May 23 2023, 17:40
*২০০০টাকা দিয়ে পেট্রোল কেনার হিড়িক*
৩০ শে সেপ্টেম্বরের পর বাজারে ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নির্দেশের জেরে হাওড়ার পেট্রোল পাম্পগুলিতে ২০০০ টাকার নোট দিয়ে পেট্রোল কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন পেট্রোল পাম্পের মালিকরা। সমস্যার সমাধানে তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে চিঠি লেখার পাশাপাশি ইনকাম ট্যাক্স দপ্তরকে চিঠি লিখছেন।
২০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর সমস্যায় পড়েছেন পেট্রোল পাম্পের মালিকরা। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেঞ্জিত সেনের অভিযোগ খদ্দেররা ২০০০ টাকার নোট দিয়ে ৫০ অথবা ১০০ টাকার তেল কিনছেন। ফলে তাদের পক্ষে এত খুচরো টাকা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ছে। রিজার্ভ ব্যাংকের ঘোষণার পর এখন পেট্রোল পাম্পে ২০০০ টাকা ১০ গুণ বেশি আসছে। ব্যাংকে জমা নেওয়ার ক্ষেত্রে পাম্পের মালিক, পার্টনার অথবা ডিরেক্টরের সই লাগছে।
পেট্রোল পাম্প মালিকের আশঙ্কা পরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তারা হয়রানির শিকার হতে পারেন। তাই তারা সুরাহার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পাশাপাশি ইনকাম ট্যাক্স বিভাগকে চিঠি লিখছেন। এই নিয়ে আগামী ২৫শে মে সংগঠনের পক্ষ থেকে বৈঠক ডাকা হয়েছে। পেট্রোল পাম্পের এক কর্মচারী জানান ২০০০ টাকার নোট দিয়ে খদ্দের ১০০ টাকার তেল চাইছে। না দিলে গালিগালাজ, দুর্ব্যবহার এমনকি হুমকি দেওয়া হচ্ছে। এক ব্যবসায়ীর অভিযোগ তারা ২০০০ টাকা অন্যদের থেকে নিলেও ব্যাংক নিচ্ছে না। ফলে তারা সমস্যায় পড়েছেন।


May 25 2023, 14:47