*মহুয়া মৈত্রের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের*


ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই হস্তক্ষেপের নির্দেশ, করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। 'মহুয়া মৈত্র জাতীয় সুরক্ষাকে বাজি রেখেছেন। আমার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ', X হ্যান্ডেলে এই পোস্ট করলেন বিজেপি সাংসদ।

এর আগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে সরাসরি সিবিআইয়ের কাছে হলফনামা পেশ করে অভিযোগ জানিয়েছিলেন জয় অনন্ত দেহাদরাই। অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে ওঠা ক্যাশ ফর কোয়ারি মামলায় সংসদের এথিক্স কমিটি আগামি ৯ নভেম্বর শুনানির তারিখ দিয়েছে। এই প্যানেলের সামনে যে রিপোর্ট আসবে, তা লোকসভার স্পিকার ওম বিড়লার হাতে তুলে দেওয়া হবে। 

*দীঘা মোহনা বাজারে ১৫০কেজি কই ভোলা*


 এসবি নিউজ ব্যুরো: প্রতিদিনের মতো আজও দীঘা মোহনায় মাঝিদের নৌকা আসে। এদিন ওড়িশার পারাদীপ থেকে এক মৎস্য ব্যবসায়ী দীঘা মোহনায় মাছটি কে নিয়ে আসে। মাছ পৌঁছানোর পর রীতিমতো শোরগোল পড়ে যায় দীঘা মোহনায়।

উল্লেখ্য, এই মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও এই মাছ বিদেশেও রপ্তানি হয়।মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।

কই ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছিলেন দীঘার পর্যটকেরাও। মাছটি নিলামে প্রায় ৭০ হাজার টাকায় দর উঠে।

*ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ*

বুধবার সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ। জানা গেছে আজ সকাল ১০টা ৫১ মিনিট নাগাদ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই তথ্য দিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ক্ষয়ক্ষতির খবর কিছু পাওয়া যায়নি। 

উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ দিল্লি-সহ পশ্চিমবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পের উত্‍স স্থল ছিল নেপাল। যেটি লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে।

সেই ভূমিকম্পে নেপালে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় দেড়শো জনেরও বেশি লোকের। প্রচুর ঘর-বাড়ি ভেঙে পড়ে। আর তার ঠিক চার দিনের মাথায় আবারও কেঁপে উঠল পশ্চিমবঙ্গ।

*প্রশাসনিক ভবন ডুয়ার্স কন‍্যার সামনে বন্ধ চা বাগানের শ্রমিকদের নিয়ে ধর্ণায় কেন্দ্রীয় মন্ত্রী ও কালচিনি বিধায়ক*


 এসবি নিউজ ব্যুরো: উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন (ডুয়ার্স কন‍্যার) সামনে বন্ধ চা বাগানের শ্রমিকদের নিয়ে ধর্ণায় বসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা ও কালচিনির বিধায়ক বিশাল লামা। 

গতকাল বন্ধ কালচিনি চা বাগানে পরিদর্শনে এসে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা জানিয়েছিলেন, "আজ বন্ধ চা বাগানের সমস্যা সমাধানে জেলাশাসকের কাছে যাবেন। বুধবার বন্ধ চা বাগানের প্রায় শ'খানেক শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিধায়ক আলিপুরদুয়ার জেলাশাসকে সাথে দেখা করতে ডুয়ার্স কন‍্যাতে যান। কিন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডুয়ার্সকন‍্যা সামনে বাঁশের ব্যারিকেট দিয়ে দেওয়া হয় এবং তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়।প্রবেশে বাধা পাওয়ায় জন বার্লা ও বিশাল লামা শ্রমিকদের নিয়ে ডুয়ার্সকন‍্যার সামনে বসে পড়েন ।

*সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য*


কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। পুজোর আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীর দায়ের করা মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কাঁথি থানার পুলিশের পাঠানো ১৬০ ধারার নোটিস খারিজ করার নির্দেশ দিয়েছিলেন।

বিচারপতি গাঙ্গুলি আরও নির্দেশ দেন, আদালতের আগাম অনুমতি ছাড়া কৃষ্ণেন্দকে পুলিশ কোনও নোটিস পাঠাতে পারবে না। একক বেঞ্চের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। একই‌সঙ্গে, ওই মামলায় বিচারপতি সংশ্লিষ্ট এসডিপিও-কে ৫ লাখ টাকা জরিমানা জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের উপরেও স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য।

*উদ্ধার হল বিপুল পরিমান সেগুন কাঠ*


এসবি নিউজ ব্যুরো: অরুনাচল থেকে বিপুল পরিমান সেগুন কাঠ পাচার করা হচ্ছিল।গোপন সুত্রে খবরের ভিত্তিতে আসাম বাংলা সীমানবর্তী পাকরিগুড়ি থেকে দিল্লি নম্বরের একটি ট্রাক আটক করে বনদপ্তর। সেই ট্রাক থেকে উদ্ধার হয় বিপুল পরিমানে চেরাই করা সেগুন কাঠ। কাঠগুলোর বৈধ কাগজ না থাকায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। সূত্রের খবর, এদিন কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া চেকপোষ্টের রেঞ্জ অফিসার রাজকুমার শা এবং ভল্কা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মনের নেতৃত্বে এই অভিযান চলে। বিপুল পরিমান কাঠ অরুনাচল প্রদেশের ম্যায়াও থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ি সহ কাঠ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর। উদ্ধার আনুমানিক ২০০ সি এফ টি চেরাই করা বার্মিজ সেগুন কাঠ।

উদ্ধার হওয়া কাঠের অনুমানিক বাজার মুল্য প্রায় ৮ লক্ষ টাকা। ধৃত গাড়ির চালকের নাম শত্রুঘ্ন পান্ডে। তিনি উত্তর প্রদেসের বাসিন্দা, তাকে আজ আদালতে পেশ করা হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

*জাতিসত্তার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে*


এসবি নিউজ ব্যুরো: জাতিসত্তার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে। লোকসভা ভোটের ঠিক আগে জাতিসত্তার দাবিটিকে আরও জোরাল করার পাশাপাশি প্রশাসনের নজরে আনতে এবার জেলাশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল আদিবাসী ভূমিজরা।

নিজেদের অধিকার বুঝে নিতে ঝাড়গ্রামে জেলাশাসকের দফতরের সামনে ঘেরাও কর্মসূচি করছে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ। ভূমিজ ভাষাকে রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি,পৃথক উন্নয়ন পর্ষদ, ভূমিজ বিদ্রোহের মহানায়ক শহিদ গঙ্গানারায়ণ সিং ও চূয়াড় বিদ্রোহের মহানায়ক শহিদ রঘুনাথ সিংয়ের জন্মজয়ন্তীর দিনগুলিতে সাধারণ ছুটি ঘোষণা এবং সরকারি উদ্যোগে দুই শহিদের মূর্তি স্থাপন সহ মোট ১১ দফা দাবি নিয়ে এই ঘেরাও কর্মসূচি। ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন জেলা থেকে প্রচুর আদিবাসী ভূমিজ ঝাড়গ্রামে এসে কর্মসূচিতে যোগদান করেছেন।

*ফের অভিষেককে তলব করল ইডি*

      

  জন্মদিনের পরের দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে চিঠি পাঠিয়েছে ইডি।

জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূল সাংসদকে এরআগে শেষবার ৩ অক্টোবর ইডি তলব করেছিল। তবে, সেই সময় রাজ্যের বকেয়া আদায়ের জন্য দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় হাজরা দিতে পারেননি অভিষেক। পাশাপাশি নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক। হাইকোর্ট সম্পত্তির নথি জমা দেওয়ার নির্দেশ দেয়।

সূত্রের খবর, আদালতের নির্দেশে গত ১০ অক্টোবর ইডি দফতরে নথি জমা করেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে এরআগে মে থেকে নভেম্বর মাসের মধ্যে এই নিয়ে পাঁচ মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৬ বার তলব করেছে ইডি এবং সিবিআই।  তবে অভিষেকের তলব নিয়ে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে বলে  শোনা গিয়েছে তৃণমূলের গলায়। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কেও তলব করে ইডি ।

অভিষেক-পত্নী ও আপ্ত সহায়ক সুমিত রায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও, হাজিরা দেননি অভিষেকের মা-বাবা। প্রসঙ্গত , নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডেসর। এই ঘটনার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করা শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তবে, বৃহস্পতিবার আদৌ অভিষেক সিজিও কমপ্রেক্সে হাজিরা দিতে যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

*বুধবার কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৮ই  নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*রাজ্যে পড়বে জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আজকের আবহাওয়া*


ঝড়-বৃষ্টির দিন শেষ। আজ থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে আজ থেকেই বাড়বে শীতের আমেজ। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। 

উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব থাকায় তাপমাত্রা কম থাকার প্রবণতা রয়েছে। ধীরে ধীরে আবহাওয়ার বদল হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার ২০ নিচে নামার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে আগামীকালের মধ্যে। 

উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া বইবে। আসতে আসতে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রী সেলসিয়াস।