*যমুনার জল পৌঁছাল ঐতিহাসিক লালকেল্লায়, উদ্বিগ্ন প্রশাসন*


আরও ভয়ঙ্কর হচ্ছে দিল্লির বন্যা পরিস্থিতি । লাগাতার বাড়তে শুরু করেছে যমুনার জলস্তর । যমুনার বিভিন্ন প্রান্তে জলস্তর বিপদসীমা দিয়ে বইছে । রাজঘাটে জলপ্রবাহ দেখে মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে । ITO-তে জলভর্তি হয়ে গিয়েছে । বর্তমানে যমুনার জল পৌঁছিয়েছে সুপ্রিম কোর্ট চত্বরে। বন্যা থেকে মানুষকে উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রীর বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে ।তবে, আশার কথা, ধীরে ধীরে জল নামছে যমুনার। এখনও অবশ্য অধিকাংশ নীচু এলাকাতেই ঘরবাড়ি, বাজার, রাস্তাঘাট, পর্যটনস্থল জলের তলায়। দিল্লির স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি স্তব্ধ। 

দিল্লি সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের একটি রেগুলেটর খারাপ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর ফলেই যমুনার জল শহরের দিকে প্রবাহিত হয়েছে। এদিকে, দিল্লি সরকার জানিয়েছে, শহরে বন্যার জলের প্রবাহ বন্ধ করতে সেচ দফতরের ক্ষতিগ্রস্ত রেগুলেটরটি সারানোর চেষ্টা করা হচ্ছে। দফতরের আধিকারিকরা এবং বিপুল সংখ্যক কর্মী এই কাজে নিযুক্ত। মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এই কাজের তদারকি করছেন। সব মিলিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বারোটি দলকে ত্রাণ এবং উদ্ধারের কাজে মোতায়েন করা হয়েছে।এখনও পর্যন্ত ২০,০০০-এরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। বর্তমানে লাল কেল্লার কাছে ধমনী আউটার রিং রোড, বিশ্বকর্মা কলোনি, যমুনা বাজার, আইএসবিটি বাস টার্মিনাস, কাশ্মীরি গেট, শঙ্করাচার্য রোড, মজনু কা টিলা, বাটলা হাউস, কিরারি এবং কিংসওয়ে ক্যাম্প এখনও জলের নীচে। যমুনার জল পৌঁছে গিয়েছে ঐতিহাসিক লাল কেল্লার দেওয়ালেও। আপাতত লাল কেল্লার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির বন্যার প্রভাব পড়েছে গোটা উত্তর রেলওয়ের ট্রেন চলাতলে। এই শাখায়, সামনে ৬ দিনে প্রায় ৬০০টি ট্রেন বাতিল করা হয়েছে। দিল্লি-শহদ্র লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। একথায় বন্যার জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দিল্লির প্রশাসন।

*৩ জেলায় জারি লাল সর্তকতা, জেনে নিন আজকের আবহাওয়া*

আবহাওয়ার ভোলবদল!কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা বৃষ্টিতে ভিজেছে। তবে এর জেরে এখনই ভ্যাপসা গরম থেকে রেহাই নেই বলেই জানা যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃ্ষ্টি হতে পারে। বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। এমনকি বাড়তে পারে তাপমাত্রা।অন্যদিকে উত্তরের চিত্রটা একেবারেই ভিন্ন। হাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ কিছু জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টি হবে। গতকাল ভোট গণনার দিনও বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের একাধিক জায়গায়। আজও সেই সম্ভাবনা রয়েছে।

এরজেরে বহু জায়গায় বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৪ ই জুলাই ( শুক্রবার)*


মেষ: খেলাধুলো আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। আপনার খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত কাজ নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে পিঠের ব্যথা সম্পর্কিত সমস্যার যত্ন নেওয়া দরকার। ব্যবসার ক্ষেত্রে একটি নতুন অংশীদারিত্ব পেতে পারেন।

বৃষ: নির্ভীক মতামত বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সকলের সাহায্য পাবেন। প্রতিপক্ষ এবং লুকানো শত্রুদের উপর বিজয়ী হবেন। প্রেমিক দম্পতি তাদের ভাল মুহূর্ত উপভোগ করতে সক্ষম হবে।

মিথুন: কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আপনি আপনার বর্তমান চাকরিতে প্রয়োজনীয় পরিবর্তন আশা করতে পারেন। চাকরিপ্রার্থীরা সঠিক চাকরি পেতে সক্ষম হবেন। আপনাকে অহংকার এড়াতে হবে।

কর্কট: সঞ্চয় বাড়বে, বড় কাজ পেতে পারেন। ধৈর্যের অভাবে আপনার আচরণে অভদ্রতা দেখা যাবে। কারো সাথে কথা বলার সময় সংযত থাকুন। প্রেমিকরা অর্থহীন বিষয়ে তর্ক করবেন না। অন্যথায় সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেবে।

সিংহ: জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। ঘরোয়া ও প্রেম জীবনে তর্ক এড়িয়ে চলতে হবে। প্রেমিকদের সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে গাড়ি চালানো এড়াতেও পরামর্শ দেওয়া হচ্ছে।

কন্যা: ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সন্তানদের শিক্ষার ফলাফল অনুকূল হবে। পারিবারিক জীবন উপভোগ করবেন। সঙ্গীর সাথে অহংকার এবং অভদ্রতা এড়াতে হবে। ব্যবসায় অংশীদারের সাথে বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা: জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। না হলে এটি আপনার চারপাশের মানুষের সাথে আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলবে। প্রেমময় দম্পতি তাদের আনন্দের মুহূর্ত উপভোগ করবে।

বৃশ্চিক: স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। অবিবাহিতরা তাদের পছন্দের জীবনসঙ্গীর সাথে দেখা করার আশা করতে পারেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য কিছু পুরষ্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু: বিশ্রী পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসা এবং লাভের ক্ষেত্রে আপনি যথেষ্ট সুযোগ পাওয়ার আশা করতে পারেন। আপনি আপনার স্ট্যাটাস বাড়ানোর জন্য আপনার সামাজিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা করবেন।

মকর: পুরনো বিনিয়োগ থেকে লাভ করতে পারেন। বিবাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অন্তর্দৃষ্টি দিয়ে ভাবুন। আপনার গলা বা জিহ্বা এবং পেটের সমস্যাও থাকতে পারে। প্রেমিক দম্পতিরা বিবাহের ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন।

কুম্ভ: আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। গার্হস্থ্য জীবনের ক্ষেত্রে, আপনি সম্পর্কের মধ্যে বিবাদ মেটাতে সফল হবেন। আপনি পরিবারের সদস্যের বিবাহের ক্ষেত্রে কিছু ভাল খবর পেতে পারেন।

মীন: কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে সাহায্য করবে। ছাত্র এবং চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনের দিক থেকে ভালো খবর পেতে পারেন। পিতামাতার যত্ন নিতে হবে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার গুরুজন বা উপদেষ্টার সাথে পরামর্শ করুন।

*ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১০*


নিজস্ব প্রতিনিধি: ১৪৪ ধারা জারি হওয়ার পরেও ভাঙড়ে যেন সন্ত্রাস থামার নামই নিচ্ছে না। ফের একবার অশান্ত হয়ে উঠল ভাঙড় । ভাঙড়ে বোমা বিস্ফোরণ আহত হল ১০ জন। জানা গিয়েছে, চালতাবেড়িয়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সকলেই আইএসএফ কর্মী। এদিকে বাসন্তী হাইওয়ের কাঁটাতোলায় আহতদের আটকালো পুলিশ। বাসন্তী হাইওয়ে দিয়ে আহতদের চিকিত্‍সার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এবিষয়ে বিষয়ে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “আমার কাছে এখনও এরকম কোনও খবর নেই। তারপরও বলব আইনের ঊর্ধ্বে কেউ নয়। বোমাবারুদ বিহীন রাজনীতিই আমাদের লক্ষ্য। কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখতে হবে। আরও একটা বিষয় বলা হচ্ছে, বোমা বাঁঁধতে গিয়ে ঝলসে গিয়েছে। তা বাঁধতে গিয়ে ঝলসে গিয়েছে, নাকি বোমা মারা হয়েছে তাতে ঝলসেছে তাও দেখা দরকার।”

উল্লেখ্য, ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট পর্ব মিটে যাওয়ার পরও, দফায় দফায় অশান্তি ছড়িয়েছে ভাঙড়ের বিভিন্ন এলাকায়৷ মনোনয়ন পর্বেই ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের৷ ভোটের দিন মোটের উপরে কম ঘটনাবহুল থাকলেও গণনার দিন থেকে ফের উত্তপ্ত ভাঙড়। লাগাতার সংঘর্ষের জেরে ভাঙড়ে জারি হয়েছিল ১৪৪ ধারা।

*শুরু হচ্ছে কাউন্টডাউন, এগিয়ে আসছে চন্দ্রযান-৩-এর উত্‍ক্ষেপণের সময়*


প্রায় চার বছর পর ব্যর্থতার স্মৃতিকে ভুলিয়ে ফের একবার চন্দ্রযান-৩ মিশনের জন্য কোমর বেঁধে তৈরি ইসরো। শুক্রবার, ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে তৃতীয় চন্দ্র অন্বেষণ মিশন চন্দ্রযান-৩ উত্‍ক্ষেপণ করতে প্রস্তুত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এখন পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে সফলভাবে মহাকাশযান অবতরণ করাতে পেরেছে বিশ্বের তিন দেশ রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন।

চন্দ্রযান-৩ মিশন সফল হলে তালিকায় চতুর্থ স্থানে নাম তুলে নেবে ভারত। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উত্‍ক্ষেপণের আগে বৃহস্পতিবারই শুরু হচ্ছে কাউন্টডাউন।। বুধবার ইসরোর তরফে টুইট করে বলা হয়েছে "মিশন প্রস্তুতির পর্যালোচনা সম্পন্ন হয়েছে। রকেট উত্‍ক্ষেপণ ছাড়পত্র দিয়েছে বোর্ড। বৃহস্পতিবার শুরু হচ্ছে কাউন্টডাউন।" ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের সময় বিগড়ে যায়। শেষ লগ্নে ব্যর্থ হয় অভিযান। এবারের চন্দ্রযান-৩ একটি ফলো আপ মিশন, জানিয়েছে ইসরো।

ফের পঞ্চায়েত নির্বাচন, ১৫টি বুথে হবে ভোটগ্রহণ


হাওড়া সাঁকরাইলের ১৫টি সহ রাজ্যের মোট ২০টি বুথে ফের পঞ্চায়েত ভোটের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশনার। এইসব বুথে জিতেছে তৃণমূল। কিন্তু ভোটের দিন এই ২০টি বুথেই ভোট লুঠ, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। এরপরই বিডিও-র রিপোর্টের ভিত্তিতে সাঁকরাইলের ১৫টি সহ উত্তর ২৪ পরগনার হাবড়া-২ ও সিঙ্গুরে আবারও পঞ্চায়েত ভোটের নির্দেশ দিলেন কমিশনার রাজীব সিনহা।

যে ২০টি বুথে ফের নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হল- হাওড়ার সাঁরকাইলের মানিকপুর দর্জিপাড়া প্রাথমিক স্কুলের সাতটি বুথ, রশ্মি মহল শিশু শিক্ষা কেন্দ্রের একটি বুথ, সারেঙ্গা হাইস্কুল ও পল্লিশ্রী পাঠাগারের কয়েকটি বুথ। উত্তর ২৪ পরগনার হাবড়ার-২ ব্লকের চারটি বুথ ও সিঙ্গুরের একটি বুথ। তবে কবে এই নির্বাচন হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি কমিশন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কলকাতা হাইকোর্টে বুথ ধরে ধরে বিরোধীদের যে অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে নড়ে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। কারণ, হাইকোর্ট শুধু কমিশনকে দায়ী করছে না, বিডিও ও ভোট কর্মীদের কাছেও কৈফিয়ত তলব করছে। তাই স্বচ্ছতা প্রমাণের জন্য কমিশনের এই অবস্থান নেওয়া ছাড়া উপায় ছিল না।

*দক্ষিণবঙ্গের ৮ জেলায় জারি হলুদ সর্তকতা, জেনে নিন আজকের আবহাওয়া*


বঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গের চিত্রটা একেবারেই ভিন্ন। ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃ্ষ্টি হতে পারে। বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।হাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ কিছু জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টি হবে। 

মৌসম ভবনের পক্ষ থেকে আবহাওয়া নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা ও তার আশেপাশের কিছু বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।কলকাতায় এদিন হলুদ সতর্কতা অবধি জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এরই সঙ্গে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলী, নদীয়া, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি ধেয়ে আসছে। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৩ ই জুলাই ( বৃহস্পতিবার)*


মেষ: শরীরচর্চা করে নিজেকে সুস্থ এবং মানসিকভাবে চনমনে রাখুন। বাবার দেওয়া পরামর্শ কর্মক্ষেত্রে অনেক সুবিধা করে দেবে। নেশা কাটিয়ে না উঠলে স্নায়ুর সমস্যা দেখা দেবে।

বৃষ: বাচ্চাদের কথা ভেবে সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। নতুন প্রকল্পের মূলধন ধার নিতে পারেন আজ। ভাই বা বোন টাকা চাইতে পারে। সব দিক বিবেচনা করে টাকা দিন।

মিথুন: বিপদে পড়া মানুষদের অর্থ দিয়ে সাহায্য করুন। অনেক দিনের পুরানো বিনিয়োগগুলি থেকে আজ আর্থিক লাভ হবে। লম্বা ভ্রমণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। ঠান্ডা মাথায় সবকিছু সামলান।

কর্কট: বেশি অর্থ উপার্জনের জন্য নিজের উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করুন। কাজ মিটিয়ে সন্ধ্যেটা বিনোদনে কাটান। পারিবারিক সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারবেন। পুরানো বন্ধুদের সাথে দেখা হবে।

সিংহ: টাকা পয়সার ব্যাপারে বেশি সংবেদনশীল হলে সম্পর্ক নষ্ট হতে পারে। ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে। অসুখ অল্পদিনের মধ্যেই সেরে যাবে। ইচ্ছাপূরণ করতে গিয়ে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।

কন্যা: আর্থিক সঞ্চয়ের ব্যাপারে বাবা মায়ের সাথে আলোচনা করুন। এই বিনিয়োগ আপনার ভবিষ্যতে কাজে আসবে। বিপদে পড়া মানুষকে সাহায্য করুন। আজ পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে।

তুলা: কোনও সাধু ব্যক্তির প্রভাবে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা দেখা দেবে। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে। ভারি জিনিসের থেকে দূরে থাকুন। সন্তানের জন্য গর্বিত হবেন আজ । আজ শরীরের যত্ন নিন।

বৃশ্চিক: বাড়ির ছোট খাটো জিনিসের জন্য আজ প্রচুর ব্যয় হয়ে যাবে। কিছু সময় আনন্দে কাটবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণে যেতে হতে পারে। খওয়াদাওয়াতে সতর্ক হন। নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না।

ধনু: বেশি মানুষের ভিড়ে ক্লান্ত হয়ে উঠলে একান্তে সময় কাটান। ধার দেওয়া টাকা ফেরত পাবেন আজ। যা নতুন প্রকল্পের কাজে লাগবে। আপনার রসিক স্বভাব আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। বিবাহিত জীবনে অভাব হতে পারে।

 

মকর: বহুদিন ধরে চলতে থাকা ঝগড়া আজ মিটে যাবে। সন্ধ্যায় স্ত্রীয়ের সাথে একান্তে সময় কাটান। ধর্মীয় কার্যকলাপে কিছু অর্থ ব্যয় হবে। স্বাস্থ্যের সমস্যায় পড়তে পারেন। শরীর ভালো থাকবেনা।

কুম্ভ: আগ্রাসী মনোভাবের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। দেবেন। আপনার সৃজনশীল প্রতিভা আজ খ্যাতি এনে দেবে। আজ মন স্থির এবং শান্ত থাকবে। পুরানো বন্ধুদের সাথে দেখা হতে পারে। আনন্দে সময় কাটবে।

মীন: শরীর ক্লান্ত থাকবে। তাই বিশ্রাম নেওয়া দরকার । পরিবারের মানুষদের সাথে আড্ডা দিয়ে মন ভালো থাকবে। ভাই বোনদের সাহায্যে আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। পেশি গুলিকে বিশ্রাম দিন।

*আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব: মমতা*


পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে ছড়িয়েছে হিংসা। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। শাসক দলের বিরুদ্ধে উঠেছে হিংসার অভিযোগ। এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে নির্বাচনে সকল অভিযোগ নিয়ে সরব হওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়লেন মমতা।এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেন, 'আমরা কী অপরাধ করেছি? বিরোধী থাকার সময় শুধু মার খেয়েছি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব। আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে!'সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, এজন্য ধন্যবাদ। আমি সারাজীবন শান্তি নিয়ে কলম ধরেছি। পঞ্চায়েতের ফল বেরিয়েছে, অপরাধ করলে মেনে নেব।' 

অন্যদিকে বুধবার নবান্ন থেকে ভাঙড়ের অশান্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বিঁধলেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, "ভাঙড়ে গন্ডগোল ছড়াল কীভাবে? ওখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল। পুলিশ কীভাবে গুলিবিদ্ধ হল?" মনোনয়ন পর্ব থেকেই দফায়-দফায় অশান্তি হয়েছে ভাঙড়ে। এবার ভাঙড়ের অশান্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করলেন মমতা।শুধু তাই নয় পঞ্চায়েত নির্বাচনে হিংসার কারণে মৃতদের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি৷ পাশাপাশি, সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সরকারি সাহায্য দেওয়ার কথা বলেছেন মমতা ৷তৃণমূল সুপ্রিম জানান,' ভোট হিংসায় ১৯ জন মৃত। তার মধ্যে ১০-১২ জন আমাদেরই আছেন। ভোটের দিন ৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪ জন তৃণমূলের। বাকি ৩ অন্যান্যদের। আর্থিক সাহায্যের ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনও ভেদাভেদ হবে না।'

মমতা বুধবার নাম না করেই বিজেপিকে আক্রমণ করলেন৷ পাশাপাশি, তিনি বলেন, কেন বিজেপি ত্রিপুরার কথা বলছে না৷ সেখানে তো বেশিরভাগ আসনে মনোনয়ন দিতে পারেনি৷ কেন মণিপুরের হিংসার কথা বলা হচ্ছে না৷ কেন উত্তরপ্রদেশের মনোনয়ন দিতে পারেন না বিরোধীরা, কেন সেই ঘটনা ঘটে৷ আগে সেগুলো দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী৷

*রাজ্যসভায় বিজেপি প্রার্থী অনন্ত মহারাজ*


জল্পনার অবসান। অবশেষে রাজ্যসভা নির্বাচনে বাংলা থেকে অনন্ত মহারাজকে প্রার্থী করলো বিজেপি। বুধবার সেই মর্মে জারি করা হল বিজ্ঞপ্তি। অনন্ত মহারাজ কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি। উত্তরবঙ্গে রাজবংশী ভোটে তাঁর বৃহত্তর প্রভাব রয়েছে। লোকসভা ভোটে সেই ভোটকে বিজেপির অনুকূলে টানার জন্য এই পদক্ষেপ করা হল বলে মনে করা হচ্ছে। অনন্ত মহারাজকে প্রার্থী করার ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপারিশ করেছিলেন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও অনন্ত মহারাজের নাম প্রস্তাব করেছিলেন। তাদের প্রস্তাব মেনেই সেই অনন্তকেই রাজ্যসভার প্রার্থী বেছে নিল বিজেপি।

অন্যদিকে আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন।বাংলা থেকে রাজ্যসভার ছ'টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন রয়েছে। তার জন্য বুধবারই বিজেপি-র তরফে বিবৃতি দিয়ে অনন্তের নাম ঘোষণা করা হয়। গুজরাত থেকে বাবুভাই জেসংভাই দেশাই এবং কেশরীদেবসিংহ জালাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিজেপি।