*সপ্তাহের শুরুতেই দিনভর বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


গত কয়েকদিন ধরে কলকাতার তাপমাত্রা নেমেছে অনেকটাই। আজও আংশিক মেঘলা রয়েছে মহানগরীর আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও বিকেলের দিকে রয়েছে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। আর অন্যদিকে দাপিয়ে বাড়তে থাকবে তাপমাত্রা। আজ কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ থাকবে ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন থাকবে ৬৫ শতাংশ।

*আজকের রাশিফল ২ ৯শে মে ( সোমবার) *


মেষ রাশি: যাঁরা এখনও পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ অর্থ সঞ্চয়ের গুরুত্ব উপলব্ধি করতে পারেন। আপনার অকপট এবং নির্ভীক মতামত কোনো বন্ধুর অহংকারে আজ আঘাত করতে পারে। এই রাশির কিছু পড়ুয়া আজ মোবাইলে ব্যস্ত থেকে অনেকটা সময় অতিবাহিত করবে। প্রতিটি কাজ করার আগে আজ মাথা ঠান্ডা রাখুন। অর্ধাঙ্গিনী শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আপনি আজ ব্যস্ত হয়ে পড়বেন।

বৃষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি শরীরচর্চার মাধ্যমে আজ কিছুটা সময় ব্যয় করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো কাজে আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। পরিবারের সবার সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে।

মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে কাজে লাগান। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে। আপনি আজ কেনাকাটার মাধ্যমে কিছুটা সময় ব্যয় করবেন। কোনো একজন প্রবীণ ব্যক্তির সাথে আজ আপনার তর্ক হতে পারে। তবে, নিজেকে সংযত রাখুন। আপনি আজ ব্যস্ততার মধ্যে থাকবেন।

কর্কট রাশি: কাউকে প্রভাবিত করার জন্য আজ অত্যধিক খরচ করবেন না। আপনি আজ কোনো ধর্মীয় স্থানে অথবা কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। ভালোবাসার মানুষটিকে আজ কিছুটা সময় দিন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন।

সিংহ রাশি: পরিবারের হিতসাধনে আজ কঠোর পরিশ্রম করুন। বন্ধুদের সাথে আজ ভালো সময় কাটবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিকভাবে লাভবান হবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ সংযত আচরণ করুন। আপনি আজ বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে আজ লাভবান হবেন।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যপূরণের প্রতি অবিচল থাকুন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিকভাবে লাভবান হবেন। অন্যদের মধ্যে ত্রুটি খোঁজার অভ্যাসের কারণে আপনি আজ আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারেন। তাই, নিজের এই অভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: যাঁরা বেশ কিছু দিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ সতর্ক থাকুন এবং অযথা অর্থব্যয়ের প্রবণতা পরিত্যাগ করুন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। প্রতিবেশীরা আজ আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যার সৃষ্টি করতে পারেন।

বৃশ্চিক রাশি: বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ নিজের কোনো মতামত জানানোর সময় সবার অনুভূতির প্রতি বিশেষ নজর দিন। গাড়ি চালানোর সময় আজ অবশ্যই সতর্ক থাকতে হবে। নিজের মূল্যবান জিনিসপত্রগুলির প্রতি যত্নশীল না হলে সেগুলি আজ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী দু’জনেই সেটি সামলে নেবেন।

ধনু রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। সন্তানের কোনো কৃতিত্বের ফলে আজ আপনি আনন্দিত হবেন। প্রেমের জীবনে সতর্ক থাকুন। কাউকে কিছু না জানিয়েই আজ বাড়িতে কোনো আত্মীয় আসতে পারেন। যার ফলে আপনি ব্যস্ত হয়ে উঠবেন। স্ত্রীর কোনো আচরণের জেরে আপনি আজ সমস্যায় পড়তে পারেন।

মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে আপনি আজ ধ্যান এবং যোগ ব্যায়াম করতে পারেন। আপনি আজ কোনো খেলাধূলার প্রতি আকৃষ্ট হবেন। অফিসের কাজ দ্রুত শেষ করে আপনি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে নিজের মতো করে কিছুটা সময় অতিবাহিত করবেন। কাঙ্ক্ষিত লক্ষ্যপূরণের জন্য অবশ্যই সঠিকভাবে পরিশ্রম করুন। অর্ধাঙ্গিনীর সাথে আজ ভালো সময় কাটবে।

কুম্ভ রাশি: কোনো বিনিয়োগের মাধ্যমে আপনি আজ আর্থিকভাবে লাভবান হবেন। আপনি আজ কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। পাশাপাশি আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আজ কোথাও কেনাকাটা করতে গিয়ে অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পারিবারিক প্রয়োজনগুলিতে আজ অবশ্যই নজর দিন। ভালোবাসার মানুষটির সাথে আজ দুর্দান্ত সময় কাটবে।

মীন রাশি: শরীরের প্রতি আজ যত্নশীল হন। পাশাপাশি আজ অবশ্যই কিছুটা সময় ধরে শরীরচর্চা করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ কোনো চমকের সম্মুখীন হবেন। 

*জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস এবার থামবে নিউ কোচবিহারে*


দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নিউ জলপাইগুড়ি - গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ পেল নিউ কোচবিহার।রেলের তরফে যে নতুন করে যে টাইম টেবিল ঘোষণা করা হয়েছে সেখানে স্টপেজের তালিকায় নিউ কোচবিহারের নাম রাখা হয়েছে। এরপরেই তৃণমূলের দাবি, তাঁদের আন্দোলনের জন্যই এই স্টপেজ যোগ করা হয়েছে। এই সিদ্ধান্ত আদতে তাঁদের সাফল্য।

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "কোচবিহারের বাসিন্দাদের স্বার্থে আমরা আন্দোলন করেছিলাম। এরপর স্টপেজ পাওয়া গিয়েছে।"রাজ্যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে আগামী ২৯ মে। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত যাতায়াত করবে এই সেমি হাইস্পিড ট্রেন।

*অভিষেকের গাড়িতে হামলায় ৮ জন গ্রেফতার*


ঝাড়গ্রামের গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার ঘটনা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় শনিবার রাতেই আটক করা হয় তিন প্রভাবশালী কুড়মি নেতা। পরে জানা যায় রাজেশ মাহাতো সহ আট কুড়মি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুধু গ্রেফতারই নন, জানা গিয়েছে কুড়মি সমাজ (পশ্চিমবঙ্গ) সংগঠনের রাজ‌্য সম্পাদক রাজেশ মাহাতো পেশায় শিক্ষক। তাঁকে রাতারাতি খড়গপুরের স্কুল থেকে বদলি করে কোচবিহারের স্কুলে পাঠানো হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টুইটে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এটি রাজ্য সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ।

*বদলাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া! জেনে নিন আজকের আবহাওয়া*


রবিবার বৃষ্টিতে ভিজবে কলকাতার একাধিক জায়গা।একটানা ঝড়-বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমেছে। হাওয়া অফিস জানিয়েছে,আজ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের বেলা আকাশ আংশিক মেঘলা থাকবে । মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও রোদের তেজ ততটাও বেশি থাকবে না। তবে অস্বস্তিকর গরম থাকবে ।

আজ বিকেলের পর তুমুল ঝড়বৃষ্টি হতে পারে শহরে। এর জেরে শহরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২ ৮ শে মে ( রবিবার)*


মেষ: স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে বিবাদ হতে পারে । টাকা পয়সার অভাবে কিছু জরুরী কাজ আটকে যেতে পারে। শরীরের যত্ন নিন। রক্তচাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনার বেপরোয়া মনোভাব বাড়ির সকলের চিন্তার কারণ হবে।

বৃষ: স্বাস্থ্যের কারণে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। আপনার প্রফুল্ল স্বভাব সকলের মনে আনন্দ আনবে। কর্মক্ষেত্রে আপনি নতুন কিছু করবেন। এর ফলে প্রশংসা পাবেন। অবসর সোময়ে বাকি থাকা কাজ মিটিয়ে ফেলুন।

মিথুন: ব্যবসার বিনিয়োগ নিয়ে চিন্তায় থাকবেন। আজ প্রেমের তিক্ততা ভুলে মেতে ওঠার দিন। জমিজমাতে বিনিয়োগ করার পক্ষে আজ ভালো দিন। সন্তানদের থেকে কোনও ভালো খবর পেতে পারেন। নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন।

কর্কট: সন্তানের কাজে গর্ব অনুভব করবেন। প্রেমিকার উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ত্যাগ করুন। আপনার অনুভূতি তার সাথে ভাগ করে নিন। কর্মক্ষেত্রে নতুন করে কারোর প্রেমে পড়তে পারেন। সময়ের গুরুত্ব বুঝে কাজ করুন।

সিংহ: জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। কর্মক্ষেত্রের নিষ্প্রাণ কাজ আপনাকে ব্যাজার করে দেবে। সন্ধ্যায় বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে মানসিক অবসাদ থেকে মুক্ত হতে পারেন। লেনদেনের সময়ে সজাগ থাকা উচিত।

কন্যা: অযথা তর্ক সম্পর্ক খারাপ করতে পারে। স্ত্রীয়ের সাথে আর্থিক ব্যাপারে আলোচনা ভবিষ্যতে ভালো সঞ্চয়ের দিশা দেবে। ঘরের ব্যাপারে কিছু পরিবর্তন করার আগে সকলের সাথে আলোচনা করুন। যে কোনও ক্ষেত্রে বিজয়ী হবেন আজ।

তুলা: জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত। গরিবদের সাহায্য করেই মানসিক শান্তি আসবে। কারোর থেকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। অফিসের কাজে আজ নতুন গতি আসবে। সন্ধ্যায় পত্নীর সাথে সময় কাটান।

বৃশ্চিক: ছাত্রদের শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ আছে। ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি। তাই কারোর প্রতি ঘৃণার ভাব ত্যাগ করুন। আপনার সৃজনশীলতা কমে যাবে। এর ফলে নিজেকে কিছুটা উদভ্রান্ত বলে মনে হবে । এখনের ভুলের জন্য ভবিষ্যতে সমস্যা হতে পারে।

ধনু: সম্পত্তির আইনি বিবাদ মিটে যাবে। কোনও দামি জিনিস আজ চুরি হটে পারে। তাই সবদিকে সতর্ক নজর রাখুন। রসিক আত্মীয়দের সাথে সন্ধ্যার আড্ডা মেজাজ খুশি রাখবে। আপনার অকারণ রাগ পরিস্থিতি জটিল করে তুলতে পারে।

মকর: সঠিক প্রকল্পে বিনিয়োগ করুন । টাকার বদলে সম্পর্কের দিকে জোর দিন। সব সময় টাকার চিন্তা আপনার সম্পর্ক খারাপ করতে পারে। সন্ধ্যায় বন্ধু বান্ধবদেরসাথে আড্ডা দিয়ে মন ভালো হবে। প্রেমের সম্পর্কে একটি নতুন মোড় আসতে পারে।

কুম্ভ: সহকর্মীর সঙ্গে মত বিরোধ হতে পারে । সন্তানদের জন্য আজ আপনার অতিরিক্ত কিছু উপার্জন হতে পারে। এর ফলে আপনি সন্তানের প্রতি খুশি হবেন এবং গর্বিত বোধ করবেন। যে কোনও রকমের ব্যবসা ভালো চলবে। স্ত্রীয়ের সাথে প্রেমময় সময় কাটবে।

মীন: খ্যাতি লাভ করার সম্ভাবনা আছে। ঘরের কাজ করার সময় সাবধান থাকুন। বন্ধু এবং পরিবারকে নিয়ে কোথাও পিকনিকে যেতে পারেন। সেখানে হই হই করে আনন্দে কাটবে। অনেক ভুল বোঝাবুঝি আজ মিটে যাবে। প্রেমের ব্যপারে নিজেকে ছোট করবেন না।

*শীঘ্রই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী*


মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ, মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতীদের এবারও সংবর্ধনা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। জানা গিয়েছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী। আগামী জুন মাসের ১ তারিখে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে।

আগে ঠিক ছিল আগামী ৬ই জুন ধনধান্য স্টেডিয়ামে সমস্ত কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। কিন্তু পরে বিশেষ কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে রাজ্য সরকার। প্রতি বছর নিয়ম করে রাজ্যের মুখ্যমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেন।

*মুখ্যমন্ত্রীর জোড়া ঘোষণা*


এগরা বিস্ফোরণ কাণ্ডে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য বাবদ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হয়েছে। তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বার বার বাতিল হওয়া কর্মসূচি শএষ পর্যন্ত শনিবার বাস্তবায়িত হল। এগরায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী।

*রাজনীতি করতে আসিনি! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর*


এগরায় বিস্ফোরণকাণ্ডের পর ১১ দিনের মাথায় সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করলেন বড় ঘোষণা। বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। বেআইনি বাজি কারখানা রুখতে সরকারি উদ্যোগে ক্লাস্টার তৈরি করা হবে।

মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি তৈরি করা হয়েছে। অবৈধ বাজি কারখানা তৈরি করা হলেই লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, ঘোষণা মমতার। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন রাজনীতি করতে তিনি এগরায় আসেননি। তিনি মানবিক।

*ক্ষমা চাইলেন মমতা*


এগরায় বিস্ফোরণকাণ্ডে গ্রামে গিয়ে ক্ষমা চাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চোখ খুলে দিয়েছে সরকারের। মানুষের জীবন এবং চাকরি যাতে না যায় সেই ব্যবস্থা করবে সরকার। মমতা বলেন যে পয়সার লোভে অনেকে এমন কাজ করছে। ফলে তারা নিজেরাও মারা গেল, অন্যদেরকেও মেরে দিল। এই নিয়ে অনেক রাজনৈতিক জলঘোলা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।