ইডির ডাক এড়িয়ে ভোট প্রচারে সায়নী


বুধবার ইডির দ্বিতীয় দফার ডাকে হাজিরা এড়িয়েছেন সায়নী ঘোষ। ইডি দফতরে না গেলেও বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূলের ভোটপ্রচারে দেখা গিয়েছে সায়নীকে। ভোটপ্রচারে গিয়ে তৃণমূলের যুবনেত্রী বলেন, 'ইডিকে নথি পাঠিয়ে দিয়েছি। বলেছি প্রয়োজনে ভার্চুয়ালি যোগ দেব। কিন্তু ভোটের মাত্র দু’দিন বাকি। দলের যুব সভানেত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে। ১১ তারিখের পর, যত বার ডাকবে, তত বার যাব।'

বুধবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন, সায়নী এখন ভোটের কাজে ব্যস্ত। ভোট মিটলে সায়নী ইডি দফতরে যাবেন বলে দাবি করেন কুণাল। বলেন, যেতে না পারার কারণ জানিয়ে সায়নী ইতিমধ্যেই চিঠি দিয়েছেন ইডিকে। যদিও ইডি সূত্রে জানা যায়, সকাল ১১টা পর্যন্ত তারা এমন কোনও চিঠি হাতে পায়নি তারা।

বুধবার ইডির দফতরে সায়নীর না যাওয়া নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, 'সায়নী ঘোষকে গ্রেফতারের সাফিশিয়েন্ট মেটেরিয়ালস রয়েছে ওদের কাছে, আজ যারা সায়নী কে ডেকেছিলেন তাদের কে বলছি এই সমস্ত লোকেদের কে ছেড়ে দেওয়া উচিত হচ্ছে নি।'

অধীরের দফা বাড়ানোর আর্জি খারিজ হাইকোর্টের


বুধবার পঞ্চায়েত নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর দফা বাড়ানোর আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞাননের ডিভিশন বেঞ্চ জানায়, আদালত আগেই এমন আবেদন সংক্রান্ত মামলার নির্দেশ দেওয়া হয়েছিল। সে ব্যাপারে মামলাকারী অবগত ছিলেন। তারপরেও এমন মামলা করলেন কেন, সেই প্রশ্ন উঠতেই অধীরের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানান হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ভোটের দফা বৃদ্ধি করার প্রয়োজন নেই।ভোট একদফাতেই সম্পন্ন হবে।তাই অধীরের আবেদনটিরও আপাতত গুরুত্ব থাকছে না।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে হাই কোর্টের নির্দেশে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রের তরফে প্রথম দফায় ২২ কোম্পানি, দ্বিতীয় দফায় ৩৩৭ কোম্পানি এবং তৃতীয় দফায় আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানো হয়।

প্রচারের কারণে ইডির দফতরে হাজিরা এড়ালেন সায়নী


বুধবার ইডির দফতরে হাজিরা দিতে যাচ্ছেন না সায়নী ঘোষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একথা জানান। তিনি দাবি করেন, পঞ্চায়েত ভোটের প্রচারে আজ গলসিতে যাবেন সায়নী। ভোট মিটলে ইডির দফতরে যাবেন সায়নী বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র। ইতিমধ্যেই ইডির দফতরে না যাওয়ার কারণ জানিয়ে সায়নী চিঠি দিয়েছেন ইডিকে।নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সায়নীকে ডেকে পাঠিয়েছিল ইডি।

সিজিও কমপ্লেক্সে নির্দিষ্ট সময়েই হাজিরা দেন সায়নী। দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করেছিলেন বলে ইডি দপ্তর থেকে বেরিয়ে দাবি করেন সায়নী। এরপরই বুধবার অর্থাৎ ৫ জুলাই ফের তাঁকে ইডি দপ্তরে আসতে বলা হয়। সঙ্গে বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু এদিন তিনি হাজিরা দিচ্ছেন না।

তাই সায়নী জানান, তাঁর আইনজীবীর হাত দিয়ে ৫৩০ পাতার নথি তিনি পৌঁছে দেবেন ইডির হাতে। পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতাও করবেন বলে আশ্বাস দেন। তবে আপাতত নির্বাচন নিয়ে ব্যস্ততা রয়েছে তাঁর। তাই ভোট মিটলে আবার যদি তাঁকে তলব করা হয়, তবে তিনি নিশ্চিত ভাবেই পৌঁছে যাবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

*ফের জেলায় জেলায় জারি কমলা সতর্কতা! জেনে নিন আজকের আবহাওয়া*


গত সপ্তাহে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি সপ্তাহেও সেই ধারা বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের ওপরের তিন জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।

উত্তরের এই তিন জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার। অন্যদিকে বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গাতে আগামী দুই দিনে ভারী বৃষ্টি হতে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.১ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৫ই জুলাই ( বুধবার)*


মেষ: বাইরে থেকে আসা কোনও ব্যক্তির কথায় কান দেবেন না। অন্যথায় পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক জীবনে নিজের আবেগ সামলে রাখুন। স্ত্রীয়ের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

বৃষ: আজ শরীরের যত্ন নিন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। অকারণ দুশ্চিন্তা আপনার শরীর খারাপ করতে পারে। তাই প্রতিকূল পরিস্থিতি হলেও মনে তার কোনও প্রভাব পড়তে দেবেননা।

মিথুন: পরিবারের সাথে যথাসম্ভব সময় কাটান। তাদের চাওয়াপাওয়া গুলিকে গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে এবং ব্যবসায় নিজের পরিকল্পনা বাস্তবায়িত করার সুযোগ পাবেন। এর ফলে আপনি ব্যস্ত থাকবেন। সকলের সহযোগিতায় সাফল্য আসবে।

কর্কট: কোনও শারীরিক সমস্যায় ভুগতে পারেন। নিজেকে আরও সুস্থ করে তুলতে হবে। গুরুজনদের আশীর্বাদ আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। টাকা ধার করার পরিস্থিতি তৈরি হতে পারে।

সিংহ: আপনার দামি জিনিস গুলিকে সাবধানে রাখা দরকার। অসাবধানতায় তা হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে। অসুস্থতা কাটিয়ে উঠবেন। নতুন উদ্যমে কাজ শুরু করুন। ব্যবসায়িক লাভের ফলে সঞ্চয় বাড়বে।

কন্যা: যেকোনো রকম নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। কাজের চাপ অত্যন্ত বেড়ে যাবে। ফলে ক্লান্তিবোধ করবেন। গুরুজনদের আশীর্বাদ আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। টাকা ধার করার পরিস্থিতি তৈরি হতে পারে।

তুলা: আপনার অলসতার জন্য কোনও সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে। আত্মবিশ্বাস ধরে নতুন করে কাজ শুরু করা উচিত। আকস্মিক কোনও দুঃখের সম্মুখীন হতে পারেন। নিজেকে সংযত রাখুন।

বৃশ্চিক: আপনার নিজের মত অন্যের উপর চাপিয়ে দেবেন না। এর ফলে পরিবারে সমস্যা তৈরি হতে পারে। তাই নিজেকে সংযত রাখুন। লুকানো শত্রুদের থেকে সাবধান থাকুন। না হলে বিপদ হতে পারে।

ধনু: অসুস্থতা কাটিয়ে উঠবেন। নতুন উদ্যমে কাজ শুরু করুন। ব্যবসায়িক লাভের ফলে সঞ্চয় বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। সকলের প্রশংসা পাবেন। সকলের কথার গুরুত্ব দিন। জীবনসঙ্গীর থেকে কিছু ক্ষতি হতে পারে।

মকর : চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। সৃজনশীল কাজে বেশ কিছুটা সময় কাটবে। সপ্তাহের শেষে স্ত্রীয়ের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। বন্ধুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন।

কুম্ভ: আপনার মনোভাবের কারণে সকলের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের সমস্যা আজ কিছুটা অস্বস্তিতে রাখবে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সচেতন না হলে সমস্যায় পড়তে পারেন।

মীন: বাইরের কোনও তৃতীয় ব্যক্তি আপনাদের পারিবারিক সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই বাইরের কারোর কথায় কান দেবেন না। কর্মক্ষেত্রে নিজের উপর আস্থা রেখে সিদ্ধান্ত নিন। প্রশংসা পাবেন।

ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে, দাবি রাজ্য পুলিশি প্রধানের


পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্ত গ্রাম বাংলা । রাজ্যে ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এবার তা নিয়েই মুখ খুললেন রাজ্যের পুলিশের ডিজি মনোজ মালবীয়। মঙ্গল বার তিন রাজ্যের পুলিশ-প্রধান বৈঠকে বসেছিলেন। তার পরই সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি 'ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে' বলে সংবাদমাধ্যমের বিরুদ্ধেঅভিযোগ তুলেছেন। রাজ্য পুলিশের ডিজির বক্তব্য," দু-তিনটে ঘটনা হয়েছে, যেখানে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। উপর থেকে নির্দেশও রয়েছে যে, কোনও এ ধরনের ঘটনা হলে তাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। এমন কোনও ঘটনা হয়নি, যা আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি।

পুলিশ নিজেদের কাজ করছে।" মঙ্গলবার রাজ্যের ডিজি বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড এবং বিহারের ডিজিপি। কেবলমাত্র পঞ্চায়েত নির্বাচন হয়, আন্তঃরাজ্য যে ধরনের অপরাধগুলো হয়, তা নিয়ে সার্বিকভাবে আলোচনা হয়। ডিজি আশ্বাস দিয়েছেন যে,"আপনাদের নিশ্চিত করে বলছি, নির্বাচনে পুলিশ ভাল ভাবে কাজ করবে।"

*বাংলা মাধ্যমের পড়ুয়াদের ভর্তি নয়, লরেটো কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক*

স্নাতকের ভর্তির বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে কলকাতার বিখ্যাত লরেটো কলেজে। ভর্তির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা নয়, ইংরাজি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করলে তবেই ভরতির আবেদন করা যাবে কলেজে। এমনকী কেন ইংরাজিকে প্রাধান্য দিচ্ছে ওই কলেজ সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে নোটিশে। কারণ হিসাবে জানান হয়েছে, 'লরেটো কলেজের পড়াশোনার মাধ্যম হল শুধুমাত্র ইংরেজি। পরীক্ষায় শুধুমাত্র ইংরেজিতে উত্তর দিতে হবে।

আঞ্চলিক বাংলা এবং হিন্দি ছাড়া অন্য সব বিষয়ের জন্য আমাদের স্বনামধন্য ওপেন শেলফ লাইব্রেরিতে শুধুমাত্র ইংরেজি ভাষায় সহায়িকা বই, পাঠ্যবই এবং জার্নাল আছে। আমাদের পরামর্শ, যে পড়ুয়ারা আঞ্চলিক ভাষার স্কুলে পড়াশোনা করেছে, তাঁরা যেন এমন প্রতিষ্ঠানে আবেদন করেন, যেখানে পড়াশোনার মাধ্যম হল ইংরেজি। সেই সব পড়ুয়াদের অ্যাডমিশনের জন্য বিবেচনা করা হয়নি, দ্বাদশ শ্রেণিতে যাদের পড়াশোনার মাধ্যম আঞ্চলিক ভাষায় ছিল।'

যা নিয়েই বর্তমানে চলছে তুমুল বিতর্ক। ইন্টারনেট মাধ্যমে বইছে সমালোচনা ঝড়. উঠে আসছে বিভিন্ন মতামত৷ রাজ্য সরকারের নির্দেশিকা ছিল ১ জুলাই থেকে স্নাতক স্তরে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু করার। কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরপরই লরেটো কলেজ কর্তৃপক্ষ স্নাতক স্তরের ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করে দেয়। সেই সময় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়।

যদিও সেই সময় বিষয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নজর এড়িয়ে গেলেও বর্তমানে বিশ্ববিদ্যালয় নজরে এসেছে গোটা বিষয়টি। তবে ইতিমধ্যেই কলেজের আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে। তবে, সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় লরেটো কলেজ কর্তৃপক্ষের থেকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বক্তব্য জানতে চেয়েছে।

*প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গের ৪ জেলায়! জেনে নিন আজকের আবহাওয়া*

সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে জুড়ে চলছে রোদ ও মেঘের রহস্যময় খেলা৷ আবহাওয়া দফতর জানিয়েছেন, দক্ষিণবঙ্গের যে জেলাগুলি প্রবল বৃষ্টি হতে পারে সেই জেলাগুলি হল, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়ায় হতে পারে ঝড়জল ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল আগেই এই সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বাধিক ৪ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

অন্যদিকে উত্তরবঙ্গে চুটিয়ে বৃষ্টিপাত হবে এমনই সম্ভাবনার কথা জানিয়েছে ৷ সারা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে ৷ আজ দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ৷ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ তবে সার্বিক ভাবে উত্তরবঙ্গের তাপমাত্রার কোনও পরিবর্তন হবেনা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রী সেলসিয়াস।

 

*আজকের রাশিফল ৪ঠা জুলাই ( মঙ্গলবার)*


 মেষ: আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। আপনি নিজেকে অন্যদের সাথে আরও ভদ্র দেখতে পাবেন, যা আপনার চারপাশের লোকেদের মধ্যে আপনার সম্মান বাড়াতে পারে। আপনি ঘরোয়া বিষয়ে আজ মনোনিবেশ করতে সক্ষম হবেন।

বৃষ: কাছের কোনও বন্ধু শত্রুতা করছে, বুঝতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে ঘরোয়া সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আশীর্বাদের সাহায্যে আপনি সিদ্ধান্তহীনতা নিয়ন্ত্রণ করবেন। শিশুদের স্বাস্থ্য এখন ভালো হবে। অধস্তনরা আপনার কাজে সহায়ক হবে।  

মিথুন: স্ত্রীর সঙ্গে সুখে দিন কাটাবেন। আজ কঠোর পরিশ্রমকে সাফল্যে রূপান্তর করতে সক্ষম হবেন। আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, যা আপনার কাজের পদ্ধতিতে প্রতিফলিত হতে পারে। কিছু কাজ সম্পর্কিত যাত্রাও হবে, যা অদূর ভবিষ্যতে কাজে আসবে।

কর্কট: কোথাও ঘুরতে যেতে পারেন। লাভের পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে খুব বেশি আশা করা এড়াতে পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত কাজ আপনার ঘরের জীবনে প্রভাব ফেলতে পারে; পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে দেরিতে পৌঁছাবেন।

সিংহ: বাবা-মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমিক দম্পতিকে সম্পর্ক সুস্থ রাখতে কোনো কিছু গোপন না করার পরামর্শ দেওয়া হয়। আপনি কাজের প্রতি আগ্রহী হবেন না। আপনি তাড়াহুড়ো করবেন যার ফলে অফিসে এবং বাড়িতে কিছু ভুল হতে পারে।

কন্যা: অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। আপনাকে কিছু সময়ের জন্য এক স্থান থেকে অন্য স্থানান্তরকে আটকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা হ্রাস পাবে, যা আপনার মানসিক শান্তিকে প্রভাবিত করবে।

তুলা: ব্যবসায়ীদের জন্য আনন্দের দিন। আপনি কোন পরিস্থিতিতে নিজেকে স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন না। আপনি আপনার চারপাশের মানুষের সাথে নেতিবাচক আচরণ করবেন। আপনি কোন ধরনের ভালো পরামর্শ নিতে অস্বীকার করার চেষ্টা করবেন।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আপনাকে আপনার স্ত্রীর সাথে অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক করা এড়াতে হবে, এটি পারস্পরিক বোঝাপড়ায় কিছুটা পার্থক্য সৃষ্টি করতে পারে। এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে, ধ্যান, যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়।

ধনু: মানসিক আঘাতে ভেঙে পড়বেন না। আর্থিক ক্ষেত্রে, আপনি কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যা অদূর ভবিষ্যতে লাভ বাড়াবে। আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আপনাকে কোনো বিনিয়োগ করার আগে সাবধানে নথি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মকর: উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য মিলবে। আপনি শিথিল এবং সুখী হবেন। আপনি সুস্থ বোধ করবেন। আপনার অনেক ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, যা আপনাকে সুখ দেবে। আপনার আশেপাশের লোকেরা তাদের সমস্যা সমাধানের জন্য আপনার সাহায্য চাইবে।

কুম্ভ: শরীরের রোগ নিয়ন্ত্রণে আসবে। আপনাকে কিছু দিনের জন্য লিখিত চুক্তি করা স্থগিত করার পরামর্শ দেওয়া হবে। আপনি আপনার বন্ধুদের সাহায্যে একটি নতুন কাজ শুরু করার সিদ্ধান্ত নেবেন। প্রেমিক দম্পতি বিয়ের বিষয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

মীন: শিক্ষার্থীরা পড়ায় মনোযোগ দিন। উচ্চশিক্ষার ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে ভালো খবর শুনতে পেতে পারেন। আপনার মন আজ ভালো থাকবে। যা আপনার সমস্ত কাজে প্রতিফলিত হবে। কারোর সাথে সমস্যা থাকলে আজ মিটিয়ে ফেলুন।

*রক্তের হোলি খেলা বন্ধ হোকঃ রাজ্যপাল*


সোমবার উত্তরবঙ্গ সফর শেষে বাসন্তীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার বাসন্তীর চাঁদরাখালিতে নিহত হন তৃণমূল নেতা জিয়ারুল মোল্লা। যেখান থেকে তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়, আজ সেখানেই যান রাজ্যপাল। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। কিন্তু নিহতের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি রাজ্যপাল। রাস্তা সরু হওয়ায় ঢুকতে পারেনি রাজ্যপালের গাড়ি। তিনি ফিরে যান ক্যানিংয়ে সেচ দফতরের বাংলোয়। তারপর সেখানেই বাইকে করে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করেন নিহত জিয়ারুল মোল্লার মেয়ে মানোয়ারা পিয়াদা। রাজ্যপালকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন নিহত তৃণমূল নেতার কন্যা।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর নিহত নেতার মেয়ে বলেন, রাজ্যপাল ব্যক্তিগত নম্বর দিয়েছেন, যাতে পরবর্তীতে কোনও সমস্যা হলে তাঁকে জানানো যায়। একইসঙ্গে রাজ্যপালের তরফে তাঁর ভাইকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান মানোয়ারা। সমস্ত অভিযোগ লিখিতভাবে জমা দেওয়ার কথা বলেছেন রাজ্যপাল। অন্যদিকে রাজ্যপাল মানোয়ারার সঙ্গে দেখা করার পর জানান,'রক্তের হোলি খেলা বন্ধ হওয়া উচিত। ভাঙড়, ক্যানিং, বাসন্তী কয়েকবছর ধরেই অশান্ত। মানুষের রক্তে রাজনৈতিক হোলি দুর্ভাগ্যজনক। মানুষের এক বিন্দু রক্তও গুরুত্বপূর্ণ। হিংসার দুঃখজনক অধ্যায় শেষ হওয়া উচিত। কে হিংসা ছড়াচ্ছে সেটা বড় নয়, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটাই বড়। এলাকায় গিয়ে আমি পরিস্থিতি খতিয়ে দেখেছি। কারা এই ঘটনা ঘটাচ্ছে তা আমি খতিয়ে দেখছি।' প্রসঙ্গত, গত শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ঘাগরামারী এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। এই ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়েছিল পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে আচমকাই তৃণমূল নেতার মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা।