নির্বাচনের আগেই কি দল ছাড়ছেন মনোরঞ্জন ব্যাপারী!

পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস‍্য ও পশ্চিমবঙ্গ রাজ‍্য তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুক পোস্টে তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যা নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ''প্রিয় বলাগড়বাসী জনগন ও জেলা সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে এই পোস্টের মাধ‍্যমে জানাই, আমাকে দল দুটি পদ প্রদান করেছিল। হুগলি জেলা ( জোনাল 6) ২০২৩ পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্য, সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ‍্য তৃণমূল কংগ্রেস কমিটি, উক্ত দুটি দলীয় পদ থেকে ব‍্যক্তিগত কারণে পদত‍্যাগ করলাম। বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আগে আমি একটি চাকরি করতাম, নির্বাচনে দাঁড়াবার জন্য সেটি ছাড়তে হয়েছিলহয়েছিল।

দু বছরের অধিক সময় হয়ে গেল পঞ্চাশ বার ছোটাছুটি করেও যার পেনশন ও গ্র্যাচুইটির কিছু পাইনি, তাই এই মুহূর্তে বিধায়ক পদ ছাড়তে পারছি না। তা হলে খাবো কী? যেদিন পেনশন পেতে আরম্ভ করব এই পদ থেকেও সরে দাঁড়াব। ''

এখানেই শেষ নয়, প্রাজ্ঞ রাজনীতিবিদ ও লেখক মনোরঞ্জন ব্যাপারী আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, ''এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়।''যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানালেও কবে তিনি পদত্যাগ করবেন সে বিষয়ে কিছু জানাননি।

*বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গের এই ৫ টি জেলা! জেনে নিন আজকের আবহাওয়া*


অবশেষে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে আসছে বর্ষা। গত সপ্তাতেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। যার জেরে প্রবল ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে উত্তরবঙ্গে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বুধবার থেকেই গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার সহ আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

*আজকের রাশিফল ২১শে জুন ( বুধবার)*


মেষ: ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে।এলোমেলো পরিস্থিতি এখন মিটে যাবে। আপনি সুখ এবং মানসিক শান্তি অনুভব করবেন, আপনি সুস্বাস্থ্যেরও আশা করতে পারেন। আপনি আপনার পেশাগত জীবনে দক্ষতার সাথে কাজ করতে পারেন।

বৃষ: আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। আপনার অধীনস্থরা আপনাকে ব্যবসার মধ্যে কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। সন্তানদের লেখাপড়া আপনাকে ব্যস্ত রাখবে। সন্তানের স্বাস্থ্য আপনাকে বিরক্ত করতে পারে। ভাগ্য আপনাকে সাফল্যের উপায় খুঁজে পেতে সাহায্য করবে।

মিথুন: আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে। আপনার কঠোর কথাবার্তা নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, প্রেমময় দম্পতিকে অকেজো বিষয় নিয়ে আলোচনা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সম্পর্কের মধ্যে ফাটল হতে পারে।

কর্কট: সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় ঝামেলা হতে পারে। আপনার কষ্টার্জিত অর্থ অকেজো জিনিসগুলিতে ব্যয় করবেন, যা আপনার সঞ্চয়কে প্রভাবিত করতে পারে। আপনি আপনার ভাইবোন এবং নেটওয়ার্কের সাহায্যে কিছু নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনা করতে পারেন।

সিংহ: ভালোবাসার ক্ষেত্রে বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। আপনি পেশাদার এবং পারিবারিক জীবনে আপনার প্রতিটি কাজ ভালো হবে। আপনি আপনার পারিবারিক ব্যবসায় একটি বড় কাজের সুযোগ আশা করতে পারেন। যা ব্যবসার মধ্যে কিছু বৃদ্ধি এনে দেবে।

কন্যা: মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি কিছু ইতিবাচক শক্তি পেতে পরিবার বা বন্ধুদের সাথে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। আপনি কিছু পরিমাণ আধ্যাত্মিক জায়গায় বা কিছু দাতব্য দান করবেন। স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও ভাল হবে, যার কারণে ঘরোয়া সম্প্রীতি বজায় থাকবে।

তুলা: চাপের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। আপনি মনে শক্তি অনুভব করবেন | আপনার মুড ভাল থাকবে | অফিসের বাইরে অন্য কাজে কিছুটা চাপ হতে পারে। কিন্তু আপনার ভালো অন্তর্নিহিত বোঝাপড়ার জন্য সবকিছু সহজেই মিটে যাবে।

বৃশ্চিক: দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। ভাইবোনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার ব্যবসা সম্প্রসারণে আপনাকে সাহায্য করবে। আপনার নেটওয়ার্ক আপনাকে আপনার ব্যবসা বাড়াতে সাহায্য করবে।

ধনু: গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের বন্ধুর সাথে ভাগ করে নিতে পারেন।স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনি ধৈর্যের অভাব অনুভব করবেন, যার কারণে আপনি বিভ্রান্ত হতে পারেন। আপনার প্রকৃতিতে শুষ্কতা থাকতে পারে, যা ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সম্প্রীতিকে প্রভাবিত করতে পারে।

মকর: বাস্তবধর্মী পরিকল্পনা করুন যাতে সেগুলো পূরণ করতে পারেন। আপনার চাকরিতে কিছু নতুন দায়িত্ব আসবে। আপনি পারিবারিক বা সামাজিক সমাবেশে ব্যস্ত থাকবেন। সন্তানদের পড়ালেখা আপনাকে ব্যস্ত রাখবে, সন্তানদের শিক্ষা সংক্রান্ত সুখবর শুনতে পাবেন।

কুম্ভ: আপনার প্রিয়়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। ব্যবসার উন্নতির জন্য আপনি কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করবেন। আপনি কিছু সেমিনার বা শিক্ষামূলক কাজে ব্যস্ত থাকবেন, যা আপনার জ্ঞান বাড়াতে পারে। প্রেমিক দম্পতি পারিবারিক সমস্যা নিয়েও ব্যস্ত থাকবেন।

মীন: আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন। আপনি আপনার সন্তানদের জন্য কিছু নতুন বিকল্পে বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন। আপনি বিরক্তিকর বোধ করবেন এবং আপনার মনে আশাহীনতার অনুভূতি আসতে পারে।

*বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের রায়দান স্থগিত রাখল হাইকোর্ট*


বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। রাজ্যপাল রাজ্যের সঙ্গে আলোচনা না করেই একতরফা সিদ্ধান্তের উল্লেখ। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক।

সম্প্রতি রাজ্যপাল পশ্চিমবঙ্গের ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলন। সেই নিয়োগ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের তরফে বলা হয়েছে রাজ্যের অনুমতি না নিয়ে বা আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।এই নিয়ে জল্পনা চলছিল আগেই। এবার এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাঁর বক্তব্য রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজনিয়তা ছিল এই নিয়োগের ক্ষেত্রে।এই মামলায় রাজ্যপালকে পার্টি করা হয়েছে। একই সঙ্গে পার্টি করা হয়েছে ১১টি বিশ্ববিদ্যালয়ে যাদের উপাচার্য করা হয়েছে তাঁদেরকে এবং রাজ্য সরকারকে।

মামলাকরি বক্তব্য রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন ছিল।আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

*পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের*

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ রাজ্য নির্বাচন কমিশনের। পঞ্চায়েত মামলা এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করলো সুপ্রিম কোর্ট । মঙ্গলবার বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয় ।

মঙ্গলবার সেই মামলার শুনানিতে অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই ভোট করতে হবে। খারিজ হয়ে গেল রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের আর্জি। বিচারপতি বিভি নাগরত্ন মঙ্গলবার রাজ্য সরকারকে প্রশ্ন করেন ,'আপনারা ৫ রাজ্য থেকে পুলিশ চেয়েছেন । তাই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

এই বাহিনীর খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার । তাহলে রাজ্য সরকারের অসুবিধা কোথায় ?' এই প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের আইনজীবী জানান, 'রাজ্যের পুলিশ দিয়েই নির্বাচন সম্পন্ন করা যাবে । কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই । সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলে পরিকল্পনা বদল করতে হবে। ' তবে এদিন সর্বোচ্চ আদালতে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে আইনজীবী ছিলেন মীনাক্ষী অরোরা। বিচারপতি নাগরত্ন এদিন তাঁর উদ্দেশে প্রশ্ন করেন, আপনাদের কাজ তো সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট করানো। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পর আপনারা তা পালন করলেন না কেন? বাহিনী কোথা থেকে আসবে সেটা তো আপনাদের দেখার কথা নয়।’ প্রায় দু’ঘণ্টা ধরে শুনানি চলার পর বিচারপতি নাগরত্ন বলেন, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য নির্বাচন কমিশন যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে, তার কোনও যৌক্তিকতা রয়েছে বলে আদালত মনে করছে না। তাই তা খারিজ করে দেওয়া হল। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটাই বহাল থাকবে। অন্যদিকে রাজ্যে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন । এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট গ্রহণ হোক সেই দাবিতে রাজ্যের বিরোধী দলগুলি সরব হয়েছিল । ইতিমধ্যেই , পঞ্চায়েত মামলা নিয়ে হাই কোর্টের বৃস্পতিবারের রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ‘ক্যাভিয়েট’ দাখিল করেন শুভেন্দু এবং দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ডালু। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিজেপির হয়ে সওয়াল করছেন আইনজীবী হরিশ সালভে।

শ্রীরামপুরের মাহেশের রথে প্রচুর মানুষের সমাগম

আজ রথ যাত্রা উৎসব।পুরীর পাশাপাশি সারা দেশেই পালিত হচ্ছে এই রথ উৎসব।সকাল থেকে হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে শুরু হয়েছে রাজ্যের শ্রীরামপুরের ঐতিহাসিক মাহেশের রথে। উদ্যোক্তা রা দাবি করেন এই রথ ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। ৬২৭ বছরের পুরোনো। এদিন সকালে প্রভুকে ভোগ অন্ন নিবেদন করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাকে মূল মন্দিরের গর্ভ গৃহ থেকে মন্দির চাতালে নিয়ে আসা হয়েছে ।আর এখানেই তিনি ভক্তদের দর্শন দিচ্ছেন। চলছে প্রভুর বিশেষ পূজা অর্চনা।

দূর দূরান্তের মানুষ মাহেশে এসে উপস্থিত হয়েছেন। মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পুজো পর্ব চলবে বেলা ২পর্যন্ত। বিকেল ৪টে নাগাদ প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে নিয়ে মাহেশের সুবিশাল রথ জিটি রোড ধরে দেড় কিলোমিটার দূরবর্তী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। প্রতিবছরের মতো এবারও রথ যাত্রা উৎসব কে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক সূত্র থেকে জানা যাচ্ছে প্রায় ১২০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য।

*তৃণমূলের বাইক মিছিল*

নির্বাচন কমিশনের নির্দেশ ও ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের বাইক মিছিল।

নির্বাচনী প্রচারে বাইক মিছিল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নাকাশিপাড়া ব্লকের বিলকুমারী অঞ্চলে বাইক মিছিল করল তৃণমূল। দলীয় পতাকা নিয়ে প্রায় শতাধিক বাইক এই মিছিলে অংশগ্রহণ করে। ট্রাফিক আইন অমান্য করে অধিকাংশ বাইকে ছিল তিন জন আরোহী, কারোর মাথাতে ছিল না হেলমেট। বাইক মিছিলের কথা স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল প্রার্থী মুসারুদ্দিন সেখ।

*প্রবল ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গে! জেনে নিন আজকের আবহাওয়া*

তীব্র গরমে নাজেহাল হচ্ছিল বঙ্গবাসী। বহু প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুমুল বৃষ্টি। আবহাওয়া অফিস সতর্ক করে বলেছে এই বৃষ্টি এখনই থামবে না। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে মেঘলা আকাশ। এই আবহেই আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি নিয়ে বেশ কিছু জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে।

হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলী, নদীয়া, উত্তর ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরই সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। একই সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা ও হাওড়ায়। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২০শে জুন ( মঙ্গলবার)*


মেষ: জমি বাড়িতে সমস্যা মিটে যাবে। আপনার আত্মবিশ্বাস ধীর হতে পারে, যা আপনার দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করতে পারে। আপনি আপনার প্রকল্পের দিকে কম মনোনিবেশ করতে সক্ষম হবেন, আপনাকে কোন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।  

                    

বৃষ: গার্হস্থ্য জীবন নিয়ে সমস্যায় থাকবেন। আপনি আপনার চারপাশে কিছু রহস্যময় ভয় অনুভব করতে পারেন। এই বিশ্রী পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কিছু আধ্যাত্মিক জায়গায় যেতে বা কিছু প্রার্থনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মিথুন: রোম্যান্টিক মেজাজে থাকবেন। দ্রুত ড্রাইভিং এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি সম্ভবত কিছু ষড়যন্ত্রের শিকারও হতে পারেন, তাই আপনাকে প্রতিপক্ষ এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের উপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

কর্কট: চাপ ও উত্তেজনা বাড়তে পারে। প্রেমময় দম্পতিদের অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, অন্যথায় সম্পর্কের ফাটল হতে পারে। আপনি আপনার কাজের প্রতি একাগ্রতার সাথে কাজ করতে সক্ষম হবেন।

সিংহ: শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পাবেন। আপনি আপনার বিষয় এবং কাজের প্রতি আস্থা অর্জনের জন্য বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করবেন। আপনি নিজেকে শান্ত এবং শীতল অনুভব করতে পারেন, আপনি নিজেকে বিশ্লেষণ এবং অন্বেষণ করতে পারেন।

কন্যা: পারিবারিক বিবাদ মিটে যেতে পারে। স্ব-বিশ্লেষণ আপনার জীবনে ত্রুটিহীনতা আনতে পারে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনি খুব বুদ্ধিমান হবেন। আপনার অভ্যন্তরীণ প্রজ্ঞা আপনাকে ব্যবসায় সঠিক পছন্দ করতে সাহায্য করবে।

তুলা: আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায় কিছুটা উন্নতি হতে পারে। আপনি আপনার অহংকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন, যার মাধ্যমে আপনি স্বামী/স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে ভুলগুলো শুধরে নিতে পারবেন।

বৃশ্চিক: প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। বিবাহিত দম্পতিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার জন্ম হবে যা আপনার পারিবারিক জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারে। ব্যবসায়িক অংশীদারিত্বে বিবাদের সমাধান হবে।

ধনু: বাবা-মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। আপনি আপনার কাজে একধরনের অতৃপ্তি বোধ করবেন। আপনার ধৈর্যের বারবার পরীক্ষা হবে, আপনি তাড়াহুড়ো করে কাজটি শেষ করার চেষ্টা করবেন। আপনার কাজের ক্ষমতা মন্থর হবে।

মকর: শান্তি বজায় রাখতে রাগ নিয়ন্ত্রণে রাখুন। আপনার রাগ রুটিন কাজকে প্রভাবিত করতে পারে। আপনার প্রকল্পে বিলম্বের সম্ভাবনা থাকবে। আপনার পেশাগত পথে বাধার সম্মুখীন হতে পারেন। আপনি আপনার দায়িত্বকে বোঝা মনে করবেন।

কুম্ভ: আবেগজনিত ঝামেলা বিপদে ফেলবে। আপনাকে আপনার পিতামাতার যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্তানদের লেখাপড়ায় ব্যস্ত থাকবেন। সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রেও কিছু সুখবর পেতে পারেন।

মীন: আত্মবিশ্বাসের অভাব থাকবে। আপনি আপনার পেশাগত দক্ষতা বাড়াতে উচ্চ শিক্ষায় ভর্তির পরিকল্পনাও করতে পারেন। আপনি আপনার সৃজনশীল দক্ষতা পেশাদার ফ্রন্টে ব্যবহার করতে পারেন।

*বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আহ্বান তৃণমূল জেলা নেতৃত্বের*


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিক্ষুব্ধ তৃণমূলের যারা প্রার্থীদের জন্য মনোনয়ন দিয়েছেন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের সনির্বন্ধ অনুরোধ করল দলীয় নেতৃবৃন্দ। সোমবার হুগলী শ্রীরামপুর সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন ও চেয়ারপার্সন অসীমা পাত্র তৃণমূল কর্মীদের কাছে এই অনুরোধ রাখলেন। এদিন শেওড়াফুলির তেঁতুল তলায় তৃণমূল কংগ্রেস অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে অরিন্দম গুইন বলেন," আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম থেকেই বলে আসছেন স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচন করতে হবে।যার জন্য তিনি ৫১ দিন ধরে পশ্চিমবাংলার পাহাড় থেকে সমুদ্র প্রতিটি জেলায় গিয়ে মানুষের মতামত নিয়েছেন। এবং সেই মতামতের ভিত্তিতে দল যে সমস্ত প্রার্থী নির্বাচিত করেছেন আমাদের তাদের পাশে থাকতে হবে। কারণ আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক।

আমাদের প্রধান কাজ হবে নির্বাচনে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের জয়ী করা। তার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। আমাদের বিশ্বাস বাংলার মানুষ বিজেপি, কংগ্রেস, সিপিএমের, আইএসএফের যে অশুভ আঁতাত হয়েছে তাকে বর্জন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের উন্নয়ন প্রকল্প গুলো সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে, তার প্রতি মান্যতা দিয়ে গ্রাম বাংলার মানুষ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ‌ তৃণমূল প্রার্থীদের জয়ী করবেন।"