*পঞ্চায়েত ভোটের কী বিজেপিকে চাপে ফেলবে বাম-কংগ্রেস!*


 বৃহস্পতিবার শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব । তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি পরিসংখ্যা পেশ করেছে । পরিসংখ্যায় দেখা গেছে , জেলা পরিষদে  তৃণমূলের ১০৭৯, বিজেপির ১০৫৮, সিপিএমের ৮৩৪, কংগ্রেসের ৭৪১ এবং আইএসএফের ৬৩১ জন মনোনয়ন জমা দিয়েছে । অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ১১৫২৭, বিজেপি ৮৮৮২, সিপিএম ৭৩৮৩,কংগ্রেস ২৮০৪ এবং আইএসএফের ১৭৫২ জন মনোনয়ন জমা করেছে । অন্যদিকে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৭৩২১১,বিজেপি ৪৬৩৮১, সিপিএম ৪০৪২৯, কংগ্রেস ১৪২০৫ এবং আইএসএফের ৭৫২৮৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে ।

পঞ্চায়েত নির্বাচনের মোট আসনের চেয়ে প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন জমা দিয়েছে শাসক তৃণমূল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে , তৃণমূলের থেকে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে ৮৫,৮১৭ জন , বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছে  ৫৬,৩২১জন , কংগ্রেসের তরফে মনোনয়ন জমা দিয়েছে ১৭,৭৫০জন এবং সিপিএমের তরফ থেকে মনোনয়ন জমা পড়েছে ৪৮,৬৪৬জন । সব মিলিয়ে আপাতত মোট মনোনয়ন জমা পড়েছে ২,৩৬,৪৬৪টি । কমিশন জানিয়েছ, এই পরিসংখ্যান চূড়ান্ত নয়। ফাইনাল ফিগারে এর সামান্য হেরফের হতে পারে। প্রাথমিকভাবে এই তথ্য থেকে বোঝা যাচ্ছে , বাম-কংগ্রেস জোটবদ্ধ হলে বিজেপির পক্ষে পঞ্চায়েত নির্বাচনে বেশ চাপে পড়তে হবে । মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমে রয়েছে তৃণমূল , দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে সিপিএম ।

*শুভেন্দুর বিধানসভা নন্দীগ্রামে একাধিক আসনে প্রার্থী নেই বিজেপির,একাধিক আসনে জয় তৃণমূলের*


নন্দীগ্রাম: আন্দোলনের ভূমি নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নিজের বিধানসভা নন্দীগ্রামে একাধিক আসনে প্রার্থী নেই বিজেপির।নন্দীগ্রাম -১ ব্লকের ১০ গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৮৫ টি। যার মধ্যে ৬৬ টি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। পঞ্চায়েত সমিতির মোট আসন ৩০ টি যার মধ্যে ৭ টি আসনে প্রার্থী দিতে পারেনি। যেমনটা জানা গিয়েছে, নন্দীগ্রাম -১ ব্লকের কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে ২২ টি আসনের একটিতেও প্রার্থী দিতে পারেনি বিজেপি। একই ভাবে কালিচরণপুরে ১৭ টি আসননের মধ্যে ১০টিতে প্রার্থী দিয়েছে বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে।

দাউদপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ টির মধ্যে ৮ টিতে বিজেপি প্রার্থী দিয়েছে, সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের ১৮ টির মধ্যে ৮ টিতে বিজেপি,মহম্মদপুর ১৭ টির মধ্যে ৯ টি বিজেপি, নন্দীগ্রাম ১৭ টির মধ্যে ১১ টি এবং ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের ২৫ টির মধ্যে ২৩ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি পঞ্চায়েত সমিতি ৩০ টির আসনের মধ্যে মাত্র ৭ টি আসনে প্রার্থী দিতে পেরেছে বিজেপি। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলছে নন্দীগ্রামে দুটি ব্লকের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তারা ১২ টি গ্রাম পঞ্চায়েতের দখল করবে এবং ৫ টি গ্রাম পঞ্চায়েত ত্রিশংকু হবে পরে তারা দিখলে নেমে। যেখানে গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি সেখানে শুভেন্দুর এই মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ তা ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।

নন্দীগ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়েছে। একটি গোষ্ঠী " অঞ্চল উন্নয়ন পর্ষদ" গঠন করে নির্দলে প্রায় সমস্ত আসনে প্রার্থী দিয়েছে।তবে কি তাদের সমর্থন করে বিজেপি এগাতে চাইছে? সেটাই এখন দেখার।

*তীব্র দাবদাহের মাঝে মিলবে স্বস্তি!জেনে নিন আজকের আবহাওয়া*

একদিকে সোমবার থেকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের একাংশ অন্যদিকে চরম গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গবাসীর। সপ্তাহের শুরুতেই উত্তরে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারপর থেকেই মাঝারি উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে এখনও দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে সূর্য। তবে দক্ষিণের বিক্ষিপ্ত অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই শেষ হচ্ছে না তীব্র গরম। পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আরও বেশ কিছু দিন।

দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের পরেই ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার বর্ষার শুরুটা অত্যন্ত দুর্বল হবে পাশাপাশি বর্ষা এগোবেও অত্যন্ত ধীর গতিতে৷ বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি , কোচবিহার , আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৯ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৭ ই জুন ( শনিবার)*


মেষ : বাড়িতে বন্ধুরা আসতে পারে। বন্ধু এবং আত্মীয়দের নিয়ে আনন্দে কাটবে সন্ধ্যা। সকলের প্রশংসা পাবেন। নেশার দ্রব্য থেকে দূরে থাকা একান্ত জরুরী। কারোর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না। বাবা মায়ের পরামর্শ আজ কাজে দেবে।

বৃষ : স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। সাথে খরচও বাড়বে অনেকটা। রাতে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কথা হবে। প্রিয়জনের সাথে যতটা বেশি সম্ভব সময় কাটান।

মিথুন : সহকর্মীর সহায়তা পাবেন । আপনার সহনশীলতা এবং ভয়হীন মনোভাব আপনাকে যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সফল করবে। কাজ মিটিয়ে একান্তে সময় কাটান। বেশি তেলযুক্ত খাবার বর্জন করুন।

কর্কট : সমস্যায় পরিবারকে পাশে পাবেন। সমস্ত কিছুর ভালো দিক দেখতে চেষ্টা করুন। আত্মবিশ্বাসের অভাব অনেক কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ মেটাতে গিয়ে অনেক সময় যাবে।

সিংহ : চালু প্রকল্প বন্ধ হতে পারে। অনুপ্রেরণামূলক কোনও বই পড়তে পারেন। পরিবারের মানুষদের যত্ন নিন। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে খারাপ খবর আসতে পারে।

কন্যা : সন্তানের কাজে গর্বিত হবেন। আপনার পুরানো ধ্যান ধারণা বদলানোর সময় এসেছে। পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে আনন্দ করে সময় কাটবে। না।অকারণ ব্যয় আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে।

তুলা: সৃজনশীল কাজে বেশি রোজগার হবে। নিজের বিবেচনা এবং মতামত সকলের কাছে প্রকাশ করুন। আপনার কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে আপনার যোগাযোগ বাড়তে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া কোনও আর্থিক বিনিয়োগ করবেন না।

বৃশ্চিক : অপ্রত্যাশিত সুখবর আসতে পারে। আত্মীয় এবং বন্ধুদের কাছে আপনার ভাবমূর্তি খারাপ করার চক্রান্ত হতে পারে। তাই সাবধান থাকুন। পরিবারের বয়স্ক সদস্যদের থেকে সাহায্য আর্থিক সহায়তা আপনাকে অনেক কাজের সুবিধা করে দেবে।

ধনু : নতুন কাজ শুরু হতে পারে। নতুন ভাবনাকে স্বাগত জানান। মনে কোনও সংকীর্ণতা রাখবেন না। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান হোন। কোনও নতুন রোগে ভুগতে পারেন। স্ত্রীয়ের সাথে রোম্যান্টিক সময় কাটান।

মকর: সামাজিক অনুষ্ঠান যোগাযোগ বাড়াবে। নতুন বন্ধু পেতে পারেন। ধ্যান ও যোগ আপনার মনকে শক্ত করবে। রাখুন। মূল্যবান জিনিস সাবধানে রাখতে হবে।

কুম্ভ : কোথাও বেড়াতে যেতে পারেন । আজ আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। নতুন কাজ নিয়ে আগ্রহ তৈরি হতে পারে। আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে কাজের জন্য পরিবার থেকে দূরে থাকতে হতে পারে।

মীন : কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে । আজ সকলের সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। নিজের সন্তানের পড়াশোনা নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকবেন। স্ত্রীয়ের সাথে প্রেমের সম্পর্ক নতুন মোড় নেবে।

লাশের রাজনীতি করে তৃণমূল, দাবি আইএসএফ বিধায়কের


পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে কাজে লাগানো হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্য নির্বাচন কমিশনে হয়ে গেল শুক্রবার। উপদ্রুত এলাকা চিহ্নিত করা সেই সঙ্গে স্পর্শকাতর এলাকায় কিভাবে অশান্তি ঠেকানো যায় তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। একই সঙ্গে উপদ্রুত জেলা, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু করার নির্দেশ সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।

দুই ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলার উত্তেজনা প্রবণ এলাকা ও বুথগুলিকে চিহ্নিত করার কাজ চলছে।

সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে কোথায় কিভাবে কাজে লাগানো হবে তাও আলোচনা হয়েছে।

তবে কত পরিমান কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে তার নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার


ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

তবে , হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সিদ্ধান্ত ইতিমধ্যেই পুনর্বিবেচনা করার আবেদন করেছে রাজ্য সরকার। সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে দায়ের হয়েছে রিভিউ পিটিশন। যা নিয়েও অমিত শাহকে লেখা চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত। পাশাপাশি বীরভূমে তৃণমূলের পার্টি অফিসের পাশে থাকা এক বাড়ি থেকে বোমা উদ্ধারের কথাও এই চিঠিতে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ করেছেন ভাঙড়, চোপড়ার অশান্তির খবরও। ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের এই চিঠি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । তবে , এই চিঠি নিয়ে রাজ্য সরকার কোন মন্তব্য করে নি ।

*কমিশনের তথ্য অনুযায়ী জমা হওয়া পঞ্চায়েতের মনোনয়নপত্র*


কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী জমা হওয়া পঞ্চায়েতের মনোনয়নপত্রের তালিকা-

জেলা পরিষদ: তৃণমূল- ১০৭৯, বিজেপি- ১০৫৮, সিপিএম-৮৩৪, কংগ্রেস-৭৪১,আইএসএফ-৬৩১

পঞ্চায়েত সমিতি: তৃণমূল- ১১৫২৭, বিজেপি-৮৮৮২, সিপিএম-৭৩৮৩,কংগ্রেস- ২৮০৪,আইএসএফ-১৭৫২

গ্রাম পঞ্চায়েত: তৃণমূল- ৭৩২১১,বিজেপি-৪৬৩৮১, সিপিএম-৪০৪২৯, কংগ্রেস-১৪২০৫,আইএসএফ-৭৫২৮৫

পঞ্চায়েত নির্বাচনের মোট আসনের চেয়ে প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন জমা দিয়েছে শাসক তৃণমূল।

তৃণমূলের প্রার্থী হতে মনোনয়ন জমা পড়েছে ৮৫,৮১৭টি

রাজ্যে বিজেপির মনোনয়ন ৫৬,৩২১টি

সিপিএম ৪৮,৬৪৬।

কংগ্রেস জমা দিয়েছে ১৭,৭৫০টি মনোনয়ন।

মোট নির্দল প্রার্থী ১৬,২৯৩

অন্যান্যদের ১১,৬৩৭টি মনোনয়ন জমা পড়েছে।

সব মিলিয়ে আপাতত মোট মনোনয়ন জমা পড়েছে ২,৩৬,৪৬৪টি।

"কমিশনের তথ্য অনুযায়ী জমা হওয়া পঞ্চায়েতের মনোনয়নপত্র*

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী জমা হওয়া পঞ্চায়েতের মনোনয়নপত্রের তালিকা-

জেলা পরিষদ: তৃণমূল- ১০৭৯, বিজেপি- ১০৫৮, সিপিএম-৮৩৪, কংগ্রেস-৭৪১,আইএসএফ-৬৩১

পঞ্চায়েত সমিতি: তৃণমূল- ১১৫২৭, বিজেপি-৮৮৮২, সিপিএম-৭৩৮৩,কংগ্রেস- ২৮০৪,আইএসএফ-১৭৫২

গ্রাম পঞ্চায়েত: তৃণমূল- ৭৩২১১,বিজেপি-৪৬৩৮১, সিপিএম-৪০৪২৯, কংগ্রেস-১৪২০৫,আইএসএফ-৭৫২৮৫

পঞ্চায়েত নির্বাচনের মোট আসনের চেয়ে প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন জমা দিয়েছে শাসক তৃণমূল।

তৃণমূলের প্রার্থী হতে মনোনয়ন জমা পড়েছে ৮৫,৮১৭টি

রাজ্যে বিজেপির মনোনয়ন ৫৬,৩২১টি

সিপিএম ৪৮,৬৪৬।

 কংগ্রেস জমা দিয়েছে ১৭,৭৫০টি মনোনয়ন।

 মোট নির্দল প্রার্থী ১৬,২৯৩ 

অন্যান্যদের ১১,৬৩৭টি মনোনয়ন জমা পড়েছে।

 সব মিলিয়ে আপাতত মোট মনোনয়ন জমা পড়েছে ২,৩৬,৪৬৪টি।

*এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে বাংলায় হয়নিঃ মমতা*


শুক্রবার কাকদ্বীপে নবজোয়ার কর্মসূচির সমাপ্তি সমাবেশে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সরব হয়েছেন । দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নামখানার ইন্দিরা ময়দানে অভিষেকের সভায় বক্তব্য রাখেন মমতা। সেই সভা থেকে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে একই বন্ধনে রেখে আক্রমণ করেছেন তিনি। তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ পড়েনি আইএসএফ-ও। মুখ্যমন্ত্রী বলেন, ' এখন হঠাৎ করে বলা হচ্ছে সারা বাংলাতে সেন্ট্রাল ফোর্স দাও। বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর ছুঁতো খুঁজছে কেন্দ্রীয় সরকার। কোনও রাজ্যে এত শান্তিতে কেউ মনোনয়ন জমা দিতে পারেনি। এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে বাংলায় হয়নি। চারটে দল এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মনিপুরে গিয়েছিল কী হয়েছে? কোনও রাজ্য আমাকে দেখান তো এত মনোনয়ন পঞ্চায়েত নির্বাচনে দিতে পেরেছে কিনা। ভাঙড়ের ঘটনা গুন্ডারা করেছে। কী করেছে তোমার সেন্ট্রাল ফোর্স?‌ ২০০৩ সালে ৭০ জন খুন হয়েছিল। বিএসএফ গুলি করলে কোথায় থাকে তোমার সেন্ট্রাল ফোর্স?‌ কোচবিহার শীতলকুচিতে চারজনকে গুলি করে মেরেছিল কেন্দ্রীয় বাহিনী।সেন্ট্রাল ফোর্স কাঁচকলা করবে।'

মমতার বক্তব্য পরিষ্কার, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল আতঙ্কিত নয়। কারণ, তৃণমূলের জয়ের ব্যাপারে সংশয় নেই। কিন্তু অন্য রাজ্যে স্থানীয় প্রশাসনের নির্বাচন যখন সেই রাজ্যের পুলিশ পরিচালনা করে, তখন বাংলায় কেন কেন্দ্রীয় বাহিনী? শুধু নির্বাচন নিয়েও নয় মুখ্যমন্ত্রী এদিন পরিবারতন্ত্র নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছিলেন তার জবাবও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

*মনোনয়ন অশান্তিতে প্রাণহানির খবরই নেই কমিশনের কাছে!*


পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিয়েছিল গ্রামবাংলা । মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে । এই ভয়াবহতার জেরে প্রাণ হারিয়েছে ৫ জন । অন্যদিকে রাজ্য সরকারি সূত্রে পাঁচ জনের মৃত্যুর খবর স্বীকার করা হলেও, রাতে কমিশনের দাবি, নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যে কোনও মৃত্যুর ঘটনা পুলিশ অন্তত তাদের জানায়নি। তবে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে , মনোনয়ন জমা দেওয়ার ৬ দিনের মধ্যে ৯০ জন আহত হয়েছে । এছাড়াও ৩০টি আগ্নেয়াস্ত্র এবং ৫৬টি বোমা উদ্ধার হয়েছে।

কমিশন জানিয়েছে, জামিন অযোগ্য ধারায় ১৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট আসন সংখ্যা ৭৩,৮৮৭ এবং ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ,শেষ ২ দিনে মনোনয়ন পত্র জমা দিয়ে বিরোধীদের টক্কর দিল শাসক দল । মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে বামেরা । অন্যদিকে , এই অল্প সময় শাসক দল কিভাবে এত মনোনয়ন দিল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলের একাংশ । তবে , এই নিয়ে এখনও পর্যন্ত শাসক দল কোন মন্তব্য করেনি ।