*নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেলেন না নওশাদ*


 মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে উত্তপ্ত গ্রাম বাংলা । বর্তমানে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড় থেকে ক্যানিং । বুধবার বিকেলে আচমকাই নবান্নে গেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হল না ভাঙড়ের আইএসএফ বিধায়কের । নবান্ন থেকে বেরিয়ে নওশাদ বলেন,' ভাঙড়ে পঞ্চায়েত ভোট পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি। আগে থেকে মুখ্যমন্ত্রীর অফিসে তাঁর আগমনের কথা ইমেল মারফত জানিয়েওছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন।' পরে নবান্নে বেশ কিছুক্ষণ বসে থাকেন তিনি। পরে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি দিয়ে বেরিয়ে যান।

অন্যদিকে মঙ্গলবার ভাঙড়ে পঞ্চায়েতে মনোনয়ন পর্বের সময় উপস্থিত ছিলেন নওসাদ। তিনি অভিযোগ করেছিলেন, ভাঙড়ে আইএসএফের প্রার্থীদের মনোনয়নে বাধা দিতে বোমাবাজি করছে শাসক দলের লোকজন।পুলিশ বাধা দিলে তাদের সঙ্গেও বচসা হয় শাসক এবং বিরোধী দলের কর্মীদের। পর পর তিন দিন ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত। তারপর ২৪ ঘণ্টা না কাটতেই বুধ বিকেলে দেখা যায় নওসাদ নবান্নে ঢুকছেন।

*নিয়োগের দুর্নীতিকাণ্ডে রাজ্যের শিক্ষাসচিবকে তলব সিবিআইয়ের*


শিক্ষা নিয়োগের দুর্নীতির কাণ্ডে ফের রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলো সিবিআই। বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসের হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , বিগত বেশ কয়েকমাস ধরে  শিক্ষাসচিবের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মেলায় সিবিআইয়ের তরফ থেকে তাই তলব করা হয়েছে । অন্যদিকে , নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহু বার প্রকাশ্যেই দাবি করেছেন যে, তিনি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন মাত্র। নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে তিনি কোন সিদ্ধান্ত নিতেন না । 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, পার্থের বক্তব্য অনুযায়ী, মণীশ যদি নিয়োগ সংক্রান্ত ফাইল শিক্ষামন্ত্রীকে পাঠিয়ে থাকেন, তবে কাদের নির্দেশে তিনি তা করতেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তকারীদের একাংশ মনে করছেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রশাসনিক মহলের শীর্ষ স্তরের কেউ কেউ যুক্ত থাকতে পারেন। তাঁদের নির্দেশেই নিয়োগ সংক্রান্ত ফাইল সই করার জন্য পার্থের কাছে পাঠানো হত কিনা, তা খতিয়ে দেখতে চাইছে সিবিআই। সে কারণেই আরও এক বার রাজ্যের শিক্ষা দফতরের সচিব মণীশকে ডেকে পাঠানো হল বলে মনে করা হচ্ছে। তবে শিক্ষাসচিব আদৌ সিবিআই দফতরে যাবে কিনা সেটাই এখন দেখার ।

*বঙ্গে জাঁকিয়ে আসছে বর্ষা! জেনে নিন আজকের আবহাওয়া*


বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবারই উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে গতকাল ভারী, মাঝারি বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। অন্যদিকে, দুদিন থেকে কিছু সময়ের জন্য বৃষ্টি হওয়ায় লাগাতার বাড়তে থাকা গরম থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষও। শুক্রবার থেকে শুরু করে বহু প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণের একাধিক জেলা। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবারে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণধীরে ধীরে বাড়বে। বুধবার থেকে রাজ্যের ৩ জেলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৪ ই জুন ( বুধবার)*


মেষ: পরিবারের পরামর্শ ব্যবসায় বড় লাভ করতে সাহায্য করবে। আর্থিক ক্ষেত্রে ঋণ নেওয়ার দরকার হতে পারে। তবে আর্থিক দিক থেকে সচেতন না হলে পস্তাতে হতে পারে। শিক্ষার্থীদের স্কুলের দলগত কাজে যোগ দেওয়া দরকার। খেলাধুলোয় ভালো ফল হবে।

বৃষ: জীবন সুখের করতে ভয় কাটিয়ে উঠুন। বেতনভোগীরাও কর্মজীবনে উন্নতির জন্য উচ্চ শিক্ষার পরিকল্পনা করতে পারেন। অবিবাহিতদেরকে বিবাহ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত কিছু দিনের জন্য স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

মিথুন: আজ কোনও রকম বিনিয়োগ করবেন না। সাম্প্রতিক কিছু উদ্ভাবন বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমিক দম্পতি বিয়ে করার পরিকল্পনা করতে পারেন। শিক্ষার্থীরা শিক্ষা ও কর্মজীবনের ক্ষেত্রে সুসংবাদ পাবেন।

কর্কট: আর্থিক সহায়তা পেতে পারেন। আপনার পরিবার আপনাকে সমর্থন করতে পারে। ফলে কাজে আত্মবিশ্বাস বাড়বে। প্রেমময় দম্পতিকে সম্পর্ক সুস্থ রাখতে চিন্তাভাবনায় পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া হয়।

সিংহ: ব্যবহারে সারল্য থাকা দরকার। আপনার প্রতিপক্ষ এবং লুকানো শত্রুদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারেন। আপনি আপনার জীবন সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্তগুলি উপভোগ করতে পারেন যা আপনার পারিবারিক সম্প্রীতি বাড়াতে পারে।

কন্যা: প্রেমের জীবন সুখের হবে না। চাকরিপ্রার্থীরা ভালো চাকরি পেতে পারেন। পরিবারে সুখবর শোনার আশা থাকবে, যা পরিবারে সুখের পরিবেশ তৈরি করবে। ধর্মীয় শক্তি আপনাকে সঠিক দিক নির্দেশ করবে। শিক্ষার্থীরা লেখাপড়ার দিকে বেশি মনোযোগী হবে।

তুলা: স্বাস্থ্যের উন্নতি হতে পারে। প্রেমিকদের অযোগ্য বিষয়ে বিতর্ক এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে, এটি আপনার সম্পর্কের ভাঙ্গনের কারণ হতে পারে। শিক্ষার্থীদের পড়ালেখা ভালো লাগবে না। কাজের ক্ষেত্রে ধৈর্য ধরা দরকার।

বৃশ্চিক: ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন। আপনাকে শিশুদের শিক্ষার দিকেও নজর দিতে হবে। ধ্যান এবং যোগব্যায়াম অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে। মনের শান্তির সন্ধানে কোনও সুন্দর জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

ধনু: কাজের জায়গায় যথেষ্ট চাপ থাকবে। অবিবাহিতরা একজন আদর্শ জীবন সঙ্গী পাওয়ার আশা করতে পারে। স্ত্রীর সাথে কিছু ভালো মুহূর্ত উপভোগ করবেন। আপনার পেশাদার যোগাযোগ বাড়াতে নতুন কোনও কার্যকলাপের পরিকল্পনা করতে পারেন।

মকর: স্বাস্থ্য ভালো রাখতে হাঁটার অভ্যাস করুন। ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে সুখবর শুনতে পাবেন। অবিবাহিতরা তাদের জীবনসঙ্গী খুঁজে পেতে পারে। প্রেমিকরা তাদের আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে পারে।

কুম্ভ: বন্ধুর সহায়তায় বড় সমস্যা থেকে মুক্ত হবেন। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে পারেন যিনি আপনাকে কাজে সাহায্য করতে পারেন। অবিবাহিতরা বন্ধুদের সাহায্যে সত্যিকারের জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আশা করতে পারেন। সন্তানদের স্বাস্থ্য ভালো থাকবে।

মীন: আপনার উদ্যম সাফল্য নিশ্চিত করবে। আপনার দলের পূর্ণ সমর্থন পেতে পারেন, যা কাজের ক্ষেত্রে আপনার উত্পাদনশীলতা বৃদ্ধি করবে।

পাকিস্তানি নাগরিক এবার ভারতীয় সেনায়!

ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিক । জানা গেছে , ২ পাক নাগরিক এই মুহূর্তে ব্যারাকপুরে সেনা ক্যাম্পে কাজ করছে । এবার সেনায় নিয়োগে দুর্নীতি চক্রের অভিযোগ তুলে মামলা হল কলকাতা হাই কোর্টে। সূত্রের খবর ,ওই ২ জন পাক নাগরিক হলেন জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার। গত ৬ জুন কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলাটি দায়ের করেছেন হুগলির বাসিন্দা বিষ্ণু চৌধুরী। মামলাকারীর মূল অভিযোগ , পাকিস্তান থেকে এসে তাঁরা ভারতীয় সেনায় যোগ দিয়েছেন। সরকারি পরীক্ষার মাধ্যমে তাঁদের নিয়োগও হয়েছে। ওই পরীক্ষায় প্রয়োজনীয় নথিপত্র জাল করে চাকরি পেয়েছেন তাঁরা। এর নেপথ্যে বড়সড় চক্র রয়েছে বলে দাবি মামলাকারীর।

মঙ্গলবার কলকাতা হাই কোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, দেশের নিরাপত্তার প্রেক্ষিতে এই অভিযোগ অত্যন্ত গুরুতর। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, এর সঙ্গে জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই এই মামলায় কেন্দ্রীয় সরকার, এবং সিবিআইকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। সিআইডি-র কাছ থেকে প্রাথমিক রিপোর্ট তলব।অভিযোগ, রাজ্যের পুলিশ, ভিনরাজ্যের পুলিশ, সেনাতে কর্মরত আধিকারিক ও প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত আছে বলে অভিযোগ। উল্লেখ্য , এই মামলার হাইকোর্টের পরবর্তী শুনানি হবে ২৬ জুন ।

১৪ পাতা চিঠি দিয়ে হাজিরা এড়ালেন অভিষেক

মঙ্গলবার ইডির দফতরে হাজিরা এড়ালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় । সুত্রের খবর ,পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থাকার জেরে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই তিনি ইডিকে চিঠি দিয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টায় তাঁকে তলব করা হয়েছিল।

জানা গেছে চিঠি দিয়ে জানিয়েছেন,'তিনি দলীয় কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে দলীয় কর্মসূচি ও ভোটের কাজ ছেড়ে তাঁর হাজিরা দেওয়া সম্ভব নয়।' এই চিঠিটি ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ১৪ পাতা চিঠি পাঠিয়েছেন অভিষেক।

অন্যদিকে , যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিস পাঠিয়েছিল, সেদিন নবজোয়ার কর্মসূচিতে নদিয়া জেলায় ছিলেন তিনি। সেখান থেকেই অভিষেক বলেছিলেন ,' নবজোয়ারের যাত্রা থামিয়ে হাজিরা দিতে যাব না। চাকর-বাকর নই যে যতবার ডাকবে ততবার যেতে হবে।'

উল্লেখ্য , এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ক নিজাম প্যালেসে দীর্ঘ বেশ কয়েক ঘণ্টা সিবিআই-এর মুখোমুখি হয়েছিলেন। সূত্রের খবর, মঙ্গলবার হাজিরা এড়ানোর জেরে এরপরই অভিষেককে পরবর্তী নোটিস পাঠানোর প্রস্তুতিও শুরু করবে ইডি। এবং তা বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যেই পাঠানো হতে পারে।

*अचानक आई लहर से दीघा समुद्र में डूबा झारखंड का किशोर , तलाश जारी*


दीघा : झारखंड का रहने वाला एक किशोर दीघा घूमने के दौरान समुद्र में डूब गया. चौदह साल के लड़के का नाम प्रिंस राज है। घर झारखंड के गिरिडी जिले में मधुबन है। प्रिंस सोमवार को अपने परिवार के साथ दीघा घूमने आया था। सोमवार को 8 लोगों का जत्था दीघा घूमने आया था। राजकुमार उस समूह के साथ था। दोपहर के करीब बाकी लोगों को लेकर पुरानी दीघा के समुद्र में नहाने गए। और तभी घटना हुई। नहाने के लिए उतरा प्रिन्स समुद्र में डूब गया।

खबर सुनते ही नूलिया तुरंत किशोरी को छुड़ाने में लग गई। पुलिस ने भी स्पीड बोट से किशोरी की तलाश शुरू कर दी। लेकिन पुलिस ने बताया कि आज शाम तक प्रिंस का कोई पता नहीं चला है.

प्रथम दृष्टया पता चला कि किशोरी दोपहर के समय अपने परिवार के साथ ओल्ड दीघा के समुद्र में नहाने गई थी। उस समय समुद्र में ज्वार चल रहा था। पहले वह अपने पिता के साथ नहा रहा था। लेकिन कुछ समय बाद प्रिंस ने अपने पिता का हाथ छोड़ दिया और समुद्र में थोड़ा और आगे जाने की कोशिश की। अचानक किशोरी लहर के झटके को संभाल नहीं पाई और गिर पड़ी। तुरंत ओल्ड दीघा में समुद्र के किनारे नूलिया बचाव अभियान में जुट गए। खबर दीघा मोहना तट थाना भी पहुंची। पुलिसकर्मी भी किशोरी की तलाश में जुट गए। स्पीड बोट को समुद्र में उतारा गया और बचाव कार्य शुरू हुआ। दोपहर से शाम तक रेस्क्यू ऑपरेशन चलता रहा। लेकिन जैसे-जैसे दोपहर होते-होते शाम हो गई समुद्र में डूबे किशोर का कोई पता नहीं चला।

यह घटना सफर के दौरान अचानक हुई। बीच पर छुट्टियां बिताने आया झारखंड का परिवार अब मातम में है. 14 साल की किशोर के साथ हुई इस घटना को परिजन स्वीकार नहीं कर पा रहे हैं। कल के अलावा मंगलवार सुबह से लापता किशोरी की तलाश शुरू की गयी।

*खून देंगे नंदीग्राम में चोरों को जगह नहीं देंगे, नंदीग्राम में जुलूस में शुभेंदुर की टिप्पणी*


नंदीग्राम: नंदीग्राम के विधायक और राज्य के विपक्ष के नेता शुवेंदु अधिकारी ने "ममता को वोट नहीं" के नारे के साथ ही "रक्त देबो नंदीग्राम तृणमूल चोर देर जायगा देवो ना" कहकर नंदीग्राम में आंदोलन का सुर तेज कर दिया. शुभवेंदु अधिकारी ने मंगलवार को पंचायत चुनाव के चौथे दिन नंदीग्राम-द्वितीय ब्लॉक के भाजपा प्रत्याशियों के साथ एक रैली के दौरान यह टिप्पणी की।

उन्होंने कहा कि वे नंदीग्राम की 17 ग्राम पंचायतों में से 12 पर कब्जा कर लेंगे. शेष 5 त्रिशंकु होंगे। हम इसे बाद में लेंगे। इस दिन, वाद्य यंत्रों के साथ कारों का एक जुलूस नंदीग्राम-2 ब्लॉक कार्यालय तक जाता था। उसके बाद नियमानुसार भाजपा के प्रत्याशी का नामांकन होता है।

इस दिन सुभेंदु ने यह भी कहा कि जहां भी वोट होगा, ममता बनर्जी हार जाएंगी । आम जनता ममता को नो वोट पर भरोसा जता रही है।

৭০ হাজার যুবককে সরকারি চাকরির উপহার দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাকরি মেলায থেকে ৭০ হাজার যুবককে নিয়োগপত্র বিতরণ করেছেন। এই যুবকদের সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া হয়েছে।

দেশের ৪৩টি স্থানে আয়োজিত এই কর্মসংস্থান মেলার আওতায় এই চাকরি বিতরণ করা হয়েছে। রোজগার মেলা হল কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার অধীনে দ্রুত এবং কোনও ঝামেলা ছাড়াই নিয়োগপত্র দেওয়া হয়। আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে এ কর্মসংস্থান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার। একই সাথে, এটি যুবদের তাদের ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ দেবে।

*অস্থায়ী উপাচার্যদের বেতন বন্ধ করে রাজভবনকে কড়া বার্তা রাজ্যের*


ফের শুরু রাজ্য এবং রাজ্যপালের সংঘাত । বর্তমানে রাজ্যে কল্যাণী , যাদবপুর সহ ১৪টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগকে 'বেআইনি' ঘোষণা করে আইনি পরামর্শ নেওয়ার কথা জানিয়েছিল রাজ্য। এই নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই রাজ্যপাল যাঁদের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন, রাজ্য সরকার তাঁদের স্বীকৃতি দিচ্ছে না।

এবার আরও একধাপ এগিয়ে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ দিল শিক্ষা দফতর। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সব রেজিস্ট্রারের কাছে উচ্চশিক্ষা দফতরের তরফে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও রাজভবনের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শিক্ষামন্ত্রী স্পষ্টতই জানিয়ে দেন, রাজভবন সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফাভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। আইনি পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছিলেন ব্রাত্য। উল্লেখ্য , বর্তমানে ১৪ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছে রাজভবন ।

রাজ্যপালের নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের দায়িত্বভার না নেওয়ার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। কিন্তু, ব্রাত্যর অনুরোধের তোয়াক্কা না করে একজন ছাড়া বাকি সকলেই উপাচার্য পদের দায়িত্ব নেন। তা নিয়েই বর্তমানে শুরু হয়েছে তরজা । তাই , রাজ্যপালের এই অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে মামলাও হয়েছে হাইকোর্টে ।