*কলকাতার পুজো পরিক্রমায় স্ট্রীট বুজ নিউজ,২০২৩*
অনুভূতি ‘থিমে সাজলো কলকাতার চোরবাগান
কলকাতা: ব্যক্তি বিশেষে যেমন অনুভূতির পরিবর্তন হয়, তেমনি পরিস্থিতি অনুযায়ীও অনুভূতির পরিবর্তন হয়। তাই এই বছর চোরবাগান সর্বজনীন ‘এর পূজো উদ্যোক্তারা বেছে নিয়েছে ‘ অনুভূতি ‘ কে। তাদের ট্যাগ লাইন ‘সময়ের সাথে সাথে বদলায় অনুভূতি’।ঋতুর নিয়মেও অনুভূতির পরিবর্তন হয়। প্রতিটি মানুষের অনুভূতি সময় সাপেক্ষ বা ক্ষনিকের হলেও প্রতিটি মানুষ নিজেদের অনুভূতিকে নিয়ে এবং কোন পরিস্থিতিতে তার ব্যক্তিগত মতামত নিয়ে খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকে।
আবার অন্য দিক থেকে ভেবে দেখলে পুজোর যেমন এক আলাদা অনুভূতি আছে, তেমন এই পুজোকে ঘিরে প্রতিটি মানুষের আলাদা আলাদা অনুভূতি এবং চিন্তাধারা রয়েছে।তাই বিষয়টি খুবই গাঢ় মনে হলেও সম্পূর্ণ এই ভাবনাকে মণ্ডপের আকার দিতে চলেছে শিল্পী দেবাশীষ বারুই। সম্পূর্ণ এই বিষয়টিকে পুজো থিম হিসেবে উপস্থাপনা করতে ব্যবহার করা হয়েছে লোহা। এছাড়াও ব্যবহার করা হয়েছে কাঁচ।



"The Temple of Grace' এর অনুকরণে তৈরি এবারের পুজো মন্ডপটি। পঞ্চমীতে এই মন্ডপ দেখতে সকাল থেকে ভিড় জমিয়েছে আমজনতা। এই বছর দেশপ্রিয় পার্ক দুর্গাপুজোয় শিল্পী হিসেবে কাজ করছেন গোবিন্দ গিরি।দেবী প্রতিমা তৈরির দায়িত্বে ছিলেন প্রদীপ রুদ্র পাল।



Oct 19 2023, 20:11
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.6k