*মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা নন্দীগ্রামে*


নন্দীগ্রাম: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই জাঁকজমক ভাবে ঢাকঢোল পিটিয়ে শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করল বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পালের নেতৃত্বে বিশালাকার র‍্যালি বের করে প্রথমে নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে পুজো দিলেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা।

সেখান থেকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা দিতে যান তারা। সেই সময় নন্দীগ্রামে বিজেপির কর্মীদের সাথে পুলিশের বচসা, উত্তেজনা। মনোনয়ন পত্র গ্রহনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নন্দীগ্রামে।

*সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট: অধীর*


বেজে গিয়েছে ভোটের দামামা। বহু কল্পনা-জল্পনার পর অবশেষে গতকাল পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। তারপরই নানা ইস্যু নিয়ে এর সমালোচনায় সরব হয় বিরোধীরা। নির্বাচন কমিশনের পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে বিরোধীরা যে আদালতে যেতে পারে, সেই নিয়ে চৰ্চা চলছিল রাজনীতির অন্দরে। পাশাপাশি অনলাইনে মনোনয়নের দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে করাতে হবে পঞ্চায়েত ভোট। মনোনয়নপত্র যাতে অনলাইনে পেশ করা যায়, সেই ব্যবস্থাও করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। অন্যদিকে, বিডিও বা মহকুমাশাসকের কাছে মনোনয়নপত্র পেশ করতে গিয়ে কোনো সমস্যা হলে তার পরিবর্তে সেটা জেন রাজ্য নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার সুযোগ দেওয়া হয় এই দাবিও করা হয়েছে।

হাইকোর্টের পেশ করার পরই অধীর বলেন," রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে চলছে নির্বাচন কমিশনার অধ্যক্ষ। বিরোধিদের সময় না দিয়ে পঞ্চায়েত ভোট ঘোষণা। সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। " তিনি আরও জানান, 'রাজ্যের সরাকারি কর্মচারীদের এত কিসের তাড়া যে ৩ টে পর্যন্ত সময় । বিরোধীদের প্রস্তুতিতে সময় না দিয়ে একতরফা এই সিদ্ধান্ত ।'

*রেলওয়ের নিরাপত্তা নিয়ে পথে নামলো কর্তৃপক্ষ*


করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর পথে নামলো পূর্ব রেলের কর্তৃপক্ষ। বর্তমানে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ ত্রিবেদীর নেতৃত্বে পূর্ব রেলওয়ের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে রেল পরিচালনা করছে । কর্মীদের বিভিন্ন বিষয় অবগত করতে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় নিরাপত্তা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র।

রেলওয়ের সেফটি ডিপার্টমেন্টের মাধ্যমে নিয়মিত মেডিক্যাল পরীক্ষা চালু হয়েছে , বিভিন্ন রেলওয়ে ট্র্যাক , 'পয়েন্ট o ক্রসিং' সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ জিনিস আমরা নিয়মিত ভাবে অফিসার ও সুপার ভাইজাররা পর্যালোচনা করছি । যাত্রীরা যাতে ঠিক ভাবে গন্তব্যে পৌঁছিয়ে যেতে পারে সেটাই পূর্ব রেলের একমাত্র লক্ষ্য । প্রসঙ্গত করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় জেরে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রেলের প্রশাসনকে।

*ভ্যাপসা গরম থেকে এবার মিলবে স্বস্তি! জেনে নিন আজকের আবহাওয়া*


মে গড়িয়ে জুনের দ্বিতীয় সপ্তাহ। তবে দূরবীন দিয়ে দেখলেও দেখা নেই বৃষ্টির। লাগাতার বাড়তে থাকা গরমে নাজেহাল গোটা রাজ্যের মানুষ। কবে মিলবে রেহাই? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই কমছে না এই দহনজ্বালা। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার প্রবল গরম ও অস্বস্তি বহাল থাকবে আরও বেশ কিছুদিন। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই মিলবে না।

রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তি বাড়বে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৯ ই জুন ( শুক্রবার) *


মেষ : আজ সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। বন্ধুদের সহায়তায় ব্যবসায়িক লাভ। আপনার কাজ আজ প্রশংসা পেতে পারে। জরুরি কাজগুলো আটকে থাকতে পারে। নতুন উদ্যম নিয়ে সমস্ত কাজ শুরু করুন।

বৃষ : আজ আপনি মানসিক ভাবে উত্তেজিত থাকবেন। তাই সকলের সাথে কথা বলার সময়ে সতর্ক থাকুন। আজ কাউকে টাকা ধার দেবেন না। কাজের চাপ থাকবে অফিসে। দাম্পত্য সম্পর্ক আজ প্রগাঢ় হবে।

মিথুন : আজ মন খুশিতে এবং শান্তিতে থাকবে। প্রচুর ধন লাভের সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার ঋণের টাকা মিটিয়ে দিতে পারবেন। আজ আপনার ক্ষমতা অনুযায়ী সম্মান অর্জন করতে পারেন। স্ত্রীর পক্ষ থেকে কোনও চমক পেতে পারেন।

কর্কট : আজ আপনার নিষ্ঠা এবং পরিশ্রমের জন্য কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। আর্থিক লাভও হতে পারে। প্রেমিক প্রেমিকাদের বিয়ের ব্যাপারে কথা হতে পারে। অকারণ কাজে সময় নষ্ট করবেন না। বন্ধুদের সাথে দেখা হয়ে আনন্দ বাড়বে।

সিংহ : নিজের মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। যৌথ ব্যবসায় বিনিয়োগের পক্ষে আজকের দিনটি শুভ নয়। আপনার পরোপকারী মনোভাব আজ পরিবারের মধ্যে ঐক্য আনবে। অফিস থেকে ফিরে পরিবারের সাথে আনন্দে কাটান।

কন্যা : আজ আপনি জীবনকে উপভোগ করবেন। পরিবারের সাথে নির্ঝঞ্ঝাট শান্তিতে কাটবে দিন। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হোন। নিজেকে স্বল্পমেয়াদী কোনও দক্ষতা বৃদ্ধির কর্মসূচীতে যুক্ত করতে পারেন।

তুলা: আজ দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন। আপনার দুর্বলতা বাড়তে পারে। পূর্বপুরুষের সম্পত্তি লাভ করতে পারেন আজ। কর্মক্ষেত্রেও আজ পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। অভিজ্ঞ কারও সাথে আলোচনায় জীবনের জটিলতার সমাধান হতে পারে।

বৃশ্চিক : আজ পুরানো অসুখ সেরে যাবে। ব্যয় সংকোচ করতে সফল হবেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতার কারণে সকলের কাছে প্রশংসা পাবেন। অবসর সময় কোনও ধর্মীয় স্থানে কাটান। সন্ধ্যার সময় বন্ধুদের সাথে আনন্দে কাটবে।

ধনু : আজ ভ্রমণের সময়ে নিজের মূল্যবান জিনিসগুলি সাবধানে রাখুন। নয়তো সেগুলি খোয়া যেতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গুপ্ত রাখুন। না হলে সমস্যা হতে পারে।

মকর : ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ লাভের সম্ভাবনা। বিপদের দিনে পাশে দাঁড়ানো আত্মীয়দের আজ কৃতজ্ঞতা জানান। এতে সম্পর্কের গভীরতা বাড়বে। জ্ঞান আরোহণের জন্য কোনও নতুন সেমিনারে যোগ দিতে পারেন।

কুম্ভ : পরিস্থিতি নিয়ে অভিযোগ করে লাভ হবে না। উদার মানসিকতা তৈরি করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। পরিচিতের সহায়তায় আজ অর্থ উপার্জন হবে। পারিবারিক জমায়েতে আজ আপনি সকলের আনন্দবর্ধন করবেন।

মীন : বিনোদনে অত্যাধিক খরচ বন্ধ করুন। বন্ধুদের সহায়তায় আজ কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। কাউকে কথা দিয়ে কথার খেলাপ করবেন না। নিজের মনোমতো কাজ করার সুযোগ আজ না-ও পেতে পারেন।

*'সরাসরি মুখ্যমন্ত্রী' জনসংযোগে নয়া উদ্যোগ নবান্নের*


 প্রথমে 'দিদিকে বলো' তারপর 'দিদির দূত' আর এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নবান্ন থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ।নবান্নের তরফ থেকে জানানো হয়েছে , এবার সরাসরি মুখ্যমন্ত্রীর জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর । যে কেউ 9137091370 নম্বরে ফোন করে তাদের সমস্যা এবং অভিযোগের কথা জানাতে পারবেন ।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে এই নম্বরটি চালু করেন । এই কর্মসূচির মাধ্যমে সকলে যাতে উপকৃত হয় এবং এই পরিষেবা যাতে প্রান্তিক এলাকাতেও পৌঁছে যায়, তা নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ঘন ঘন জনসংযোগ কর্মসূচিতে মানুষের সমস্ত সমস্যার সমাধান হয়ত সম্ভব নয়। তাই এই নয়া পন্থা অবলম্বন করলেন মুখ্যমন্ত্রী । বর্তমানে এখন সকলের মনেই একটাই প্রশ্ন এই নতুন হাতিয়ারেই কি পঞ্চায়েত ভোটে বাজিমাত করতে চাইছে শাসক শিবির?তবে , এই ‘সরাসরি মুখ্যমন্ত্রী' কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা প্রশ্ন ।

*ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়!*


ঘূর্ণিঝড় বিপর্যয় আরব সাগরে তৈরি হয়ে ইতি মধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷ এরফলে কেরলে হালকা মৌসুমি বায়ুর আগমন হবে। যারফলে কিছুটা বর্ষা প্রভাবিত হতে পারে বলে ধারণা ৷

ঘূর্ণিঝড় বিপর্যয় হল উত্তর ভারত মহাসাগরের বুকে সৃষ্টি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় ৷ এর আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় মোকা । সেই মোকাই তাণ্ডব সৃষ্টি করেছিল মায়ানমার ও বাংলাদেশে ৷ তবে ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতে তেমন ভাবে প্রভাব ফেলতে পারবেনা বলেই মনে করা হচ্ছে ৷ তবে এই ঝড়ের প্রভাবে ভারতের পশ্চিম উপকূলে আবহাওয়া বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল পাকিস্তানে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ৭ জুন সকাল পর্যন্ত লাহোর থেকে ১,৩৭০ কিমি দক্ষিণে অবস্থিত ৷ এর প্রভাবে মুম্বইয়ে বর্ষা প্রভাবিত হবে ৷ উত্তরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ৷

তবে এটি তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে পারে আগামী ৩ দিনে ৷ উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ৷ মৎসজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড় ও বঙ্গোপসাগরে সৃষ্টি একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণ উপদ্বীপে বৃষ্টিপাত হতে পারে ৷ তবে ঘূর্ণিঝড়টি কেটে য়াওয়ার পরে দক্ষিণ উপদ্বীপে বর্ষার গতি বাড়বে ৷ এমনই মত আবহাওয়া দফতরের ৷

*দেড় ঘণ্টা দেরিতে ইডি দফতরে রুজিরা*


কয়লা পাচারকাণ্ডে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা থাকলেও এদিন ১২টা পাঁচ নাগাদ বাড়ি থেকে বেরোন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। সাড়ে বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন তিনি।

সূত্রের খবর, এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরনোর আগেও আইনজীবীদের সঙ্গে একপ্রস্থ পরামর্শ করেন বলে খবর।এই নিয়ে দু’বার ইডি-র মুখোমুখি হবেন রুজিরা।

*গরুপাচার কান্ডে অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই*


গরুপাচার কান্ডে এবার অনুব্রত ঘনিষ্ঠ সুকন্যা মন্ডলের সঙ্গে কোম্পানির সঙ্গে যুক্ত ডিরেক্টর হিসেবে ছিলেন বিদ্যুৎ বরণ গায়েন সিবিআই আধিকারিকেরা সকালে শান্তিনিকেতন রতন কুটি থেকে বেরিয়ে তার বাড়ির দিকে রওনা দিয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে যে বিদ্যুৎ বরণ গায়েনকে বেশ কয়েকবার নোটিশ কিছু করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবার সেই হাজিরা এড়িয়ে যায় বিদ্যুৎ। জানা গেছে তাই এবার গরু পাচার মামলায় সুশান্ত ভট্টাচার্য ও আরো দুই আধিকারিক বিদ্যুৎ বরণ গায়েনের বাড়ি তে গিয়ে তাকে জিজ্ঞাসা বাদ করবে।

* রাজ্যে আরও বাড়বে তাপমাত্রা! জেনে নিন আজকের আবহাওয়া*


ক্রমশ্য বাড়ছে সূর্যের দাপট! তবে এতেই শেষ নয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার তেজ বহাল থাকবে। তবে এরই মধ্যে স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ তবে এরই মধ্যে স্বস্তির খবর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১০ জুন পর্যন্ত দাবদাহ চলবে উত্তর এবং দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায়। এই সপ্তাহের শেষ পর্যন্ত এমনই তাপমাত্রা থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।