*Chameera approved as replacement for Kumara in Sri Lanka squad*

Sports News

ODI World Cup,2023

KKNB : The Event Technical Committee of the ICC Men’s Cricket World Cup 2023 has approved Dushmantha Chameera as a replacement for Lahiru Kumara in the Sri Lanka squad.

Chameera, who has played 44 ODIs, was named as a replacement after Kumara was ruled out due to a left thigh muscle injury sustained during training in Pune.

The replacement of a player requires the approval of the Event Technical Committee before the player can be officially added to the squad.

The Event Technical Committee of the ICC Men’s Cricket World Cup 2023 consists of Wasim Khan (ICC General Manager – Cricket and ETC Chair), Chris Tetley (ICC Head of Events), Hemang Amin (Acting CEO - BCCI), Gaurav Saxena (General Manager – Operations, BCCI), Russel Arnold and Simon Doull (Independent Representatives).

Pic Courtesy by: ICC

*অন্ধ্রপ্রদেশের রেল দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার*


দেশে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল। রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের জেরে প্যাসেঞ্জার ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহত ৫০ জন। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলামান্দা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কখনও দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, কখনও বগি লাইনচ্যুত, অসহায় যাত্রীদের কোচে আটকে পড়া এবং ভাগ্যের কাছে আত্মহত্যা: এটি একটি সবচেয়ে দুর্ভাগ্যজনক পুনরাবৃত্তিমূলক ঘটনা হয়ে উঠেছে।" নিহতদের স্বজনদের পাশে থাকার বার্তা দিয়ে দ্রুত উদ্ধারকাজ সম্পূর্ণ করা ও এই দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এই দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, "কবে ঘুম ভাঙবে রেলের?"

*A consumer court in Kerala ordered Southern Railway to pay Rs 60,000 as compensation to a passenger*

Business 

 SB News bureau: A consumer court in Kerala ordered Southern Railway to pay Rs 60,000 as compensation to a passenger. The passenger could not reach his important company meeting in Chennai as the Alleppey Express ran 13 hours late. Due to which he suffered various losses.

Keeping that in mind, the commission said, "The importance of passengers' time is undeniable. Railways is responsible for the loss caused by train delays."In fact, a man named Karthik Mohan had booked a ticket to Chennai on May 6, 2018 in the Alleppey Express.

Karthik was going to an important company meeting. He reached the railway station on time to catch the train. But the train did not reach the railway station on time.

Alleppey Express arrives about 13 hours late. Due to this late train, Karthik could not attend the important meeting of the company. It even had a major impact on his career.

*আই-লিগে মহামেডান স্পোর্টিং উদ্বোধনী ম্যাচে আইজল এফসি কে ২-১ গোলে হারিয়ে জয় পেল*

খেলা 

 নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার নৈহাটি স্টেডিয়ামে আই-লিগে (2023-24) মহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল। এদিন তারা আইজল এফসি-র বিরুদ্ধে ২-১ জয়লাভ করে।মহামেডানের হয়ে প্রথম গোলটি করেন খেলার ৭ মিনিটে মাথায় স্যামুয়েল।এরপর আইজল এফসি গোল শোধ করে দেয় ১২ মিনিটের মাথায় লালরিনফেলা। তবে মহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয় গোল দেয় অ্যালেক্সিস গোমেজ। অবশেষে ২-১ গোলে মহামেডান স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

*সপ্তাহের শুরুতে কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ৩০ শে অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ দুপুর ২ টো নাগাদ বড়বাজার থেকে রামলীলা ময়দান পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৮০০-৯০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*অক্টোবরের শেষে শীতের আমেজ ,জেনে নিন আজকের আবহাওয়া*


বঙ্গে শীতের আমেজ। অক্টোবরের শেষ উইকেন্ডে হালকা ঠান্ডা, সূর্যের উঁকি। এককথায় মনোরম পরিবেশ। রাজ্য থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহর কলকাতাতেও আজ কিছুতেই নামলো তাপমাত্রা।

আপাতত দু-তিন দিন তাপমাত্রার সেরম পরিবর্তন হবে না। তবে নভেম্বরের শুরুর দিকে ফের হালকা গরম বাড়বে। আগামী ২-৩ দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দুই বঙ্গেই বেশ কিছুটা কমবে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রী সেলসিয়াস।

*আজকের রাশিফল ৩০শে অক্টোবর (সোমবার)*


 

 

মেষ রাশিফল (Monday, October 30, 2023)

কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে। কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। বিবাহিত জীবন কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে আসে; আপনি আজ কিছুর সন্মুখীন হতে পারেন।

প্রতিকার :- তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে।

বৃষভ রাশিফল (Monday, October 30, 2023)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে-আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে। আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালভাবে বুঝতে পারবে। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হন নি। আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ ক্রাবেন।

প্রতিকার :- পরিবারের সুখ বৃদ্ধির জন্য পাঁচ জন কম বয়সী কন্যা কে দুধ ও মিশ্রি দান করুন।

মিথুন রাশিফল (Monday, October 30, 2023)

অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন, আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে হতে পারে। ফলস্বরূপ, আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনও লাভ হয়নি। আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে। খুব কম মানুষই এই ধরনের একটি আন্তরিক হাসি দিয়ে একটি পৃথক প্রতিরোধ্যতা গড়ে তুলতে পারে। যখন আপনি অন্যদের থেকে বরাবর ভাল ব্যবহার পেতে থাকবেন- আপনি নিজেকে একটি সুগন্ধি ফুল বলে মনে করবেন। আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তাঁরা কোন দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। নিজের চেহারা এবং ব্যাক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। আপনার সঙ্গী অজানতেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

প্রতিকার :- সাধু সন্ত, পুরোহিত, নান বা অনন্য কোনো আধ্যাত্বিক ব্যক্তিদের সেবা করলে আপনি আর্থিক ক্ষেত্রে সুফল পাবেন।

কর্কট রাশিফল (Monday, October 30, 2023)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনও টাকা তত্ক্ষণাত্ ফিরে আসবে। কোন বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। স্বল্পমেয়াদী কর্মসূচীতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন।

প্রতিকার :- সঙ্গীকে সাদাকালো গোলাপ ফুল উপহার হিসেবে দিলে প্রেম জীবন সুদৃঢ় হবে।

সিংহ রাশিফল (Monday, October 30, 2023)

আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি সব সমস্যার সেরা প্রতিষেধক। আজ, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে। সুতরাং, সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার। আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে। আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশকিছু খালি সময় পাওয়ার সম্ভবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন।

প্রতিকার :- ওম কম কেতাবে নমঃ এই মন্ত্র টি ১১ বার জপ করলে ব্যবসায় বা পেশায় দ্রুত উন্নতি হবে।

কন্যা রাশিফল (Monday, October 30, 2023)

অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকষহীন করে তুলতে পারে। এগুলির হাত থেকে মুক্তি পাওয়ায় ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে। যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না, তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন। যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না-আপনার অন্যদেরকে রাজী করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে। সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সেইজন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। কিছু বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে, ধৈর্য হারাবেন না।

প্রতিকার :- দৃঢ় প্রেমের সম্পর্কের জন্য দরিদ্র ও অভাবী লোকজনদের কেশরের হালুয়া বা মিষ্টি দ্রব্য বিতরণ করুন।

তুলা রাশিফল (Monday, October 30, 2023)

কোনো বন্ধুর শীতল আচরণ আপনার খারাপ লাগতে পারে। কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন। অর্থনৈতিকভাবে, আজ একটি মিশ্র দিন হতে চলেছে। আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন, আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরী হবে। আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে বেরোন এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান, তবে আপনি যে পোশাকটি পরাচ্ছেন সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন। এটি মেনে চলা আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে। একটি জরুরী প্রকল্প-যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন- বিলম্বিত হবে। আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেইসব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি। আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন, কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে।

প্রতিকার :- হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি ও মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুদার্ত দের দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে।

বৃশ্চিক রাশিফল (Monday, October 30, 2023)

মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। আপনার বাবার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে। লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন।

প্রতিকার :- রান্নার জন্য ঢাক পাতা ব্যবহার আপনার কর্ম জীবনে ভালো প্রভাব দেবে।

ধনু রাশিফল (Monday, October 30, 2023)

আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে। আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তারসঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন।। নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। সন্ধ্যাবেলায় সামাজিক ক্রিয়াকলাপ আপনার প্রত্যাশার থেকেও বেশি ভালো প্রমাণিত হবে। আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে। আজ আপনার এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন। আজ ভাষার আদানপ্রদানই আপনার শক্তি হবে। আপনার অর্ধাঙ্গীনী আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে। এটাতে আপনি পরমানন্দদায়ক মনে করবেন।

প্রতিকার :- সন্যাসী দের সাদা ও কালো বস্ত্র দান করলে তা পানার স্বাস্থ্যের ও শরীরের জন্য ভালো হবে।

মকর রাশিফল (Monday, October 30, 2023)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে, কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে। আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে। ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন। আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন। নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরো অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আজ, আপনি এবং আপনার স্ত্রী সত্যিই গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন।

প্রতিকার :- চাল বা রুপা মায়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক উন্নতিতে সহায়ক হবে।

কুম্ভ রাশিফল (Monday, October 30, 2023)

দাঁতে যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন। যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। ভাষণ এবং বৈঠক, যাতে আপনি আজ উপস্থিত থাকবেন, তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য কেশর যুক্ত খাবার দরিদ্রদের দান করুন ও নিজের সেবন করুন।

মীন রাশিফল (Monday, October 30, 2023)

সাফল্য হাতের নাগালে এলেও শক্তি কমে আসবে। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভাল ব্যবহার করুন। এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে, যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে। আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। আপনার প্রণয়ী প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি পারে। আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন? আপনার ভালবাসার জীবন আজ এইরকম স্বাদ অনুভব করবে। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে।

প্রতিকার :- কোনো বিধবার প্রতি সহানুভুতিশীল হলে বা তাকে সাহায্য করলে তা আপনার স্বাস্থ্যের ওপর সুপ্রভাব দেখাবে।

*অন্ধ্রপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বাড়ছে নিহতের সংখ্যা*


দেশে ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় আলমান্দা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেন। একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কার জেরেই প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কোচ লাইনচ্যুত হয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সূত্রে খবর, আলমান্দা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। আহত ২০ জন।

ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে অন্য একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি পর্যালোচনা করেছেন। উদ্ধার অভিযান চলছে, সবাইকে উদ্ধার করা হয়েছে এবং দল মোতায়েন করা হয়েছে। আমি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

পাশাপাশি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি স্বাস্থ্য, পুলিশ এবং রাজস্ব সহ অন্যান্য সরকারি বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত ত্রাণ ব্যবস্থা গ্রহণ এবং আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এক নজরে দেখে নিন হেল্পলাইন নম্বরগুলোঃ 

ভুবনেশ্বর: 0674-2301625, 2301525, 2303069

ওয়াল্টেয়ার : 0891- 2885914

বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে হেল্পলাইন নম্বর- 

রেলওয়ে নং: 83003 83004, 83005 83006

বিএসএনএল নং: 08912746330, 08912744619

এয়ারটেল সিম: 8106053051, 8106053052

বিএসএনএল সিম: 8500041670, 8500041671

বিএসএনএল সদর দফতর বিবিএস: 0674-2301525, 0674-2301625, 0674-2303060

টোল ফ্রি: 0674-2303729

ডাব্লুএটি টেস্ট রুম: 8978080805

এসএসই. টেলি. সাইট: 8978080815

ভিএসকেপি হেল্প লাইন: বিএসএনএল 08912746330/ 08912744619

আলমান্দা: 8978081960

কান্তকাপল্লী: 8978081960

বিজয়নগরম: 08922-221206, 221202

শ্রীকাকুলাম রোড: 08942-286213, 286245

*কেরালায় ভয়াবহ বিস্ফোরণ নিয়ে শোকপ্রকাশ বাংলার রাজ্যপাল*


কেরালার এর্নাকুলামের কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে প্রার্থনা সভার সময় তিনটি বিস্ফোরণ ঘটে। কনভেনশন সেন্টারে যিহোবার সাক্ষীদের প্রার্থনা চলছিল। 

এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এবং ৩৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। এদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস । 

তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘কোচির কালামাসেরিতে যিহোবার সাক্ষীদের সমাবেশে বিস্ফোরণের কথা শুনে আমি মর্মাহত। নিরীহ হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই মর্মান্তিক ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।‘

*আলিপুরদুয়ারের এক চাষের জমি থেকে উদ্ধার হল একটি চিতাবাঘের দেহ*


 এসবি নিউজ ব্যুরো: আলিপুরদুয়ারের এক চাষের জমি থেকে উদ্ধার হল একটি চিতাবাঘের দেহ। রবিবার আলিপুরদুয়ারের জটেশ্বর ১ গ্রাম পঞ্চায়েতের উত্তর দলগাঁও বস্তি থেকে চিতাবাঘের দেহটি উদ্ধার হয়েছে। কীভাবে চিতাবাঘটির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই জমিতে চিতাবাঘের দেহটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এরপর বিষয়টি তাঁরা মাদারিহাট রেঞ্জে জানান। এ বিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনাধিকারিক দের দাবি, জলদাপাড়া জঙ্গলে চিতাবাঘটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য,মাস তিনেক ধরে চিতাবাঘের উপদ্রব রয়েছে জটেশ্বর বাজার সহ পার্শ্ববর্তী এলাকায়। কিছুদিন আগেই চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে দুজনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। আতঙ্কে ঘরবন্দি হয়ে রয়েছেন বাসিন্দারা। স্থানীয়দের দাবিমতো এলাকায় খাঁচা পাতে বন দপ্তর।

তাতে ধরাও পড়ে পরপর ৩টি চিতাবাঘ। এদিন এই চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে ফের নতুন করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।