে। ফের ১৬ নভেম্বর এই মামলার শুনানি হবে।

নিম্ন আদালতের নির্দেশ মেনে কমান্ড হাসপাতালের পক্ষে জ্যোতিপ্রিয় সহ অন্য কোনও ধৃত বা সাধারণ মানুষের চিকিৎসা করানো সম্ভব নয় বলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমান্ড হাসপাতালের আইনজীবী অনামিকা পান্ডের বক্তব্য, একজন সেনা যখন আসছেন তখন তাদের সব তথ্য দিতে হয়। কিন্তু এখন প্রচুর বহিরাগত সেখানে চলে আসছে। ফলে সেনার সেই সব তথ্য নষ্ট হতে পারে।

নেভি, অন্যান্য সেনারও এখানে চিকিৎসা হয়। আবার কল্যানী এইমস, সল্টলেকে বিএসএফের হাসপাতাল আছে। রেলওয়ে হাসপাতাল আছে। সেখানে হতে পারে চিকিৎসা বলে আদালতে জানান, কমান্ডের আইনজীবী। কমান্ডের অভিযোগ ইডি যে মামলায় নেই সেই মামলাতেও চোরাকারবারিদের চিকিৎসা পরীক্ষার জন্য কমান্ডে পাঠানো হচ্ছে। 

 কতটা ফ্রিকোয়েন্ট দেখাতে হয়?  বিচারপতি অমৃতা সিনহা

প্রতি একদিন অন্তর, উত্তরে জানান আইনজীবী। ইডি জানায়, দুটি কেন্দ্রীয় এজেন্সি এভাবে বিরোধ করতে পারে না। যখন ডায়গনিসিস লাগবে সেটা সমস্যা হবে। এমস দূরত্বের কারণে সম্ভব নয়। বাকি হাসপাতাল চিকিৎসার জন্য যথেষ্ট প্রস্তুত নয়। বিএসএফে যেতে হাইকোর্টের নির্দেশ নিতে হবে বলে দাবি করেছে ইড।

*Croes approved as replacement for Klein in Netherlands squad*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 

 

 

 KKNB : The Event Technical Committee of the ICC Men’s Cricket World Cup 2023 has approved Noah Croes as a replacement for Ryan Klein in the Netherlands squad.

Croes, who has played one ODI, was named as a replacement after Klein was ruled out due to a lower back injury.

The replacement of a player requires the approval of the Event Technical Committee before the player can be officially added to the squad.

The Event Technical Committee of the ICC Men’s Cricket World Cup 2023 consists of Wasim Khan (ICC General Manager – Cricket and ETC Chair), Chris Tetley (ICC Head of Events), Hemang Amin (Acting CEO - BCCI), Gaurav Saxena (General Manager – Operations, BCCI), Russel Arnold and Simon Doull (Independent Representatives).

 Pic Courtesy by: ICC

* ধনতেরাসে করুন লক্ষ্মী-গণেশ পুজো, জানে নিন কখন কিনবেন সোনা-রুপা*


কথিত আছে, এদিন ধন সম্পদের দেবতা কুবের ও ধনসম্পদের দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। শুধু তাই নয়, এদিন ভগবান ধন্বন্তরীরও পুজো করা হয়ে থাকে। পৌরাণিক কাহিনি মতে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সমুদ্রমন্থন থেকে অমৃত ভরতি পাত্র নিয়ে আবির্ভুত হন ভগবান ধন্বন্তরী।

আর দিন চারেক পরেই কালীপুজো। তার আগে ১০ নভেম্বর ধনতেরাস। দীপাবলির সূচনা হয় ধনতেরসের হাত ধরেই। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর আগামী ১০ নভেম্বর পালিত হলে ধনতেরস উত্‍সব। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই বিশেষ উত্‍সব।

কথিত আছে, এদিন ধন সম্পদের দেবতা কুবের ও ধনসম্পদের দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। শুধু তাই নয়, এদিন ভগবান ধন্বন্তরীরও পুজো করা হয়ে থাকে। পৌরাণিক কাহিনি মতে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সমুদ্রমন্থন থেকে অমৃত ভরতি পাত্র নিয়ে আবির্ভুত হন ভগবান ধন্বন্তরী। তাঁরে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। দীপাবলির আগে ধনতেরসের দিন ধন্বন্তরীর আবির্ভাব উত্‍সব হিসেবেও পালন করা হয়। এদিন সোনা ও রূপার গয়না বা জিনিস কেনাকাটারও বিশেষ তাত্‍পর্য রয়েছে। এদিনের সঙ্গে যোগ রয়েছে কৃষিকাজেরও। কারণ এদিন ধনে বীজ কিনে বাড়ির বাগানে লাগালে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হয় বলে মনে করা হয়।

ধনতেরসের শুভ মুহূর্ত

পঞ্চাঙ্গ (Panchang) অনুসারে, কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি শুরু হবে ১০ নভেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে। চলবে পরের দিন ১১ নভেম্বর দুপুর ১টা ৫৭ মিনিট পর্যন্ত। প্রদোষ সময়কালে ধনতেরাস উত্সব উদযাপনের একটি রীতি রয়েছে, তাই ১০ ​​নভেম্বর শুক্রবারেও পালিত হতে চলেছে।

ধনতেরসে (Dhanteras) লক্ষ্মী পুজোর শুভ সময়

ধনতেরসের সন্ধ্যেয় প্রদোষে গণেশ, লক্ষ্মী (mMaa Laxmi) ও কুবেরের (Kuber) পুজো হবে। এই পুজোর শুভ সময় বিকেল ৫টা ৪৭ মিনিট থেকে শুরু হবে। চলবে সন্ধ্যে ৭টা ৪৭ মিনিট পর্যন্ত। এই অনুসারে, ধনতেরসের পুজোর মোট সময়কাল হবে এক ঘন্টা ৫৬ মিনিট।

ধনতেরাসে সোনা কেনার শুভ সময়

পঞ্চাঙ্গের গণনা অনুসারে, ধনতেরাসে সোনা কেনার শুভ সময় হল দুপুর ১২টা ৩৫ মিনিটে। পরের দিন ১১ নভেম্বর সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত থাকবে শুভ মুহূর্ত। এই সময়ে সোনা বা রূপার জিনিস কিনলে ঘরে সমৃদ্ধি ফিরে আসে, সম্পদ বহুগুণ বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

*বৃহস্পতিবার কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৯ ই  নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

* কালীপুজোর আগেই বাংলায় শীতের আগমন, জেনে নিন আজকের আবহাওয়া*


ঝড়-বৃষ্টির দিন শেষ হতেই ঠান্ডার আমেজে গা ভাসিয়েছে দক্ষিণবঙ্গবাসী। বাদ নেই উত্তরও। দুই বঙ্গেই হানা দিচ্ছে শীত। প্রতিবছরই অবশ্য কালীপুজোর আগেই শীত পড়া শুরু হয়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হবে না।

হাওয়া অফিস সূত্রে খবর আজ থেকেই ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে । রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কালীপুজোর আগেই ভালো মত ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবে রাজ্যের মানুষ।

কলকাতায সহ দক্ষিণবঙ্গে দু’ ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা। রাজ্যের কোথাও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৯ই অক্টোবর (বৃহস্পতিবার)*


মেষ রাশিফল (Thursday, November 9, 2023)

আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে। আজ, এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না। আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন- কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। যদি আপনার স্ত্রীর স্বাস্থের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায়, আপনারা একসাথে কাটাবার জন্য আরো ভালো সময় পেতে পারেন।

প্রতিকার :- ভগবানে বিশ্বাস করুন এবং সব রকম মানুষিক সংঘাত থেকে বিরত থাকুন, এর ফলে আপনার জীবনে ভালো হবে।

বৃষভ রাশিফল (Thursday, November 9, 2023)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে। আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না। এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে। কাজের জায়গায় পেশাদারী মনোভাব আপনাকে প্রশংসা এনে দেবে। আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয়, কিন্তু আজ সবকিছু শান্ত হবে বলে মনে হয়।

প্রতিকার :- নিজের বোনকে, কন্যাকে, পিসি ও মাসিকে সন্মান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

মিথুন রাশিফল (Thursday, November 9, 2023)

আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। আজ, কোনও পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণখেলাপীর কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে, যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না- হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। সাফল্য নিশ্চিতভাবেই আপনার- যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে। এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে।

প্রতিকার :- বাড়িতে কোনো প্রকার আবর্জনা সঞ্চয় হতে দেবেন না, এর ফলে আপনি পারিবারিক জীবনে সুখী ও তৃপ্ত থাকবেন।

কর্কট রাশিফল (Thursday, November 9, 2023)

আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনার আজকের দিনটি ভালবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না। আপনার অর্ধাঙ্গীনী আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে। এটাতে আপনি পরমানন্দদায়ক মনে করবেন।

প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অপরকে কালো সাদা কাপড় উপহার হিসেবে দান করলে এদের মধ্যে সম্পর্ক সুন্দর ভাবে চলতে থাকবে।

সিংহ রাশিফল (Thursday, November 9, 2023)

আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন। কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা। কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে- কাজেই আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে।আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। নারীরা শুক্র থেকে এবং পুরূষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে।

প্রতিকার :- দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরানের প্রয়োগ করুন।

কন্যা রাশিফল (Thursday, November 9, 2023)

অলীক ভাবনা আপনাকে সাহায্য করবে না। আপনার উচিত পরিবারের প্রত্যাশামাফিক চলার জন্য কিছু করা। নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে। আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। সেইসব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে আপনাকে সাহায্য করেছেন। আপনার ছোট্ট ইঙ্গিত তাঁদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে। কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন। আজ আপনার এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন। আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন। আপনার সঙ্গী অজানতেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

প্রতিকার :- দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

তুলা রাশিফল (Thursday, November 9, 2023)

আপনার স্বামী বা স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ খুশি দিতে পারে। অর্থ-সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী / স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এস / তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে- তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন জা আপনার দিকে আসছে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- কম বয়সী কন্যাদের চকোলেট, টফি এবং স্বেত বর্ণের মিষ্টি বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

বৃশ্চিক রাশিফল (Thursday, November 9, 2023)

আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে। যেভাবে আপনি নির্দিষ্ট জরুরী সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না-কিন্তু হয়তো আপনাকে বলবেও না-যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয়-তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।

প্রতিকার :- প্রেম জীবন স্মরণীয় করতে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবার আগে মধু খেয়ে যাবেন।

ধনু রাশিফল (Thursday, November 9, 2023)

কিছু আমোদপ্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভাল ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভাল পরিমাণ অর্জন করতে পারে। পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবীদার হবে। রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে। ব্যস্ত রাস্তায়, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান। আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশকিছু খালি সময় পাওয়ার সম্ভবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে।

প্রতিকার :- ক্রিম বা সাদা বা প্যাস্টেল রঙের পর্দা ঘরে টাঙ্গালে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

মকর রাশিফল (Thursday, November 9, 2023)

আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা লাভজনক প্রমাণিত হবে। কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন। মূল্যবান জিনিসের মত আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। নতুন প্রস্তাবনা লোভনীয় হবে কিন্তু কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের কাজ হবে না। নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরো অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে।

প্রতিকার :- ক্যারিয়ার এ উন্নত ও ক্রমাগত এগিয়ে চলার জন্য সাদা সিল্কের কাপড়ের টুকরো নিজের কাছে ওয়ালেট এ বা পকেট এ রেখে দিন।

কুম্ভ রাশিফল (Thursday, November 9, 2023)

একটি আমোদপ্রমোদ এবং মজার দিন। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন। আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস্ করবে। একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান। আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে। এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। বিবাহ একটি আশীর্বাদ, এবং আজ আপনি তা অনুভব করবেন।

প্রতিকার :- ভগবান গণেশের মন্দিরে দূর্বা দান করলে তার ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

মীন রাশিফল (Thursday, November 9, 2023)

এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযু্ক্ত যেহেতু আপনার মানসির চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প। ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। আপনার ভালবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে। আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- হনুমান মন্দিরে জেসমিন তেল, সিলভার এ মোরা চোলা ও সিঁদুর দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

*মহুয়া মৈত্রের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের*


ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই হস্তক্ষেপের নির্দেশ, করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। 'মহুয়া মৈত্র জাতীয় সুরক্ষাকে বাজি রেখেছেন। আমার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ', X হ্যান্ডেলে এই পোস্ট করলেন বিজেপি সাংসদ।

এর আগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে সরাসরি সিবিআইয়ের কাছে হলফনামা পেশ করে অভিযোগ জানিয়েছিলেন জয় অনন্ত দেহাদরাই। অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে ওঠা ক্যাশ ফর কোয়ারি মামলায় সংসদের এথিক্স কমিটি আগামি ৯ নভেম্বর শুনানির তারিখ দিয়েছে। এই প্যানেলের সামনে যে রিপোর্ট আসবে, তা লোকসভার স্পিকার ওম বিড়লার হাতে তুলে দেওয়া হবে। 

*দীঘা মোহনা বাজারে ১৫০কেজি কই ভোলা*


 এসবি নিউজ ব্যুরো: প্রতিদিনের মতো আজও দীঘা মোহনায় মাঝিদের নৌকা আসে। এদিন ওড়িশার পারাদীপ থেকে এক মৎস্য ব্যবসায়ী দীঘা মোহনায় মাছটি কে নিয়ে আসে। মাছ পৌঁছানোর পর রীতিমতো শোরগোল পড়ে যায় দীঘা মোহনায়।

উল্লেখ্য, এই মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও এই মাছ বিদেশেও রপ্তানি হয়।মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।

কই ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছিলেন দীঘার পর্যটকেরাও। মাছটি নিলামে প্রায় ৭০ হাজার টাকায় দর উঠে।